Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০১৭

তথ্যবিবরণী ২১ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৯১

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
দশম জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র  ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটি সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মোঃ ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছাঃ সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে সিলেট অঞ্চলে সাম্প্রতিক ফ্লাস ফ্লাট এর প্রভাবে পাউবোর অবকাঠামো সমূহের সর্বশেষ অবস্থা, ড্রেসার পরিদপ্তরের চলমান কার্যক্রম এবং যান্ত্রিক  সরঞ্জাম পরিদপ্তর (এ্যামি) এর কার্যক্রমের উপর আলোচনা হয়। 
কমিটি জাতীয় পানি নীতির অনুকরণে হাওরসমূহের বাঁধ ব্যবস্থাপনা, তদারকির জন্য গ্রাম পর্যায়ে সমিতি, ইউনিয়ন পর্র্যায়ে এসোসিয়েশন এবং উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠনপূর্বক এর রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব ফেডারেশনের উপর দেয়ার  সুপারিশ করে।
 কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেসার পরিদপ্তরের চলমান ড্রেসিং কার্যক্রম দ্রুত সমাপ্ত করার সুপারিশ করে। বৈঠকে এডিপিভুক্ত প্রকল্পসমূহ কর্তৃক জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে প্রত্যেক বছর বর্ষা আসার আগে খাল খনন করার সুপারিশ করা হয়। ওয়ারপো’র (ডধঃবৎ জবংড়ঁৎপবং চষধহহরহম ঙৎমধহরুধঃরড়হ)  জনবল  সমস্যা সমাধানের জন্য প্রত্যেক উপজেলায় জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।
বৈঠকে উন্নয়ন কাজে চাহিদা অনুযায়ী অত্যাধুনিক সরঞ্জামাদি সংগ্রহপূর্বক  যান্ত্রিক ও সরঞ্জাম পরিদপ্তর (এমই) কে আধুনিকায়ন করার সুপারিশ করে। 
কমিটি অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চূড়ান্ত নীড বেইসড সেটআপ এবং ৩য় ও ৪র্থ শ্রেণির সকল পদে আউট সোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগের  প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করে।  
বৈঠকে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৯০

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিমিন হোসেন রিমি অংশগ্রহণ করেন। 
বৈঠকে সরকারের জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো প্রচারের ক্ষেত্রে দর্শক শ্রোতাদের আকর্ষণ করতে পারে এমনভাবে অনুষ্ঠান নির্মাণের সুপারিশ করা হয়। 
কমিটি দর্শক-শ্রোতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মানসম্পন্ন নাটক ও দর্শক প্রিয় অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনকে আরও জনপ্রিয় করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়াও পেশাদার প্রডিউসার, রিপোর্টার, দক্ষ ক্যামেরাম্যান, দক্ষ প্রকৌশলী ও সংবাদ উপস্থাপক গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
 বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে আধুনিক সুযোগসুবিধা সংবলিত নিজস্ব ভবন নির্মাণের সুপারিশ করা হয়। এছাড়াও বাসস এর অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমেদ এবং প্রধান তথ্য অফিসার কামরুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
কামাল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৩৮৯

বিএসটিআই’র কর্মকর্তাদের প্রতি শিল্পমন্ত্রীর নির্দেশ
ভেজাল প্রতিরোধে অসাধু উৎপাদকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে  

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
শুধু ক্ষুদ্র ব্যবসায়ী নয়, নকল ও ভেজাল প্রতিরোধে অসাধু উৎপাদকদের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নিতে বিএসটিআইএর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, পণ্যের নকল ও ভেজাল প্রতিরোধ করতে হলে যেসব কারখানায় নকল ও ভেজাল পণ্য উৎপাদন হয়, সেখানেই প্রথমে অভিযান চালাতে হবে। এ লক্ষ্যে তিনি বিএসটিআইতে কর্মরত সবাইকে সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন।  
শিল্পমন্ত্রী আজ বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই) আয়োজিত ‘পরিমাপ পরিবহণের নিয়ন্ত্রক (গবধংঁৎবসবহঃং ভড়ৎ ঃৎধহংঢ়ড়ৎঃ)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই মিলনায়তনে আজ এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে বিশেষ অতিথি ছিলেন।  
বিএসটিআই’র মহাপরিচালক মোঃ সাইফুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি, বিএসটিআই এর পরিচালক আসাদুজ্জামান বক্তব্য রাখেন।   
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী পণ্য ও সেবার ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব তুলে ধরে বলেন, যে কোনো পণ্য উৎপাদন কিংবা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপের কাঁচামাল ব্যবহার করা জরুরি। এর ব্যত্যয় হলে উৎপাদিত পণ্য জননিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। তিনি অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য পরীক্ষা, পণ্য ওজন, পরিবহণ তৈরিসহ সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ অনুসরণের তাগিদ দেন।  
আমির হোসেন আমু বলেন, দেশের সাধারণ জনগণের পাশাপাশি বিএসটিআই এর কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আত্মীয়-স্বজনরাও পণ্যের ক্রেতা ও ভোক্তা। যে কেউ নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে মারাত্মক ক্ষতির শিকার হতে পারেন। বিষয়টি বিবেচনায় রেখে নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন প্রতিরোধে তিনি সর্বোচ্চ সততা ও সাহসিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তার জন্য পরিবহণখাতে পরিমাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। তৈরি পোশাক শিল্পের পর ওষুধ শিল্পখাতে মান নিয়ন্ত্রণের ফলে বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধ গুরুত্বপূর্ণ স্থান দখলে সক্ষম হয়েছে। পরিবহণখাতে মান নিয়ন্ত্রণ করে দেশে রপ্তানিমুখী নতুন শিল্পখাত গড়ে তোলা সম্ভব। তিনি জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে মানসম্মত পণ্য উৎপাদনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।  
#
জলিল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৮

সংসদ সদস্যগণের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত  
 
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এমডিজি অর্জন করেছে। এবার আমাদের ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ নেতৃত্বে নির্ধারিত সময়ের আগেই এ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। এ জন্য সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্র রয়েছে। তারা তাদের নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে সরকারের উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সরকারকে সহযোগিতা করার বিষয়ে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিতে পারেন। দেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষকে সরকারের উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করতে পারলে এসডিজি অর্জন সহজ হবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
আজ সংসদ ভবনে শপথ কক্ষে আয়োজিত ২০৩০ সাল পর্যন্ত নেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংসদ সদস্যগণের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে এবং হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্যগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, মুক্ত আলোচনার প্রতিক্রিয়া উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্বজনীন উন্নয়নের নিরীখে যে বিশ্ব শান্তির ধারণায় রাষ্ট্র পরিচালনায় ব্রত হয়েছিলেন সেই চিন্তা চেতনারই প্রতিফলন এমডিজি এবং এসডিজি। মূলত বিশ্ব আজ যে বিশ্বায়ন, এমডিজি বা এসডিজির ধারণার উন্মেষ ঘটিয়েছে তা বঙ্গবন্ধু অনেক অগেই তাঁর উন্নয়ন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজগুলো একর পর এক বাস্তবায়ন করে বিশ্বকে অবাক করে দিচ্ছেন। 
সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, জেন্ডার সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নযনের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্তিকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। 
#
স¦পন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৭
যোগ্যতা দিয়েই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে
                                                 -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) : 
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যোগ্যতা দিয়েই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ছাত্রদের স্ব-উদ্যোগে নিজেদের যোগ্য ও দক্ষ করার প্রচেষ্টা চালানো প্রয়োজন। তরুণ বয়সটাই শেখার এবং ভুল করার বয়স। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পড়াশোনার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য আলোকিত বই এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- সাবলীলভাবে বেড়ে উঠতে সহায়তা করে। 
    প্রতিমন্ত্রী, আজ ঢাকা কলেজ খেলার মাঠে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ তরুণ-এই তরুণরাই বাংলাদেশ; এরাই শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার করিগর। আমরা তরুণদের আগামী দিনের জন্য প্রস্তুত করতে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছি, গবেষণা কর্মে প্রণোদনা দিচ্ছি। 
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লাহ বক্তব্য রাখেন। 
#
আসলাম/সেলিম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৬
আমদানি-রপ্তানি অফিসে ব্যবসায়ীদের
 ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে
                            -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) : 
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমদানি-রপ্তানি অফিসে ব্যবসায়ীদের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং অনলাইনেই রেজিস্ট্রেশন প্রদান ও নবায়ন করা হয়। ফলে ব্যবসায়ীদের জন্য  এ সেবা প্রাপ্তি সহজ হয়েছে। বাণিজ্য সহজ এবং ব্যবসায়ীদের দ্রুত সেবা প্রদানের জন্য এ অফিসে ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থাপনা চালু করা হয়েছে। আমদানি-রপ্তানি করতে ব্যবসায়ীদের সেবা গ্রহণের জন্য এখন আর বেশি সময় অপেক্ষা করতে হয় না। এর ফলে দেশে ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সেবা সহজ করা হয়েছে, তিন দিনের স্থলে ১ দিন ১২ ঘণ্টা ২০ মিনিট সময়ে এবং ১৫টি ধাপের স্থলে ১০টি ধাপে আইআরসি জারি করা হচ্ছে। 
    মন্ত্রী বলেন, ই-ফাইলিং চালু করার ফলে স্বচ্ছতার সাথে দ্রুত ব্যবসায়ীদের সেবা প্রদান করা হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই ব্যবসায়ীরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পাচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয় বছরে প্রায় দুইশত কোটি টাকা রাজস্ব আয় করে থাকে, এর অর্ধেকেরও বেশি আয় করে এ আমদানি-রপ্তানি অফিস থেকে। নতুন অফিসে কাজের পরিবেশ উন্নত এবং আধুনিক ব্যবস্থাপনার কারণে এখানে কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।
    মন্ত্রী আজ ঢাকায় আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাণিজ্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলোকে দ্রুত সেবা প্রদানের জন্য অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছে। গত অর্থবছরে আমাদের রপ্তানি আয় ছিল ৩৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৭৭ ভাগ। এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, ২০২১ সালে এ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি এবং পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে দেশের তৈরি পোশাকের পাশাপাশি আইটি, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণ, জুট পণ্য, কৃষি পণ্য  রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। রপ্তানি ক্ষেত্রে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, ফলে দেশের রপ্তানি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সময় ও প্রয়োজনের সাথে তালমিলিয়ে বাণিজ্য বৃদ্ধির সাথে সেবা প্রদানের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। 
    আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের  ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু।  
#
বকসী/সেলিম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৫

আবদুল্লাহ খালিদের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
প্রখ্যাত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আবদুল্লাহ খালিদ ‘অপরাজেয় বাংলা’র মতো ভাস্কর্য নির্মাণ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর মতো একজন গুণী শিল্পীর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। 
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

মাসুম বিল্লাহ/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৪
২০১৬ সালে কোনো যাত্রীবাহী নৌযান ডুবেনি
                            -- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) : 
সকল প্রতিকূলতা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখনও সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও অপেক্ষাকৃত নিরাপদ। আগের তুলনায় নৌদুর্ঘটনা কমে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ করে নৌযান মালিক, শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা, বিআইডব্লিউটিএ, নৌপরিবহণ অধিদফতর, নৌ-পুলিশ, কোস্টগার্ড কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির ফলে ২০১৬ সালে কোনো যাত্রীবাহী নৌযান ডুবেনি।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
    নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।
    মন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে কেউ যাতে লঞ্চে ভ্রমণ না করতে পারে সে বিষয়ে সকলকে আরো সচেতন হতে তিনি পরামর্শ দেন। 
    শাজাহান খান বলেন, নৌপরিবহণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির ৯০ ভাগ কাজ শেষ করতে পেরেছি। বাকি কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। 
    আজ হতে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী নবম বারের মতো ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালন করা হচ্ছে। এ বছরের নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপদ্য হচ্ছে ‘দেশ যাবে এগিয়ে যাত্রা হোক নিরাপদ, নৌ আইন মানব মোরা এটাই হোক অঙ্গীকার’।
#

জাহাঙ্গীর/সেলিম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৭/১৯২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮৩

তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ৫ দফা দাবি   

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):
চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে তথ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি পেশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত পরিষদ। 
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে মতবিনিময় সভায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত পরিষদ সদস্যবৃন্দ দাবিগুলো উত্থাপন করেন। 
দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়নে প্রতিযোগিতামূলক ব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘উপমহাদেশের অন্যান্য দেশ থেকে চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন। প্রতিযোগিতার সময়েই আমাদের চলচ্চিত্রকার, শিল্পী ও কলাকুশলীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে দেশের মানুষকে সিনেমামুখী করেছিল। এখন প্রতিযোগিতা নেই, সিনেমার মান পড়তি, হলে দর্শক নেই, হাজার হাজার হল বন্ধ হয়ে চলচ্চিত্র প্রদর্শকদের মাথায় হাত, ধ্বংসের মুখে দেশের এই বিশাল শিল্প।’ 
সমিতির সভাপতি মোঃ ইফতেখার উদ্দীন এসময় চলচ্চিত্র আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাবল টিভি চ্যানেলে সদ্যমুক্তিপ্রাপ্ত দেশি-বিদেশি পাইরেটেড সিনেমা প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, প্রতিটি সিনেমা হলকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্যপদ গ্রহণ, মুক্তি প্রতীক্ষিত সিনেমার পোস্টারের জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্থায়ী বিলবোর্ড স্থাপন এবং দেশব্যাপী সিনেমা হল সংস্কারে সরকারের বরাদ্দ বৃদ্ধির দাবি তুলে ধরেন। 
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার চলচ্চিত্রকে শিল্প ও চলচ্চিত্র দিবস ঘোষণা করার মাধ্যমে চলচ্চিত্র জগতকে এগিয়ে নেবার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তা এগিয়ে নিতে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে দাবিগুলো নিষ্পত্তি করা হবে।’ 
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ লিটন মৃধা, কার্যকরী সদস্য মেহমুদ হোসেন, মোঃ আজগর হোসেন ও মিঞা আলাউদ্দিন আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘দেশে হাজার হাজার সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ চলচ্চিত্রের সংখ্যা ও বিষয়বস্তুর মানে ঘাটতি। আর আকাশ সংস্কৃতির এই যুগে যখন নতুন সিনেমা ইন্টারনেটেই দেখা যায়, তখন সিনেমা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সর্বাগ্রে বিবেচনার দাবি রাখে।’ 
#
আকরাম/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৮২

তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান   
  

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে):

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে তথ্য মন্ত্রণালয়। 
আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আখতারুজ্জামান তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম ও মোঃ মমিনুল ইসলাম এবং অফিস সহায়ক মোঃ রেজাউল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। ক্রেস্ট, সনদসহ প্রথম দু’জন যথাক্রমে ১০,০০০ ও  ৯,৫০০ টাকার প্রাইজবন্ড এবং শেষ দু’জন ৯,০০০ টাকার প্রাইজবন্ড লাভ করেন। 
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তথ্যসচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জানুয়ারি ২০১৫ হতে জুন ২০১৬ মেয়াদে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কর্মমূল্যায়ন, সততা ও ভালো কাজের জন্য এ প্রণোদনা পুরস্কার প্রদান অব্যাহত থাকবে। পুরস্কারের মনোনয়নে গঠিত কমিটি এখন থেকে প্রতি বছর এ পুরস্কারের জন্য কর্মকর্তা-কর্মচারী বাছাই করবে।’ 
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকসানা মালেকসহ সকল কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন। 
#
আকরাম/সেলিম/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৮১

রবীন্দ্র-নজরুল-বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গি সন্ত্রাসের স্থান হবে না
                - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে ) :     
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, রবীন্দ্র-নজরুল-বঙ্গবন্ধুর বাংলায় বিষধর গোখরারূপী জঙ্গি সন্ত্রাসের স্থান হবে না। জঙ্গি, সন্ত্রাসীরা কখনই বাংলাদেশে তাদের শিকড় স্থাপন করতে পারবে না।
মন্ত্রী আজ ঢাকায় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও আওয়ামী সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সহজ, সরল ও আবেগ প্রবণ। এদেশের মানুষ জঙ্গি-সন্ত্রাস কখনই গ্রহণ করবে না। নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, আত্মকলহ, রাজনৈতিক বিশৃঙ্খলা এদেশের মানুষ বরদাশত করবে না। কোনো ষড়যন্ত্র এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনই ছিনিয়ে নিতে পারবে না।
তিনি আরো বলেন, বাংলা সাহিত্যের এমন কোনো শাখা-প্রশাখা নেই যেখানে রবীন্দ্র-নজরুল বিচরণ করেননি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দু’জনই মানবতার কবি এবং দেশপ্রেমিক। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে কবি নজরুলের লেখনী বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে।
আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে জোটের সভাপতি কবি মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বক্তৃতা করেন।

#

রবীন্দ্র/অনসূয়া/নুসরাত/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫৪১ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৮০

শিক্ষক কর্মচারীগণকে অনলাইনে অবসর সুবিধা প্রদান
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে ) :     
পবিত্র হজে গমনেচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণকে অনলাইন ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অবসর সুবিধার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড যৌথভাবে ব্যানবেইস মিলনায়তনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ সুবিধা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী অনলাইনে ব্যবস্থায় ২০১৭ সালে হজ গমনেচ্ছুক ১৮৫১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে মোট ৬৩ কোটি ৮৭ লক্ষ টাকার কল্যাণ ও অবসর ভাতা প্রদান করেন। এসময় তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, সিলেটের কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কিশোরগঞ্জের সদরে প্রশাসনের কর্মকর্তা ও অনলাইনে টাকা প্রাপ্ত শিক্ষকদের সাথে কথা বলেন। 
তিনি বলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুর্দশা লাঘবের জন্য বর্তমান অর্থ বছরে সরকার অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে ৬৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ আরো বৃদ্ধির চেষ্টা চলছে। 

#

অনসূয়া/নুসরাত/গিয়াস/শহিদ/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩৭৯ 

আগামী বছরে বিএসসির বহরে ৬টি জাহাজ যুক্ত হবে
                                    - নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৭ জ্যৈষ্ঠ (২১ মে) : 
আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে ছয়টি নতুন জাহাজ যুক্ত হবে। 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কিল লেয়িং) অনুষ্ঠানে যোগদান শেষে গত ২০ মে চীন থেকে ফিরে এসব তথ্য জানান। বাংলাদেশ চীনের নিকট থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করবে। ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। 
মন্ত্রী তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুস খান এবং বিএসসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ সায়েদ উল্লাহ। 
চায়না ন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে ছয়টি জাহাজ ক্রয়ে ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে চীন সরকারের ঋণ ১ হাজার ৪৪৮ কোটি এবং বিএসসি’র নিজস্ব ৩৯৫ কোটি টাকা। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।  
উল্লেখ্য, অয়েল ট্যাংকার দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিশোধিত আমদানিকৃত তেল পরিবহণ করা হবে। বাল্ক ক্যারিয়ারে খোলা পণ্য, সারসহ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহণ করা হবে। ছয়টি জাহাজ যুক্ত হলে বিএসসির আর্থিক অবস্থা চাঙ্গা হবে, বিএসসি আগের মতো ঘুরে দাঁড়াবে। 
#

জাহাঙ্গীর/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা  

Todays handout (6).docx Todays handout (6).docx