Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 13/2/16

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৪৭৯

সাহিত্যচর্চার মাধ্যমে সৃজনশীল কর্মকা-ের বহিঃপ্রকাশ ঘটে
                                          -- ডেপুটি স্পিকার

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
                                                                   
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বই মেলায় তহসিনা এ্যানি রচিত কবিতার বই ‘মুঠোফোনে ব্যস্ততা’, ‘বিশ্বাসে খুঁজি মানুষ’, শাহীন সুলতানা রচিত কবিতার বই ‘আমাতেই আমার স্মরণ’ এবং ডা. অমূল্য রতন চক্রবর্তী রচিত ‘একজন ক্যাপ্টেন দত্তের তিন শতাব্দীর গল্প’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

ডেপুটি স্পিকার বলেন, সাহিত্য চর্চার মাধ্যমেই একজন মানুষের সৃজনশীল কর্মকা-ের চমৎকার বহিঃপ্রকাশ ঘটে। এসময় তিনি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনমুখী চিন্তাচেতনার অধিকারী হতে বেশি করে সাহিত্যচর্চার আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বই লেখকদের উজ্জ্বল সুন্দর সাবলীল কর্মময় জীবন কামনা করেন এবং নতুন প্রজন্মের পাঠকদের জন্য আরো  ভালোমানের বই লেখার আহ্বান জানান।

#

এমাদুল/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৭৮

 
বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র
                                                  ---স্পিকার

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংবিধানের আলোকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।  

স্পিকার আজ ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংসদ সচিবালয়ের হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পর্ষদ কর্তৃক বিদ্যাদেবী সরস্বতীকে আরাধনার জন্য  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় একথা বলেন।  

স্পিকার বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের মাধ্যমে এদেশে সকল ধর্মাবলম্বীদের মধ্যে একটি সামাজিক মেলবন্ধন তৈরি হয়েছে। এভাবেই দেশে গণতন্ত্রের ভিত্তিমূল দৃঢ় হচ্ছে এবং আমরা গণতান্ত্রিক অভিযাত্রায় দিনে দিনে এগিয়ে চলেছি।    

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে জাতীয় উন্নয়ন টেকসই করতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, মো. শামসুল হক টুকু, সাধন চন্দ্র মজুমদার, পঙ্কজ দেবনাথ, আবুল কালাম আজাদ ও কুজেন্দ্র লাল ত্রিপুরা অংশগ্রহণ করেন।  

স্পিকার অনুষ্ঠানে উপস্থিত হলে সমন্বয় পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

#
হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/২০২৭ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৪৭৭

কুমিল্লায় খতিব সম্মেলনে পরিকল্পনামন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কাজ করতে হবে

কুমিল্ল¬া, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে সরকার। এজন্য নানা উন্নয়ন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।

মন্ত্রী আজ কুমিল্ল¬া সদরের বাগমারা হাইস্কুল প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্ল¬া জেলা কার্যালয় আয়োজিত খতিব সম্মেলনে একথা বলেন। দেশের সকল মানুষের অর্থনৈতিক মুক্তি ও সুষম উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে চেষ্টা করছে বলেও জানান তিনি। ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারার কারণেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। তাই ইমাম ও আলেম সমাজকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন ও সবার মাঝে তা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, সরকার আলেমদের জন্য দ্বীনি দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, নবীজি (সা.) মানুষকে কালেমা শেখাতে পৃথিবীতে এসেছিলেন, রাষ্ট্রকে কালেমা শেখাতে নয়।

কুমিল্ল¬ার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্ল¬া জোনের ছয়টি জেলার প্রায় ছয় শতাধিক আলেম অংশ নেন।

#

নিজাম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪৭৬
 
জাতিসংঘ মহাসচিবের সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ
সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সহযোগিতা করবে
                           -----মাসুদ বিন মোমেন

নিউইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি :   
    
    সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির অনুসরণে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে যাবে। জাতিসংঘ সাধারণ পরিষদে সদ্য প্রকাশিত কর্মপরিকল্পনাটির বিষয়ে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেন।

    রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার সাত দফা প্রস্তাবের সাথে বাংলাদেশের বিদ্যমান সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ ও দমন কর্মসূচির যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। বাংলাদেশের মাটিতে কোন স্থানীয় বা বিদেশি সন্ত্রাসী বা সহিংস জঙ্গিবাদী গোষ্ঠীর স্থান না দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

     তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় কেবল আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট নয় বরং সন্ত্রাসের অন্তর্নিহিত কারণ বা চালিকাশক্তিগুলোকেও প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। রাষ্ট্রদূত বাংলাদেশে তৃণমূল পর্যায়ে শিক্ষার বিস্তার, ধর্মীয় মূল্যবোধের প্রসার, নারী ও যুবক্ষমতায়নসহ স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে গৃহীত বহুমুখী কর্মসূচির কথা উল্লেখ করেন।

    জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে আলোচনায় প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাঁরা সহিংস জঙ্গিবাদের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের আলোকে সমন্বিত ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

    আলোচনাপর্বের অব্যবহিত আগে জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আগামী এপ্রিলে জেনেভায় ও জুনে নিউইয়র্কে জাতিসংঘে পুনরায় এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
#
আফরাজ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২৬ ঘণ্টা  
 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৪৭৫
 
প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :

           ‘স্থানীয় সরকারের সকল স্তরে ও জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ’ শীর্ষক এক কর্মশালা আজ রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্র্ড পিপলস সোসাইটি (ভিপস) আয়োজিত কর্মশালাটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাইটসেভার্স এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছে। বর্তমান বাজেটে শিশু ও প্রতিবন্ধীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া তাদের সুযোগসুবিধা বৃদ্ধির জন্য প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়ন করা হয়েছে, ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। তিনি প্রতিবন্ধীদের পৃথক কোটা না রেখে তাদেরকে কোন রাজনৈতিক দলের ব্যানারে তৃণমূল থেকে সরাসরি নির্বাচন করে আসার জন্য আহ্বান জানান। প্রতিবন্ধীদের দাবির বিষয়গুলো পরীক্ষা করে যেগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে তিনি সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার উন্নয়নে সরকার প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে এবং চাকুরিসহ সকল ক্ষেত্রে কোটা সংরক্ষণ করা হচ্ছে।

         ডেপুটি স্পিকার প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তাদের ধরণ অনুযায়ী সহায়তাকারীর প্রবেশাধিকার নিশ্চিত করাসহ পৃথক বুথ স্থাপন এবং তাদের অন্য দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের সাথে এ বিষয়ে যুক্তিসঙ্গত কার্যপত্রসহ আলোচনার পরামর্শ দেন।  

         কর্মশালায় ভিপস-এর সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  ভিপস’র সভাপতির পরিচালনায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও কাজী রোজী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সাইটসেভার্সের প্রতিনিধি আলীম বারী, প্রতিবন্ধীদের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
#

এমাদুল/আফরাজ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৩ ঘণ্টা  

 

 

 

Handout                                                                                                              Number : 474

 

SFM meets US Under Secretary of State

New York, February 13:  

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam met with Ambassador Thomas Shannon, the Under Secretary of State for Political Affairs at the U.S. Department of State yesterday.

            He congratulated Ambassador Shannon on assuming the charge of the Under Secretary of State. The State Minister was the first visitor to meet Shannon in his new capacity.

            Shannon thanked the State Minister and said his maiden visit to Bangladesh in December 2015 was very fruitful. He termed it a great way to start his visit to South Asia.

            During the discussion that lasted for about 45 minutes, Ambassador Shannon said the U.S. government considered Bangladesh as an important partner of the USA. He said Bangladesh maintains its broad commitment to democracy, which is one of the core values of the U.S. Government. He underscored the necessity of strengthening the bilateral relations to a new height.  

            The State Minister said, Bangladesh and the USA enjoy excellent bilateral relations and it is high time to take it to a higher level. He mentioned about the existing bilateral cooperation in security, trade, counter terrorism, intelligence sharing etc.

            Both of them also discussed other issues of common concerns including the global threat of ISIS, climate change, recent attacks on foreigners and bloggers in Bangladesh. The State Minister briefed the Under Secretary about various initiatives of government to counter these radical forces. He reiterated Prime Minister Sheikh Hasina’s ‘zero tolerance’ stance against all sorts of terrorism and violent extremism.

            Both State Minister Alam and Ambassador Shannon underscored the necessity of a close cooperation in different sectors to generate positive perception among the peoples of the two countries and to further cementing the existing friendly relations.

            Earlier, the State Minister held a meeting with Assistant Secretary of State Ms.  Nisha Desai Biswal and discussed various issues of common concerns. Terming the two countries close partners, she also emphasized on enhanced engagements between Dhaka and Washington in the coming days.   

            The State Minister also met with Senior Director for South Asian Affairs of the U.S. National Security Council Peter Lavoy at the White House. Bangladesh Ambassador to the USA Mohammad Ziauddin was present during the meetings.

#

Khaleda/Afraz/Mosharaf/Abbas/2016/1730 Hours 

Todays handout (7)(1).doc Todays handout (7)(1).doc