Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী : ২৯/১১/২০১৫

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৪৮৮

কুলাউড়ায় ‘তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা র্কমসূচি’ 
পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

সিলেট, মৌলভীবাজার, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
    মৌলভীবাজারের কুলাউড়ায় ‘তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা কর্মসূচি’ পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ ওই এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। 
    ডিনেট উদ্ভাবিত ‘তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা’ র্কমসূচিটি ১০ জন তথ্যকল্যাণী নিয়ে এ অঞ্চলে বাস্তবায়ন করছে স্থানীয় এনজিও উই আর ফ্রেন্ড ফর হিউম্যান (ওয়াফ)।
    পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রথমে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই গ্রামে তথ্যকল্যাণী পরিচালিত একটি উঠান বৈঠক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এরকম বৈঠকে মূলত ভিডিও কনটেন্টের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেয়া হয় গ্রামের নারীদের। এসময় প্রতিমন্ত্রী বৈঠক পরিচালনাকারী তথ্যকল্যাণীদের সাথে কথা বলেন।
    এ কর্মসূচি মূলত তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহার করে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। ডিনেটের প্রকল্পটির এই দিকটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি তথ্যপ্রযুক্তির মত বিষয়কে নারীর ক্ষমতায়নে কাজে লাগানোয় ডিনেটের প্রশংসা করেন। পাশাপাশি আইসিটি ডিভিশন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্প দেশব্যাপী সম্প্রসারণের জন্য সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
    মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মতিন, সিলেট বিসিসির পরিচালক শফিউল আলম নাদেল, ডিনেটের চিফ অপারেশন অফিসার মিজানুর রহমান, তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা কর্মসূচি প্রধান শেখ মাসুদুর রহমান, ওয়াফ এর নির্বাহী পরিচালক আব্দুল মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, একজন তথ্যকল্যাণী একজন নারী উদ্যোক্তা। তথ্যকল্যাণীরা বাইসাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে ল্যাপটপ, মডেম, প্রিন্টার, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, বিভিন্ন ভিডিও কনটেন্ট ইত্যাদি তথ্যপ্রযুক্তি সামগ্রী ব্যবহার করে গ্রামীণ মানুষের ঘরেঘরে সেবা পৌঁছে দেয়। তথ্যকল্যাণীরা এসব সেবার বিনিময়ে নামমাত্র সার্ভিস চার্জ গ্রহণ করে। পাশাপাশি গ্রামীণ নারী, কিশোরী, শিশু ও কৃষকের কাছে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করে তথ্যকল্যাণীরা আয় করে থাকে। 
#
আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩৪৮৭

মুখোশধারীদের নিষ্ক্রিয় করতে হবে 
                        -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (নভেম্বর ২৯) : 
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিমুক্ত নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়তে গণতন্ত্রের মুখোশপরা চক্রকে নিষ্ক্রিয় করতে হবে। আর একারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ দলের নেতৃত্বে মহাজোটের যে জঙ্গিবিরোধী ঐক্য গড়ে উঠেছে, বামপন্থী দলগুলোর সেই ঐক্যে শামিল হওয়া উচিত।
    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের স্থপতি, মহান ভাষাসৈনিক ও বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহার ২৮তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে আর কোনোদিন সামরিক, জঙ্গি-রাজাকারের শাসন আসবে না, জনগণের এই নিশ্চয়তা অর্জন করতে হবে। সেই লক্ষ্যে কর্মপদ্ধতি নির্ধারণের মধ্য দিয়েই দেশপ্রেমিক ও সাম্যবাদী নেতা কমরেড তোয়াহার প্রতি যোগ্য সম্মান দেখানো সম্ভব।
    বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ্ কামাল বক্তৃতা করেন।
    তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের মুখোশপরা চক্র রাজনীতির ময়দান ছেড়ে যায়নি। তাই দেশ এখনও বিপদের মধ্যেই আছে। দেশরক্ষায় এদের বিরুদ্ধে মহাজোটে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
    এদিকে ২৯ নভেম্বর ফিলিস্তিনের সাথে সংহতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় হাসানুল হক ইনু বলেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবিতে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের সাথে রয়েছে। এসময় আল-আকসা মসজিদকে দ্বিখ-িত না করার পক্ষেও দাবি ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
    জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার এমএ কাসেমসহ বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ জানান।  
#
আকরাম/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৮৬ 

সরকারি কর্মকমিশনের কার্যকারিতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত


ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উদ্যোগে আজ ঢাকায় কমিশন ভবনে ‘ঊভভবপঃরাবহবংং রহ ঃযব ঋঁহপঃরড়হরহম ড়ভ চঁনষরপ ঝবৎারপব ঈড়সসরংংরড়হ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 
কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব, পরিচালক ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। 
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এর সভাপতিত্বে ভারতের টহরড়হ চঁনষরপ ঝবৎারপব ঈড়সসরংংরড়হ এর প্রাক্তন চেয়ারম্যান চৎড়ভ. উ চ অমৎধধিষ সেমিনারে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে কমিশনের সদস্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, সদস্য ড. মোহাম্মদ সাদিক, উজ্জ্বল বিকাশ দত্ত এবং প্রফেসর ডা. শাহ আবদুল লতিফ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তাগণ সিভিল সার্ভিসে সৎ, দক্ষ ও  যোগ্য কর্মকর্তা নিয়োগের জন্য সাংবিধানিক অনুশাসনের আওতায় কর্মকমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার, মেধাভিত্তিক নিয়োগের প্রতি অগ্রাধিকার প্রদান এবং নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা নিশ্চিতকরণ এর উপর জোর দেন। এছাড়া, পাবলিক ইমেজ গঠন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ পদ্ধতি সম্পর্কে জ্ঞানলাভ ও মতবিনিময়ের প্রতি গুরুত্ব প্রদান করা হয়। 
#

ডায়ানা/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৮৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) : 
    
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্ণিকাট (গধৎপরধ ঝঃবঢ়যবহ ইষড়ড়স ইবৎহরপধঃ) সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স¦ার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বাধীনতা-পরবর্তী ৪৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। তিনি ইউএসএইড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

প্রতিমন্ত্রী বাংলাদেশকে প্রদেয় জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জিএসপি সুবিধা বাতিলের কারণে গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রদূত তার জবাবে বলেন, অনেকের ধারণা যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে জিএসপি সুবিধা বাতিল করেছে। বিষয়টি মোটেও রাজনৈতিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি আইনের মাধ্যমে জিএসপি সুবিধা দিয়ে থাকে। আইনের বেঁধে দেয়া শর্ত পূরণ না করায় তা স্থগিত করা হয়েছে। মার্কিন সরকার এ বিষয়টি সুরাহা করতে সচেষ্ট রয়েছে। 

প্রতিমন্ত্রী বাংলাদেশে নারী উন্নয়নে যুক্তরাষ্ট্রের আগ্রহের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

#

খায়ের/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৮৪ 


আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ ডিসেম্বর থেকে শুরু

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ১লা ডিসেম্বর ২০১৫ হতে ৩১ জানুয়ারি ২০১৬ সময়ের মধ্যে নবায়ন করতে হবে। ২০১৬ সালের জন্য এ নবায়ন করা হবে। গুলিবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্র্রেটের নিকট উপস্থাপন করতে হবে।
লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ‘ফি’ টি আর ফরম নং-৬ এর মাধ্যমে কোড নং-১/২২১১/০০০০/১৮৫৯ এবং নবায়ন ‘ফি’ এর উপর প্রযোজ্য শতকরা ১৫ শতাংশ ভ্যাট কোড নং-১/১১৩৩/০০১০/০৩১১ খাতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সাথে দাখিল করতে হবে।
২০১৬ সালের জন্য নবায়ন ফি : পিস্তল/রিভলভার প্রতিটি ৩০০০ টাকা, দোনলা বন্দুক/একনলা বন্দুক/শটগান/রাইফেল প্রতিটি ১০০০ টাকা, অন্যান্য অস্ত্রের নবায়ন ফি প্রতিটি ৪০০ টাকা, পিস্তল/রিভলভার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স প্রতিটি ১৫০০ টাকা, রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি প্রতিটি ১৫০০ টাকা এবং সেফ কিপিং লাইসেন্স প্রতিটি ১০০০ টাকা।
#

তোফাজ্জাল/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪৮৩ 

পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার
আগামীকাল থেকে সাঁড়াশি অভিযান শুরু

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, কারাদন্ড, অর্থদন্ড, ব্যাংকঋণ সুবিধা বন্ধ, লাইসেন্স বাতিল, আইআরসি বা ইআরসি বাতিলের বিধান রেখে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালু হচ্ছে। ৩০ নভেম্বর থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহণে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানাপর্যায়ে এ অভিযান পরিচালিত হবে। 
আজ সচিবালয়ে এক সংবাদসম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান। 
মির্জা আজম বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ধারা ১৪ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব একবছর কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- বা উভয়দ-ে দ-িত করা হবে। এ অপরাধ পুনঃসংগঠিত হলে সর্বোচ্চ দ-ের দ্বিগুণ দ-ে দ-িত করা হবে।
এছাড়া ছয়টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে ব্যাংকঋণ সুবিধা প্রদান করা হবে না। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। চাতাল মিল মালিকগণও পাটের ব্যাগ ব্যবহার না করলে খ্যাদ্যমন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিল করবে। পাশাপাশি আমদানি ও রফতানিকালে পাটের ব্যাগ ব্যবহার না করলে বাণিজ্যমন্ত্রণালয় সংশ্লিষ্ট আইআরসি বা ইআরসি বাতিল করবে।
উল্লেখ্য, সড়ক, মহাসড়ক, চালউৎপাদনকারী এলাকাসহ ঢাকার প্রবেশমুখে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হবে। প্রাথমিক অবস্থায় বাস, ট্রাক, পিকআপে পরিবহণযোগ্য ৫০ কেজির প্লাস্টিক বা পলিথিনের বস্তা ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে এক থেকে পাঁচ বা দশ থেকে বিশ কেজির প্লাস্টিক বা পলিথিনের বস্তা ব্যবহাররোধে অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান মনিটরিংয়ের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিবদের সমন্বয়ে ১০টি পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, এ আইন বাস্তবায়নের লক্ষ্যে আগামী দুইমাসে যে পরিমাণ পাটের বস্তার প্রয়োজন হবে তা ইতোমধ্যে মজুদ রয়েছে। এসব সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বিজেএসসি।
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ, বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হোসেন খালেদ ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন। 
#

সৈকত/আফরাজ/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৮২ 

প্রবীণ সাংবাদিক শওকত আনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ সাংবাদিক শওকত আনোয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক নির্ভীক, নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালো। তিনি আরও বলেন, শিশুসংগঠন ও শিশুদের কল্যাণে তাঁর অবদান দেশ ও জাতি আজীবন স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 
#
নুরএলাহি/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৮১ 

বরেণ্য সাংবাদিক আলহাজ লিয়াকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য আলহাজ লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, খুলনার সাংবাদিকদের আপনজন আলহাজ লিয়াকত আলী সাংবাদিকতা পেশার উৎকর্ষে অবদান রাখার পাশাপাশি সমাজউন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে খুলনাবাসী একজন প্রিয় মানুষকে হারালো। দেশ একজন সাংবাদিক ও সমাজসেবীকে হারালো।
 প্রধানমন্ত্রী মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#

নুরএলাহি/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৩০ ঘণ্টা

Handout                                                                                                                    Number : 3480

 

Commonwealth Underscored on Ambitious Climate Negotiation Outcome

Baroness Scotland Elected New Secretary General

 

Dhaka, 29 November :

 

Foreign Minister A. H. Mahmood Ali led Bangladesh delegation to the Commonwealth Heads of Government Meeting (CHOGM), which was inaugurated on 27 November with a colourful ceremony at the Mediterranean Conference Centre at Valletta in Malta. Upon arrival at the venue, Foreign Minister was welcomed by the Maltese Prime Minister Joseph Muscat and the Commonwealth Secretary-General Kamalesh Sharma. With this CHOGM the chairmanship mantle passed to the Maltese Prime Minister Joseph Muscat from the Sri-Lankan President Maitripala Sirisena for the next two years.

 

The Commonwealth leaders sat in a Special Session on climate change which was addressed by the French President Francois Hollande, Prince of Wales HRH Prince Charles, UN Secretary General Ban Ki-moon and EU Commissioner for Climate Action and Energy Miguel Arias Cañete. As an important outcome of the CHOGM, the Heads adopted the Commonwealth Climate Statement to send a strong political message to the upcoming COP 21 for an ambitious, equitable, inclusive, balanced, rule-based and durable outcome that would include a legally binding agreement.

 

In its first Executive Session, the Heads, in a closed session, elected the new Secretary General of Commonwealth. Dominican born Baroness Patricia Janet Scotland QC, former Attorney General of UK would now lead the Commonwealth Secretariat from April 2016 for the next four years. Earlier, Maltese Foreign Minister George Vella reported to the Heads of Commonwealth countries on the meetings and outcomes of the pre-CHOGM Foreign Ministers Meeting as well as on Commonwealth’s People’s Forum, Women’s Forum, Business Forum and Youth Forum.

 

At the sidelines of the meetings, Foreign Minister met the Canadian Prime Minister Justin Trudeau on that day and conveyed to him greetings and felicitations of Prime Minister Sheikh Hasina on his assumption of the office of the Prime Minister. He also extended her invitation to the Canadian Prime Minister to visit Bangladesh, which he agreed to undertake soon at a mutually convenient time. He said he was keen to see the changes that have taken place in Bangladesh since his visit to Bangladesh at the age of 13 with his father, then Prime Minister of Canada.

 

#

 

Khaleda/Sha Alam/Khadiza/Lovely/2015/1245 hours.

Todays handout (1).doc Todays handout (1).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon