Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২১

তথ্যবিবরণী ১২ ফেব্রুয়ারি ২০২১

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৮১

 

উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে

                                                                   -- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

 

মণিরামপুর (যশোর), ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে  দলীয় ঐক্য বজায় রাখতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

 

          প্রতিমন্ত্রী আজ যশোরের মণিরামপুর পৌর চত্বরে মণিরামপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

          উপজেলার বিভিন্ন উন্নয়নের বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, মণিরামপুর পৌরসভা নির্বাচনের মাধ্যমে উপজেলায় দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মমর্যাদাপূর্ণ ও উন্নয়নশীল যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন মণিরামপুরকে তার একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

 

          উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, অ্যাড. বশির আহমেদ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  কামরুজ্জামান কামরুল প্রমুখ।

 

#

 

হাবীব/মাসুম/রফিকুল/সেলিম/২০২১/২২৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৮০

 

নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে

                     -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।

         

          প্রতিমন্ত্রী আজ ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত ৩৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 

          ফরহাদ হোসেন বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আন্তরিকতার সাথে জনগণের সেবা করা। জনগণ যেন দ্রুততার সাথে কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

 

          প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের একটি স্লোগান হচ্ছে তারুণ্যের শক্তি - বাংলাদেশের সমৃদ্ধি। দেশের এই যুবশক্তিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের বিশেষ করে নবীন কর্মকর্তাদের এই প্রতিশ্রুতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

          বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তৃতা করেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

 

#

 

শিবলী/মাসুম/রফিকুল/সেলিম/২০২১/২২২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৭৯

 

ফুল চাষি ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে

                                                          -- কৃষিমন্ত্রী

 

শ্রীপুর (গাজীপুর), ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          ফুল চাষি ও উদ্যোক্তাদের ঋণসহ সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী
ড. মোঃ আব্দুর রাজ্জাক।

 

          মন্ত্রী আজ গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা দেলোয়ার হোসেনের টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

 

          কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল হলেও এখন বাংলাদেশে বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে। এটি খুব আনন্দের ও  সম্ভাবনার।  দেশে এই ফুলের বাজারজাত করতে হবে, এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

 

          উদ্যোক্তাদেরকে সরকার কী সহযোগিতা দিবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার ক্ষতি মোকাবিলায় সরকার মাত্র ৪ শতাংশ সুদে কৃষিঋণ দিচ্ছে। তাছাড়া, কিছু চিহ্নিত ফসলেও ঋণ কার্যক্রম চালু আছে। ঋণের পাশাপাশি চাষি, প্রক্রিয়াজাতকারী ও উদ্যোক্তাদেরকে অন্যান্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

#

 

কামরুল/মাসুম/রফিকুল/সেলিম/২০২১/২১৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৭৮

 

হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা

                                                       -- তথ্যমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

 

          পাঁচদিনের ভারত সফর শেষে আজ তথ্যমন্ত্রী তাঁর চট্টগ্রাম নগরীর বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। মতবিনিময়কালে তাদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাইকোর্ট যদি এদেশে এর সম্প্রচার বন্ধের আদেশ দেন, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদেরকে মানতে হবে।'

 

          ড. হাছান মাহ্‌মুদ বলেন, 'আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম, অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে, এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো কয়েকটি দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে তাই আমরা সেই উদ্যোগ নেইনি।'

 

          'গণমাধ্যমের স্বাধীনতা যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে, কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে, ভুল, মিথ্যা, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অপরের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা, এটি কোনোভাবেই সমীচীন নয়' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'আল জাজিরার মিথ্যা-বানোয়াট রিপোর্ট কিছু কাট-পেস্ট করে  প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে প্রকাশ করা হয়েছে।'

 

          সাংবাদিকরা এ সময় 'করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা অনেক ধরনের বিরোধিতা করলেও এখন তারাও ভ্যাকসিন নিচ্ছেন' উল্লেখ করে এবিষয়ে তথ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, 'বিএনপি নেতারা করোনা ভ্যাকসিন নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন। তারা প্রথমে বলেছেন, সরকার ভ্যাকসিন সময়মতো আনতে পারবে না, যখন সময়মতো চলে এলো, তখন বললেন, এটি নিলে কোনো কাজ হবে না। এই ভ্যাকসিন দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন এ ধরনের কথাও বলেছেন তারা। তবে নানা ধরনের প্রশ্ন তুলে, দায়িত্বহীন অনেক কথা বলে শেষ পর্যন্ত বিএনপির অনেক নেতা করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং নেয়ার পক্ষে কথাও বলেছেন, সেজন্য তাদের সাধুবাদ জানাই। কথা আছেনা গাধা জল ঘোলা করে খায়, করোনা ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে বিএনপির ভূমিকাও সেরকমই ঘটেছে। আমরা চাই তারা ভ্যাকসিন নিয়ে সুস্থ ও সবল থাকুক।'

 

          জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহ্‌মুদ বলেন, 'মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ততো হয়নি এখনো। এটা নিয়ে জামুকাতে আলোচনা হয়েছে মাত্র।'

#

 

আকরাম/মাসুম/রফিকুল/সেলিম/২০২১/২১২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৭৭

 

১৪ ফেব্রুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু

১১ মার্চ পবিত্র শবে মি'রাজ

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। প্রেক্ষিতে ২৬ রজব ১৪৪২ হিজরি, ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মি’রাজ পালিত হবে।

 

          আজ ঢাকায় সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

 

          সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ (অতিরিক্ত দায়িত্ব), অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুব আলম, বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক মোঃ আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

#

 

শায়লা/মাসুম/মোশারফ/সেলিম/২০২১/২০০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                   নম্বর : ৬৭৬

 

‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বৈদেশিক বিনিয়োগ

আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত 

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা’ শিরোনামে কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগ’ এর উদ্যোগে গতকাল একটি ভার্চুয়াল সভা আয়োজন করা হয়। উক্ত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভার্চুয়াল সভাটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।  

          এ ভার্চুয়াল সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক কূটনীতির ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে আলোকপাত করে মন্ত্রী বলেন, দেশে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং উচ্চতর দক্ষতা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।    

          পরিকল্পিত শিল্পায়নের জন্য এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকল্পে সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব দ্রুত এবং টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক অবকাঠামো, প্রয়োজনীয় সেবা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলসমূহ জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের রাষ্ট্রদূতগণ এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। 

 

#

 

খাদিজা/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৯২৪ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                    নম্বর : ৬৭৫

 

নারী শিক্ষার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদান করছে সরকার

                                                 ---পরিবেশমন্ত্রী

 

বড়লেখা, (মৌলভীবাজার), ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।

 

          আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

          মন্ত্রী বলেন, গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমাণে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি বলেন, এ ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে অনেক অর্থ ও শ্রম ব্যয় হলেও পরবর্তীতে সরকার এর দায়িত্ব গ্রহণ করবে। প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যালয়ে আসার জন্য রাস্তাটির প্রশস্তকরণসহ এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

 

          ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের মধ্যে বদরুল ইসলাম ও তারেক আহমেদ উপস্থিত ছিলেন।

#

 

দীপংকর/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৮৩৮ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                নম্বর : ৬৭৪

 

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 ‌            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন।

 

          গত ২৪ ঘণ্টায় ৫ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ২৫৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

 

#

 

দলিল/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৭৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                     নম্বর : ৬৭৩

 

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

 

          তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

 

          বেসরকারি প্রতিষ্ঠান আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে।

 

          মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

 

#

 

শাহেদ/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৭২৯ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                                   নম্বর : ৬৭২

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজপ্রতিযোগিতা

গতকালের বিজয়ীদের তালিকা

 

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত গতকালের অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার স্মার্টফোন বিজয়ী পাঁচজন হলেন :  চট্টগ্রামের শ্যামা পূজন দাস, ঠাকুরগাঁওয়ের জাহিদুর হিসাইন, হবিগঞ্জের শাহিনা আক্তার, রংপুরের মোঃ রিফাত হাসান ও খুলনার ফাতিমা তুজ-জোহরা।

          গতকালের কুইজে ৭৯ হাজার ৫৮৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

          স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।

#

 

মোহসিন/সাহেলা/মোশারফ/আব্বাস/২০২১/১৬৪৬ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৬৭১

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

        আজ মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

          বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোর অঞ্চলের সমন্বয়ে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা জেলা প্রশাসন এ উদ্বোধনীর আয়োজন করে।

          পাঁচকিলোমিটার দীর্ঘ ম্যারাথনটি খুলনার শিববাড়ি মোড় থেকে সকাল নয়টায় শুরু হয় এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে শহিদ হাদিস পার্কে শেষ হয়। ম্যারাথনে খুলনার নানা শ্রেণি-পেশার প্রায় ছয়হাজার মানুষ অংশগ্রহণ করেন।

          উল্লেখ্য, আগামী ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলাপর্যায়ে অনুরূপ ম্যারাথন অনুষ্ঠিত হবে।

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার
মোঃ মাসুদুর রহমান ভূঞা, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল এএসএম ফখরুল ইসলাম চৌধুরী এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন।

#

আতিক/শাহ আলম/রেজুয়ান/রেজ্জাকুল/শামীম/২০২১/১৫৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ৬৭০

মাদ্রাসাশিক্ষক-ছাত্ররা জেনারেল-শিক্ষার সমান সুযোগ পাচ্ছে

                                    -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 

যশোর, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

            স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদরাসার একটি ছাত্রাবাস ও ভবনের দ্বিতীয়তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

            তিনি  উদ্বোধনশেষে অভিভাবক-সমাবেশে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দেশের যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধু এ দেশের মাদরাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, তার সুফল আজ মাদরাসা শিক্ষাক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে। 

            মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আব্দুল গণি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ্যে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মণিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ‍্ বক্তব‍্য রাখেন। 

#

আহসান/শাহ আলম/রেজুয়ান//রেজ্জাকুল/মাসুম/২০২১/১৪৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                   নম্বর : ৬৬৯

কৃষিবিদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৯ মাঘ (১২ ফেব্রুয়ারি) :

            প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ‘কৃষিবিদ দিবস ২০২১’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

            “১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কৃষিবিদ দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে স্বাগত জানাই। কৃষিবিদ দিবসে আমি দেশের সকল কৃষিবিদ, কৃষক এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

            কৃষিখাতের সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথমশ্রেণির মর্যাদা প্রদানের ঘোষণা দেন, যা এদেশের কৃষি, কৃষক ও কৃষিবিজ্ঞানিদের জন্য ছিল ঐতিহাসিক মাইলফলক, ফলে অধিকতর মেধাবী শিক্ষার্থীরা কৃষিশিক্ষায় আগ্রহী হয়ে উঠছেন। বঙ্গবন্ধুর সেই নীতির ধারাবাহিকতা অব্যাহত রেখে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে।

            আওয়ামী লীগ সরকার ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। বর্তমানে প্রায় এককোটি ব্যাংক একাউন্ট রয়েছে। কৃষকদের প্রায় ২ কোটি ১০ লাখ কৃষক-উপকরণ কার্ড দেয়া হয়েছে। বর্গাচাষিদের জন্য জামানতবিহীন কৃষিঋণ প্রদানের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৪ শত ২ কোটি ৫৯ লাখ টাকা প্রণোদনা দিয়েছি।

            বিএনপি-জামাতের সময় সারের জন্য ১৮ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। আমরা সারের দাম কয়েকদফা কমিয়েছি। সেচের বিদ্যুৎবিলে ২০ শতাংশ রিবেট প্রদান করা হচ্ছে। ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত সার, বিদ্যুৎ ও ইক্ষুখাতে মোট ৭৫ হাজার ৮ শত ১৫ কোটি টাকা উন্নয়নসহায়তা প্রদান করা হয়েছে।

            কৃষকের পুষ্টিবিধান ও আয়ের উৎস সৃষ্টি করতে প্রতিটি ইউনিয়নে ৩২টি করে মোট ১ কোটি ৪০ লাখ ৩ শত ৮৭টি পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়। নিরাপদ শাকসবজির যোগান ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রাজধানীসহ ৪১ জেলায় ‘কৃষকের বাজার’ স্থাপন করা হয়েছে। ১২ বছরে প্রায় ৭০ হাজার কৃষিযন্ত্রপাতি সরবরাহ করা হয়, যার মধ্যে অত্যাধুনিক কম্বাইন হারভেস্টর, রিপার, সিডার, পাওয়ার টিলারসহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি রয়েছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান-উৎপাদনে ৩য়, সবজি-উৎপাদনে ৩য়, আম-উৎপাদনে ৭ম, আলু-উৎপাদনে ৭ম এবং পেয়ারা-উৎপাদনে ৮ম স্থানে থেকে বিশ্বপরিমণ্ডলে সমাদৃত হয়। বিশ্বে ধান, পাট, কাঁঠাল, আম, পেয়ারা ও আলু এবং সবজি ও মৎস্য-উৎপাদনে বাংলাদেশ আজ দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সালে খাদ্যশস্যের উৎপাদন ছিল ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। বর্তমানে খাদ্যশস্যের উৎপাদন বেড়ে হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

            কৃষিসমৃদ্ধির উৎকর্ষে আসে খাদ্যনিরাপত্তার স্বস্তি। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হলেই কেবল উন্নয়নের মহাসড়কে শুভযাত্রার সাহস আসে। আত্মমর্যাদাশীল জাতির উন্নয়নের মেগাপ্রকল্পের মেলা বসে। বর্তমান সরকারের কৃষি- অনুকূলনীতি ও প্রণোদনায় কৃষক ও কৃষিবিদদের মিলিত প্রচেষ্টা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখছে। অধিক জনঘনত্বের দেশে নিত্য ক্রমহ্রাসমান জমি থেকে কৃষি-উৎপাদনের ক্রমবৃদ্ধি বিশ্বের কাছে বিস্ময়ের ব্যাপার। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার মান রেখেছেন বাংলার কৃষক ও কৃষিবিদগণ।

            জলবায়ু-পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ-বিনির্মাণ হবে। পুষ্টিপ্রাচুর্য ও নিরাপদ-খাদ্যের ঠিকানা হবে আমাদের সোনার বাংলাদেশ। বিদ্যমান কৃষিকে বাণিজ্যিক রূপান্তরের অভিযাত্রায় কৃষিগবেষণা ও সম্প্রসারণ এবং সরকারের নীতি-সহায়তা ও প্রণোদনাসম্পৃক্ত কৃত্যপেশার অনুকূলেই থাকবে-এ আশ্বাস আমি আপনাদের দিচ্ছি।

2021-02-13-16-44-d8733422026c7d4bf7a1a0e098986fe2.docx 2021-02-13-16-44-d8733422026c7d4bf7a1a0e098986fe2.docx