Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০১৮

তথ্যবিবরণী - 09.08.2018

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২২২৭
 
সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়সূচি
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট): 
 
প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রবিবার  থেকে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) সকাল ৮টা ৩০ মিনিট  থেকে  বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছেন।
 
সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
#
 
বদরুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২২৬
 
জরুরি স¦াস্থ্যসেবা শক্তিশালী করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি স¦াস্থ্যমন্ত্রীর আহ্বান 
                                                                   
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
দেশের সরকারি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবাকে শক্তিশালী করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে কমনওয়েলথ মহাসচিবের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। 
 
স¦াস্থ্যমন্ত্রীর সাথে আজ সচিবালয়ে তাঁর দপ্তরে কমনওয়েলথ মহাসচিব চধঃৎরপরধ ঝপড়ঃষধহফ সাক্ষাৎ করলে মন্ত্রী তাঁকে এ আহ্বান জানান। এছাড়া মিয়ানমার থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সে দেশের প্রতি চাপ বাড়ানোর জন্য মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় কমনওয়েলথ মহাসচিব জানান, আশ্রিত রোহিঙ্গাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী আবাস, খাদ্য, ঔষধসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় বিশ^ নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে। 
 
মন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত সকল দেশের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত জ্ঞান, তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে তথ্যমূলক ওয়েবসাইট খোলা হয়েছে যেখান থেকে প্রতিটি দেশ সৃজনশীল উদ্যোগ গ্রহণের সুযোগ পাবে। তিনি কমনওয়েলথ এর উদ্যোগে কুইন স্কলারশিপ এবং এসোসিয়েশন এর কমনওয়েলথ ইউনিভার্সিটির স্কলারশিপে অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
 
বাংলাদেশের তৃণমূল মানুষের জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের সেবাদান অনেক দেশের জন্য দৃষ্টান্ত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনের অনুরোধ জানালে প্যাট্রিসিয়া এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 
 
এসময় অন্যান্যের মাঝে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা

Handout                                                                                                    Number : 2225

 

Commonwealth Secretary General’s Maiden Visit to Bangladesh

 

Dhaka, August 9 :

Commonwealth Secretary General Rt Hon Patricia Scotland QC is visiting Bangladesh with a four members delegation on a three-day working tour from 8 August 2018. This is a part of her first official visit to the three Asian Commonwealth member states Sri Lanka, Brunei and Bangladesh.

 

She started her first day in Bangladesh with taking part in a Seminar at Bangladesh Institute of International and Strategic Studies (BIISS) where she gave a talk as a Guest of Honour on the topic of ‘The Commonwealth Advantage : Progress and Potential’. Foreign Minister A. H. Mahmood Ali M.P. and State Minister for Foreign Affairs Md. Shahriar Alam M.P. highlighted their ideas on what kind of Commonwealth Bangladesh would like to see with Commonwealth reform and touched upon the programs and priorities preferred by Bangladesh in the Seminar.

 

After the seminar, she attended a special session on Ocean Governance and Blue Economy which was held in the Ministry of Foreign Affairs in the afternoon where Foreign Secretary Md. Shahidul Haque, Secretary of Maritime Affairs Unit Rear Admiral Md. Khurshed Alam (Retd.) and senior officials from concerned ministries of the Government were present and discussed cooperation in developing Blue Economy of Bangladesh.

 

 Later she called on Foreign Minister A H Mahmood Ali. They discussed Commonwealth issues and matters of Bangladesh-Commonwealth bilateral interests in the meeting. Commonwealth’s cooperation and partnership in wide ranging areas also came into discussion. They agreed to enhance cooperation and stressed the use of Commonwealth advantages. The meeting was followed by an official dinner hosted by Foreign Minister Ali in honour of the Secretary General and attended by a number of Ministers, officials of the Government and Civil societies.

 

The Secretary General called on Prime Minister Sheikh Hasina at her office on 9 August 2018. Trade and investment facilitations, Blue Economy, forcibly displaced Rohingas from Rakhaine State, SME & Women Entrepreneurship, empowerment of women & youth, Commonwealth sports for development & peace, best practices sharing and Commonwealth cooperation figured in the discussion during the courtesy call. She also met Chairperson of the Parliamentary Standing Committee for Foreign Affairs and other senior Ministers on the same day. Earlier in the morning she paid a visit to Bangabandhu Memorial Museum.

 

The Secretary General is leaving on Friday evening.

 

#

 

Monzur/Mahmud/Mosharaf/Salimuzzaman/2018/1930 Hrs.

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২২২৪
 
শত মিথ্যাচারেও অম্লান বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আর শেখ হাসিনার উন্নয়ন 
                 -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট): 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মিথ্যাচার ও গুজব রটনা চক্র মুক্তিযুদ্ধের বিজয় ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে খাটো করতে পারেনি এবং শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়ন অভিযাত্রাও বন্ধ করতে পারবে না।’
 
মন্ত্রী আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
‘দেশে আজ গণতন্ত্র ও গণমাধ্যম ঘনিষ্ঠভাবে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, গুজব মিথ্যাচারের ফানুস ধ্বংস করেছে’, বলেন ইনু। তিনি আরো বলেন, ‘সত্তরের নির্বাচনের আগে মিথ্যাচার করা হয়েছিলো যে, বঙ্গবন্ধু ইসলাম বিদ্বেষী ও অত্যাচারী। কিন্তু কোনো লাভ হয়নি। কেননা এসব মিথ্যাচার কাটিয়ে দেশের জনগণ ৭০’র নির্বাচনে বঙ্গবন্ধুকে বিজয়ী করেছিল। তারই ডাকে একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল।’
 
‘বর্তমান সময়েও মিথ্যাচার চলছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘পাকিস্তানের দোসররা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে এবং গুজব রটিয়েছে। কিন্তু লাভ হয়নি। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ক্লাসে ফিরে গেছে।’
 
মুক্তিযোদ্ধা সাংবাদিকদের উদ্দেশে ইনু বলেন, ‘সাংবাদিকরা সত্য প্রকাশ করেছিলো বলে যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। আজও আপনারা যদি সত্যের পক্ষে থাকেন তাহলে পাকিস্তানের দোসরা অপপ্রচার প্রতিষ্ঠিত করতে পারবে না।’
 
‘মনে রাখবেন, শেখ হাসিনা আপনজনের ১৭ লাশ কাঁধে নিয়ে দেশের জন্য কাজ করেছে’, বলেন তথ্যমন্ত্রী। 
 
মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড সভাপতি শামসুদ্দীন আহমেদের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আয়োজক কমান্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভুঁইয়া সভায় বক্তৃতা করেন।
 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২২২৩
 
আহত সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসা, হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা
                                                                      --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
সাম্প্রতিক নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহকালে আহত সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা এবং তাদের ওপর হামলাকারীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সরকারের তৎপরতার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ সব কথা জানান। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সাথে সভায় যোগ দেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও দু’সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরীসহ নির্বাহী সদস্যবৃন্দ।
এ সময় সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষে দেশ গড়তে সভায় একমত পোষণ করেন সাংবাাদিক নেতৃবৃন্দ।
#
 
আকরাম/মাহমুদ/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২২২২
 
বাণিজ্যমন্ত্রীর সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক
কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে এফটিএ স্বাক্ষরের প্রস্তাব
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট): 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে এফটিএ স্বাক্ষর করা হলে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি পাবে। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের জনসংখ্যা প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ২০১৬ সালে বাণিজ্য হয়েছে প্রায় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার, ২০২০ সালে এ বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭০০ বিলিয়ন মার্কিন ডলার। এফটিএ স্বাক্ষর করা হলে বাণিজ্য আরো বাড়বে। বাণিজ্যমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত বিজনেস ফোরাম গঠন করে এ বাণিজ্য আরো বৃদ্ধি করা সম্ভব।
 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত কমনওয়েলথভুক্ত মহাসচিব  জঃ. ঐড়হ চধঃৎরপরধ ঝপড়ঃষধহফ ছঈ এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ কমনওয়েলথভুক্ত মহাসচিবকে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে। বাংলাদেশের অর্থনীতি বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশে^র দরিদ্র দেশের মডেল হিসেবে উল্লেখ করেছিল, আজ তারাই বলছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ যথাসমেয় সফলভাবে এমডিজি অর্জন করে জাতিসংঘে পুরষ্কৃত হয়েছে, এসডিজিও সফলভাবে অর্জন করবে। এজন্য বাংলাদেশ সরকার আন্তরিকবতার সাথে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম। বাংলাদেশের উন্নয়ন বিশ^বাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
 
কমনওয়েলথভুক্ত মহাসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের উন্নয়নে কমনওয়েলথ সন্তষ্ট। আমরা চাই বাংলাদেশ আরো উন্নতি করুক। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ^বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বিপুল সংখ্যক কর্মক্ষম যুবশক্তি রয়েছে, এ যুব শক্তিকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। এজন্য কমনওয়েলথ কাজ করে যাচ্ছে।
 
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
বকসী/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২২২১
 
চামড়ার মূল্য ঢাকায় ৪৫-৫০ এবং বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বছর কোরবানির গরুর কাঁচা চামড়ার মূল্য (লবণযুক্ত) প্রতি বর্গফুট ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা, খাসীর কাঁচা চামড়া সারা দেশে ১৮ থেকে ২০ টাকা, বকরির কাঁচা চামড়া সারা দেশে ১৩ থেকে ১৫ টাকা  নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, বাংলাদেশ হাইড এন্ড মার্চেন্ট এসোসিয়েশনসহ চামড়ার সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে কোরবানির এ চামড়ার মূল্য নির্ধারণ করা হয়। 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনা ও কোরবানির পশুর কাঁচা  চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও প্রচারণা সংক্রান্ত সভায় সভাপতিত্ব করে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে সচেতন করার জন্য গণমাধ্যমে প্রচার কাজ চালানো হবে। এ বিষয়ে চামড়া ব্যবসায়ীদেরও সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রী বলেন, চামড়ার আন্তর্জাতিক বাজার এবং চলমান বাণিজ্য পরিস্থিতি পর্যালোচনা করে এ বছর বাস্তব ভিত্তিক চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। চামড়া পাচার রোধ ও উপযুক্ত মূল্য নিশ্চিত করার জন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে দেশের প্রচার মাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে সরকার আশা করে।
  তোফায়েল আহমেদ বলেন, গত ঈদুল ফিতরসহ সারা বছর দেশের নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য স্থিতিশীল ছিল। আগামী ঈদুল আজহায়ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল থাকবে বলে সরকার আশা করছে। 
  টেরিফ কমিশনের চেয়ারম্যান(সচিব) জহির উদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা, এনবিআর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, বাংলাদেশ হাইড এন্ড মার্চেন্ট এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২২২০
 
রাষ্ট্রীয় কাজ গতিশীল করতে সরকার আন্তরিক
                                  --- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জনস্বার্থে রাষ্ট্রীয় কাজকে গতিশীল ও আধুনিকায়নের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। 
ভূমিমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ের ৪ নং ভবনের সামনে বাংলাদেশের ৬০ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডকে ডাবল কেবিন পিকআপ  ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন। জনস্বার্থে ভূমিহীনদের গুচ্ছগ্রাম প্রদান, ভূমির সার্বিক কাজে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এসি ল্যান্ডদের দুর্গম এলাকায় যেতে হয়। এর আগে ভূমি সার্কেল অফিসের টিওএন্ডই-তে অন্তর্ভুক্ত মোটর বাইক ছাড়া কোনো গাড়ি ছিল না। সরকার এসি ল্যান্ডদের কাজের গুরুত্ব উপলব্ধি করে তাদের জন্য ডাবল কেবিন পিকআপ ভ্যানের ব্যবস্থা করেছেন। আজ সচিবালয় চত্বরে ১০ জন এসি ল্যান্ডকে পিকআপ ভ্যানের চাবি বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৫০টি পিকআপ ভ্যানের চাবি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে দেওয়া হবে। 
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব আবদুল জলিল, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
 
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২২১৯
 
প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর
                                    --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে চলতি বছরের মধ্যে দুর্গম ৭শত ৭২টি ইউনিয়ন বাদে দেশের  সবকটি ইউনিয়ন অপটিক্যাল ফাইভার নেটওয়ার্ক সংযোগের আওতায় আসবে। এছাড়া দুর্গম এলাকায় মাইক্রোওয়েভ অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দ্রুততার সাথে ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
মন্ত্রী আজ ঢাকায় এক হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ ও আইএসপিএবি আয়োজিত  ‘ইন্টারনেট অপারেশন টেকনোলজি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ মহাকাশে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদা অর্জন করেছে। দেশে ফোর-জি মোবাইল প্রযুক্তি চালু করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দুনিয়ার গুটিকয়েক দেশের মধ্যে একটি দেশ যারা ফাইভ-জি পরীক্ষা করেছি’। 
মোস্তাফা জব্বার জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, চলমান ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য। দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ইন্টারনেটের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির রূপান্তরের যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রথম সরকার প্রধান যিনি ২০০৮ সালে জাতিকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। গত ৯ বছরে এ লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশে ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৫৬৫ জিবিপিএস এ উন্নীত  হয়েছে। টেলিডেনসিটি ও ইন্টারনেট ডেনসিটি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আইসিটি‘র অভাবনীয় অগ্রগতি দেশের মানুষের  জীবনযাত্রা বদলে দিয়েছে। 
 অনুষ্ঠানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেশন গ্রুপ চেয়ারম্যান কাজী কবির, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  গৌরব রাজ উপধায়, আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম এবং বিডি এনওজি এফএম’র রাশেদ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
#
শেফায়েত/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২২১৮                      
 
‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ ট্রাস্ট্রি বোর্ডের সভা অনুষ্ঠিত 
ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :   
কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ প্রদান করা হয়ে থাকে। বরাবরের মতো  ১৪২৪ বঙ্গাব্দের জন্যও ৩২ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ ট্রাস্ট্রি বোর্ডের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।
  উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে অনুপ্রেরণা জোগাতে এ পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু কৃষি উন্নয়নের যে জয়যাত্রা শুরু করেছিলেন বর্তমান সরকার তা অনুসরণ করে সে অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। বর্তমান কৃষিবান্ধব সরকার খাদ্য উৎপাদনের জন্য আধুনিক, উন্নত ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকে শক্তিশালী করেছে ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অজর্নের পাশাপাশি বাংলাদেশ এখন চালও রপ্তানি করছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।
 
#
গিয়াস/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৪০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ২২১৭

ডিজিটাল সরকারে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় পলক

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট) :

বৈশ্বিক নীতি নির্ধারণী সংস্থা ‘অ্যাপলিটিক্যাল (Apolitical)’ ৮ আগস্ট  ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নাম রয়েছে। ‘World’s 100 Most Influencial People in Digital Government’ শীর্ষক প্রতিবেদনে অ্যাপলিটিক্যাল জানিয়েছে, এসব ব্যক্তি স্ব-স্ব অধিক্ষেত্রে ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা ডিজিটাল প্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন।

অ্যাপলিটিক্যালের সহযোগি ও পৃষ্ঠপোষকদের অন্যতম ব্রিটিশ কেবিনেট অফিস, ইউরোপিয়ান কমিশন, কানাডা সরকার এবং ‌ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির কাজের পরিধি বিশ্বের ১২০টির বেশি দেশে বিস্তৃত। এটি একটি নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা যারা নীতি নির্ধারণের পাশাপাশি জন সেবায় নিয়োজিত নেতৃবৃন্দের বিশ্বব্যাপি পারস্পারিক নেটওয়ার্ক স্থাপনের কাজে নিয়োজিত। প্রথমবারের মতো প্রকাশিত শীর্ষ ১০০ জনের এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে ডিজিটাল গভার্নমেন্ট বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে মনোনয়ন নেওয়া হয় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-দি এলান টিউরিং ইনস্টিটিউট, ওইসিডি, জাতিসংঘ, ফিউচার সিটিস ক্যাটাপুল্ট, ইউএসএইড এবং ওপেন গভার্নমেন্ট পার্টনারশিপ। পূর্ণ তালিকাটি https://apolitical.co/list/digital-government-world100/ এই পেজে দেখা যাবে।

অ্যাপলিটিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন স্কট বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে যেসব ব্যক্তি ডিজিটাল গভার্নেন্স প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন, আমরা তাদের খুঁজে বের করেছি এটা অত্যন্ত আনন্দের। তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা স্ব স্ব ক্ষেত্রে অবিশ্বাস্য চ্যাম্পিয়ন। তারা একইসঙ্গে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে কাজ করছেন আবার এই প্রযুক্তির ঝুঁকি কমানোর ক্ষেত্রেও কাজ করছেন’।

এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ‘ইয়াং গ্লোবাল লিডার-২০১৬’ নির্বাচিত করেছে।

#

শহিদুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১০১৪ ঘণ্টা  

Todays handout (11).docx