Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

তথ্যবিবরণী ০৬/০৮/১৫

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮৭

চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান কালুখানের মৃত্যুতে পূর্তমন্ত্রীর শোক
 
চট্টগ্রাম, ২২ শ্রাবণ (৬ আগস্ট) : 

    চিটাগাং ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অক্সিজেন লিমিটেডের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল হাসান খান (কালুখান) এর মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    
    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ইঞ্জিনিয়ার আবুল হাসান খান ছিলেন একজন দক্ষ সংগঠক ও সৎ কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সজ্জন এবং বন্ধুবৎসল ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

    মন্ত্রী মরহুম ইঞ্জিনিয়ার আবুল হাসান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

    উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আবুল হাসান খান চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
    
#

কিবরিয়া/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২২৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২১৮৬ 

বাল্যবিবাহ রোধ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন টেকসই করতে হবে
                                                                  -- স্পিকার
পীরগঞ্জ (রংপুর), ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করে দেশের আর্থসামাজিক উন্নয়নকে টেকসই করতে হবে। 
পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনএফপিএ ও বাংলাদেশ জাতীয় সংসদের উদ্যোগে এসপিসিপিডি প্রকল্প আয়োজিত Reducing Maternal Mortality and Morbidity by Eliminating Child Marriage শীর্ষক কনসালটেশন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার একথা বলেন। 
স্পিকার বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তাদের মাঝে তুলে ধরতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও মাতৃ মৃত্যুহার  হ্রাসে তৃণমূল পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও মাতৃ মৃত্যুহার  হ্রাসে জনসচেতনতা তৈরি করতে হবে। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাতৃ মৃত্যুহার  হ্রাসে যে সকল চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলায় এগিয়ে আসতে হবে। 
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, রংপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 
পরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ব¡রে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা ও উপজেলা ফলদ বৃক্ষ মেলা-২০১৫ উদ্বোধনকালে স্পিকার বলেন, কৃষকদের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কৃষকরা নিজেদের কর্মকা-কে উন্নত করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবেও তৈরি করতে পারে।  প্রশিক্ষণের ফলাফল সকলের মাঝে পৌঁছে দিতে হবে । তাহলেই কৃষির সাথে সকলেই উপকৃত হবে।
তিনি আরো বলেন, নারীসমাজকে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সম্পৃক্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দেশকে আরো এগিয়ে নিতে হবে। দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং এর মাধ্যমে পুষ্টির পরিমাণ বাড়াতে ও জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।  
রংপুরের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম এবং উপজেলা  কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ বক্তব্য রাখেন। 
    এর আগে স্পিকার পীরগঞ্জ প্রেসক্লাব গ্রন্থাগারের ফলক উন্মোচন করেন। 
#

হুদা/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৫৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৮৫ 

লিবিয়ায় প্রবাসীদের জন্য 
বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে

 

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
লিবিয়ায় উদ্ভূত বর্তমান পরিস্থিতির কারণে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস সাময়িকভাবে তিউনিসিয়ার জেরবা (উলবৎনধ) শহরে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস সাময়িকভাবে স্থানান্তরিত হলেও লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সেবা কার্যক্রম অব্যাহত আছে। বিশেষ করে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের কনস্যুলার সেবাসহ অন্য সকল প্রকার সেবা প্রদান অব্যাহত আছে।
ত্রিপোলিতে স্থানীয় পর্যায়ের সকল কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাঁরা ত্রিপোলিতে গিয়ে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদান করছেন।
#

আরাফাত/মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮৪

পাটজাত মোড়ক আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালানো হবে
                                                       -- মির্জা আজম

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :

              বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে অধিকহারে প্লাস্টিক বস্তা ব্যবহারকারী ১৫-২০টি জেলায় শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে। আইন পুরোপুরিভাবে বাস্তবায়ন করা গেলে পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার প্রায় ৭০ ভাগ বৃদ্ধি পাবে। পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার যদি ৫০ ভাগও বৃদ্ধি পায় তাহলে বিদেশে পাট রপ্তানির প্রয়োজন হবে না। তাই পাটের মোড়ক আইন বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। 

              প্রতিমন্ত্রী আজ ঢাকায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার মিলনায়তনে পাট অধিদপ্তরের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক একটি কর্মশালায় একথা বলেন। 

                  প্রতিমন্ত্রী বলেন, পাটের মোড়ক আইন বাস্তবায়নে পাট অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ এ আইন বাস্তবায়নের ওপরই দেশের পাটশিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক প্রতিযোগিতা ইত্যাদি কারণে পাটের রপ্তানি কমে যাচ্ছে। কৃষক তাদের পাটের প্রত্যাশিত মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির বিকল্প নাই। সেজন্য পাটের মোড়ক আইন পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে। আইনটি পুরোপুরিভাবে বাস্তবায়ন করা গেলে বন্ধ পাটকলগুলো আবার চালু করা সম্ভব হবে, কৃষক তার পাটের উচ্চমূল্য পাবে এবং দেশের পাটশিল্প হারানো ঐতিহ্য ফিরে পাবে।

        তিনি বলেন, আমাদের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় টিকে আছে। তিনি ২০০৯ সালে  প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পাটকল কর্পোরেশনের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার দায়দেনা পরিশোধ করেছেন এবং পাঁচটি বন্ধ পাটকল পুনরায় চালু করেছেন।
          
    কর্মশালায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসাইনসহ মন্ত্রণালয় ও  পাট অধিদপ্তরের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

রেজাউল/মিজান/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
 

Handout                                                                                                Number :  2183

 

PM Condoles Death of Saudi Arabian People to King of Saudi Arabia

 

Dhaka, August 6 :

 

            Prime Minister Sheikh Hasina has expressed her condolences at the death of Saudi Arabian People to King Salman bin Abdulaziz Al-Saud. The full text of PM's condolence message as follows :

 

"Your Majesty,

 

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

 

            It is a matter of sorrow and concern that at least 17 people were killed and more than 30 were injured due to a suicide bomb attack at a Mosque in Al Abha of the Kingdom of Saudi Arabia today. I express my deepest condolences and heartfelt sympathies to Your Majesty and through you to the family members of the victims as well as all the Saudi brethren for this sad incident.

 

            The people of Bangladesh join me in expressing their solidarity in your fight against terrorism in the country and beyond.  I take this opportunity to reiterate that Bangladesh denounces terrorism in all its forms and manifestations and reaffirm our Government’s commitment to work together with Saudi Arabia and the world community to fight against this menace."

 

 

#

 

Arafat/Mizan/Sanjib/Salim/2015/2040 hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮২

শিক্ষামন্ত্রীর সাথে শাবিপ্রবি’র শিক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক প্রতিনিধিদল আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

    মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ কবির হোসেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের ফোরাম সভাপতি অধ্যাপক ড. মোঃ আকতারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

    শিক্ষামন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাইকে সাথে নিয়ে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। 

    শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জরুরিভিত্তিতে গুরুত্বপূর্ণ সকল প্রশাসনিক পদ অবিলম্বে সচল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। 

    শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।  

#

সাইফুল্লাহ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                নম্বর : ২১৮১

 

নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর বিচারপ্রক্রিয়া
দ্রুত সম্পন্নের আহ্বান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

 

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলোর বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রী আজ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে এ আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক খলিলুর রহমান, গাজীপুরের কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলো প্রতি তিন মাস অন্তর মনিটরিং করা হবে। প্রয়োজনে প্রধান বিচারপতির সহায়তায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকদের সাথে আলোচনা করা হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পরে নারী ও পুরুষের সমান অধিকার রেখে সংবিধান  প্রণীত হয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কারণে দেশে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তিনি ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে সকল শ্রেণিপেশার মানুষকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান।


#

খায়ের/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                    নম্বর : ২১৮০

 

তিন দিনব্যাপী ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫ এর উদ্বোধনকালে শিল্পমন্ত্রী
ভারত ও বাংলাদেশকে এশিয়ার প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব

 

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও কানেক্টিভিটির সুবিধা যৌথভাবে কাজে লাগিয়ে দু’দেশকে এশিয়ার প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দু’দেশের মধ্যে সম্পাদিত স্থল সীমানা চুক্তি এক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি দ্বিতীয় লাইন অভ্ ক্রেডিট চুক্তির আওতায় বাংলাদেশকে ভারতের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রদানে সম্মতি ভৌত ও সামাজিক অবকাঠামোখাতে গুণগত পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
শিল্পমন্ত্রী ইন্ডিয়ান চেম্বার অভ্ কমার্স (আইসিসি) আয়োজিত ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এর সহায়তায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫ এর চেয়ারম্যান নয়নতারা পালচৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র পরিচালক সাফকোয়াত হায়দার, ডিসিসিআই’র সভাপতি হোসাইন খালেদ এবং আইবিসিসিআই’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার বিনিয়োগ ও শিল্পনীতি গ্রহণ করেছে। এ নীতির আওতায় বিনিয়োগকারীদের আকর্ষণীয় ইনসেনটিভ দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকারপ্রদত্ত এসব সুবিধা নিয়ে বিনিয়োগে এগিয়ে আসতে তিনি ভারতীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।  
আমির হোসেন আমু বলেন, ভারতের জন্য বাংলাদেশ পৃথক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ করছে। এর ফলে বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়বে। ভারতীয় বিনিয়োগে উৎপাদিত শিল্পপণ্য ভারতে পুনঃরপ্তানির মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের বিদ্যুৎ, তেল ও গ্যাস, আইটি, হেল্থ কেয়ার, ফাইন্যান্সিয়াল সার্ভিস, উচ্চশিক্ষা, এনার্জি ও ইলেকট্রিক ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, এগ্রোবিজনেস খাতে সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে তিনি ভারতীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তিন দিনব্যাপী ইন্ডিয়া ইনভেস্ট্র্রেড-২০১৫এ ৬০টি স্টল অংশ নিচ্ছে। এসব স্টলে  ভারতের  উদ্যোক্তাদের তৈরি জ্বালানি, বৈদ্যুতিক পণ্য ও সরঞ্জাম এবং শিল্প যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


#


জলিল/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৯

পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :

    জাতীয় সংসদের পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে সভাপতিত্ব করেন। 
    
    কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার এবং ফিরোজা বেগম (চিনু) বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বা¯ুÍÍ নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের কার্যক্রমের হালনাগাদ অগ্রগতির প্রতিবেদন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যক্রম এবং পার্বত্য জেলাসমূহে ইউএনডিপি’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।    
    
    বৈঠকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে যেখানে যে ধরণের ক্ষতি হয়েছে তা পূরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। এছাড়া, পার্বত্য শান্তিচুক্তির আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদে জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

    কমিটি পার্বত্য চট্টগ্রামে কতগুলো পরিবার ও গ্রাম বিদ্যুৎ সুবিধা পাচ্ছে সেসব তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের পরামর্শ প্রদান করে। এছাড়াও ২২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি সম্পর্কে অবহিত করার সুপারিশ করা হয়। 

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাব্বির/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৮ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মোঃ নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন। 

কমিটি প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর ক্ষেত্রে ছাপানোর কাজ তদারকি, মানসম্মত কাগজসহ ছাপানো নিশ্চিতকরণ, সময়মতো বই শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও দুর্নীতি রোধে কার্যকরী মনিটরিং এবং সুপারিশ প্রণয়নসহ সকল ক্ষেত্রে সংসদীয় সাবকমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 

বৈঠকে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নেপ (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি) এর গবেষণা কার্যক্রম সম্প্রসারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, কমিটি পাহাড়ী ভাতার ন্যায় চর, হাওর ও চা বাগান এলাকার শিক্ষকদের ভাতা প্রদান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 

বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যাতে দ্রুততম সময়ের মধ্যে বেতনভাতা পেতে পারে সেজন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, নেপ এর মহাপরিচালক, এনসিটি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

নীলুফার/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                                                                                                                             নম্বর : ২১৭৭ 

প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ ও অধিকার নিশ্চিত করার
ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে
                     - প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী কর্মীদের সার্বিক কল্যাণ ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ৩০ কর্ম দিবসের মধ্যে বিদেশে মৃত প্রবাসী কর্মীদের আর্থিক ক্ষতিপূরণের ৩ লাখ টাকা প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া মৃত্যুজনিত ক্ষতিপূরণপ্রাপ্তিতে বিদেশস্থ শ্রম উইংসহ সংশ্লিষ্ট কোন দপ্তরের কর্মকর্তার অবহেলার কারণে কোন মৃতব্যক্তির পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।  
    মন্ত্রী আজ ইস্কাটনস্থ প্রবাসীকল্যাণ ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম পর্যালোচনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 
    এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
    মন্ত্রী কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের দীর্ঘদিনের পেন্ডিং নথির তালিকা প্রস্তুত করে বিলম্বের কারণসহ দ্রুত মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশ দেন। তিনি বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে জমাকৃত ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ আগামী দুইমাসের মধ্যে মৃতের পরিবারকে পরিশোধ করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
    নুরুল ইসলাম বিএসসি, তিনটি বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ককে আরো গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের বিমানবন্দরে সার্বিক সেবা নিশ্চিত করতে হবে এবং প্রবাসীকর্মীদের সন্তানদের বৃত্তি প্রদানের সংখ্যা বাড়াতে হবে। 
    মন্ত্রী মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মকর্তা, কর্মচারীনিয়োগ এবং সততা ও যোগ্যতার ভিত্তিতে বিভাগীয় পদোন্নতি প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। 
#

শহিদুল/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৬

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
 
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটি সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও নির্যাতনকারীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক স্বরুপ শাস্তি প্রদানের সুপারিশ করা হয়। 
নির্যাতিত, অসহায় ও ধর্ষিত নারীরা যাতে ন্যায়বিচার পায় সেজন্য প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। সেইসাথে কমিটি নারী ও শিশু নির্যাতনকেন্দ্রিক দুর্ঘটনা কবলিত স্থানগুলোতে তৎক্ষণাৎ পরিদর্শন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। 
বৈঠকে দেশের এতিমখানাগুলোতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়। 
যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও নতুন নতুন সৃষ্টিশীল কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার জন্য বৈঠকে সুপারিশ করা হয়। 
    বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#

মৌমিতা/অনসূয়া/শাহআলম/খাদীজা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৫

যাত্রীবিহীন অটোরিক্সা মহাসড়কসংলগ্ন স্টেশনে গ্যাস সংগ্রহ করতে পারবে

                                               - সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী

চৌদ্দগ্রাম (কুমিল্লা), ২২ শ্রাবণ (৬ আগস্ট) :
    ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে মহাসড়কসংলগ্ন সিএনজি স্টেশন হতে অটোরিক্সাসমূহ গ্যাসসংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
    তিনি আজ কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শনকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, সিএনজি গ্যাসসংগ্রহে যাওয়ার সময় অটোরিক্সায় যাত্রী থাকতে পারবে না। যে এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করে সে এলাকায় সিএনজি স্টেশন না থাকলে মহাসড়কসংলগ্ন সিএনজি স্টেশন হতে গ্যাসসংগ্রহে অটোরিক্সাসমূহ দু’ঘন্টা সময় পাবে।
#

নাছের/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৪
বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে
শিক্ষারমান আন্তর্জাতিকমানে উন্নীত করার বিকল্প নেই
                                   - রাশেদ খান মেনন

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার বিজ্ঞানশিক্ষার ওপর জোর দিলেও মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে আগ্রহ কমে যাচ্ছে। এর প্রধান কারণ স্কুলগুলোতে ল্যাবরেটরি ও বিজ্ঞানশিক্ষকের অভাব। তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষারমান আন্তর্জাতিকমানে উন্নীত করার বিকল্প নেই এবং বিজ্ঞান শিক্ষার গুরুত্ব অপরিসীম। 
    মন্ত্রী আজ ঢাকায় ভিকারুননেসা নূন স্কুল ও কলেজের অষ্টাদশ বিজ্ঞানমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
    রাশেদ খান মেনন বলেন, ভিকারুননেসা নূন স্কুল ও কলেজের বিজ্ঞানমেলা ছেলে-মেয়েদের বিজ্ঞান শিক্ষার ওপর আগ্রহী করবে। তিনি দেশের শিক্ষা বিস্তারে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, দেশে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। তবে আমাদের এতে পরিতৃপ্তির কিছু নেই - শিক্ষারমান আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে ।
    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম এবং ভিকারুননেসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন বক্তৃতা করেন। পরে মন্ত্রী বিজ্ঞানমেলার উদ্বোধন করেন এবং মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।
#

শেফায়েত/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৩ 

সড়ক দুর্ঘটনারোধে সকলকে সচেতন হতে হবে
                       -শাজাহান খান 

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট) : 

    সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে। শুধু শিশু নয়, সবাইকে সচেতন হতে হবে। সকলের আন্তরিক সচেতনায় সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। 
    নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ বুয়েটে এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) আয়োজিত ‘প্রমোটিং রোড সেইফটি ফর চিলড্রেন’ শীর্ষক দু’দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
    বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান এবং এআরআই-এর সহকারি অধ্যাপক আরমানা সাবিহা হক। 
    নৌমন্ত্রী বলেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলার পারমিট নেই। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের। তিনি বলেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। ধীরগতির যানবাহনগুলো মহাসড়ক ছাড়া অন্যান্য সড়কে চলাচল করবে। ভবিষ্যতে মহাসড়কের পাশে আলাদা লেন করা হলে সেখানে ধীরগতির যানবাহন চলতে পারবে। 
    শাজাহ

Todays handout (6).doc Todays handout (6).doc