Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 12/10/15

তথ্যবিবরণী                                                                   নম্বর : ২৯৬৮

২২ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ২২টি জেলার উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৯ হাজার ৭২৭ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ১১২ জন। 
জেলাগুলো হলো- নড়াইল, মেহেরপুর, মুন্সীগঞ্জ শরীয়তপুর, ফেনী, জয়পুরহাট, চুয়াডাংগা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা ও পঞ্চগড়। দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম পর্যায়ে ৫টি ও ২য় পর্যায়ে ১৭টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারি রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ-তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বর পাওয়া যাবে।
উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ১ম শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২২ অক্টোবরের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) স্ব স্ব জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমাপূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তিস্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে।
    মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জানানো হবে।
#

রবী/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/২০০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৬৭

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জ্বালানি ব্যবস্থাপনা নীতিমালা হচ্ছে
                                                                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৩-৪ বছরের মধ্যে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ জন্য জ্বালানি ব্যবস্থাপনার ওপর নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে বায়ু হতে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও ব্যবহারকে সরকার উৎসাহিত করে।
    বিদ্যুৎ বিভাগ (চড়বিৎ উরারংরড়হ) ও ভেস্তাস এশিয়া-প্যাসিফিক উইন্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড (ঠবংঃধং অংরধ-চধপরভরপ ডরহফ ঞবপযহড়ষড়মু চাঃ. খরসরঃবফ) এর মধ্যে স্বাক্ষরিত এ স্মারক অনুযায়ী ভেস্তাস পটুয়াখালী জেলার দু’টি স্থানে উইন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ডরহফ জবংড়ঁৎপব অংংবংংসবহঃ -ডজঅ)) পরিচালনা করে এক বৎসরের মধ্যে প্রতিবেদন প্রদান করবে। সমঝোতা স্মারকে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব  মোহাম্মদ আলাউদ্দিন ও ভেস্তাসের পক্ষে ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাভীন রাঘভান বালাচন্দন স্বাক্ষর করেন।
    বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাওয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কে এম হাসান বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৬৬ 


দুর্গাপূজার সাধারণ ছুটি ২২ অক্টোবর নির্ধারণ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :
    সরকার দুর্গাপূজা (বিজয়া দশমী) উপলক্ষে ২৩ অক্টোবর শুক্রবারের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
    যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস¦ আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস¦ আইন-কানুন অনুযায়ী জনস¦ার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

#

আফরাজ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৯৬৫
বাংলাদেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি 
যার জন্য সতর্কতা জারির  প্রয়োজন হতে পারে
                            -- রাশেদ খান মেনন

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যার জন্য সতর্কতা জারির প্রয়োজন হতে পারে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এর ফলে বাংলাদেশের পর্যটন শিল্পসহ সার্বিক অর্থনীতির ক্ষতি হবে। 
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কানাডার হাইকমিশনার বিনোয়েট পিয়েরে লারামি (ইবহড়রঃ চরবৎৎব খধৎধসবব) এর সাথে বৈঠককালে একথা বলেন। সাক্ষাৎকালে উভয়ে বিমান পরিবহণ ও পর্যটনখাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি ছাড়াও  দ্বিপাক্ষিক  স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 
    হাইকমিশনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমরা এখানে খুবই স্বাভাবিক পরিস্থিতিতেই আছি। তিনি বিদেশীদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
    জনাব রাশেদ খান মেনন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তার পর্যবেক্ষণের বিষয়টি বাংলাদেশে কর্মরত তাঁর কূটনৈতিক বন্ধুদের অবহিত করার জন্য হাইকমিশনারকে আহ্বান জানান। 
    মন্ত্রী বাংলাদেশ ও কানাডা বন্ধুপ্রতিম দু‘দেশের মধ্যকার বিদ্যমান  চমৎকার  সম্পর্কের উল্লেখ করে বলেন, কানাডা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বেসামরিক বিমান পরিবহণখাতের উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন। তিনি বলেন, বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে চলতি মাসে আন্তর্জাতিক বুড্ডিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্স অনুষ্ঠিত হবে। তিনি পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা বিধানে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, নিরাপত্তার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে অবিচল থেকে কাজ করছে। তিনি অহেতুক এলার্ট জারির মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির বৈসাদৃশ্য তুলে ধরেন। 
    মন্ত্রী বলেন, দেশের যে কোন পরিস্থিতির উত্তরণে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, পর্যটনের উন্নয়নের জন্য বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্নখাতে কানাডার বিনিয়োগের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগাতে বাংলাদেশে অধিকতর বিনিয়োগে কানাডা এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    এর আগে একটি বৃটিশ বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী  এ সময় উপস্থিত ছিলেন।
#
শেফায়েত/আফরাজ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                 নম্বর : ২৯৬৪

স্পিকারের সাথে খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ঋঅঙ) রিপ্রেজেন্টেটিভ মাইক রবসন (গরশব জড়নংড়হ) আজ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি), জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, পুষ্টি কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।  

এসময় স্পিকার বলেন, বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এক্ষেত্রে বাংলাদেশের সফলতা উল্লেখযোগ্য। বাংলাদেশ তার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। তাছাড়া, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে।  
এসময় মাইক রবসন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন।
পরে ওহঃবৎহধঃরড়হধষ ঋড়ড়ফ চড়ষরপু জবংবধৎপয ওহংঃরঃঁঃব (ওঋচজও)  এর ঈযরবভ ড়ভ চধৎঃু ড. আখতার আহমেদ (উৎ. অশযঃবৎ অযসবফ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক মতবিনিময় করেন।  
#

মঞ্জর/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৮৩৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                   নম্বর : ২৯৬৩

খাদ্যে ভেজাল প্রতিরোধে স্যানিটারি ইন্সপেক্টরদের কাজ তদারকির নিদের্শ স¦াস্থ্যমন্ত্রীর

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) : 

খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা পর্যায়ে স্যানিটারি ইন্সপেক্টররা যথাযথভাবে কাজ করছে কিনা তা তদারকি করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, স্যানিটারি ইন্সপেক্টররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে খাদ্যে ভেজাল প্রতিরোধ আন্দোলন সফল হবে। এজন্য প্রয়োজনে তাঁদের শক্তিশালী করতে উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে একথা বলেন। সভায় স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনা হয়।

নতুন নতুন হাসপাতাল অবকাঠামো নির্মাণ, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা, যন্ত্রপাতি ক্রয়ে স্বচ্ছতা আনাসহ জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার মান উন্নয়ন হলে স্বাস্থ্যমানের অগ্রগতি নিশ্চিত করা যাবে। ভেজালযুক্ত খাবার বিভিন্ন জটিল রোগের কারণ। সম্প্রতি ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। এজন্য খাদ্যে ভেজাল দূর করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের স্যানিটারি ইন্সপেক্টরদের নিয়মিত বাজার পরিদর্শন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এশীয় প্যাসিফিক অঞ্চলের দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন। 
#

পরীক্ষিৎ/আফরাজ/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/১৮৩০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ২৯৬২

মহালয়া অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
সত্য ও শুভশক্তির জয় কামনা

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

    মহালয়া উপলক্ষে সত্য ও শুভশক্তির জয় কামনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    সনাতন ধর্মমতে দেবী দুর্গার মর্ত্যে আগমন উপলক্ষে সোমবার ভোরে বনানী পূজাম-পে বনানী-গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সকল ধর্মের লক্ষ্যকে অভিন্ন উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন পথ-মতে চললেও সবাই সত্যের দিকে ধাবিত।’

    মহালয়া বরণ অনুষ্ঠান উদ্বোধনকালে মন্ত্রী বলেন, সর্বমঙ্গলদায়িনী, দুর্গতিনাশিনী দশভুজা দেবীদুর্গা অসুরকে বধ করে মর্ত্যে ন্যায় প্রতিষ্ঠা করেন। দুর্গাদেবীর আগমনের অর্থ অসুর ও মন্দের পরাজয় এবং সত্য ও সুন্দরের বিজয়।

    হাসানুল হক ইনু বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর ধর্ম-বর্ণ-গোত্রের ব্যবধান অতিক্রম করে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধেই আমরা সংবিধানে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশ করেছিলাম। কিন্তু ধরাধামে মাঝে-মাঝেই অশুভ শক্তি আসে। একাত্তরে অসুররূপে রাজাকারেরা, পঁচাত্তরে অসুররূপে ঘাতকেরা, একুশে আগস্টে অসুররূপে শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারীরা এবং সাম্প্রতিককালে আগুনযুদ্ধের অসুররূপে আগুনসন্ত্রাসীরা আবির্ভূত হয়েছিল। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় অসুরদের পরাজয় ঘটেছে।

    সকলে শান্তিতে ও নিরাপদে পূজা উদ্যাপন করবেন আশাপ্রকাশ করে তথ্যমন্ত্রী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি বর্ণনা করে বলেন, এবার দেশে ২৮ হাজারেরও বেশি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সকলস্থানে সুসমন্বিত নিরাপত্তার জন্য সরকার ও প্রশাসন জনগণের পাশে রয়েছে।’

    ‘এবার শারদীয় উৎসব উপলক্ষে যে বিপুল পরিমাণ বিদেশি পর্যটক এসেছেন, তা খুবই উৎসাহব্যঞ্জক’, বলেন তিনি।

    বনানী-গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাসের আহ্বানে তথ্যমন্ত্রীসহ আগত অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ জ্বেলে মহালয়ার মুহূর্তকে বরণ করেন। 
#

আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৮১৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৯৬১

দু’টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সাথে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

        সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সাথে আজ সংসদভবনে জাপানের ঐরঃধপযর ঙসৎড়হ ঝড়ষঁঃরড়হ ঈড়ৎঢ়. ঘধমড়ুধ এর সিইও হামাসাকি (ঐধসধংধশর)-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল পৃথকভাবে সাক্ষাৎ করে।

       সাক্ষাৎকালে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাপানি প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন এবং এতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে তাঁরা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদ্বয়ের সহযোগিতা কামনা করেন। 

    সভাপতিগণ তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন  এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে বিশেষ করে যোগাযোগ ও শিল্পখাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান ।  


#

সাব্বির/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮১১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৬০ 


দুই রুটের চালক ও যাত্রীদের সাথে সেতুমন্ত্রীর মতবিনিময়

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ঢাকা-মুন্সীগঞ্জ ও ঢাকা-মাওয়া রুটের বিভিন্ন বাসস্ট্যান্ডে এবং বিভিন্ন গাড়িতে চালক ও যাত্রীদের সাথে মতবিনিময় করেন।
    এসময় চালকরা এ রুটে গণপরিবহণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না জানালে মন্ত্রী যাত্রীদের কাছ থেকে এর সত্যতা জানতে চান। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া এ রুটে নেয়া হচ্ছে না বলে যাত্রীরা মন্ত্রীকে জানান।
    মন্ত্রী এ রুটের পরিবহণ মালিক-শ্রমিক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

#

ওয়ালিদ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৯৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে।  পরীক্ষায় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৫শ ৫৭ টি কলেজের ১শ ৯৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৭৫৬ জন ২য় বর্ষে উত্তীর্ণ  হয়, উত্তীর্ণের হার শতকরা ৯০ ভাগ। 

    উল্লেখ্য, বিএসসি কোর্সের কিছু সংখ্যক পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। 

#

আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭২০ ঘণ্টা

Handout                                                                                                                    Number : 2958

 

 

103 rescued Bangladesh Nationals returns from Myanmar

 

Dhaka, 12 October :

                                                                                                           

Return of Bangladesh Nationals rescued from the Bay of Bengal and the Andaman Sea by Myanmar authorities almost reached a level of completion with another batch of 103 returning today. With this planned repatriation, all 729 verified so far as Bangladesh Nationals are returning to Bangladesh. Earlier on five occasions, a total 626 verified Bangladesh Nationals were safely repatriated from Myanmar. The repatriation process commenced this morning via Ghundum border point in Naikhyongchari upazila of Bandarban District.

             The Ministry of Foreign Affairs would like to express its sincere thanks to the Myanmar Government, IOM and UNHCR for providing shelter with basic humanitarian sustenance to these rescued people for several months.

The entire repatriation process was overseen by the Ministry of Foreign Affairs maintaining close coordination with the Ministry of Home Affairs, Bangladesh Mission in Myanmar, BGB, local Police authority and local district administration.

             The expeditious return of verified Bangladesh Nationals attests the firm commitment of Bangladesh to take responsibility in irregular situation anywhere. Bangladesh expects Myanmar to also manifest similar spirit by taking back verified Myanmar refugees awaiting return for over a decade in an expedited manner.

#

 

Shukla/Mizan/Rezzakul/Asma/2015/1545 hours 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫৭ 


সুবিধাবঞ্চিত মেধাবী ২ জন শিক্ষার্থীর জন্য এন ইউ’র সকল ফি মওকুফ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

    ২০১৩ সালের বিএসএস (পাস) চূড়ান্ত পরীক্ষায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ, দিনাজপুরের অস্বচ্ছল পরিবারের সন্তান ফারুক হোসেন এবং লালমনিরহাট সরকারি কলেজের দৃষ্টি প্রতিবন্ধী জাকারিয়া হোসাইন প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। সমাজের অনগ্রসর সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষার্থী ও একজন দৃষ্টি প্রতিবন্ধীর কৃতিত্বপূর্ণ ফলাফল উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। 
    মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা দান সকলের দায়িত্ব ও কর্তব্য। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের পরবর্তী শিক্ষা কার্যক্রমের সকল ফি মওকুফের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষকেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেছে।
#

ফয়জুল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৫৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫৬

রেলওয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যুতে রেলপথ মন্ত্রীর শোক

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি মো. ইদ্রিস আলী আজ আগারগাঁওস্থ নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন) তাঁর মৃত্যুতে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রেলপথ মন্ত্রী বলেন, ইদ্রিস আলী রেলওয়ের কর্মচারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। শ্রমিক লীগের সংগঠনে থেকে তিনি মানুষের জন্য কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শ্রমিক লীগ তথা রেলওয়ে কর্মচারীদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
রেলপথ মন্ত্রী মরহুম ইদ্রিস আলীর আতœার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

শরিফুল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৯৫৫ 

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) : 

    জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক এবং আবুল কালাম মো. আহ্সানুল হক্ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।  
        বৈঠকে ট্রেডমার্ক (সংশোধন) বিল, ২০১৫ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
        কমিটি ট্রেডমার্ক (সংশোধন) বিল, ২০১৫ পরীক্ষা-নিরীক্ষা করে এবং পরিমার্জন ও পরিবর্তন শেষে সংশোধন সাপেক্ষে সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করে।  
    বিসিক কর্তৃক পূর্বে বরাদ্দকৃত প্লটের মূল্য অধিক হারে বৃদ্ধি করায় কমিটি এই বৃদ্ধির হারকে অসামঞ্জস্যপূর্ণ মনে করে এবং প্লটের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 
         বিসিক কর্তৃক বরাদ্দকৃত প্লটে এখন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান কার্যক্রম গ্রহণ করেনি সে সকল প্রতিষ্ঠানের প্লট এর বরাদ্দ বাতিল করে আগামী ৩ (তিন) মাসের মধ্যে কমিটির  নিকট রিপোর্ট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
          বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিসিক এর চেয়ারম্যান, বিসিআইসির চেয়ারম্যান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

এমাদুল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা  

 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫৪  

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা ম-পে চাল বরাদ্দ

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

    শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদ্যাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 
১৪ হাজার ৬ শত ৫১ মে.টন চাল বরাদ্দ দিয়েছে। এ চাল জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দের জন্য গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বরাবর মঞ্জুরি দেয়া হয়। এ বছর দেশের ২৯ হাজার ৩ শত ২টি পূজা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেক পূজা ম-পে সর্বোচ্চ ৫ শত কেজি করে চাল বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
#

ওমর ফারুক/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা  

 
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫৩ 

১৬ অক্টোবর ‘বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :

    কৃষি মন্ত্রণালয় অন্যান্য বছরের ন্যায় এবারও ‘বিশ্ব খাদ্য দিবস ২০১৫’ উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৬ অক্টোবর ‘বিশ্ব খাদ্য দিবস ২০১৫’ উদ্যাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি (ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ ধহফ অমৎরপঁষঃঁৎব : নৎবধশরহম ঃযব পুপষব ড়ভ ৎঁৎধষ ঢ়ড়াবৎঃু)’।  
    বিশ্ব খাদ্য দিবসের উদ্দেশ্য অর্জনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা এবং ঢাকাস্থ এফএও কার্যালয়সহ বিভিন্ন সহযোগী আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপনের কার্যক্রম শুরু হবে। 
    এছাড়া বিষয়ভিত্তিক সেমিনার, র‌্যালি, খাদ্য প্রদর্শনী, বাংলাদেশ বেতার ও সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার, পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন, জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, নিয়মিত মাসিক ‘কৃষি কথা’ এর বিশেষ সংখ্যা ছাপানো ইত্যাদির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
#

জাহেদুল/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা  
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫১    
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :   

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। তৃণমূল পর্যায়ে দিবসটির তাৎপর্য তুলে ধরতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগকে আমি স্বাগত জানাই।
‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫’ এর প্রতিপাদ্য ‘জ্ঞানই জীবন’ খুবই বাস্তবধর্মী ও সময়োপযোগী বলে আমি মনে করি। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয় কিন্তু জনসচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে যে কোন দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।  
    ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক পরিবেশ ও জনসংখ্যার আধিক্য বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। সিসমিক জোনে বাংলাদেশের অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থেকেও আমরা ঝুঁকিমুক্ত নই। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টি, পাহাড়ধস, ভবনধস, পাহাড়ি ঢল, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলেও নানামুখী দুর্যোগের সৃষ্টি হচ্ছে। তাই দুর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। 
    সমন্বিতভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগে সাড়াদানকল্পে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সুশীল সমাজসহ সকল স্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে এ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগকালীন দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।
    আমি ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।       
 খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা 

 


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৫২  
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৩ অক্টোবর ২০১৫ ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    দুর্যোগ মোকাবিলায় আমাদের রয়েছে সুদীর্ঘ অনুশীলন ও অভিজ্ঞতা। স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক  তথ্যপ্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব। এ প্রেক্ষাপটে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জ্ঞানই জীবন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    দুর্যোগ মোকাবিলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপকূলীয় অঞ্চলে ‘মাটির কিল্লা’ তৈরি করেন যা ‘মুজিব কিল্লা’ নামে পরিচিত। এ সকল ক

Todays handout (7).doc Todays handout (7).doc