Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৫

তথ্যবিবরণী ২৬/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪০৭

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে কাজ করে যেতে হবে                                                                                                      -- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী


ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তাই  মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল মানুষের কল্যাণ করা। যত দিন যাচ্ছে ততই মানুষ বঙ্গবন্ধুকে নতুন করে চিনছে। পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন বিভোর। বঙ্গবন্ধু এদেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েই ক্ষান্ত হননি। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন। কৃষকদের স্বার্থে তিনি কৃষিঋণ ও কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন, ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছিলেন। কৃষকের মুক্তিসহ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিতে চেয়েছিলেন।

মির্জা আজম বলেন, শেখ হাসিনা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন। প্রধানমন্ত্রী ২০২১  সালের মধ্যে ডিজিটাল ও মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছিলেন তার বাস্তবায়ন জাতি ইতোমধ্যে অনুধাবন করতে পেরেছে। তিনি বলেন, শেখ  হাসিনা সরকারের সাড়ে ছয় বছরে গ্রাম অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাস্তবধর্মী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের মানুষের মাথাপিছু আয় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, যেখানে ২০০৯ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৫৯০ মার্কিন ডলার সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলার। বর্তমানে যে হারে উন্নয়ন হচ্ছে তাতে ২০২১ সালে এদেশের জাতীয় বাজেটের আকার দাঁড়াবে সাতশ কোটি টাকা।  

    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মোঃ জুয়েল রানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাসউদ আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং ছাত্রলীগের সাবেক নেতা কামরুল হাসান খোকন বক্তব্য রাখেন।

#

রেজাউল/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

Handout                                                                                                     Number : 2406

Shahriar meets Maxican Ministers

Mexico City (Mexico), August 26 :

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam called on Mexican  Minister for Economy Ildefonso Guajardo Villarreal yesterday. During the meeting, State Minister said that there are huge untapped potentials in trade and investment between Bangladesh and Mexico. The Mexican Minister for Economy stressed his Government’s keen interests to energize the trade relations between the two countries for mutual benefits. State Minister Alam briefed the Economic Minister about the business portfolio of Bangladesh and various initiatives taken by the Government of Prime Minister Sheikh Hasina to ensure investment friendly environment in the country.

            The State Minister invited Mexican investment in ceramic, shipbuilding, IT, leather and pharmaceutical sectors. Both sides agreed to look into the possibilities of joint investment in these sectors which would be mutually benefitted to both the countries. They also discussed the possibility of exchanging trade delegation at the soonest.

            State Minister also called on the Mexican  Deputy Foreign Minister Ambassador Carlos de Icaza on the same day.

            State Minister shared that the two countries collaborate in various multilateral fora to fulfill their common desires to achieve global peace and prosperity as well as respect for international law, non-intervention in the domestic affairs of other countries and promotion of collective security through active participation in international organizations.

            The Mexican Deputy Foreign Minister stated that the mutual cooperation in culture and education would open newer sector of cooperation with each other. He also thanked Bangladesh for the support in Mexican candidature in different global platforms and hoped that similar mutual cooperation would continue in the future. 

            Bangladesh initiated negotiations for signing two possible cooperation agreements for visa waiver of diplomatic and official passport holders and regular Foreign Office Consultations. Another agreement  between the NBR and its Mexican Counterpart SAT (Servicio de Administración Tributaria–Tax Service Administration) on Mutual Administrative Assistance and Exchange of Information in customs matters is at the final stage and would be ready to sign soon.  

            During the meeting with the Deputy Foreign Minister, the two sides agreed to sign the proposed MOU on Foreign Office Consultations between the two countries. 

            Bangladesh Ambassador to Mexico Supradip Chakma and Director General (Americas) of the Ministry of Foreign Affairs Abida Islam accompanied the State Minister during the meetings.

            The State Minister had a breakfast meeting with the representatives of leading business houses of Mexico yesterday.

            Presently Md. Shahriar Alam is on a three-day official visit to Mexico.

            On 24 August, the State Minister paid a visit to Bangladesh Embassy in Mexico City and interacted with the expatriate Bangladeshi community there.

#

Khaleda/Afraz/Mizan/Sanjib/Selim/2015/2200 Hrs

Handout                                                                                                          Number : 2405

 

Talks between Forein Minister and Chinese Commerce Minister held

 

Dhaka, August 26 :

 

            The Commerce Minister of China Gao Hucheng paid a courtesy call on Foreign Minister A H Mahmood Ali at the Foreign Ministry today. During the hour long talks between the two Ministers, a host of issues covering ongoing development activities, Chinese investment in Special Economic Zones and other issues of common concern were discussed. Bangladesh side reiterated its ‘One China’ policy which the Chinese side deeply appreciated.

 

            Minister Gao Hucheng appreciated the constructive support received from the Government of Bangladesh on issues which are critical to the interest of China.  The visiting Minister lauded the Government of Prime Minister Sheikh Hasina for the significant development strides made in socio-economic development of Bangladesh especially the phenomenal growth rate of more than 6 percent for the last six years. He expressed his country's desire to continue supporting the Government of Sheikh Hasina for its future endeavours for progress and development.

 

            Bangladesh Foreign Minister sought Chinese assistance in the capacity building of the institutions and human resources in maritime and blue economy of the Bay of Bengal in order to make optimal use of the maritime resources. He, in this connection, sought Chinese  cooperation in setting up of the first ever ''Marine Aquarium" in Bangladesh at the National Oceanographic Research Institute (NORI) in Cox's Bazar.

 

            The Chinese Commerce Minister in response showed keen interest in cooperating in the maritime and blue economy sector and proposed to constitute a "Working Group" in the Ministry of Commerce of China to work on the technical areas. He also mentioned that a Chinese company, namely, 'China Aquatic Corporation' would look into the Bangladesh request of setting up of the first ever marine aquarium in NORI, Cox's Bazar. 

 

            Referring to the ‘One Belt - One Road’ initiative of Chinese President Xi Xinping, the Chinese Minister emphasized that the initiative will enhance communication, coordination of national policies and overall people-to-people contact between and among all the countries involved. He summarised by saying that through this initiative and related mechanisms China wants to “Discuss together-Develop together- Share together” for common pursuit of progress and development.

 

            Both sides reiterated to work together to celebrate the 40th anniversary of establishment of diplomatic relations.

#

 

Khaleda/Afraz/Mizan/Sanjib/Selim/2015/2000 Hrs

 

Handout                                                                                                          Number : 2404

Indian NDC delegation calls on Foreign Minister

Dhaka, August 26 :

            A 13- member Indian National Defence College (NDC) delegation paid a courtesy call on Foreign Minister A H Mahmood Ali at the Foreign Ministry today.

            The team is in Dhaka for a three day visit and will leave tomorrow.

            At the outset of the speech delivered before the delegation, the Foreign Minister expressed deep gratitude to the members of Indian Armed Forces for their supreme sacrifice and immense contribution to our War of Liberation.

            During his speech, the Minister apprised the delegation how Prime Minister Sheikh Hasina is marching forward towards the realization of the dream of Bangabandhu’s ‘Sonar Bangla’ which attributes the fulfillment of basic needs of the people of this country.

            Mahmud Ali also recalled Indian Prime Minister Narendra Modi’s Dhaka visit and his valuable remarks on the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Prime Minister Sheikh Hasina and on the ongoing pace of Development in Bangladesh.

            Foreign Minister Mahmood Ali also attended different queries from members of the delegation in the interactive session.

#

Khaleda/Afraz/Mizan/Zoynul/2015/2150hours

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪০৩
চিংড়ি রপ্তানির ক্ষেত্রে মাননিয়ন্ত্রণের বিষয়ে ইইউ-এফভিও অডিট মিশনের সন্তুষ্টি

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
         ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে চিংড়িসহ সবধরনের মাছ রপ্তানির ক্ষেত্রে মাছ আহরণ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সকল পর্যায়ে মাননিয়ন্ত্রণের বিষয়ে ইইউ- ফুড এন্ড ভেটেরিনারি অফিস (এফভিও) অডিট মিশন সন্তুষ্টি প্রকাশ করেছে।
    আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইইউ-এফভিও অডিট মিশন কর্তৃক প্রেরিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় এতথ্য জানানো হয়। 
    ইইউ-এফভিও অডিট মিশনের প্রতিবেদনে চিংড়িসহ সবধরনের মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরীক্ষণ এবং সার্টিফিকেশনের ওপর সন্তোষ প্রকাশ করা হয়। তবে সার্বিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার বিষয়ে চারটি নির্দেশনা দেয়া হয়েছে। অফিসিয়াল কন্ট্রোল সিস্টেমের নির্দেশনায় বলা হয় ফিশিং ভ্যাসেলগুলোর তাপমাত্রা নির্ধারিত মাইনাস আঠারো ডিগ্রি ঠিক থাকে না, ট্রলারের হ্যাছাপ ঠিক হচ্ছে না, ঔষধ ব্যবহারের ক্ষেত্রে যে ডাইঅক্সিন ব্যবহার হয় তা নিয়ন্ত্রণ এবং ক্যাডমিয়ামের যে মাত্রা তা ইইউভূক্ত দেশগুলোর ব্যবহƒত মাত্রা থেকে বেশি থাকায় তাও নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে। রাসায়নিক দূষণ নির্ধারণ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন দু’টি পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয় মেট্রানিডাজল এবং ক্রিমিনাশক যে ঔষধ ব্যবহার করা হয় তা চিংড়িতে প্রবেশ করে কিনা এবং ইইউতে ব্যবহার বন্ধ হয়েছে এমন এন্টিবায়োটিক বাংলাদেশে ব্যবহƒত হচ্ছে সেগুলো কোনভাবে চিংড়িতে যায় কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছে। ত্রুটিগুলো নিষ্পন্নের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ছয় মাস থেকে এক বছর সময় নিয়েছে। 
    সভাপতির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকা দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে। আগামী ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় লক্ষ্যমাত্রা নির্ধারণে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান। 
    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ইইউ-এফভিও অডিট মিশনের রিপোর্ট সাফল্যজনক। এ সফলতাকে ধরে রেখে চিংড়ি রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্য সকলকে কাজ করতে হবে।
    চিংড়ি ও মাছ উৎপাদনে রাসায়নিক পদার্থ/ঔষধ ব্যবহার ও উহার অবশিষ্টাংশের অবস্থা এবং চিংড়ি ও মাছ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে স্বাস্থ্যকর অবস্থা, মাছের খাদ্যের মান প্রভৃতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে মৎস্য ও মৎস্যপণ্য ইইউ-রেজুলেশন অনুসারে স্বাস্থ্যসম্মত পন্থায় রপ্তানি হচ্ছে কিনা তা এফভিও মিশন অডিট করে থাকে। গত ২০ থেকে ৩০ এপ্রিল এফভিও অডিট মিশন বাংলাদেশে এ অডিট করে।
    অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নৃত্য রঞ্জন বিশ্বাস।
    মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা, পিএইচডি, অতিরিক্ত সচিব আনিছুর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফাসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।
#
আকতারুল/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪০২

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
    
    জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, নাজমুল হাসান, টিপু মুন্শি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোঃ শওকত চৌধুরী  বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ফরেন এক্সচেঞ্জ  রেগুলেশন (সংশোধন) বিল, ২০০৫ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০১৫ এর ওপর আলোচনা ও সুপারিশের ওপর বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বেসিক ব্যাংকে সংঘটিত অনিয়ম ও ঋণ জালিয়াতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সমস্ত অনিয়মের সাথে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ কতটুকু জড়িত ছিলেন তার বিস্তারিত তথ্য প্রমাণাদি পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ মোতাবেক দুর্নীতি দমন কমিশনের আইনে তারা দোষী সাব্যস্ত না হওয়ায় দেশের প্রচলিত আইন এবং ব্যাংক কোম্পানি আইনের আওতায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় তার রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়। একইসাথে অনিয়মে জড়িত বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। 

    অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সচিব, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৪০১
পুষ্টির উন্নয়নে গুরুত্ব  বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে
                                                                           -- স্পিকার
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের পুষ্টির উন্নয়নে গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে। মানুষকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ও  এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে। সদ্যজাত ও কমবয়সী শিশুদের মাতৃদুগ্ধ পান একটি সর্বাত্মক বিষয়। মাতৃদুগ্ধ পান পুষ্টির মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতৃমৃত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস, মাতৃ ও শিশু পুষ্টি প্রতিটি বিষয় পারস্পরিক সম্পর্কযুক্ত। এর প্রত্যেকটিকে নিশ্চিত করতে হলে পুষ্টির স্তর উন্নত করতে হবে।
স্পিকার আজ ঢাকায় ব্র্যাক সেন্টার ইনে ব্র্যাক এবং এলাইভ এন্ড থ্রাইভ সংস্থার (অষরাব ্ ঞযৎরাব) উদ্যোগে সদ্যজাত ও কমবয়সী শিশুদের মাতৃদুগ্ধ পানের বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 
স্পিকার বলেন, এলাইভ এন্ড থ্রাইভ সংস্থাটি সদ্যজাত ও কমবয়সী শিশুদের মাতৃদুগ্ধ পানের মাধ্যমে পুষ্টিস্তর উন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অনন্য। এ ধরনের সংস্থাগুলো সরকারের সাথে কার্যকরী অংশীদারিত্বের মাধ্যমে কাজ করলে মাতৃদুগ্ধ পানে সচেতনতা তৈরিসহ অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণ ও জাতীয় পুষ্টিস্তরের উন্নয়ন হবে। 
স্পিকার আরো বলেন, বাংলাদেশ শিশুমৃত্যু হার ও মাতৃমৃত্যু হার হ্রাস, খাদ্য নিরাপত্তা, শিক্ষা,  বাল্যবিবাহ প্রতিরোধ, দারিদ্র্যদূরীকরণসহ প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করেছে এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সফল হয়েছে। এছাড়া, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাসহ অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশকে এগিয়ে নিতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএসএইডের একটিং অফিস ডিরেক্টর মারিতো সাটিন (গধৎরবঃড়ঁ ঝধঃরহ), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ দ্বীন মোহাম্মদ নুরুল হক এবং অতিরিক্ত সচিব ড. মাখদুমা নারগিস বক্তব্য রাখেন। 
#
মঞ্জুর/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৪০০

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ল্যান্ড জোনিং কার্যক্রম শুরু হয়েছে
                                                                   -- ভূমিমন্ত্রী
পাবনা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জমির সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ল্যান্ড জোনিং কার্যক্রম শুরু হয়েছে। বন ও নদী সংরক্ষণ, জলাভূমি ও আবাদি জমি সুরক্ষা, পাহাড় সুরক্ষা, পরিবেশ ও নদী দূষণরোধ, নদীর নাব্যতা রক্ষা, নির্ধারিত স্থানে ইটেরভাটা স্থাপন, জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি, মৎস্য, শিল্প ও বাণিজ্যিক অবকাঠামো, পর্যটন জোনসহ জমির প্রতিটি ক্ষেত্রে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ল্যান্ড জোনিং কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ৪৩টি জেলায় ইতোমধ্যে ভূমি জোনিং কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণ করা হবে। 
মন্ত্রী আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভূমি জোনিং প্রকল্প, ভূমিমন্ত্রণালয়ের “ভূমি জোনিং” বিষয়ক জেলা পর্যায়ের এক কর্মশালায় একথা বলেন।
    মন্ত্রী পাবনার ইছামতি নদী পুনরুদ্ধারে স্থানীয় জনগণ ও প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান। তিনি নদী, জলাশয় ও পুকুর ভরাট এবং যত্রতত্র কোনো অবৈধ স্থাপনা না করার পরামর্শ দেন। তিনি জাতির মঙ্গলের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। 
    মন্ত্রী আরো বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু শেখানো হয় কিন্তু ভূমি সম্পর্কে আলাদা কোন বিভাগ বা পাঠ্যসূচি নেই। কিভাবে জমির হিস্যা, জমির নামজারি, জমাভাগ হয় তা সাধারণ মানুষ জানে না। ৯৫ ভাগ মানুষের জমিজমা সম্বন্ধে কোনো ধারণা নেই। জমিজমা সংক্রান্ত তথ্যাদি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। 
পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার সাখাওয়াত হোসেন এবং প্রকল্পের মৎস্য বিশেষজ্ঞ আবদুস সাত্তার বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৩৯৯

বীর মুক্তিযোদ্ধা বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুতে 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বীর মুক্তিযোদ্ধা, লেখক, পার্বত্য বিষয়ক গবেষক ও সাবেক সরকারি কর্মকর্তা বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

    প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বরেন্দ্র কুমার ত্রিপুরার মৃত্যুতে পার্বত্যবাসী একজন নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা তথা দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়। 

    প্রতিমন্ত্রী বরেন্দ্র কুমার ত্রিপুরার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

    বরেন্দ্র কুমার ত্রিপুরা আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের মিলনপুরে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র,  ২ কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

    উল্লেখ্য, বরেন্দ্র কুমার ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার পিতা।

#

জুলফিকার/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৯৮
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
জাতীয় সংসদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর সভাপতিত্বে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, বিএম মোজাম্মেল হক, মোঃ শফিকুল ইসলাম শিমুল, এসএম জগলুল হায়দার ও সৈয়দ আবু হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটি সম্প্রতি অতিবৃষ্টি এবং বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে। এছাড়াও ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। 
কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ফান্ডের বরাদ্দ বাড়ানো কার্যক্রমে দ্রুত পদক্ষেপ গ্রহণ, জিআর বরাদ্দ বাড়ানো, নদীভাঙন ও বন্যাকবলিত এলাকার লোকদের প্রয়োজনীয় সহায়তা করার সুপারিশ করে। 
বৈঠকে দুর্যোগের কারণে ভেঙে যাওয়া ভবনগুলো পুননির্মানের লক্ষ্যে নির্মাণসামগ্রীর মানউন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করার সুপারিশ করে। 
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৯৭

বিকেএসপি বোর্ড অভ্ গভর্নরসের  ২৮তম সভা অনুষ্ঠিত
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড অভ্ গভর্নরসের ২৮তম সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
সভায় বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সুবিধা সংবলিত ৫টি নীতিমালা সংশোধন বিষয়ে একটি কমিটি গঠন করা হয় এবং বিকেএসপির ক্রীড়া কলেজে বাণিজ্য বিভাগ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, বিকেএসপিতে ফুটবল বিভাগে আগামী শিক্ষাবর্ষ হতে মেয়ে প্রশিক্ষণার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় বিকেএসপির কোচ, সিনিয়র কোচ ও চিফ কোচ পদের বেতন স্কেল উন্নীতকরণ এবং রাজস্ব বাজেটে নতুন কিছু পদ সৃজন সংক্রান্ত বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করা হয়।
সভায় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন ও বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুর্তজা খানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 
#
শফিকুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৩৯৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :
    

জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, 
এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ এবং মো. আব্দুল্লাহ অংশগ্রহণ করেন।
    কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ভিয়েতনাম ও চীন সফরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।
    সভায় বিদ্যমান এ সি আর পদ্ধতির স্থলে পারফরমেন্স বেইসড ইভ্যালুয়েশন পদ্ধতি চালুর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। তাছাড়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সঠিক তথ্য সংগ্রহ করে তালিকা তৈরির সুপারিশ করে কমিটি।     
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
নীলুফার/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৯৫

নদীর তীরে অননুমোদিত স্থাপনা উচ্ছেদে কমিটি গঠিত

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :

    নদীর তীরবর্তী স্থানে অননুমোদিতভাবে নির্মিত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তর অথবা অপসারণের বিষয়ে সরেজমিন পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সারাদেশে সংশ্লিষ্ট স্থানে কাজ করবে। কমিটি এক মাসের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ে তাদের রিপোর্ট পেশ করবে।  
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। 
    নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদ কমিটির আহ্বায়ক এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর-উর-রহমান সদস্যসচিব নিযুক্ত হন। সদস্যদের মধ্যে পানি সম্পদ, ভূমি, গৃহায়ণ ও ধর্ম মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন, ওলামা মাশায়েখ, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি রয়েছেন। 
    সভায় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য বেগম সানজিদা খানম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের ও বায়তুল মোকাররম মজজিদের খতীবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
    উল্লেখ্য, ঢাকা নদীবন্দর এলাকার তীরভূমিতে অননুমোদিত ৩০টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আরো উল্লেখ্য যে, বিআইডব্লিউটিএ এ পর্যন্ত নদী তীরে ৪ হাজার ৭৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২ শ’ ১৫ একর জমি উদ্ধার করেছে। 
#

জাহাঙ্গীর/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৩৯৩

অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে 
                                               - রাশেদ খান মেনন

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) :

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এর একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাশেদ খান মেনন শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, আমরা প্রাক-প্রাথমিক শিক্ষাকার্যক্রম চালু করেছি। প্রাথমিক ও গণশিক্ষাখাতে গত সাড়ে ছয় বছরে এক লাখেরও বেশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারি নিয়োগ করা হয়েছে। ছাব্বিশ হাজারেরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয়বিহীন এলাকাসমূহে নতুন বিদ্যালয় স্থাপন, পুরোনো স্কুলসমূহের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। আমাদের সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বই ই-বুকে রূপান্তর করে অনলাইনে পড়ার সুযোগ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান হামজালা উপস্থিত ছিলেন ।
পরে মন্ত্রী ১০তলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
#
শেফায়েত/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩১৫ ঘণ্টা

Handout                                                                                                                                                                                           Number : 2392

Bangladesh Ambassador meets 3 US House of Representatives on GSP

Washington, 26 August :

Bangladesh Ambassador to the United States Mohammad Ziauddin has met with Congressman Peter T. King (R-NY), Congresswomen Carolyn Maloney (D-NY) and Grace Meng (D-NY) in New York and discussed restoration of US GSP for Bangladesh and other issues of mutual interests.

The Ambassador informed that under the able leadership of Prime Minister Sheikh Hasina huge progress took place in the fields of workers’ rights and safety in the RMG sector. The Ambassador mentioned that by now, it is widely acknowledged that significant progress has already been made in the workers’ rights and safety, which manifests a changing approach and mindset in the affairs of governance.

Ziauddin urged the US government to restore GSP and allow duty and quota free access to the American market in recognition of the immense tasks done for workers’ rights and safety in the last two years. He added that Bangladesh likes to face the rest of the challenges through a sustained partnership with the United States. 

The Ambassador said that Bangladesh as a LDC does not enjoy any ‘Special or Deferential’ treatment from the US in terms of trade. Preferential treatments to the trans-pacific partners may chip away the competitive edge of the country like Bangladesh in the US market. Bangladesh apparel is subject to high tariff in the US market as opposed to zero tariffs to almost all other developed countries.

Congressmen expressed their keen willingness to stand beside Bangladesh for restoration of the GSP facility and subsequent duty free quota and access of Bangladeshi products to the US market. 

Discussing issued of extremism and radicalization, the Ambassador briefly explained to the Congressmen about religion-based politics in Bangladesh and its fierce manifestation by the BNP-Jamaat alliance in the recent times. 

Congressman Peter T. King (R-NY) who is the Co-Chair of the Bangladesh Caucus in the US Congress and other two Congresswomen assured the Ambassador of making all out efforts for the restoration of GSP and duty free access  for Bangladesh. Political Counselor Nayem Uddin Ahmed of the Embassy accompanied the Ambassador.

#

Sha Alam/Khadiza/Shukla/Lovely/2015/1310 hours

 

Handout                                 &a

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon