Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 18/2/2018

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৫৪৯  
 
বইমেলায় ঢাকার বাইরের প্রকাশনাসংস্থার অংশগ্রহণ বাড়ানো দরকার
   --সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অমর একুশে বইমেলায় ঢাকার বাইরের প্রকাশনাসংস্থার অংশগ্রহণ বাড়ানো দরকার। বইমেলায় ঢাকা ছাড়া চট্টগ্রামের কিছু প্রকাশনাসংস্থাকে অংশগ্রহণ করতে দেখা যায়। এর বাইরে অন্যান্য জেলার কোন প্রকাশনা সংস্থাকে দেখা যায় না। সাম্প্রতিককালে রংপুরের একটি প্রকাশনা সংস্থা (আইডিয়া প্রকাশন) এতে যুক্ত হয়েছে। তৃণমূল তথা সারাদেশব্যাপী শিল্প ও সাহিত্যচর্চা প্রসারে বইমেলায় ঢাকার বাইরের প্রকাশনা সংস্থার অংশগ্রহণ জরুরি।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে আইডিয়া প্রকাশন, রংপুর আয়োজিত ‘প্রকাশনা উৎসব ও কবিতা পাঠের আসর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
উপাধ্যক্ষ রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিয়া প্রকাশনের প্রকাশক মাসুদ রানা শাকিল। অনুষ্ঠানে ৮টি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয় 
 
এছাড়া অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শাহাবুদ্দিনের পতœী শিরিন শাহাব রচিত ‘কবিতাগুচ্ছ’ গ্রন্থটিরও মোড়ক উন্মোচিত হয়।
 
 
#
ফয়সল/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২০৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৫৪৭  
 
জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, রেজাউল হক চৌধুরী, বেগম রোকসনা ইয়াসমিন ছুটি বৈঠকে অংশগ্রহণ করেন।
 
বৈঠকে যেসব ভেন্ডারের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে গ্রামীণফোন কোম্পানি শ্রমিক নিয়োগ করেছে সে সকল ভেন্ডারদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লাইসেন্স নেয়া আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
 
ভেন্ডার কিংবা কোম্পানির মৌখিক আদেশে কোনো শ্রমিক বা কর্মচারীর বদলি ও চাকরিচ্যুতি বৈধ নয় মর্মে লিখিত আদেশের মাধ্যমে উক্ত কাজটি করার সুপারিশ করা হয়।
 
যে সকল শ্রমিক ও কর্মচারীর প্রফিডেন্ট ফান্ডসহ অন্যান্য প্রাপ্য বকেয়া রয়েছে তা নিষ্পত্তির জন্য মহাপরিদর্শক (শ্রম) এর মধ্যস্থতায় গ্রামীণফোন প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, ভেন্ডার কোম্পানির সমন্বয়ে বৈঠক করে একটি প্রতিবেদন প্রস্তুত করার সুপারিশ করা হয়। এ লক্ষ্যে একটি সাবকমিটি গঠন করা হয় এবং সাবকমিটি কর্তৃক সার্বিক বিষয়ের উপর একটি চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে কমিটি বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, গ্রামীণফোন প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
#
স¦পন/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/২০০৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৫৪৫  
 
মৌচাষের মাধ্যমে ফসলের ফলন ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পায়
                ------কৃষিমন্ত্রী
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
পুষ্টি নিরাপত্তা অর্জনে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের পাশাপাশি তেল,আমিষ ও ভিটামিন জাতীয় খাদ্য উৎপাদনের প্রতি জোর দিতে হবে। ভোজ্যতেলের ওপর আমদানি নির্ভরতা কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। সরিষা, তিল, তিসির উৎপাদন বৃদ্ধিতে মৌমাছির পরাগায়ন উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখে। এসব ফসলের ক্ষেতে মৌচাষ করে ফসলের  ফলন ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করা যায়, একই সঙ্গে বাড়তি হিসাবে মধু উৎপাদিত হয়। মধু মানবদেহের জন্য মহৌষধ। মধু উৎপাদনের মাধ্যমে চাহিদা ও যোগানের পার্থক্য অনেকখানি মেটানো সম্ভব। বর্তমান কৃষি ও কৃষকবান্ধব সরকার তেল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের প্রতি পূর্বের তুলনায় অধিক গুরুত্ব  প্রদান করেছে।
 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ ঢাকার খামার বাড়ি আ কা মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটোরিয়ামে জাতীয় মৌ মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
মৌচাষের জন্য বিশেষভাবে উপযোগী বাংলাদেশ। বর্তমানে দেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন মধু উৎপন্ন হয় কিন্তু এর সম্ভাব্যতা রয়েছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন। একটা সময় ছিল মধু আহরণ ছিল শুধু সুন্দরবনকেন্দ্রিক। সময়ের ব্যবধানে এর উৎপাদন ও ব্যবহার বেড়েছে বহুগুণ। দেশের সকল শ্রেণির কৃষক সমাজকে সম্পৃক্ত করে ফসলের ফলন ও মধুর উৎপাদন বৃদ্ধিসহ গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আরো অধিকহারে মৌচাষ সম্প্রসারণ করতে হবে।
 
মতিয়া চৌধুরী আরো বলেন, দেশে মধুর উৎপাদন ও বহুমাত্রিক ব্যবহার বেড়েছে। দেশের চাহিদা মিটিয়ে মধু এখন রপ্তানি পণ্য তালিকায় নাম লিখিয়েছে। এখন পেশাদার মৌচাষি ও প্রশিক্ষণপ্রাপ্ত চাষিরা বিভিন্ন অঞ্চলে ফসলের জমিতে বা বাগানে মৌবাক্স বসিয়ে মধু আহরণ করেন। আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মৌচাষ করে শত শত মেট্রিক টন মধু উৎপাদন করা হচ্ছে। 
 
উল্লেখ্য বাক্সে মৌচাষে বছরে গড়ে একটি বাক্স হতে প্রায় ২০ কেজি মধু উৎপাদিত হয়। পরাগায়ন বৃদ্ধির ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় প্রায় ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। এপর্যন্ত সরকার ফসল ও মধুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ শত জন কর্মকর্তাকে প্রশিক্ষক প্রশিক্ষণ ও ২লাখ ৫০ হাজার জন কৃষককে মৌপালনের ওপর ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া চলমান প্রকল্পে আরো ৯ শত জন কর্মকর্তাদের প্রশিক্ষক প্রশিক্ষণ, ৬০ জন কর্মকর্তাকে ৩ মাসের সার্টিফিকেট কোর্স,  ইউনিয়নভিত্তিক ৪ হাজার ৫ শতটি কৃষক উদ্যোক্তা তৈরি এবং কৃষক উদ্যোক্তাগণের মধ্যে ২ হাজার মৌ বাক্স বিতরণ এর কার্যক্রম রয়েছে। 
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, প্রকল্প পরিচালক খোন্দকার আমিনুজ্জামান, হর্টিকালচার ঊইংয়ের পরিচালক মিজানুর রহমান এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর সাখাওয়াৎ হোসেন। 
#
 
গিয়াস/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৪৪
 
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে সংসদ উপনেতার শোক
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
       সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। মোহম্মদ ইউসুফ আজ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি------রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 
৬৯ বছর।  
আজ এক শোকবার্তায় সংসদ উপনেতা বলেন, দেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ ১৯৯১ সালে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে দেশ একজন ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ এবং সমাজসেবককে হারালো। 
সংসদ উপনেতা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
কামাল/ফারহানা/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর : ৫৪৩ 
 
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে 
এলজিআরডি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) : 
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মোহাম্মদ ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় আজ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)।
আজ পৃথক শোকবার্তায় মন্ত্রিবর্গ বলেন, বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ও রাজনীতিককে হারালো। সততা ও দেশপ্রেমের কারণে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
 মন্ত্রিবর্গ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
#
 
জাকির/ফারহানা/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৮/১৯১৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৪২

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে 
শিক্ষাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুপরিকল্পিত ভূমিকা অপরিহার্য। তিনি আজ দনিয়া সহজপাঠ স্কুল মাঠে ‘প্রিয় বাংলাদেশ’ কর্তৃক ‘সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক টুটুল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলী নূর জয়, বিশিষ্ট ব্যাংকার অনক আলী হোসেন শাহেদী ও এ কে খান জয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। এ উপলব্ধি থেকে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করে নিরক্ষরমুক্ত সোনার বাংলা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দিন বদলের সনদ’ ও ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সৃজনশীল মেধা অন্বেষণ ও রেকর্ড পরিমাণ শিক্ষা উপবৃত্তি চালু করেছেন।
প্রিয় বাংলাদেশ-এর কর্মসূচিতে ১৩টি দেশের সমাজসচেতন মানুষের সংহতি প্রকাশকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে সংগঠনটি দেশের আর্তমানবতার সেবা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। ইতিমধ্যে সংগঠনটি দেশের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র প্রদান, ১০ হাজারের অধিক দরিদ্র শিক্ষার্থীর জন্য শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দিয়েছে। তিনি ‘প্রিয় বাংলাদেশ’ সংগঠনটিকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।
পরে প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে সহজপাঠ স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন।
#

আহসান/ফারহানা/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা

 তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৪১
 
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াশ চালাতে হবে
        --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী         
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াশ চালাতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় এবং দক্ষ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ছে। নেট মিটারিং পদ্ধতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হলে সোলার রুপটপ বা সৌরবিদ্যুৎ আরো জনপ্রিয় হবে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে প্যারাগন পোলট্রি লিমিটেডের ছাদে গাজীপুরস্থ প্রকল্পে ৭২৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরশক্তি প্যানেল স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, সোলার রুপটপ হতে বিদ্যুৎ পেলে বিল কম হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্যারাগনের মতো  অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে ছাদ ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, সোলার রুপটপ হতে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তিনি বলেন, গ্রিন বিল্ডিং করাকেও উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন। 
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, ইডকল এর নির্বাহী প্রধান মোঃ মাহমুদ মালিক, প্যারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং জার্মানির উন্নয়ন সংস্থা কেএফডাব্লিও’র আঞ্চলিক পরিচালক জবমরহধ গধৎরধ ঝপযহবরফবৎ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্যারাগন পোলট্রি লিমিটেডের সোলার রুপটপ করতে মোট ৫৮ মিলিয়ন টাকা লাগবে, যার ৮০ ভাগ ইডকল ৬ ভাগ সুদে প্রদান করছে।  
#
 
আসলাম/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৫৪০
 
ইউটিলিটি সার্ভিস সংযোগের ক্ষেত্রে রাজউকের 
ভবন ব্যবহার সনদের বিষয়ে কঠোর হতে হবে
                               --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) : 
নতুন বাড়িঘর বা ভবনে পরিসেবা বা ইউটিলিটি সার্ভিস সংযোগ প্রদানের ক্ষেত্রে রাজউকের ভবন ব্যবহার সনদ বা অকুপেন্সি সার্টিফিকেটের বিষয়ে আরো কঠোর হতে হবে। অন্যথায় এসব ভবন নির্মাণকালে রাজউকের অনুমোদিত নকশা মেনে করা হয়েছে কি না যাচাই করা সম্ভব হয় না। ফলে নতুন ভবনগুলো ভূমিকম্পের দিক থেকে ঝুঁকিমুক্ত কিনা তা নিশ্চিত করা সম্ভব নয়।  
আজ হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘রিসেন্ট আর্থকোয়েক রিলেটেড রিসার্চেস এন্ড একটিভিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর আর্থকোয়েক রেসিলেন্স প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়। 
গণপূর্ত মন্ত্রী বলেন, সরকার ইমারত নির্মাণ বিধিমালা হালনাগাদ করেছে এবং শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে। ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে বাড়িঘর বা স্থাপনা নির্মাণ করা হলে তা অবশ্যই ভূমিকম্প সহনীয় হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাজউকের অনুমোদিত নকশা পরিবর্তন করা হয়। এছাড়াও পুরাতন ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করতে জাপানের সহযোগিতায় গণপূর্ত অধিদপ্তর রেট্রোফিটিং প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারি এ উদ্যোগকে সফল করতে হলে বেসরকারি আবাসন ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। 
মন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়। তবে প্রস্তুতিমুলক কার্যক্রম জোরদার করে প্রাণহাণি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন বাংলাদেশকে যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্প মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব অবস্থান থেকে সচেতন হতে এবং পরিস্থিতি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে হবে।    
রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিভার্সিটি অভ্ প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, বিশ্বব্যাংকের সিনিয়র ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বর্ণা কাজী, বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. রাকিবুল আহসান ও রাজউকের আর্থকোয়েক রেসিলেন্স প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল লতিফ হেলালী।
দিনব্যাপী এ সেমিনারে রাজউক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
#
 
কিবরিয়া/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/১৮৩৮ ঘণ্টা

Handout                                                                                                           Number : 539

Shahriar Alam met Albanian Deputy Foreign Minister

Dhaka, 18 February:

            State Minister for Foreign Affairs of Bangladesh Md. Shahriar Alam met Deputy Foreign Minister of Albania Etjen Xhafaj on 17 February at Albanian Foreign Ministry in Tirana. This is an official bilateral meeting held after long time between Bangladesh and Albania.

            At the outset, State Minister briefed the Albanian Deputy Minister of the recent developments in Bangladesh in political, social and infrastructural sectors under the leadership of Prime Minister Sheikh Hasina. He mentioned that the present Government was pledge bound to the people to materialize the dream of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. As a result, Bangladesh was being promoted from the status of LDC to a middle-income country very soon. He then further briefed ongoing development efforts and activities undertaken by the present Government.

            In response, the Albanian Deputy Foreign Minister stated that the development of Bangladesh had been an issue to observe for all other similar countries and Albania could learn a great deal from the process Bangladesh adopted to turn it into a manufacturing export-oriented economy. He profusely thanked the leadership of Bangladesh for recognizing Kosovo which would help stabilize the situation in Balkan and brought peace for the people of the region. He further thanked Bangladesh for providing shelter and other facilities to the Rohingya Muslims from Myanmar and mentioned their own experience with half a million refugees from Kosovo in 1999 and the great hardship it brought to everybody. He reiterated their support to Bangladesh in this regard.

            Both the Ministers agreed to conclude few bilateral instruments to further strengthen their current relations and Bangladesh State Minister reminded them of the invitation for the OIC CFM to be held in May and sought the participation of a high level delegation from Albania. They agreed to work together in various international fora for the mutual benefit of the both the countries.

            As the part of the official visit to Kosovo and Albania, State Minister also met the Foreign Minister of Kosovo Mr. Behgjet Pacolli who expressed the sincere gratitude of his Government to the Government of Bangladesh for recognizing Kosovo and providing support in different international fora. Both of them expressed deep satisfaction for the establishment of formal diplomatic relations on 16 February in New York signed by the Permanent Representative of Bangladesh and the representative of Kosovo. Both of them agreed to work closely in future and emphasized the need to exchange more visits and conclusion of official instruments to strengthen the bilateral relations. Cooperation between the private sectors could be the beginning to start with and this could be further replicated in other bilateral sectors. The State Minister of Bangladesh assured all supports in future for Kosovo.

#

Tohidul/Farhana/Sanjib/Abbas/2018/1830 Hours

 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৫৩৮ 
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক প্রদান 
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) : 
গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস (অষাধৎড় ফব ঝধষধং) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ঈড়সসরঃসবহঃ ঃড় ঃযব ঘঁসনবৎ ড়ভ ঃযব ঈরারষ গবৎরঃ ঙৎফবৎ প্রদান করেন।   
 
স্পেন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ (ঋবষরঢ়ব ঠও) বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন। পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এর মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ হবে এবং এতে স্পেন গৌরবান্বিত বোধ করছে। 
 
ব্যবসাবাণিজ্যের বাইরে স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্বশান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন একই অভিমত পোষণ করে। স্পেনের রাজাকে এ পদক প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরো কাজ করার সুযোগ রয়েছে। 
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্বালানি  নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে দেশ, তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ। 
 
#
 
আসলাম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৩৬
 
সাবেক সংসদ সদস্য ইউসুফের মৃত্যুতে স্পিকারের শোক
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
     সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের  মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, ইউসুফের মৃত্যুতে দেশ একজন ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ এবং সমাজসেবক হারালো। 
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ 
আ স ম ফিরোজ তাঁর মৃত্যুতে অনুরূপ শোকপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি............রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
 
#
 
নুরুল/রিফাত/শহিদ/শামীম/২০১৮/১৬০৫ ঘণ্টা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫৩৭
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে
                                -শাজাহান খান
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
 
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে বলে মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে ৩০ ভাগ কোটা চালু আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকুরি এ কোটা চালু করেছেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সংক্রান্ত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার প্রয়াস চলেছিল। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীতে যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকতে পারে সেবিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  আবদুল মালেক মিয়া,বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ,বীর মুক্তিযোদ্ধা জালাল, আসাদুজ্জামান খান দুর্জয় এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আশিবুর রহমান খান।
 
#
 
জাহাঙ্গীর/রিফাত/শহিদ/সুবর্ণা/শামীম/২০১৮/১৬১৬ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৫৩৫
সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
 
সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিষয়টি সরকার অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবিমা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে একথা জানানো হয়। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশসমূহসহ উন্নতবিশ্বে সরকারি কর্মকর্তারা বিমা সেবার আওতায় থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের বিমায় অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন, কর্মচারীদের জন্য বিমার শর্তাবলী সহজ ও স্পষ্ট করতে হবে। 
বিমা বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রনালয়ে শীঘ্রই দাপ্তরিকভাবে যোগাযোগ করা হবে বলে সেমিনারে জানানো হয়। বিমার বিষয়ে কর্মচারীদের আরো সচেতন করতে সেমিনারে গুরুত্বারোপ করা হয়। 
পরে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক্সেস টু ইনফরমেশনের কারিগরি সহায়তায় নির্মিত ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তা অনলাইন সফটওয়্যার’ উদ্বোধন করেন। 
 
#
 
মাসুম/রিফাত/শহিদ/সুবর্ণা/শামীম/২০১৮/১৬৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৫৩৩
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটি সভাপতি 
এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহীম এবং কামরুল লায়লা জলি  বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য সারাদেশ থেকে অনলাইনে এবং সরাসরি মোট ১৪২৯৫০ টি আবেদন পাওয়া গেছে, যা  যাচাই বাছাইয়ের জন্য ৪৭০ টি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ৩৭৩ টি কমিটি হতে যাচাই বাছাই প্রতিবেদন পাওয়া গেছে। ৯৭ টি কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ২৯৩৭২ জনের আপিল আবেদন পাওয়া গেছে। যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হলে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়বে না বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।
মুক্তিযোদ্ধা ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকের আয়োজন করে বিদ্যমান পুরনো আইন সংশোধনসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুশাসন নিয়ে কাজ করার বিষয়ে সুপারিশ করা হয় বৈঠকে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে রাশিয়ার আদলে দেশীয়প্রযুক্তি দিয়ে দ্রুত প্যনোরমা ভবন নির্মাণকাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
মিজানুর/রিফাত/শহিদ/সুবর্ণা/শামীম/২০১৮/১৬২১  ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৩৪
 
পাটেরব্যাগ সরবরাহ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
 
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন (বিসিএসএ) এর মধ্যে ৪৪৫ কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় ।
হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণের জন্য ৫০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন ১০ কোটি ৬০ লক্ষ পিস পাটব্যাগ সরবরাহের বিষয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন ও বাংলাদশে পাটকল করপোরেশনের মধ্যে আজ এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 
বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের পক্ষে বিসিএসএ’র ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসাইন গোর্কী এবং বাংলাদশে পাটকল করপোরেশনের পক্ষে  বিজেএমসি’র সচিব মো. সালেহ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন । 
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশ্রাফ আলীসহ বিজেএমসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
 
#
 
সৈকত/রিফাত/শহিদ/সুবর্ণা/শামীম/২০১৮/১৫৩৩ ঘণ্টা  

Handout                                                                                                           Number: 532

 

Foreign Secretary Met US Deligates: Discussed Rohingya Issue

Washington DC, 18 February :

            Foreign Secretary of Bangladesh Md. Shahidul Haque visited Washington, D.C. on 16 February. His first meeting was with Lisa Curtis, Deputy Assistant to the President and Senior Director for South and Central Asia at the National Security Council in the White House.  During the meeting, they discussed bilateral, regional and global security issues. Ms. Curtis conveyed President Trump’s deep appreciation for Bangladesh for hosting more than a million forcibly displaced Rohingyas from Myanmar. She also assu

Todays handout (12).docx Todays handout (12).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon