Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ১৯ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫১১

দেশে বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না
                        ---পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দুই থেকে তিন বছরের মধ্যে দেশে বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না। ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২শত ৬০ মেগাওয়াট, বর্তমানে দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তিনি বলেন প্রবৃ্িদ্ধর প্রথম কথাটি হচ্ছে ‘গুড গভর্নেন্স’। এ কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধি অভাবনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরও জিডিপি আরও বৃদ্ধি পাবে।

    মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে এসব কথা বলেন ।

    ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ।

    বৈঠককালে প্রতিনিধিদল বিদ্যুত নিরাপত্তা, এক্সসেস টু ফিনেন্স এবং অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

    পরিকল্পনা মন্ত্রী শিল্পায়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শিল্প বিকাশে সরকার ১০০টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে। এই সকল অর্থনৈতিক অঞ্চলের পাশে ক্ষুদ্র শিল্প বিকাশের জন্য বিসিক প্রতিষ্ঠা করা হবে ।

    এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ জিয়াউল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন ।
#
শেফায়েত/সেলিম/আলী/আব্বাস/২০১৭/ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৫০৯
ইলেক্ট্রনিক গণমাধ্যমসহ ৯ম ওয়েজবোর্ড গঠনে কাজ করছে সরকার
                         ---তথ্যমন্ত্রী
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মীদেরকে অন্তর্ভুক্ত করে ৯ম ওয়েজবোর্ড প্রণয়নে সরকার কাজ করছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার যে কয়টি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, গণমাধ্যমের বিকাশ ও গণমাধ্যমকর্মীদের কল্যাণ তার অন্যতম। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন, সাংবাদিক কল্যাণ নীতিমালা, সম্প্রচার নীতিমালা, অষ্টম ওয়েজবোর্ড গঠনসহ গণমাধ্যমের নজিরবিহীন বিকাশে সহায়ক নীতি নিয়েছে সরকার।’
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা যেন এ আইনের আওতায় অকারণে হয়রানি না হন সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রেখে চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে যে কাঁচের ঘর তৈরি হচ্ছে, সেখানে ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বজায় রাখতে সাইবার অপরাধ দমন প্রযুক্তি ও আইন প্রয়োজন।’
    ‘সম্প্রচার আইন এবং সাইবার অপরাধ দমন আইন দেশে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে’, বলেন হাসানুল হক ইনু।  
    বিএনপি’র নির্বাচন বর্জন সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন বর্জনের হুমকি গণতন্ত্রকে জিম্মি করা ও দেশের মানুষকে ‘ব্ল্যাকমেইল’ করা। বিএনপিকে বুঝতে হবে নির্বাচনে অংশ নেয়া অপরাধের বিচার থেকে রেহাই পাবার হাতিয়ার নয়।’  
    ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি তথ্যমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
#
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৫১০
অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন উন্নয়নের পথে দেশ
                ---তথ্যমন্ত্রী
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক স্বৈরশাসনের অন্ধকার ছিঁড়ে অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। আর এ পথ শহিদদের দেখানো।
    আজ  রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘ভাষা আন্দোলনে কমরেড তোয়াহার অবদান ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়া সভায় সভাপতিত্ব করেন।
    ভাষা আন্দোলনে কমরেড তোয়াহার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, বায়ান্ন ও একাত্তরের বীর শহিদেরা একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শান্তি আর উন্নয়নের দেশের স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতাকে হত্যা করে যে সাম্প্রদায়িক-জঙ্গি চক্রের উত্থান, তা নির্মূল করার মাধ্যমেই শহিদদের প্রতি যোগ্য সম্মান দেখানো সম্ভব।
    কমরেড লুৎফর রহমান, কমরেড বাবুলসহ সাম্যবাদী দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কমরেড তোয়াহার প্রতি শ্রদ্ধা জানান।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :৫০৮

বঙ্গবন্ধুর জীবন আদর্শই বাংলাদেশ
           --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
                                                                                                          
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবন আদর্শই বাংলাদেশ। এই আদর্শ যথাযথভাবে অনুকরণ, অনুসরণ করলে উন্নত বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র। বঙ্গবন্ধুর এ আদর্শ মহত্তের সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। তবেই তারা হয়ে উঠবে সৃজনশীল, মানবিক ও অসাম্প্রদায়িক।  
    প্রতিমন্ত্রী আজ বাংলা একাডেমিতে ঈজও (সেন্ট্রাল ফর রিসার্চ এন্ড ইনফরমেশন)-এর উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে মুজিব ৩ গ্রাফিক নভেল-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    তিনি বলেন, বঙ্গবন্ধুকে শিশুদের কাছে উপস্থাপন করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। মুজিব এমন এক জীবন্ত আখ্যান যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়, বাতলে দেয় সমস্ত বিপদকে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ।
    এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজি মোঃ ফকরুদ্দিন এবং সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির শামস।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৫৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫০৭

নির্ধারিত সময়ের আগেই এসডিজি বাস্তবায়িত হবে
                                   ---পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি  লক্ষ্যের মধ্যে ১৬টি লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সক্ষম হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ক লক্ষ্যমাত্রাটি একটি বৈশি^ক সংকট। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্মিলিতভাবে মোকাবিলা করার বিকল্প নেই। তিনি বলেন, কাউকে পশ্চাতে রেখে নয়, সকলকে অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নিতে হবে। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

    মন্ত্রী আজ ঢাকায় পিকেএসএফ মিলনায়তনে পিকেএসএফ  আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন সুসংহত করতে ‘পিপলস ভয়েস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

    পিকেএসএফ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ এবং পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম বক্তব্য রাখেন ।

    পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য শুধু দারিদ্র্যবিমোচন নয় বরং বিশে^ বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, লক্ষ্যমাত্রা যদি ঠিক না থাকে তবে কাজের গতিশীলতা আসবে না। আমাদের এগিয়ে যাওয়ার প্রাণশক্তি হচ্ছে শিক্ষা। আমাদের সময় এসেছে শিক্ষার গুণগতমান আরো উন্নত করার। ২০৩০ সালে  আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি। তিনি তাঁতী, কামার, কুমার, জেলে এবং বেদেসহ পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন।
#
শেফায়েত/সেলিম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫০৬

সিআইপি (শিল্প) কার্ড পেলেন ৫৬ শিল্প উদ্যোক্তা

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

বেসরকারিখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫৬ জনের মাঝে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প)-২০১৫ কার্ড’ বিতরণ করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে নির্বাচিত ৪৯ জন এবং পদাধিকার বলে ৭ জন শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠান সিআইপি (শিল্প) পরিচয়পত্র পেয়েছেন। এদের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২৫ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১৫ জন, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৫ জন, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ০২ জন, কুটির শিল্প ক্যাটাগরিতে ২ জন রয়েছেন।
এ উপলক্ষে রাজধানীর হোটেল পূর্বাণীতে সিআইপি (শিল্প) কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, সিআইপি (শিল্প) কার্ডপ্রাপ্ত উদ্যোক্তা রূপালী হক চৌধুরী এবং মোঃ আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সিআইপি (শিল্প) পরিচয়পত্রধারীদের অনুকূলে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা আজ থেকে আগামী এক বছরের জন্য বহাল থাকবে। এটি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তাঁদের ব্যবসা সংক্রান্ত ভ্রমনের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। ব্যবসার কাজে বিদেশ ভ্রমনের ক্ষেত্রে ভিসা প্রাপ্তির জন্য তাঁদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দূতাবাসে ‘লেটার অভ্ ইনট্রুডাকশন’ দেয়া হবে। তাঁদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য হাসপাতালের কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে। কার্ডধারীরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধাও পাবেন।
অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ ও শিল্পায়ন কার্যক্রম জোরদারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। টেকসই বেসরকারিখাতের বিকাশে জাতীয় শিল্পনীতি-২০১৬ প্রণয়নের পাশাপাশি শল্পি প্লট বরাদ্দ নীতিমালা-২০১০, লবণনীতি-২০১১, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নির্দেশনাবলি-২০১৩ প্রণয়ন করা হয়েছে। এর আলোকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ১শ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
#
জলিল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :৫০৪

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি ০০.১ ঘণ্টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানটির চলতি ধারাবিবরণী বাংলাদেশ বেতার বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জে, ঢাকা-খ, ৮১৯ কিলোহার্জে ক্ষুদ্রতরঙ্গ ৪৭৫০ কিলোহার্জে, এফ এম ১০৬.০ মেগাহার্জে এবং ওয়েবসাইট িি.িনবঃবৎ.মড়া.নফ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।
#

তথ্যবিবরণী                                                                                      নম্বর :৫০৫

একুশে পদক ২০১৭ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    একুশে পদক ২০১৭ প্রদান অনুষ্ঠানটি আগামী ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলাদেশ বেতার ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জে ও এফএম ১০৩.২  মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট িি.িনবঃবৎ.মড়া.নফ এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

#
হক/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫০৩

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ হাছান মাহমুদ,  গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ ও মোহাঃ মামুনুর রশিদ  বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণের উদ্দেশ্যে দেশের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন প্রদানের লক্ষ্যে কাউন্সিল প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান প্রণয়নের উদ্দেশ্যে আনীত বিল সম্পর্কে আলোচনা হয়।

    বিলটির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন ধারা উপধারায় প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে সংসদে পাস করার সুপারিশ করা হয়।

#

মিজানুর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫০২

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা
সকলে মিলে সমাধান করতে হবে
                                            ---স্পিকার

ইন্দোর (ভারত), ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও  সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তন একক রাষ্ট্রীয় সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।  এ সমস্যার বহুমাত্রিক রূপ রয়েছে। বিশ্বের সকল রাষ্ট্র মিলে এ সমস্যার সমাধান করতে হবে।
 
তিনি আজ  ভারতের ইন্দোরে  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ( আইপিইউ) ও ভারতের লোকসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার স্পিকারগণের ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন’  শীর্ষক সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্লেনারি সেশনে বক্তৃতাকালে একথা বলেন ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কথা বিবেচনায় রেখে টেকসই  উন্নয়ন লক্ষ্য অর্জনের  পরিকল্পনা  প্রণয়ন করতে হবে।

জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট বিপর্যয়ের হুমকির সম্মুখীন সমস্যা মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির হুমকির মধ্যে থাকা অন্যতম দেশ। জলবায়ুর সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে শেখ হাসিনা সরকার “জলবায়ু তহবিল” গঠন করেছে ,যা জলবায়ুর প্রভাবজনিত সমস্যা মোকাবিলায় মাইলফলক।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, জীবন ও জীবিকার জন্য নিরাপদ সুপেয় পানির সংকট বেড়ে চলেছে। এ সমস্যার কারণে স্থানীয় ও আন্তর্জাতিক পরিম-লে বিপুল সংখ্যক মানুষ গৃহহীন ও বাসস্থান পরিবর্তনে বাধ্য হচ্ছে।

স্পিকার বলেন,  জলবায়ু পরিবর্তনের কারণ  হিসেবে চিহ্নিত দূষণকারী কার্বন ও সিএফসি নির্গমনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অবদান খুব নগন্য হলেও এদেশগুলো  জলবায়ু পরিবর্তনজনিত  সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সকল কনভেনশন ও প্রটোকল যথাযথভাবে প্রতিপালনের জন্য উন্নত দেশগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
#
হুদা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর :৫০১

পাঁচটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ দশম জাতীয় সংসদের চতুর্দশ (২০১৭ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৫টি বিলে ক্যাডেট কলেজ বিল, ২০১৭; বাংলাদেশ জীববৈচিত্র্য বিল, ২০১৭; বেসামরিক বিমান  চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৭; বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০১৭ এবং পাট  বিল, ২০১৭ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 
#
হুদা/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৫০ ঘণ্টা
            
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫০০

নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে
                         ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের ওপর। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। জাতীয় শিক্ষা নীতি-২০১০ এর আলোকে নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতায় গড়ে তুলতে হবে।

    মন্ত্রী আজ ঢাকায় ইডেন মহিলা কলেজ খেলার মাঠে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এবং কৃতীছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রয়োজন। এজন্য একটি সুদূরপ্রসারী লক্ষ্য অর্জন করতে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দেশে শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে। প্রাথমিক শিক্ষায় ৫১ ভাগ মেয়ে এবং মাধ্যমিক পর্যায়ে ৫৩ ভাগ মেয়ে পড়াশোনা করছে। তিনি বলেন, ভষ্যিতে জাতিকে নেতৃত্ব দিতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানুষ তৈরি করতে হবে।

    শিক্ষামন্ত্রী এসময় আরো বলেন, ইডেন কলেজে ২৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কলেজে একটি নতুন অডিটোরিয়াম এবং একটি ১০ তলা ভবন নির্মাণ করা হবে। এছাড়া আরো দুটি ভবনের সম্প্রসারণ কাজ সম্পন্ন করা হবে।

    ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, উপাধ্যক্ষ ড. শামসুন নাহার এবং কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আকতার বক্তৃতা করেন।

    এর আগে শিক্ষামন্ত্রী কলেজ ক্যাম্পাসে একটি মাল্টিপারপাস খেলার কোর্ট উদ্বোধন করেন। এ কোর্টে ছাত্রীরা ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেনিস খেলতে পারবে।
#
আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৫১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                              নম্বর: ৪৯৮

পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
    
    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় এলাকার সুরক্ষার জন্য মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। এসময় তিনি জলবায়ু অভিঘাত হতে বাংলাদেশের উপকূলকে সুরক্ষা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
    আজ সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘জলবায়ু অভিঘাত হতে বাংলাদেশের উপকূলকে সুরক্ষা; বর্ষাকালে সামুদ্রিক জোয়ারের প্লাবণ থেকে রক্ষায় করনীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
    বৈঠকে উপকূল রক্ষায় দীর্ঘ মেয়াদে টেকসই এবং স্থায়ী বাধঁ নির্মাণ, উপকূলীয় বনায়ন কার্যক্রম জোরদার করে শেল্টার কাম হাউস নির্মাণ করার সুপারিশ করা হয়। এছাড়া এলজিইডির রাস্তাসমূহকে ভবিষ্যত বন্যা প্রতিরোধক স্তরে উন্নীত করা, নদী-খাল চ্যানেলগুলোকে দখলমুক্ত রাখা, পানি উন্নয়ন বোর্ড এর দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা ও সিস্টেমলস কমানো, চলমান কর্মকান্ডের বিষয়ে সকল তথ্য জনসাধারণের কাছে প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা এবং অভিযোগ ব্যবস্থাপনার সুযোগ নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয় সভায় ।
    পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরতদের জনমুখী মনোভাব গড়ে তোলা এবং জেলা পরিষদ ও স্থানীয় সরকারের নিকট জবাবদিহি করার ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়। উপজেলা পর্যায়ে প্রয়োজনে কাজ করার জন্য তহবিল বরাদ্দ রাখা, দ্রুত গতিতে বেড়ীবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, সুইচগেট গুলোর ডিজাইন পরিবর্তন, পোল্ডার ও মুজিব কিল্লাগুলোর সংস্কার করাসহ সুপেয় পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।  
    কোস্ট ট্রাষ্টের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য  পঞ্চানন বিশ্বাস,শেখ মো. নূরুল হক, পঙ্কজ নাথ, দিদারুল আলম, জেবুন্নেসা আফরোজ, জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড.আইনুন নিশাত, উন্নয়ন ধারা ট্রাষ্টের আমিনুর রসুল এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ।  
#
রিনা/অনসূয়া/শামীম/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                          নম্বর: ৪৯৯

বাজার তদারকি
৫১ প্রতিষ্ঠানকে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
     দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৬ ফেব্রুয়ারি বাজার তদারকী করে। এসময় ৫১ টি প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
    ক্রেতা সাধারণকে প্রতারিত করা ও প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে গ্রামীণফোন লিমিটেডকে আরোপিত ২ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ শতাংশ হিসেবে ৬২ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়। অপর ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।
    এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ঢাকা মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ, সিলেট, নীলফামারী, মৌলভীবাজার, বাগেরহাট, নড়াইল, কুড়িগ্রাম, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী, পটুয়াখালী ও বরিশালে বাজার তদারকি করে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয়।
    তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা, কৃষি অফিসার, সিভিল সার্জনের প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা করে।
#
রিনা/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৬২৭  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৯৭

বাঙালি জাতির প্রকৃত স্বার্থ ও আশা আকাক্সক্ষার প্রতীক মুক্তিযুদ্ধ
                                                        - ভূমিমন্ত্রী
ঈশ^রদী, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাঙালি জাতির প্রকৃত স্বার্থ ও আশা আকাক্সক্ষার প্রতীক মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অনুঘটক। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবর্তন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ভাগ্য।
    আজ দুপুরে ঈশ^রদী উপজেলা পরিষদ মিলনায়তনে ঈশ^রদী উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য অনলাইনে এবং নির্ধারিত সময়ের মধ্যে জামুকায় আবেদনকৃত আবেদন যাচাই বাছাই কার্যক্রমে সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সময়ের মধ্যে যে সকল ব্যক্তি মহান স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাঁরাই মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার হারও উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী বলেন, ভাতাভোগীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। যেখানে একজন ভাতাভোগী পেতেন ৯০০ টাকা এখন তিনি পাচ্ছেন ১০ হাজার টাকা। ভাতাভোগীর সংখ্যা বর্তমানে ১ লাখ থেকে ২ লাখে উন্নীত হয়েছে। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এ যাচাই বাছাই প্রক্রিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা একজনও যাতে বাদ না যায়। তিনি বলেন, সে লক্ষ্যেই নীতিমালা অনুযায়ী কাজ করা হচ্ছে।
    ঈশ^রদী উপজেলায় ৭৫৩ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন। বর্তমানে ৬৮৯ জন মুক্তিযোদ্ধার আবেদন যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    যাচাইবাছাই কার্যক্রমে অন্যান্যের মধ্যে কার্যকরি সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আ ত ম শহিদুজ্জামান নাছিম, আ খালেক, মো. রফিকুল ইসলাম, মো. রশীদুল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৯৬

বেসরকারি হাজি নিবন্ধন শুরু

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    ২০১৭ সালের জন্য বেসরকারি হাজি নিবন্ধন আজ শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান আজ সচিবালয়ে বেসরকারি হাজি নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন।
    এবছর এক লাখ ১৭ হাজার ৭৫৮ জন হজের জন্য বেসরকারিভাবে নিবন্ধিত হতে পারবেন।
১ হাজার ১১৮টি হজ এজেন্সি এলক্ষ্যে কাজ করছে। প্রতিটি এ

Todays handout (11).docx Todays handout (11).docx