Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০১৫

তথ্যবিবরণী ০৮/০৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২০২

শিক্ষা মানবসম্পদ উন্নয়নের অন্যতম সোপান
                          -- এলজিআরডি প্রতিমন্ত্রী
 
রংপুর, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, শিক্ষা মানবসম্পদ উন্নয়নের অন্যতম সোপান। প্রকৃত শিক্ষা ছাড়া সমৃদ্ধিশালী জাতি বিনির্মাণ সম্ভব নয়। 

প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক নবনির্মিত বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে। তিনি বলেন, এসব অর্থ সদ্ব্যবহারের মাধ্যমে দেশের অবহেলিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বনায়ন, বিদ্যুৎ ও অবকাঠামোগত চলমান উন্নয়ন কর্মকা-ে সবাইকে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন। এ ব্যাপারে তিনি এলজিআরডি মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

    এর আগে প্রতিমন্ত্রী এলজিইডি কর্তৃক নবনির্মিত বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। 

    পরে জনাব রাঙ্গা এলজিইডি কর্তৃক নবনির্মিত বড়বিল মম জুটমিল হতে দেওয়ানীপাড়া এইচবিবিএসকরণ রাস্তা উদ্বোধন ও কোলকোন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। 

#

আহসান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৫০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২২০১

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মোঃ হাবিবুর রহমানের
মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক
 


ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ টেলিভিশন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাবেরর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    পৃথক এক শোকবার্তায় তথ্যসচিব মরতুজা আহমদ বাংলাদেশ টেলিভিশন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    এছাড়া মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন এবং মহাসচিব স ম গোলাম কিবরিয়া শোক জানিয়েছেন।
    উল্লেখ্য, মোঃ হাবিবুর রহমান আজ ঢাকায় এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ মেয়ে রেখে গেছেন। 
    মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা ঢাকার মোহাম্মদপুর বাবর রোডস্থ নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
    

#

নবী/জসীম/সঞ্জীব/মোশারফ/রেজাউল/২০১৫/২০৫০ ঘণ্টা

Handout                                                                                             Number : 2200

 

Foreign Minister attends the ASEAN Flag Raising Ceremony

 

Dhaka, August 8 :

 

Foreign Minister Abul Hassan Mahmood Ali today attended the ASEAN Flag Raising Ceremony at the Royal Thai Embassy organised by the ASEAN Dhaka Committee (ADC) to commemorate the 48th Anniversary of the establishment of ASEAN in 1967. The Heads of the Missions of the ASEAN countries and diplomats were also present at the ceremony.

 

The Foreign Minister delivered a speech highlighting the ASEAN and its advancement as a vibrant regional organization in terms of political security, socio-cultural and economic integration. In his speech, he highlighted Bangladesh’s commitment to enhance the interactions with the ASEAN countries. He congratulated the ASEAN member countries on this joyous occasion and reiterated the importance to work hand in hand for the peace and security of the region.

 

The ADC, which consists of eight member countries of ASEAN resident in Dhaka, was officially established on 12 September 2013. The ADC aims to strengthen ties between ASEAN collectively and Bangladesh.  To date, the ASEAN Secretariat’s inclination is to accord priority to the formation of ASEAN Committees in Third Countries that are ASEAN’s Dialogue Partners.  Though Bangladesh is yet to be a Dialogue Partner, the decision of the ASEAN Secretariat for the establishment of the ADC attests the importance that ASEAN attaches to its relations with Bangladesh.   

 

Bangladesh attaches great importance to close cooperation with ASEAN countries and has regularly been participating in the various ASEAN Regional Forum (ARF) activities as a member since 2006.  

 

#

 

Zaman/Nabi/Sanjib/Mosharaf/Selim/2015/1830 hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯৯

সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর
                                                     -- স্বাস্থ্য প্রতিমন্ত্রী                                                                  

রাজশাহী, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
    
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধিতে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী আজ রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীদের সাথে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    জাহিদ মালেক বলেন, বাংলাদেশের উন্নয়ন সারাবিশে^র জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবাখাতে  অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমাদের দেশে শিশু ও মাতৃমৃত্যু হারও অনেক কমে গিয়েছে, আমরা এমডিজি অর্জনে  সফল হয়েছি। বর্তমানে আমাদের দেশ পোলিওমুক্ত, টিকাদানে আমরা ৮১ ভাগ সফল হয়েছি। টিবি, ম্যালেরিয়া ও কালাজ¦র কমেছে। চিকিৎসাসেবা উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু এখন ৭১ বছর।

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩তম বিসিএস-এর মাধ্যমে প্রায় সাড়ে ছয় হাজার ডাক্তারকে নিয়োগ দিয়েছেন। সেবার মান বাড়াতে চিকিৎসকের পাশাপাশি আরো দশ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শিগগিরই গোপালগঞ্জে ‘আই’ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হবে। দেশে আরো ১২টি মেডিকেল কলেজ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই ব্যাপক পরিসরে ঔষধ ও ভ্যাকসিনেসন তৈরির কার্যক্রম শুরু হবে। 
    
    জাহিদ মালেক বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে অল্প সময়ের মধ্যেই রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করবে। 

    রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ নওশাদ আলীর সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের  মধ্যে কেন্দ্রীয় বিএমএ-এর সহসভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ এনামুল হক ও সালমা আখতার জাহান, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাঃ মনোয়ারুল ইসলাম, রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হেদায়েতুল ইসলাম এবং স্বাচিপের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ডাঃ চিন্ময় কান্তি দাস উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী সকালে রাজশাহী মেডিকেল কলেজ ও বক্ষব্যাধি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে  দেখেন। এ সময় তিনি ডাক্তারদের আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। বিকেলে তিনি আইএইচটি ও এফডব্লিউবিটিআই  পরিদর্শন করেন।
#

নাফেয়াল/নবী/জসীম/সেলিম/২০১৫/১৯৫০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯৮

পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ
                           -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডুমুরিয়া (খুলনা), ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো গতিশীল করতে হবে।

প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত চার দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। বন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের নানামুখী কর্মসূচি প্রণয়নের ফলে দেশে গাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতিটি পরিত্যক্ত খালি জায়গায় গাছ লাগাতে হবে। এছাড়া, শহরাঞ্চলের জনগণকে বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করার জন্য ‘নগর বনায়ন বিভাগ’ সৃষ্টি করা হয়েছে, ফলে জনগণের  মাঝে বৃক্ষরোপণের প্রবণতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখা ও মানুষকে বৃক্ষরোপণে আরো বেশি উদ্ধুদ্ধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছু দ্দৌজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খান আলী মুনসুর, খুলনা ডিএই’র অতিরিক্ত উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত বক্তৃতা করেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রতিমন্ত্রী বান্দা উচ্চ মাধামিক বিদ্যালয়ে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও বক্তৃতা করেন।

#

সুলতান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪৫ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১৯৭

মেডিকেল শিক্ষার মান আধুনিকায়ন ও উন্নয়নে কারিকুলাম পরিবর্তন করা হয়েছে
সরকার নতুন ঔষধনীতি বাস্তবায়নে বদ্ধপরিকর
                                                             -- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
২০১২ সনের এমবিবিএস কারিকুলাম অনুযায়ী গত মে মাসের প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্যরা তাদের মূল ব্যাচের সাথে ক্লাস করতে পারবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলো পাস ও অন্যান্য শর্তাবলি পূরণসাপেক্ষে তারা ২০১৬-এর মে মাসের দ্বিতীয় পেশাগত পরীক্ষায় নিয়মিত ব্যাচের সাথে অংশ নেওয়ার অনুমতি পাবে।

আজ সচিবালয়ে মেডিকেল শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলাম বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সাথে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক 
ডাঃ আবু শফি আহমেদ আমিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউ’র বিভিন্ন বিভাগের ডিনগণ, ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সরকারের এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে ক্লাসে ফিরে যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।  তিনি বলেন, সবার সাথে আলোচনার ভিত্তিতে সম্পূর্ণ সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

মন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার মান আধুনিকায়ন ও উন্নয়নে কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। এনিয়ে কিছুদিন যাবৎ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।  

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। আমি মন্ত্রী হিসাবে জনগণের অনুভূতিকে সম্মান করি। 

এর আগে সচিবালয়ে এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী শীঘ্রই একটি গণমুখী ও যুগোপযোগী জাতীয় ঔষধনীতি-২০১৫ চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, সরকার নতুন ঔষধনীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। এ মাসের মধ্যে এ নীতি প্রণয়ন করে দ্রুত মন্ত্রিসভায় উত্থাপনের ব্যবস্থা নিতে হবে।
 
সভায় অন্যান্যের মধ্যে সংসদসদস্য ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইমপোর্টার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সুকুমার রঞ্জন ঘোষ, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।  

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ঔষধনীতি প্রণয়ন এখন সময়ের চাহিদা। বাংলাদেশের ঔষধ শিল্প আজ বিশ্ব বাজারকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। প্রায় ১০০ দেশে আজ আমাদের ঔষধ রপ্তানি হচ্ছে। এ শিল্পের প্রসারে সরকার সবধরনের সহায়তা করতে চায়।
 
সভায় নতুন ঔষধনীতির খসড়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। বর্তমানে কার্যকর ঔষধনীতি ২০০৫ সালে প্রণীত হয়েছিল।  

#

পরীক্ষিৎ/নবী/জসীম/রেজাউল/২০১৫/১৮২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২১৯৬

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না
              -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৫ আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। 
    আজ শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনারকক্ষে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের (আসাজো) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আজ তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
    সংগঠনের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং সাবেক ডিআইজি কাজী জয়নুল আবেদীন। 
    মন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কময় দিন। এদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তারা ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চারনেতাকে হত্যা করেছিল। সব হত্যাকা-েরই বিচার হবে। বিচারহীন অবস্থায় কোনো অপরাধই থাকবে না। 

#

মারুফ/নবী/জসীম/মোশারফ/রেজাউল/২০১৫/১৮২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                              নম্বর : ২১৯৫
সারাদেশে ১০৪৩ স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
তরুণ প্রজন্মকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে
                                      ----শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন তরুণ প্রজন্মকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে।
    মন্ত্রী আজ ঢাকার মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শনশেষে সাংবাদিকদের একথা বলেন।
    মন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স¦াধীনতা অর্জন করি। তিনি বলেন, ১৯৭৫ সালের এই আগস্ট মাসে স¦াধীনতাবিরোধেী চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্র ধুলিসাৎ করে দেয়, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে। সৈরশাসকগণ নিজেদের ক্ষমতায় টিকে রাখতে ছাত্রসমাজকে ব্যবহার করে, শিক্ষাঙ্গনকে কলুষিত করে।
    শিক্ষামন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত বর্তমান সরকার গণতন্ত্র জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আমরা চাই আমাদের ছাত্রসমাজের সোনালী ঐতিহ্য  ফিরে আসুক, আমাদের কোমলমতি শিশুকিশোররাও গণতন্ত্রচর্চা শিখুক, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হোক। সে জন্যই এই  স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আয়োজন। ক্ষুদে শিক্ষার্থীদের এ সুশৃঙ্খল গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, আজ যারা তরুণ শিক্ষার্থী, আগামীকাল তারাই দেশ চালাবে। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম সেভাবেই যোগ্য হয়ে গড়ে উঠুক।
    এর আগে মন্ত্রী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন। তিনি ক্ষুদে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এসময় উপস্থিত ছিলেন।
    আজ সারাদেশে প্রথম পর্যায়ে ১০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৯৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮৭টি দাখিল মাদ্রাসা ও ৬১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
    ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
#

সাইফুল্লাহ/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৪৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১৯৪

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী 

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :


    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫’’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
  

 ‘‘জ্বালানি নিরাপত্তা অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখার জন্য ৯ আগস্ট ‘‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫’’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বঙ্গবন্ধুর নির্দেশনায় ১৯৭৫ সালের ৯ আগস্ট  ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল এর কাছ থেকে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। তাঁর দূরদর্শী সিদ্ধান্ত জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ও সুুদূরপ্রসারী প্রভাব ফেলে।
    জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। গত সাড়ে ছয় বছরে নতুন নতুন কূপ খননসহ গ্যাস সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালের জানুয়ারিতে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট যা বর্তমানে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
    আমরা সুন্দলপুর, শ্রীকাইল ও রূপগঞ্জ গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছি। বিবিয়ানা গ্যাসফিল্ড সম্প্রসারণ এবং বিবিয়ানা ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হয়েছে। আমরা হবিগঞ্জের মুচাই এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কম্প্রেসর স্টেশন স্থাপন করেছি। ইতোমধ্যে গ্যাস নেটওয়ার্ক বিভাগীয় শহর রাজশাহীতে সম্প্রসারণ করা হয়েছে। হাটিকুমরুল-ভেড়ামাড়া পাইপলাইনের কাজ শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্যাস সরবরাহ সম্প্রসারিত হবে।
    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশজ প্রাকৃতিক গ্যাস ও কয়লার ব্যবহারের পাশাপাশি এলএনজি আমদানি করে গ্যাসের ঘাটতি পূরণ, ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপন, তেল পরিবহণ ও খালাসে সাশ্রয়ী সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সিঙ্গাপুরের সাথে চুক্তি স¦াক্ষরিত হয়েছে। আমরা ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রবিরোধ নিষ্পত্তির মাধ্যমে বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র এলাকায় ব্যাপকভিত্তিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছি।
    প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মূল্যবান এই সম্পদের অপচয় রোধে সকলকে আরও যতœবান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
    আমি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’

 

#

নুরএলাহি/নবী/মোশারফ/আব্বাস/২০১৫/১৭০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯৩

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :

    রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

    ‘‘ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী ও সচেতন করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। 


    বিদ্যুৎ ও জ্বালানি অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের কৃষি, শিল্প, সেবাখাতসহ দৈনন্দিন জীবনে বিদ্যুৎ, তেল, গ্যাস ও বিভিন্ন প্রাকৃতিক সম্পদের রয়েছে ব্যাপক চাহিদা। এ পরিপ্রেক্ষিতে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে অগ্রাধিকার প্রদান করেছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আর্থসামাজিক উন্নয়নে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৯৭৫ সালের ৯ আগস্ট ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল এর  নিকট হতে স্বল্পমূল্যে ৫টি গ্যাস ক্ষেত্রের মালিকানা রাষ্ট্রের অনুকূলে নেন। এ সকল গ্যাস ক্ষেত্রে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস ও উপজাত তেল দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 


    দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানি খাতের উন্নয়ন অপরিহার্য। প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর করে দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সারকারখানাসহ বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে। দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৭২ শতাংশ পূরণ করে প্রাকৃতিক গ্যাস। এ জন্য প্রাকৃতিক গ্যাসের ওপর একক নির্ভরতা হ্রাসের পাশাপাশি জ্বালানি-মিশ্র এবং বিকল্প/নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি দেশে প্রাকৃতিক জ্বালানি মজুত বৃদ্ধির জন্য অনুসন্ধান কার্যক্রম জোরদার, উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ কার্যক্রম আরো ত্বরান্বিত করতে হবে।


    আমাদের মনে রাখতে হবে প্রাকৃতিক গ্যাস অফুরন্ত নয়। তাই এই মূল্যবান সম্পদের অপচয় রোধ করে এর যথাযথ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালনের উদ্যোগ সফল ও সার্থক হোক-এ কামনা করি।


    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’

#

আজাদ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা  

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon