Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৪ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৮৫

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল
             ---চিফ হুইপ
       ¬¬¬¬                                        

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :

    জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম  ফিরোজ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল।
     চিফ হুইপ আজ জাতীয় প্রেসক্লাবে বিশ^ বাঙালি সম্মেলনের উদ্যোগে ‘স্বাাধীনতা অর্জনে জাতির জনকের আদর্শ এবং আমেরিকা-কানাডা ও জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।

 

    জনাব ফিরোজ বলেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কবি সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সকলকে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে । তিনি আরো বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও আধুনিক দেশ হিসেবে গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।


    বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দীন হোসেন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।

#
হক/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/২০৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৮৪

নটরডেম কলেজে নেচার সামিট ২০১৬-এর সমাপনী অনুষ্ঠান
                                               

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :
        
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আগামী প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর, বাস উপযোগী পৃথিবী উপহার দিতে নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মসূচি সম্পর্কে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। সকলকে প্রকৃতির রূপ, রস, গন্ধ ও স্পর্শে অনুশীলন করতে হবে।

প্রতিমন্ত্রী আজ নটরডেম কলেজের নেচার স্ট্যাডি ক্লাব কর্তৃক দু’দিনব্যাপী জাতীয় নেচার সামিট ২০১৬ এর সমাপনী পুুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কলেজের অধ্যক্ষ ড. হেমন্ত পিউস রোজারিও’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইফুল হক, ড. ফাদার লিটন হিউবাট গোমেজ ও বিপ্লব কুমার দেব।
¬¬¬¬
    প্রতিমন্ত্রী বলেন, সরকার বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ কার্যক্রম এগিয়ে নিতে পরিবেশবিদ, পরিবেশ বিষয়ক সামাজিক-সেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। তিনি নটরডেম কলেজের নেচার স্ট্যাডি ক্লাবের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখায় সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    পরে জনাব রাঙ্গা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন থেকে পরিবেশ বিষয়ক
২১ ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ৫৮৭ জন প্রতিযোগীর মধ্যে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

#
আহসান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৪৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৯৮৩

শিল্পনীতি-২০১৬ সেমিনারে আমু
সরকার কৃষিভিত্তিক শিল্প প্রসারের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :
 
কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার কৃষিভিত্তিক শিল্প প্রসারের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, নতুন করে যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেগুলোতে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকারভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে। তিনি পচনশীল কৃষিপণ্যের সংরক্ষণে হিমাগার তৈরিসহ অন্যান্য কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
 
    মন্ত্রী আজ রাজধানীতে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ডিসিসিআই মিলনায়তনে “জাতীয় শিল্পনীতি-২০১৬ : বাংলাদেশে শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, টেকসই শিল্পখাত বিকাশে প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে সরকার জাতীয় শিল্পনীতি-২০১৬ ঘোষণা করেছে। সকল পক্ষের মতামতের ভিত্তিতে প্রণীত এ নীতি শিল্পখাতের কাক্সিক্ষত উন্নয়নে কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা রাখবে। এ নীতি ঘোষণা করা হলেও শিল্পায়নের স্বার্থে এতে নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে। শিল্পখাতে গতি আনতে নতুন শিল্পনীতির আলোকে সম্ভাবনাময় শিল্পগুলোতে ক্লাস্টারের আওতায় নিয়ে আসার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তরের কাজ চলছে। ইতোমধ্যে ওষুধ, চামড়া, হালকা প্রকৌশল, ইলেক্ট্রনিক, প্লাস্টিক, কেমিক্যালসহ উদীয়মান শিল্পখাতগুলোর উন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

    সেমিনারে বক্তারা জাতীয় শিল্পনীতি-২০১৬ এর বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তারা বলেন, এ নীতিতে উচ্চ অগ্রাধিকার ও অগ্রাধিকার খাত চিহ্নিত করায় দেশে শিল্পায়নে গতি আসবে। তারা শিল্পনীতির যথাযথ বাস্তবায়নের জন্য একে একটি আইনি কাঠামোতে রূপ দেয়ার পরামর্শ দেন। একই সাথে জ্ঞানভিত্তিক শিল্পের প্রসারে শিল্পনীতির আলোকে একটি গবেষণা ও উন্নয়ন সেল গঠনের তাগিদ দেন।

ডিসিসিআই’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুমায়ুন রশীদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহি সদস্য নাভাস চন্দ্র মন্ডল, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইয়াসমিন সুলতানা, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন গবেষক ড. আশিকুর রহমান, নারী শিল্প উদ্যোক্তা কাজী মুন্নি, ডিসিসিআই’র সাবেক পরিচালক খায়রুল মজিদ এবং শিল্প উদ্যোক্তা খন্দকার শহীদুল ইসলাম আলোচনায় অংশ নেন।
#

জলিল/আফরাজ/জসীম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৯৮২

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
                                 --  বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা থাকবেই- এসব অতিক্রম করেই বাংলাদেশকে সামনে এগুতে হবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাবের উপর ক্রমযোজিত পরিবেশগত প্রভাব সংক্রান্ত সমীক্ষা (ঈঁসঁষধঃরাব ঊহারৎড়হসবহঃধষ ওসঢ়ধপঃ অংংবংংসবহঃ ঝঃঁফু) উপস্থাপনকালে একথা বলেন।

    তিনি বলেন,  সকল প্রকার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পূর্বেই ক্রমযোজিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে। ডিটেল এরিয়া মাস্টারপ্ল্যান  করার বিষয়ে তিনি এ সময় বিশ্বব্যাংকের সহযোগিতা চান। ঈঁসঁষধঃরাব ঊহারৎড়হসবহঃধষ ওসঢ়ধপঃ অংংবংংসবহঃ (ঈঊওঅ) ঝঃঁফু ভড়ৎ ঝরফফযরৎমধহল চড়বিৎ ঐঁন সমীক্ষাটি ২০১৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত বিশ্বব্যাংকের সহযোগিতায় পাওয়ার সেলের নির্দেশনায় পরিচালনা করা হয়েছে। এখানে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ছাড়াও সিমেন্ট, পেপার, রি-রোলিং, টেক্সটাইল, পোশাক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কেমিক্যাল, জাহাজ নির্মাণ কারখানা, ইট ভাটা ইত্যাদি রয়েছে। ভবিষ্যতে এখানে আরো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে তা বায়ু, পানি, ভূমি, আর্থসামাজিক অবস্থা ও স্থানীয়দের স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে এ সমীক্ষা করা হয়। সমীক্ষায় ভূমি পরিকল্পনা ও জোন নিয়ন্ত্রণ, ছোট ও মাঝারি শিল্পের জন্য পরিবেশ উন্নয়ন কর্মসূচি, আঞ্চলিক পরিবেশ পর্যবেক্ষণ কর্মসূচি ও দারিদ্র্য নিরূপণ এবং বস্তি উন্নয়ন কর্মসূচি নিয়ে ব্যাপক কাজ করার পরামর্শ দেয়া হয়।

    প্রতিমন্ত্রী বলেন, এ সমীক্ষার সাথে কয়েকটি মন্ত্রণালয় জড়িত। আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আশা করি সমন্বিত প্রয়াসে আমাদের ভিশন অনুযায়ী নির্ধারিত সময়েই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

    এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও বিশ্বব্যাংকের পরিচালক জুলিয়া বাকনেল (ঔঁষরধ ইঁপশহধষষ) বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/সেলিম/জসীম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৮১

তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা প্রদান শুরু

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :

    তথ্য অধিদফতরে আজ ২৪শে  সেপ্টেম্বর শনিবার থেকে ডিজিটাল হাজিরা প্রদান শুরু হয়েছে। প্রধান তথ্য অফিসার এ  কে এম শামীম  চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ হাজিরা পদ্ধতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

    তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা পদ্ধতি প্রবর্তনের জন্য অধিদফতরের তৃতীয় তলায় সম্মেলনকক্ষের সম্মুখে ডিজিটাল হাজিরা  মেশিন স্থাপন করা হয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে এ অধিদফতরের সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে।

    আজ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীর আগমন ও প্রস্থানের সময় এ মেশিনে আবশ্যিকভাবে হাজিরা প্রদান করা শুরু হয়েছে।
#

আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৮০
রমনা পার্কে সৌন্দর্যবর্ধন কাজ শুরু
ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :
    রমনা পার্কে ১০টি মিলেশিয়া গাছ রোপণের মাধ্যমে আজ থেকে সৌন্দর্যবর্ধন, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণের কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জরিপ কাজ পরিচালনার মাধ্যমে অপ্রয়োজনীয় গাছ অপসারণ করে পরিকল্পনা মোতাবেক সুনির্দিষ্ট বৃক্ষরোপণ, উন্মুক্ত স্থান নির্ধারণ, প্রতিটি গাছের ইতিহাসসহ পরিচিতি ফলক লাগানো এবং অপ্রয়োজনীয় স্থাপনা অপসারণ করা হবে।
    এ উপলক্ষে আজ রমনা পার্কের ইউরো রেস্তোরায় সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ব্যক্তি ও রমনা পার্ক ব্যবহারকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
    মন্ত্রী বলেন, রমনা পার্কের সৌন্দর্যবর্ধনে সবাই এগিয়ে এসেছেন। ফলে এর সংস্কার কাজ করা অনেক সহজ হবে। ইতোমধ্যে ছায়ানটের বর্ষবরণ ছাড়া আর কোনো অনুষ্ঠানের অনুমতি না দেয়ার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পার্কের সৌন্দর্যবর্ধন ও ঐতিহ্য রক্ষায় সম্ভব সকল কিছুই করা হবে। পার্কের লেকে পরিকল্পিতভাবে জাতীয় ফুল শাপলাসহ অন্যান্য জলজ উদ্ভিদ লাগানো হবে। 
    তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে রমনা পার্ক ব্যবহার হওয়ায় এর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অনেক দুর্লভ বৃক্ষ ও তরুলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং পার্কের ঐতিহ্য নষ্ট হচ্ছে। অস্থায়ী ও ভ্রাম্যমান হকারদের উপদ্রবের কারণে রমনা পার্কের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।  
    গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রমনা পার্ক ফেডারেশন অভ্ ওয়াকার্স এসোসিয়েশনের সভাপতি এ আর খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বিশিষ্ট গবেষক দ্বিজেন শর্মা এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তৃতা করেন।  
রমনা পার্কের উন্নয়নে কমিটি গঠন
    রমনা পার্কের উন্নয়নে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান করে সাত সদস্যের ডিজিটাল সার্ভে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি সৈয়দ আমিনুর রহমান, গণপূর্ত আরবরিকালচারের প্রধান বৃক্ষ পালনবিদ, বিশিষ্ট গবেষক দ্বিজেন শর্মা, স্থপতি মুসতাক কাদরী, স্থপতি তুগলক আজাদ ও উদ্ভিদবিদ শরিফ হোসেন। ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে প্রধান করে মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটি নামে ১৬ সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়। 
#
কিবরিয়া/আফরাজ/জসীম/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৯৭৯

কারাতে ফেডারেশনে নতুন সভাপতি নিয়োগ

ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নিয়োগ আদেশ জারি করা হয়।

    সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ১৯৭৪ এর ২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতির পদ থেকে মো. মোখলেছুর রহমানকে অব্যাহতি প্রদান করে।

 

#

আফরাজ/সেলিম/আব্বাস/২০১৬/১৭২৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৭৭

সংসদের দ্বাদশ অধিবেশনের কার্যক্রম বেতারে সরাসরি সম্প্রচার


ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :

আগামীকাল ২৫শে সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আহ্বান করেছেন।

এ অধিবেশনের প্রতিদিনের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৩.২ মেগাহার্জে জাতীয় সংসদভবন থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।
#
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৯৭৮

আফগানিস্তান ও ইংল্যান্ডের সাথে ক্রিকেট খেলার ধারাবিবরণী বেতারে সরাসরি সম্প্রচার


ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) :


আগামীকাল ২৫শে সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বনাম আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যে ৩টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং ৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যে ৩টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও ২টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।  

একদিনের আন্তর্জাতিক ম্যাচসমূহের চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার ঢাকা মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ এবং এফএম ১০৪ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা রংপুর ও সিলেট এফএম ৮৮.৮ মেগাহার্জ,  বাংলাদেশ বেতার বরিশাল এফএম ১০৫.০ মেগাহার্জ, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এফএম ৯২.০ মেগাহার্জ, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি এফএম ১০৩.২  মেগাহার্জ, বাংলাদেশ বেতার বান্দরবান এফএম ১০৪.২ মেগাহার্জ, বাংলাদেশ বেতার কক্সবাজার ও বাংলাদেশ বেতার খুলনা (নওয়াপাড়া, যশোর) এফএম ১০০.৮ মেগাহার্জে বিটিসিএল লাইনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।

#
হক/আফরাজ/জসীম/আব্বাস/২০১৬/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৯৭৪
বাংলাদেশের ডেল্টা কোয়ালিশনের সভাপতিত্ব গ্রহণ
ঢাকা, ৯ই আশ্বিন (২৪শে সেপ্টেম্বর) : 
    নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে ২১শে সেপ্টেম্বর ডেল্টা কোয়ালিশনের সভাপতিত্ব বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নিকট নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক অভিঙ্ক এ সভাপতিত্ব হস্তান্তর করেন। 
    ডেল্টা কোয়ালিশন পৃথিবীর প্রথম সরকারি পর্যায়ের আন্তর্জাতিক কোয়ালিশন যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে সদস্য রাষ্ট্রসমূহের ডেল্টা ব্যবস্থাপনা এবং উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা, রক্ষণাবেক্ষণ ও সহন ক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় নিয়োজিত। 
    সভাপতিত্ব হস্তান্তর অনষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।    অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নেদারল্যান্ডস সরকারের এই বিশাল উদ্যোগ এবং ডেল্টা কোয়ালিশনকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে তাদের সক্রিয় অবদানের জন্য ধন্যবাদ জানান। 
    নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষ দূত হেঙ্ক অভিঙ্ক গত ৯-১০ মে রটারড্যামে অনুষ্ঠিত ডেল্টা কোয়ালিশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফলাফল তুলে ধরেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সভাপতিত্বে কোয়ালিশনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে। 
    বাংলাদেশ পরবর্তী এক বছর ডেল্টা কোয়ালিশনের সভাপতির দায়িত্ব পালন করবে। এ সময়ে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য কপ ২২ (৭-১৮ নভেম্বর ২০১৬) চলাকালীন একটি কার্যকরী সভার আয়োজন এবং ২০১৭ সালের দ্বিতীয়ভাগে ঢাকায় মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনের আয়োজন করবে।
     
#
কামরুজ্জামান/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৩১০ ঘণ্টা  

Handout                                                                                                             Number : 2975

Nazmul Quaunine appointed as High Commissioner to the UK

Dhaka, 24 September 2016 :  

The Government has decided to appoint Md. Nazmul Quaunine as the next High Commissioner of Bangladesh to the United Kingdom. He is currently serving as the Ambassador of Bangladesh in Indonesia. 

A career diplomat, Md. Nazmul Quaunine belongs to the 1985 batch of BCS (Foreign Affairs) Cadre. In his distinguished diplomatic career, besides being the Ambassador of Bangladesh in Indonesia & the United Arab Emirates (UAE), he also served in Bangladesh Embassy in Washington D.C, Bangladesh Permanent Mission to UN in Geneva and Bangladesh High Commissions in Islamabad and London in various capacities.

He is married and blessed with a son and a daughter.

#

Kamruzzaman/Mobassera/Sahela/Rezzakul/Asma/2016/1445 hours 

Handout                                                                                                        Number:  2976 

Foreign Minister Chaired the General Debate of the 71st  UNGA

NewYork, 24 September :

            Foreign Minister of Bangladesh Abul Hassan Mahmood Ali Chaired the General Debate of the ongoing 71st Session of United Nations General Assembly (UNGA) held yesterday.

            Foreign Minister Ali chaired the proceedings of General Assembly for one and half hours.  As Chair, he welcomed the President of Republic of Yemen, President of Haiti and Prime Minister of Luxembourg and invited them to address the General Assembly. He also thanked the President of the Union of the Comoros for his Statement. Deputy Secretary General of the United Nations Jan Eliasson was present at the podium with  Foreign Minister. Finally, he handed over the Chairmanship to President of the 71st session of UN General Assembly, Peter Thomson of Fiji. 

            It may be noted that Bangladesh has been elected as one of the Vice Presidents of the 71st Session of the General Assembly and is the member of the  General Committee of the United Nations.   

            Earlier, the Foreign Minister started the day with a bilateral meeting with British Minister for Asia Alok Sharma at the sideline of UNGA. The two Ministers discussed a number of issues of common like, investment, regional economic integration and migration. The British Minister appreciated Bangladesh for the way the present government is dealing with terrorism and violent extremism in the country. Foreign Minister Ali also enquired about the implications of Brexit in the bilateral trade and economic situation with countries like Bangladesh.

            Foreign Minister of Bangladesh requested the British Minister for taking necessary measures for visa simplification with a view to promoting people to people contact between the two countries.

            Md. Shahidul Haque, Foreign Secretary of Bangladesh accompanied the Foreign Minister during the meeting.

#

Khaleda/Mobassera/Sahela/Razzalul/Kamal/2016/1540 Hrs

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon