তথ্যবিবরণী নম্বর: ২১৪৫
চাঁদপুরে জাহাজে ক্রু মেম্বারদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
আল বাকেরা জাহাজে এক দল জলদস্যুর আক্রমণে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়েছে।
এমভি আল বাকেরা জাহাজের ক্রু মেম্বারদের হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।
এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।
#
আলমগীর/মেহেদী/পবন/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২১৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৪৪
জাকাত বোর্ড হতে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত জাকাত বোর্ড হতে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জুলাই বিপ্লবের পর নবগঠিত জাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বোর্ডের সদস্যরা ঐকমত্য পোষণ করেন। জাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জাকাত ফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য জাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া জাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোঃ শাহিনুর ইসলাম, আকবর কমপ্লেক্স মাদরাসা ঢাকার অধ্যক্ষ শায়েখ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহীদুল হক, ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী জসিম উদ্দীন আজহারী, বিকেএসইএ'র সভাপতি মুহম্মদ হাতেম, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মেহেদী/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২১২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৪৩
উন্নয়নের মডেল পরিবর্তন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের জনগোষ্ঠীকে বাঁচাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, বাজেট বাড়াতে হবে এবং সেই বাজেটটি যেন সঠিক জায়গায় ইউটিলাইজ করা হয় তা নিশ্চিত করতে হবে। পৃথিবীকে বাঁচাতে হলে এই জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়াটাকে রোধ করতে হবে। তরুণদেরকে এর জন্য আরো বেশি প্রস্তুত হতে হবে। উন্নয়নের মডেলটাকে নতুন করে ভাবতে হবে, লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে।
আজ ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিকে আয়োজিত 'কপ২৯: এক্সপেকটেশন, রিয়ালিটি এন্ড লেসনস ফর দ্য ফিউচার' শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থনৈতিক মডেল পুনর্বিবেচনা জরুরি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের ভৌগোলিক অস্তিত্ব হুমকির মুখে। তিনি বলেন, ক্লাইমেট ফাইন্যান্সের কোনো আন্তর্জাতিক সংজ্ঞা নেই। এই তহবিল প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহায়তা করছে না।
রিজওয়ানা হাসান আরো বলেন, বায়ু দূষণের ২৮ শতাংশ আসে পাওয়ার প্ল্যান্ট থেকে, যা এখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। পরিবেশগত ন্যায্যতা অর্জনের জন্য আমাদের জলবায়ু ন্যায্যতার পাশাপাশি কাজ করতে হবে। বাংলাদেশে কৃষিজমি কমছে, নদীগুলো দূষিত। এগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে আমাদের অভিযোজন ক্ষমতা কমছে। রাজনৈতিক অবস্থান সঠিক না হলে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান পাওয়া কঠিন। তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে এবং সঠিক বার্তা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, ইউনিভার্সিটিগুলোতে পলিথিন-প্রযুক্তির বিকল্প উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা উচিত। এ ধরনের পদক্ষেপ থেকে বড় পরিবর্তন সম্ভব।
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক এবং ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কুমরুল আহসান। সেমিনারে সভাপতিত্ব করেন ইউএপি’র বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. এম.এ. বাকি খলিলি।
#
দীপংকর/মেহেদী/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫৫ঘণ্টা
Handout Number: 2142
Rethinking Development Models and Lifestyles and
Capacity Building are Essential to Tackle Climate Change
--- Environment Advisor
Dhaka, 23 December 2024:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized the need to enhance the nation's capacity to address climate change, allocate a larger budget, and ensure its proper utilization. She highlighted the importance of preparing the youth to adapt to changes and rethink development models and lifestyles.
The advisor made these remarks today while addressing a program titled ÔCOP29: Expectations, Reality, and Lessons for the FutureÕ as the chief guest at the University of Asia Pacific (UAP).
The Environment advisor pointed out that the current economic model requires reevaluation in the context of climate challenges, as geographical existence is under threat due to climate change. She noted that there is no international definition of climate finance, and funds labeled under this category often fail to address the actual damage caused by climate change.
Addressing environmental challenges, Rizwana Hasan mentioned that 28% of air pollution originates from power plants, which remain inadequately controlled. She stressed the need to prioritize environmental justice alongside climate justice and urged immediate action to mitigate declining agricultural land and river pollution.
The advisor also remarked that environmental catastrophes are diminishing the country's adaptation capacity, not merely due to the lack of funds but because of systemic inefficiencies. To address these challenges on an international level, Bangladesh must establish a stronger political stance. The youth must be prepared to deliver the right, politically correct messages in negotiations.
Furthermore, the advisor encouraged universities to inspire students to innovate alternatives to polythene and plastic, as such initiatives could bring significant change.
Dr. Ainun Nishat, Professor Emeritus, BRAC University; Architect Mahbuba Haque, Chairperson, Board of Trustees (BOT), UAP; and Prof. Dr. Qumrul Ahsan, Vice Chancellor, UAP, were present as special guests. Chaired by Professor Dr. M. A. Baqui Khalily, Dean, School of Business, UAP. Keynote Paper was presented by Professor Dr. Suborna Barua, University of Dhaka.
Shawkat Ali Mirza, Director, Climate Change and International Convention, Department of Environment, Dr. Shah Abdul Saadi, Deputy Secretary, ERD, Ministry of Finance, Hafiz Khan, Environmental Lawyer; M. Zakir Hossain Khan, Chief Executive, Change Initiative; Md. Shamsuddoha, Chief Executive, Center for Participatory Research and Development (CPRD); Sharif Jamil, Member Secretary, Dhoritri Rokkhay Amra (DHORA); Barish Hasan Chowdhury, Campaign and Policy Coordinator, BELA were also present at the program.
#
Dipankar/Mehedi/Paban/Rana/Mosharaf/Joynul/2024/2050 hour
তথ্যবিবরণী নম্বর: ২১৪১
প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩.২৪ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান সরকার
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'Fourth Primary Education Development Programme (PEDP-4)' শীর্ষক কর্মসূচির Year-5 এর জন্য জাপান সরকার বাংলাদেশ সরকারকে ৫০০ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৩৮ দশমিক ৬৩ কোটি টাকা বা ৩ দশমিক ২৪ মিলিয়ন ইউএস ডলার) অনুদান সহায়তা প্রদান করবে।
গত ১৯ ডিসেম্বর এ বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট' ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori ‘বিনিময় নোট’ ও ঢাকায় নিযুক্ত জাইকা'র চিফ রিপ্রেজেন্টেটিভ ICHIGUCHI Tomohide ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।
PEDP-4’ শীর্ষক কর্মসূচিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জুলাই ২০১৮ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে কর্মসূচির জন্য গত চার বছরে জাপান সরকার মোট ২০০০ মিলিয়ন জাপানিজ ইয়েন অনুদান সহায়তা প্রদান করেছে। ৫ম বছরের জন্য জাপান সরকার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা আর্থিক ও বাজেট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নের কাজে ব্যবহৃত হবে।
দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার ৩২ দশমিক ৬১ বিলিয়ন ইউএস ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।
#
ফাতেমা/মেহেদী/পবন/রানা/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২৪/২০১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৪০
প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (YAO WEN) আজ বাংলাদেশ সচিবালয়স্থ উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
চীনা রাষ্ট্রদূত স্বাধীনতাত্তোর বাংলাদেশের সাথে গণচীনের পারস্পরিক দ্বিপক্ষীয় হৃদ্যতাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ঐতিহ্যের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন। তিনি জানান, এর ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চীন চিকিৎসা সেবা দিয়েছে, সেপ্টেম্বরে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ করে দক্ষতাভিত্তিক শিক্ষার উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। প্রাথমিক শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ সমাপ্তির পথে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর সকল কম্পোনেন্টে চীনের সহযোগিতা সম্প্রসারণে অনুরোধ করেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বিভিন্ন প্রকল্পে বিশেষ করে সাউথ সাউথ কো-অপারেশনের আওতায় অথবা ইআরডির মাধ্যমে সহযোগিতার ধারা অব্যাহত রাখা ও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, চীনা দূতাবাসের কাউন্সিলর কালচারাল লি সাওপেঙ (Li Shaopeng) এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৯
হাসান আরিফের রূহের মাগফেরাত
কামনায় সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্য প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের রূহের মাগফেরাত কামনায় বাংলাদেশ সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন সৎ, ধার্মিক, পরোপকারী, খাঁটি দেশপ্রেমিক এবং বিজ্ঞ আইনজ্ঞ। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন; তিনি জাতির কাছে সদা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রয়াত উপদেষ্টার পুত্র মোয়াজ আরিফ ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর ছিদ্দিক।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আজ সকালে প্রয়াত ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
#
আহসান/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৮
একনেকে ১ হাজার ৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেক’র চেয়ারপারসন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক’র সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘আশুগঞ্জ-পলাশ সবুজ’ প্রকল্প ও ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন’ প্রকল্প; বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ‘ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন’ প্রকল্প, ‘রশিদপুর-১১ নং কুপ (অনুসন্ধান কুপ) খনন’ প্রকল্প ও ‘২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯’ প্রকল্প: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন’ প্রকল্প এবং রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত)’ প্রকল্প ও ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্প।
পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত ৬টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যগণকে অবহিত করা হয়। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় বাতিলের জন্য অনুমোদন করা হয়। একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।
অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ; পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ একনেক সভায় অংশগ্রহণ করেন।
#
মাহমুদুল/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৭
সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড আদায়
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
আজ ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় তিনটি স্থানে অভিযান পরিচালনা করে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়েছে এবং ১টি শিল্প ও ৪শ’টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য ৪৪ হাজার ৬৭০ টাকা।
অভিযানকালে প্রায় ১ হাজার ৫শ’ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং কারখানাকে অর্থদণ্ডারোপকৃত ১ লাখ টাকা আদায় করা হয়।
#
শফিউল্লাহ/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৬
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
উপদেষ্টা আজ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টাৃপ্রফেসর মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা জানান, বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর দুইজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক।
#
ফয়সল/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৬০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৫
উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, DEVTHON 5.0-এ তরুণদের অংশগ্রহণ আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
উপদেষ্টা আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্বাধীনতা অডিটোরিয়ামে DEVTHON 5.0 এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, তরুণদের উদ্ভাবন শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মুহাম্মদ মাহবুব-উল আলম। DEVTHON 5.0 এর পাঁচটি পর্ব-ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক-তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।
#
দীপংকর/ফাতেমা/সাঈদা/আলী/শফিক/২০২৪/১৫৫৪ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৪
রাষ্ট্রপতির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি ও ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
#
রাহাত/ফাতেমা/সাঈদা/আলী/মানসুরা/২০২৪/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৩৩
বিজিবিকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):
বিজিবিকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
উপদেষ্টা আজ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। তিনি বলেন, সীমান্ত রক্ষাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ দেশগঠনমূলক বিভিন্ন কাজে বিজিবির ভূমিকা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে এ বাহিনীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজিবির (সাবেক বিডিআর) সাহসী ও গৌরবময় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বাহিনীর প্রায় ১২ হাজার বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীকসহ সর্বমোট ৮১৭ জন সদস্য মহান মুক্তিযুদ্ধে শহিদ হন। তিনি এসময় মহান মুক্তিযুদ্ধে তাঁদের গভীর আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উপদেষ্টা আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমণ্ডিত এক সুশৃঙ্খল বাহিনী। দেশমাতৃকার সেবায় নিয়োজিত বিজিবি সদস্যদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের দেশপ্রেম, সততা এবং অটুট মনোবল। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা ও চোরাচালান বন্ধ করতে বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক। একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব। তিনি বলেন, উন্নত সুশৃঙ্খল বাহিনীর সফলতা নির্ভর করে সত্যবাদিতা ও প্রতিটি স্তরে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার ওপর। উপদেষ্টা এসময় ‘চেইন অব কমান্ড’ সুদৃঢ়ভাবে অনুসরণ করে সততার সঙ্গে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ উপদেষ্টা ৩২ জন বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন। উল্লেখ্য, এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ সর্বমোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশ