Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুন ২০১৯

তথ্যবিবরণী - 19/06/2019

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২২৮৪
 
হজযাত্রীদেরকে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে হবে
                                         -- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ বলেছেন, আল্লাহর মেহমান হজযাত্রীদেরকে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে হবে। হাজিদের সেবায় যে কেনো ধরনের অবহেলাকে অপরাধ হিসেবে গণ্য করে দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় আশকোনা হাজি ক্যাম্পে হজ চিকিৎসক দল- ২০১৯ এর প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, হজ চিকিৎসক দল গঠনের ক্ষেত্রে সৌদি আরবের স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় দিকসমূহ বিবেচনা করে বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের মনোনয়ন দেয়া হয়েছে। একই সাথে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ নার্স, ফার্মাসিস্ট এবং টেকনোলোজিস্ট মনোনয়ন দেয়া হয়েছে। পূর্বের বছরসমূহের তুলনায় এ বছর হজযাত্রীদের চিকিৎসা সেবাকে আরো সহজ, উন্নত এবং প্রযুক্তিনির্ভর করা হয়েছে। তিনি বলেন, হজ চলাকালীন হজ চিকিৎসক দলের সদস্যদের সেবা প্রদান কার্যক্রম তদারকি করা হবে এবং তা মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বছর ইতোমধ্যে  অধিকাংশ হজ এজেন্সি তদের টিকেট সংগ্রহ করেছে। অবশিষ্ট এজেন্সিসমূহ আগামী কয়েক দিনের মধ্যে সংগ্রহ করবে। এ বছর টিকেট নিয়ে কোনো সমস্যা হবে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন হওয়া সাপেক্ষে আগামী দু’একদিনের মধ্যে হজ ভিসার আবেদন করা হবে।
ধর্ম সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) মুজিবুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ। 
উল্লেখ্য, এ বছর হজ মৌসুমে সৌদি আরবে  অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীর মেডিকেল কোর, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশনের মোট ২৩০ সদস্যকে অন্তর্ভুক্ত করে ‘হজ চিকিৎসক দল’ গঠন করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক ১০৫ জন, নার্স ৭৫ জন, ফার্মাসিস্ট ৪০ জন, ওটি অ্যাসিসটেন্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান ১০ জন।
#
আনোয়ার/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর : ২২৮৩
 
শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টফবসু প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনবল সৃষ্টি করা এবং অনলাইন শিক্ষা বিস্তারে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়।
উপমন্ত্রীর সঙ্গে বিশ্বের অন্যতম অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টফবসু এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল আজ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে টফবসু এর আঞ্চলিক পরিচালক প্রলান্ত শুকলা (চৎধংযধহঃ ঝযঁশষধ) এবং পরিচালক রক্ষিত তেওয়ারী (জধশংযরঃ ঞবধিৎর) উপমন্ত্রীকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে অনলাইন শিক্ষা বিস্তারে সহযোগিতার প্রস্তাব দেন। 
উপমন্ত্রী টফবসু-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কার্যক্রম চালানোর আহ্ববান জানান। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়। শিক্ষা উপমন্ত্রী টফবসু কর্তৃপক্ষকে বাংলাদেশের চাহিদা বিবেচনায় নিয়ে স্থানীয় শিক্ষার্থীদের উপযোগী শিক্ষামূলক কন্টেন্ট সরবরাহের পরামর্শ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তাঁর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে দেশে যে আধুনিক ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি প্রচলিত শিক্ষাকে সবার কাছে সহজে পৌঁছে দিতে অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি করতে কাজ করবে। সেক্ষেত্রে টফবসু ইতিবাচক সহযোগী হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন উপমন্ত্রী।
প্রশান্ত শুকলা বলেন, তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অনলাইন কার্যক্রম পরিচালিত হলে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করে স্বল্প খরচে বিভিন্ন বিষয়ে শিখতে পারবে।
উপমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর আলোচনায় অংশ নেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় দেশে প্রথম ব্যাপকভিত্তিক অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে, যেখানে কম ব্যান্ডউইথ ব্যবহার করে শিক্ষণ সম্ভব হবে। এক্ষেত্রে টফবসু এর সঙ্গে অংশীদারিত্ব কোর্সের বৈচিত্র্য ও সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে সহায়ক হবে।
#
 
জাহিদ/মাহমুদ/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১২৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২২৮২
 
প্রাণিসম্পদের জেনেটিক পরিচয় চিহ্নিতকরণ এবং ডেটাবেজ সংরক্ষণের আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
 
আজ ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (ইঅজঈ) মিলনায়তনে ‘অহরসধষ ওফবহঃরভরপধঃরড়হ ধহফ জবপড়ৎফরহম: অ ডধু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ খরাবংঃড়পশ রহ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু পশুসম্পদ খাতের সঠিক উন্নয়নের স্বার্থে দেশের গবাদি পশুর জেনেটিক পরিচয় চিহ্নিতকরণ এবং ডেটাবেজ সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এ ব্যাপারে বিদেশের উদাহরণ টেনে বলেন, পশুস্বাস্থ্য এবং নিরাপদ গবাদি পশুর মাংস ও দুধের প্রয়োজনে তারা পশুদের নির্ভুল জেনেটিক তথ্য সংরক্ষণ করে এ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আমাদেরও সে পথে যাওয়া ছাড়া গত্যন্তর নেই।
 
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক ড. বজলুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক একেএম ফজলুল হক ভূঁইয়া ও মহাখালীস্থ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আইনুল হক। 
 
বক্তারা দেশের ক্রমবর্ধমান পশুসম্পদের লাগসই প্রযুক্তি আবিষ্কারের পাশাপাশি দেশের সরকারি-বেসরকারিখাতের খামারিদের নিয়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। তারাও গবাদি পশুর জেনেটিক পরিচয় চিহ্নিতকরণসহ তাদের আধুনিক ডেটাবেজ সংরক্ষণে বিদেশিদের অভিজ্ঞতা কাজে লাগাতে আহ্বান জানান। এ কাজের সফলতার জন্য তারা দক্ষ জনবল সৃষ্টির বিকল্প নেই বলেও মন্তব্য করেন। 
   
  সেমিনারে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম ম-ল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ড. বেলাল হোসেন বক্তৃতা করেন।  
 
#
 
শাহ আলম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর : ২২৮১
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স¦াক্ষরিত
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংযুক্ত দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধি পায়। তাই জনপ্রশাসনকে আরো গতিশীল ও জবাবদিহিমূলক করতে এই চুক্তির ভূমিকা অপরিহার্য। তিনি আরো বলেন, দেশের নাগরিকরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সেবা সম্পর্কে অবগত থাকে। ফলে, প্রজাতন্ত্রের কর্মচারীদেরও দ্বায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তাই সকল পর্যায়ে সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
এ সময় প্রতিমন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনসেবা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
#
শিবলী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                          নম্বর : ২২৮০
 
মনিটরিংয়ে কঠোর হওয়ার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত রাজস্ব খাতভুক্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী জানান, সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। গত ২৪ ও ৩১ মে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৮-এর প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার ধাপে অনুষ্ঠিতব্য রাজস্ব খাতভুক্ত এই নিয়োগে অংশগ্রহণ করছে প্রায় ২৪ লাখ চাকুরি প্রত্যাশী। এই দুই ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সকল কর্মকর্তা-কর্মচারী  পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব¡ পালন করবেন, তাদের সকলকে গুরুত্ব দিয়ে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সহযোগিতা নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে জেলাভিত্তিক মনিটরিং দল প্রেরণ করার পাশাপাশি এবার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় শহরের পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।
 
#
 
মেহেদী/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                         নম্বর :  ২২৭৯
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠক
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :
বাংলাদেশের হাই-টেক পার্কে বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে ভারত-বাংলাদেশ  যৌথভাবে কাজ করবে। আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে বৈঠককালে এ কথা বলেন। 
বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বজিৎ দে, আইটি বিষয়ক দ্বিতীয় সচিব নবীন সর, ভিসা বিষয়ক দ্বিতীয় সচিব বিশাল জ্যোতি দাশ ও ভয়েন্টস সল্যুউশনস প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সওটি আগারওয়াল। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে মানব সম্পদ উন্নয়ন, আইটি শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জেলা পর্যায়ে আইটি/ হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্প, তথ্যপ্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, স্টার্ট-আপ তৈরির সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরিত করা, তারুণ্যের শক্তিকে কাজে লাগানো ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার  লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিভিন্ন কর্মসূচি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন ২৮টি হাই-টেক পার্ক, ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প, ডেটা সেন্টার, স্টার্ট-আপ প্রকল্পসহ আইসিটি সেক্টরের চলমান কার্যক্রম হাইকমিশনারকে অবহিত করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে ভারত সরকারের সহযোগিতার কামনা করেন। 
হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী অল্প সময়ে বাংলাদেশের আইসিটি খাতসহ সকল খাতের অগ্রগতি দৃশ্যমান। আগামী দিনগুলোতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে প্রতিবেশী দুই দেশের মধ্যে আইসিটি খাতের উন্নয়নে সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভারত সরকার বাংলাদেশের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
শহিদুল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর : ২২৭৮ 
 
আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন
                                       --- বিএনপি’কে তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) : 
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্মুদ বিএনপি’র উদ্দেশে বলেছেন, ‘আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন।’
আজ রাজধানীর বসুন্ধরায় নর্থসাউথ ইউনিভার্সিটি চত্বরে বিশ্ববিদ্যালয়টি সাম্প্রতিক এক বেসরকারি জরিপে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। 
‘বিএনপি’কে আমি বলবো, আন্দোলনের পথ ছেড়ে খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘ইতোমধ্যে এ পথে কিছু সফলতাও এসেছে, কয়েকটি মামলায় বেগম জিয়া জামিনও পেয়েছেন। অতএব, আন্দোলন নয়, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে থাকুন।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি ও দরিদ্র শিক্ষার্থীর প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমার বিদেশে শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা থেকে বলবো, যোগাযোগের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকলেও এ দেশের সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত। এবং সকল বিশ্ববিদ্যালয়েই মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে, তবে তা আরো বাড়ানোর জন্য আমার অনুরোধ রইলো।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে তাদের অর্জনকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্বপ্ন ও প্রচেষ্টার সমন্বয়ে মানুষ যে অপরিমেয় শক্তি অর্জন করে, তা ইলেক্ট্রো-ম্যাগনেটিক শক্তির মতই বিপুল। এর মাধ্যমেই আসে সাফল্য।’
নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিক ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি ইউ আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তথ্যমন্ত্রী এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মনোজ্ঞ শৈলী প্রদর্শন উপভোগ করেন।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                   নম্বর: ২২৭৭
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক এবং জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বদরুন নেছা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন নিজ দপ্তর ও সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিব বলেন, বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নের দায়িত্ব সকলের। নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার জন্য  তিনি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী, শেখ রফিকুল ইসলাম ও মোঃ আইনুল কবীরসহ মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
আলমগীর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৫৯ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                         নম্বর: ২২৭৬
 
নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর ব্যবহারে আজারবাইজানের প্রস্তাব
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
নয়াদিল্লীস্থ বাংলাদেশে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভ (উৎ. অংযৎধভ ঝযরশযধষরুবা) আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর সাথে তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাৎ করেন। 
সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি) ব্যবহারের প্রস্তাব দেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে রাষ্ট্রদূতকে জানান।
আইএনএসটিসি ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার সঙ্গে মধ্য এশিয়ার মধ্যবর্তী মালবাহী জাহাজের জন্য একটি জাহাজ, রেল ও সড়ক রুটের মাল্টি-মোড নেটওয়ার্ক যুক্ত।  এ রুটের দৈর্ঘ্য ৭ হাজার ২০০ কিলোমিটার। ইউরোপের অনেক দেশ এ জাহাজ, রেল ও সড়ক দিয়ে ভারত, ইরান, আজারবাইজান ও রাশিয়া থেকে মালবাহী জাহাজ পরিচালনা করে। এ করিডোরের উদ্দেশ্য মুম্বাই, মস্কো, তেহরান, বাকু, বন্দর আব্বাস, আস্ট্রকান, বন্দর আনজালী প্রভৃতি প্রধান শহরগুলোর মধ্যে বাণিজ্যসংযোগ বৃদ্ধি করা।
#
জাহাঙ্গীর/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৫০৬ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                        নম্বর: ২২৭৫
 
বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এর সঙ্গে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, কুয়েত-ইরাক যুদ্ধের আগে ইরাক বিজেএমসি’র পাটপণ্যের একটি নিয়মিত বাজার ছিল। ১৯৯৭ সালে গ্রেইন বোর্ড অভ ইরাকের সঙ্গে ৩৮ হাজার বেল পাটপণ্য বিক্রয়ের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরাক-ইরান যুদ্ধের ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ৫ দশমিক ৭২ মিলিয়ন ডলারের পণ্যমূল্য অনাদায়ী রয়ে যায়। এ বিষয়ে কাজ করতে তিনি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয় ঐতিহাসিকও বটে । ইরাক বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, বিজেএমসি’র পরিচালক মোঃ দেলোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 #
সৈকত/অনসূয়া/নাছির/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫১১ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                               নম্বর: ২২৭৪
 
সংশোধিত বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়বে
                                     - সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি বিষযক মন্ত্রণালয়ের এবারের বাজেট বরাদ্দ নিয়ে সংস্কৃতিকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ ও হতাশা রয়েছে। তবে সংশোধিত বাজেটে এ বরাদ্দ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য এ মন্ত্রণালয় বিশেষ বরাদ্দ পাবে বলে তিনি জানান। তিনি বলেন, আগামী অর্থবছরেও মন্ত্রণালয়ের বাজেট অনেক বেশি বাড়বে যা সংস্কৃতিকর্মীদের প্রত্যাশা পূরণ করবে।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রণালয় ও দপ্তর সমূহের কাজে গতি বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা ও প্রথম হওয়ার লক্ষ্য নির্ধারণপূর্বক কাজ করলে কাজের মান ও গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ও যতœবান হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা অপেরা হাউস নির্মাণ প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রতি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র ও কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ৪০০ আসনবিশিষ্ট মিলনায়তন, ২৫০ আসনবিশিষ্ট সিনেপ্লেক্স, মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া নির্মিত হবে এবং এর নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তিনি আরো বলেন, নতুন নকশা অনুযায়ী মনোমুগ্ধকর স্থাপত্যের গণগন্থাগার অধিদপ্তর ও জাতীয় জাদুঘর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে নেয়া হয়েছে। 
 
#
ফয়সল/অনসূয়া/রবি/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৪৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                        নম্বর: ২২৭৩
 
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশ থেকে ফল ও সবজি আমদানি করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আহ্বান জানিয়েছেন। 
সংযুক্ত আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মিহিরের সম্মানে ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে ১৮ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আহ্বান জানান প্রতিমন্ত্রী মরিয়ম মিহিরি। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বিনিযোগকারীদের সাথে এ বিষয়ে আলোচনার আয়োজন করা হবে বলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে কৃষি, পশুপালন, মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণসহ খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য উৎপাদন খাতে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। প্রতিমন্ত্রীদ্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ফেব্রুয়ারি মাসের সংযুক্ত আরব আমিরাত সফরকে একটি সফল সফর হিসেবে উল্লেখ করেন এবং স্বাক্ষরিত বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক সমঝোতা চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহবুবুজ্জামান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মুহাম্মদ সাঈদ হামিদ আল মেহেরি উপস্থিত ছিলেন। 
 
#
তৌহিদুল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৪১০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২২৭২
বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য 'অরৎ চড়ষষঁঃরড়হ' অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে। 
আমাদের দৈনন্দিন জীবনে প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব অপরিসীম। মানুষের অপরিনামদর্শী কর্মকা-ের কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশে^র উন্নয়নশীল অনেক দেশের মত বাংলাদেশেও বায়ুদূষণজনিত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সনাতন পদ্ধতিতে ইট পোড়ানো, যানবাহনের ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণ কাজ এবং দূষণরোধে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বায়ু দূষিত হচ্ছে। বায়ুদূষণের ফলে অনেকেই শ^াসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন এবং মৃত্যুবরণ করছেন। জাতিসংঘের  তথ্যমতে বায়ুদূষণের ফলে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে; এর মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। বায়ুদূষণজনিত রোগ প্রতিকারে প্রতি বছর স্বাস্থ্যসেবা খাতে বিশ^ অর্থনীতির প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। বায়ুদূষণ সঙ্কট মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধিসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক। 
আমাদের সরকার বায়ুদূষণের মাত্রা সার্বক্ষণিক পরিবীক্ষণের জন্য ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, নরসিংদী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা শহরে মোট ১৬টি সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়াও দেশের বড়শহরগুলোতে আরো ১৫টি স্থানান্তরযোগ্য বায়ুমান পরিবীক্ষণযন্ত্র স্থাপন করা হয়েছে। ক্লিন এয়ার অ্যাক্টের খসড়া প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। যানবাহনের দূষণ হ্রাসে ডিজেলে সালফারের মাত্রা কমিয়ে আনা হয়েছে। ঢাকা শহরে যানবাহনের চাপ ও দূষণ কমানোর লক্ষ্যে মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিট চালু হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন রুটে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। গৃহের অভ্যন্তরে বায়ুদূষণরোধে প্রায় ৩০ লাখ উন্নত চুলা বিতরণ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগবিহীন প্রত্যন্ত গ্রামগুলোতে প্রায় ৫৫ লাখ সোলার হোম সিস্টেম চালু করা হয়েছে। 
আমাদের সরকার প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সামাজিক উন্নয়নে আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছি। নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে যাতে প্রতিবেশ ও পরিবেশসম্মত বিধিব্যবস্থা প্রতিপালিত হয় সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। 
আমি আশা করি, বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মধ্য দিয়ে পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।
আমি ‘বিশ্ব পরিবেশ দিবস ২০১৯’ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
         বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১২.২০ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                নম্বর: ২২৭১
বিশ্ব পরিবেশ দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): 
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ২০ জুন বিশ্ব পর
Todays handout (8).docx Todays handout (8).docx