Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 20/03/2016

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩৯
বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটি সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশগ্রহণ করেন।

    বৈঠকে বিভিন্ন স্থানে পাহাড়কাটা ও কর্ণফুলী নদীতে দূষণ, জলবায়ু তহবিল ও প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত আলোচনা হয়।

    বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সচিব পদে নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ কোন প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব হয়েছে কিনা এবং বন বিভাগ, বন গবেষণা ইনস্টিটিউটে ( তৃতীয় ও চতুর্থ শ্রেণীর) সম্পূর্ণ  নিয়োগের পদ ও পরীক্ষাওয়ারি  লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের পূর্ণাঙ্গ তালিকা বিশ্লেষণ করার জন্য কমিটির সদস্য টিপু সুলতানকে আহবায়ক করে এবং মো. ইয়াহ্ইয়া চৌধুরী ও মেরিনা রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    গাজীপুরে বন বিভাগের জমি অবৈধ দখলদার প্রভাবশালী শিল্প মালিক ও রিসোর্টের মালিকদের একটি তালিকা বৈঠকে উপস্থাপন করা হয়। দেশের বিভিন্ন স্থানে পাহাড়কাটা রোধ করার জন্য আইনের যথাযথ প্রয়োগ করে জরিমানা আদায়ের পাশাপাশি মামলা করার পরামর্শ দেওয়া হয়।

    বৈঠকে জানানো হয় যে, এ পর্যন্ত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে ৩ হাজার কোটি টাকা জমা হয়েছে। এই ফান্ডের আওতায় বর্তমানে ৩৯৭ টি প্রকল্প চলমান রয়েছে। ট্রাস্ট ফান্ডের প্রকল্প কার্যক্রম মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দেওয়া হয়।  জলবায়ু পরিবর্তন ট্রাস্টফান্ডের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। সুন্দরবনের শ্যালা নদীতে দ্বিতীয়বার কয়লাবাহী জাহাজ ডুবির প্রেক্ষিতে অতিসত্বর নৌপরিবহণ মন্ত্রণালয়কে তাগাদা দিয়ে মংলা ঘষিয়াখালী চ্যানেল চালু করার মাধ্যমে শ্যালা নদীতে নৌচলাচল স্থায়ীভাবে বন্ধ করার সুপারিশ করা হয়।

    বৈঠকে  পরিবেশ ও বন  মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
মিজানুর/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/২০২৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯৩৮
বিশ্ব তরুণ সমাজকে রাজনীতি ও গণতন্ত্রে আগ্রহী করে তুলতে হবে
                                                             ----স্পিকার
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :  

    স্পিকার এবং সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্বের তরুণ সমাজকে রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও শিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

    তিনি আজ জাম্বিয়ার রাজধানী লুসাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৪তম সম্মেলনে বক্তৃতাকালে এ আহবান জানান। উল্লেখ্য, ১৯-২৩ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে  স্পিকারের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন।

    স্পিকার বলেন, বর্তমানে পৃথিবীর জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ। কিন্তু এই বিশাল তরুণ ও যুব সমাজের মধ্যে রাজনীতির প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রীয় নির্বাচনসমূহে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তরুণদের উপস্থিতি আশঙ্কাজনকহারে হ্রাস পাচ্ছে। এটি বিশ্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুখকর নয়।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্বে মানবকল্যাণে সকল বড় অর্জন রাজনীতির ফসল। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে মানবকল্যাণে ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। রাজনীতিতে মেধাবীদের আকৃষ্ট করা না গেলে রাজনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

    স্পিকার বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা অন্যান্য যে কোন শাসনব্যবস্থা থেকে উত্তম, এটি আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গণতন্ত্র ও গণতন্ত্রচর্চার বিভিন্ন দিক তরুণ সমাজের সামনে তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ সমাজের পাশাপাশি বিশ্ব নারী সমাজকেও রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আরও সংশ্লিষ্ট করতে হবে। বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারী হলেও নারী  সমাজ সকলক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে।

    স্পিকার বলেন, তরুণ সমাজকে রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও সচেতন করতে এ বছর কমনওয়েলথ দিবস উদযাপন  উপলক্ষে বাংলাদেশ থেকে রোড শো কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে এটি সকল কমনওয়েলথভুক্ত দেশে পরিচালিত হবে।

#
হুদা/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/২০২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯৩৭

২৪ মার্চ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

আগামী ২৪ মার্চ থেকে টাঙ্গাইলের তিন উপজেলায় দরিদ্রদের জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ঐদিন দুপুরে কালিহাতি উপজেলায় স্বাস্থ্যকার্ড বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে আধুনিক চিকিৎসাসেবা দিতে এই কার্ড প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে টাঙ্গাইলের মধুপুর, কালিহাতি ও ঘাটাইলে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

কর্মসূচির উদ্বোধনের প্রস্তÍুতির অংশ হিসেবে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতকে দরিদ্রবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে তার সুফল জনগণ পাচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র মানুষ যেন বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা করাতে পারে সেলক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কাজ হাতে নেয়া হয়েছে। স্বাস্থ্য কার্ডধারী ব্যক্তি যেন সহজে চিকিৎসা পেতে পারেন সেজন্য সংশ্লিষ্টদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে চিকিৎসক ও নার্সদেরকে এক্ষেত্রে পরিপূর্ণভাবে সেবা সুলভ মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি নির্দেশ দেন।  

সভায় জানানো হয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও কালিহাতিতে অতি দারিদ্র্যসীমার নীচে অবস্থানকারী জনগোষ্ঠীর তালিকা তৈরি করা হয়েছে। ঐ তিন উপজেলায় পরিবারপ্রতি একজনকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার চিকিৎসা সুবিধা দিতে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হবে। উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতাল থেকে এ কার্ডধারী ব্যক্তিগণ ৫০টি নির্দিষ্ট জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন ।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলামসহ স্বাস্থ্য ও বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
#

পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৯৩৬
       বাংলাদেশ অগ্রগতির রোলমডেল
               ---বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি  দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার দেশে নিজস্ব অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। অনেক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশে^ বাংলাদেশ এখন অগ্রগতির রোল
    বাণিজ্যমন্ত্রী আজ  ঢাকায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অভ্ কমার্স আয়োজিত “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস : চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতার সময় এ সব কথা বলেন।
    বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কঠোর পরিশ্রম করে সফলভাবে দেশের বাণিজ্যকে এগিয়ে নিচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চাহিদা মোতাবেক ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে। দেশের রপ্তানি, রিজার্ভ, রেমিটেন্সসহ  সকল অর্থনৈতিক সূচকই ঊর্ধ্বমুখী। দেশের মানুষ খুশি। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, মিরাকেল।
    তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে এসেছে। এখাতে এখনও অনেক চ্যালেঞ্জ। শ্রমিকদের অধিকার ও শ্রম আইন নিয়ে প্রশ্ন তোলা হয়, অথচ কারখানাগুলোতে শ্রমিকদের কোন অভিযোগ নেই। কারখানাগুলোতে শ্রমিকরা কাজের পরিবেশ এবং প্রাপ্ত বেতনে সন্তুষ্ট। কর্মবান্ধব পরিবেশে কাজ করে শ্রমিকরা খুশি।
    বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালে দেশের ৫০ বছর পূর্তিতে রপ্তানি আয় ৬০ বিলিয়ন মার্কিন ডলার হবে, এর মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আসবে শুধু তৈরি পোশাক রপ্তানি থেকে। দেশব্যাপী ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০টির কাজ শুরু হয়েছে। দেশে এখন গ্রিন ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।   
    আলোচনাসভায় কীনোট উপস্থাপন করেন বিশ^ব্যাংক ঢাকা অফিসের লিড ইকনমিস্ট ড. জাহিদ হোসেন। আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, মেট্রোপলিটন চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, সিপিডি’র নির্বাহী পরিচালক প্রফেসর মোস্তাফিজুর রহমান এবং ইউএনডিপি-বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বারেসফোর্ড বক্তব্য রাখেন ।
#
বকসি/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/২০০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ৯৩৫
নারী-শিশু উন্নয়নের বাধা দূর করুন
               ---তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা এবং জঙ্গিবাদকে শিশু ও নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশব্যাপী দায়িত্ব পালনরত জেলা তথ্য কর্মকর্তাদের এ সকল বাধা দূর করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

    মন্ত্রী আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনারকক্ষে ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

    ইউনিসেফের সহায়তায় তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর  আয়োজিত দু’দিনব্যাপী এ কর্মশালায় ৬৪ জেলা ও ৪টি উপজেলায় কর্মরত তথ্য কর্মকর্তাবৃন্দ অংশ নিচ্ছেন।

    মন্ত্রী বলেন, বাল্যবিবাহ রোধ, যৌতুক নিরোধ, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং সকল ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্যের অবসানের লক্ষ্যে জনগণকে প্রয়োজনীয় তথ্য দেয়া ও উদ্বুদ্ধ করার কাজে তথ্য কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় প্রশাসন, নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ ধর্মগুরু এবং প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সাথে নিয়ে শিশু ও নারী অধিকার সম্পর্কে সমাজকে সচেতন করে তুলতে তিনি তথ্য কর্মকর্তাদের পরামর্শ দেন।
    
    তিনি বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে এবং ধর্মগুরুরা উপাসনালয়ে শিশু ও নারীর অধিকার সম্পর্কে জানাবেন এবং শিশুদের মধ্যে বস্তিবাসী, দুর্যোগকবলিত, এতিম ও যৌনকর্মীর শিশুদের প্রতি বিশেষ যতেœর ব্যবস্থা করতে হবে। একইসাথে নারীর জন্য যেমন কর্মসংস্থান, ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি সম্পদ, বাজার, উন্নয়ন ও রাজনীতিতে তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।  

    গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফের যোগাযোগ বিভাগের প্রধান নেহা কাপিল (ঘবযধ কধঢ়রষ) এবং অধিদপ্তরের পরিচালক (প্রচার) ফজলে রাব্বী বক্তব্য রাখেন। পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব গৌতম কুমার ঘোষ এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#
আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯৩৪

বিআরডিবি’র বাজেট বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
              ----স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
                                                                               
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্রামীণ অর্থনীতি বিকশিত করতে আগামী অর্থবছরে বাংলাদেশ পল্লিউন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাজেট বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। তিনি আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের বদলি ও ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়ের এ বিভাগে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

    মন্ত্রী নবাগত সচিবকে একজন কর্মঠ ও দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন এবং বিদায়ী সচিবের কাজের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন ।

    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা সরকারি চাকরিতে আগমন ও বিদায়কে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের দেশ ও জনগণের কল্যাণের কাজে সদা প্রস্তুত থাকতে হবে। তিনি সচিবদ্বয়কে মেধাবী, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান হিসেবে উল্লেখ করেন।

    সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. আবদুল মালেকসহ পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

#
আহসান/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৭ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৩৩

চিত্রনায়িকা দিতির মৃত্যুতে
তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের শোক
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব দেশের চলচ্চিত্রজগতে চিত্রনায়িকা দিতির দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক হাফিজা আখতারের মৃত্যুতে
তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের শোক


    বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক হাফিজা আখতারের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    ফিল্ম আর্কাইভ ছাড়াও হাফিজা আখতার চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসারসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদসমূহে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

    তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব মরহুমা হাফেজা আক্তারের দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আকরাম/আফরাজ/মিজান/মোশারফ/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯৩২
বাংলাদেশ-ভারত বন্ধুত্ব রক্তের বাঁধনে আবদ্ধ
                 ---মুক্তিয্দ্ধু বিষয়ক মন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনী কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। রক্তের বাঁধনে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তা ভাঙার নয় বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির যৌথ আয়োজনে ভারত সরকার কর্তৃক বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    মন্ত্রী বৃত্তি প্রদানের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুত্ব হতে হয় পারস্পরিক। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় মিত্রবাহিনীর সেনাদের মরণোত্তর সম্মাননা দেবে বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের শ্রদ্ধা জানাতেই বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ভারতীয় মিত্রবাহিনীর শহিদদের স্মরণে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান
ড. প্রফেসর এ কে আজাদ চৌধুরী বক্তব্য রাখেন।

    উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ভারত সরকার মুক্তিযোদ্ধা সন্তানদের এ বৃত্তি প্রদান করে আসছে। এবছর ৮০০ জনকে এ বৃত্তি প্রদান করা হয়।

#
মারুফ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৯২৩ ঘণ্টা
 
ঐধহফড়ঁঃ                                        ঘঁসনবৎ : ৯৩১

ঋগ পড়হফড়ষবং ফবধঃযং ড়ভ ঢ়ষধহব পৎধংয

উযধশধ, ২০ গধৎপয :

    ঋড়ৎবরমহ গরহরংঃবৎ অ ঐ গধযসড়ড়ফ অষর যধং বীঢ়ৎবংংবফ যরং ফববঢ় ংযড়পশ ড়হ ঃযব ঃৎধমরপ ঢ়ষধহব পৎধংয ড়ভ ঃযব জঁংংরধহ ঋবফবৎধঃরড়হ  নড়ঁহফ ঋষুউঁনধর ঢ়ষধহব ধহফ যধং ংবহঃ ধ পড়হফড়ষবহপব সবংংধমব ঃড় যরং জঁংংরধহ ঈড়ঁহঃবৎঢ়ধৎঃ ঝবৎমবু ঠ. খধাৎড়া.

    ঞযব ভঁষষ ঃবীঃ ড়ভ ঋগ'ং সবংংধমব রং ধং ভড়ষষড়ংি:  

    'ও ধস ফববঢ়ষু ংযড়পশবফ ধহফ ংধফফবহবফ নু ঃযব হবংি ধনড়ঁঃ ঃযব ঃৎধমরপ পৎধংয ড়ভ ঃযব জঁংংরধহ ঋবফবৎধঃরড়হ নড়ঁহফ ঋষুউঁনধর ঢ়ষধহব যিরপয ঃড়ড়শ ধধিু ঢ়ৎবপরড়ঁং ষরাবং ড়ভ ৪৪ জঁংংরধহ হধঃরড়হধষং.  

    ঙহ নবযধষভ ড়ভ ঃযব মড়াবৎহসবহঃ ধহফ ঃযব ঢ়বড়ঢ়ষব ড়ভ ইধহমষধফবংয ধহফ ড়হ সু ড়হি নবযধষভ, ও ড়িঁষফ ষরশব ঃড় পড়হাবু ঃড় ুড়ঁ ধহফ ঃযৎড়ঁময ুড়ঁ ঃড় ঃযব ঢ়বড়ঢ়ষব ড়ভ ঃযব জঁংংরধহ ঋবফবৎধঃরড়হ ড়ঁৎ যবধৎঃভবষঃ পড়হফড়ষবহপবং ধহফ ফববঢ়বংঃ ংুসঢ়ধঃযরবং ধহফ বংঢ়বপরধষষু ঃড় ঃযব সবসনবৎং ড়ভ ঃযব ভধসরষরবং যিড় যধাব ষড়ংঃ ঃযবরৎ হবধৎ ধহফ ফবধৎ ড়হবং.

    ডব ঢ়ৎধু ভড়ৎ ঃযব ংধষাধঃরড়হ ড়ভ ঃযব ফবঢ়ধৎঃবফ ংড়ঁষং. গধু ঃযব ফবঢ়ধৎঃবফ ংড়ঁষং ৎবংঃ রহ বঃবৎহধষ ঢ়বধপব.'

#
কধসৎুুঁধসধহ/অভৎধু/গড়ংযধৎধভ/অননধং/২০১৬/১৯২০ ঐড়ঁৎং

 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৯৩০
২৩ মার্চ হজের প্রাক নিবন্ধন শুরু

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী ২৩ মার্চ থেকে চলতি বছরে হজে গমনেচ্ছু যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং প্যাকেজের অবশিষ্ট টাকা ৩০ মের মধ্যে জমা দিয়ে হজের নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায়  ৩০ হাজার ৭৫২ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন।

    মন্ত্রী আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরে হজ গমনেচ্ছু হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকেও ডিজিটাল হজ ব্যবস্থাপনায় রূপান্তরিত করা হয়েছে। এছাড়া হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বছর প্রাক-নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছে।

    তিনি বলেন, হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগকৃত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড প্রয়োজনীয় সফটওয়ার প্রস্তুত, স্থাপন এবং পরীক্ষামূলক নিবন্ধন কাজ সম্পন্ন করেছে। এছাড়া নিবন্ধন প্রক্রিয়ার সাথে যুক্ত হজ অফিস, ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হজ এজেন্সির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হয়েছে। অনুমোদিত হজ এজেন্সি এবং ব্যাংকসমূহের তালিকা প্রকাশ করা হয়েছে (িি.িযধলল.মড়া.নফ)। তিনি বলেন, আইটি প্রতিষ্ঠানকে ব্যাক-আপ (ইধপশ-ঁঢ়) সাপোর্ট দেয়ার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই কার্যক্রমের সাহায্য নেয়া হয়েছে। সাইবার দুর্ঘটনা বা অন্য যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ই-হজ সিস্টেম চালু করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    মন্ত্রী জানান, ২০১৬ সালের হজচুক্তি অনুসারে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এ বছরের হজচুক্তি অনুসারে অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনি¤œ ১৫০ জন হজযাত্রী প্রেরণ করতে হবে। এছাড়া, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের হজযাত্রীদেরকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবির মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

    ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে দৃঢ়তার সাথে উল্লেখ করেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাঁদের ব্যবস্থাপনার দায়িত্বটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলকে বাংলাদেশ ও সৌদি সরকারের নিয়মনীতি মেনে চলতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো প্রকার অন্যায়, অনিয়ম ও শৈথিল্য গ্রহণযোগ্য হবে না। এ ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারী যিনিই হোন না কেন তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখী হতে হবে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো শহীদুজ্জামান, যুগ্মসচিব মো আমজাদ আলী, জাকির আহমেদ, ডা বোরহান উদ্দিন ও মীর মো. নজরুল ইসলাম, হজ অফিসের পরিচালক, ড. আবু সালেহ মোস্তফা কামাল, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ মো. আবদুল্লাহ, বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটুআই প্রকল্পের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।  

#
আনোয়ার/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯২৯

শিক্ষামন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং (গধ গরহময়রধহম) আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তাঁরা দু’টি বন্ধুপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষাবৃত্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচনায় বিশেষভাবে স্থান পায়।

    আলোচনাকালে শিক্ষামন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি এসময় কারিগরি শিক্ষায় বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি ও সাফল্য বিশেষভাবে উল্লেখ করেন।

    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯২৮

সাবেক এপিআইও হাফিজা আখতারের
মৃত্যুতে ইনফরমেশন এসোসিয়েশনের শোক
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    সাবেক অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (এপিআইও) হাফিজা আখতারের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

    আজ এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব স ম গোলাম কিবরিয়া মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

    শোকবার্তায় তাঁরা বলেন, হাফিজা আখতার কর্মজীবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকসহ তথ্য সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
 
#

কিবরিয়া/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯২৭

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, মো. ইউনুস আলী সরকার, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬’ ও ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।      

কমিটি গোপালগঞ্জে অবস্থিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের হল নির্মাণ কাজ দ্রুত শেষ করে মেয়েদের নিরাপদ আবাসনের ব্যবস্থা গ্রহণের সুপাশি করে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

ইনামুল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯২৬

অনলাইনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে অনলাইনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক চুক্তি আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাক্ষরিত হয়।

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারান&

Todays handout (15).doc Todays handout (15).doc