Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০১৬

তথ্যবিবরণী ২১ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ২৩০৪

জনপ্রশাসন পদকপ্রাপ্তদের নাম ঘোষণা

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):

    জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকার এ বছর প্রথমবারের মতো  ‘জনপ্রশাসন পদক ২০১৬’ প্রদান করতে যাচ্ছে। এ উপলড়্গে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে এক  প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জাতীয় ও  জেলা পর্যায়ে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের  চৌধুরী অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই (শনিবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ করবেন। 

    জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্তরা হলেন - সাধারণ ড়্গেত্রে ব্যক্তিগত শ্রেণিতে বিসিএস (প্রশাসন) একাডেমির ড. রহিমা খাতুন, দলগত  শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক  (দলনেতা)  মো.  মোসত্মাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ  হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার  মো. মোতাহার  হোসেন; সাধারণ ড়্গেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট; কারিগরি ড়্গেত্রে ব্যক্তিগত শ্রেণিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সিদ্দিকী ও দলগত শ্রেণিতে নারায়নগঞ্জের জেলা প্রশাসক (দলনেতা) মো. আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিড়্গা ও আইসিটি) বেগম শাহীন আরা  বেগম, সহকারী কমিশনার  বেগম জয়া মারীয়া  পেরেরা ও  বেগম ফারহানা আফসানা চৌধুরী; কারিগরি ড়্গেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই  প্রোগ্রাম।

    জাতীয় পর্যায়ে পুরস্কার হিসেবে পদক (১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক),  ক্রেস্ট, সম্মাননাপত্র (সনদ) এবং নগদ অর্থ প্রদান করা হবে। ব্যক্তিগত অবদানের ড়্গেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং জনপ্রতি সর্বোচ্চ এক লাখ টাকা প্রদান করা হবে। দলগত অবদানের  ড়্গেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা প্রদান করা হবে। জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের ড়্গেত্রে ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগত অবদানের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

#

মোমিনুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ২৩০৩
একনেক সভায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
জাতীয় অর্থনৈতিক  পরিষদের নির্বাহী  কমিটি (একনেক) সভায় ঠাকুরগাঁও চিনিকল আধুনিকায়ন ও ঢাকা- চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনদেনিং এবং মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার (২) প্রকল্পসহ ৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৬৮ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ২৬ কোটি ৭২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা।
আজ ঢাকায় শেরে বাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব এবং সংশিস্নষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ, পরিকল্পনা সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ সভায় উপসি'ত ছিলেন।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল প্রেসবিফ্রিংয়ে বলেন, উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে ঠাকুরগাঁও  চিনিকলটিকে লাভজনক করার লক্ষ্যে চিনিকলের সাথে কো-জেনারেশন, সুগার রিফাইনারি, ডিস্টিলারি, বায়োগ্যাস পস্ন্যান্ট এবং বায়োকম্পোষ্ট পস্ন্যান্ট স'াপনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী  আখের পরিবর্তে সুগার বিট চাষে সংশিস্নষ্টদের উৎসাহিত করা এবং উৎপাদিত সুগার বিট সংগ্রহের যথাযথ ব্যবস'া গ্রহণের জন্য পরামর্শ দেন বলে পরিকল্পনা মন্ত্রী জানান। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের জন্য সভায় প্রধানমন্ত্রী সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন। রাজধানীর নিম্নআয়ের মানুষদের মধ্যে নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্মাণাধীন পানি শোধনাগার সমূহের নির্মাণ কাজ দ্রম্নতগতিতে শেষ করার ওপর গুরম্নত্বারোপ করেছেন। এছাড়া, দেশের পুরাতন মেডিকেল কলেজ হাসপাতালসমূহ বিশেষ করে ঢাকা মেডিকেল হাসপাতাল আধুনিক স'াপত্যশৈলিতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করার পদক্ষেপ দিতে সংশিস্নষ্টদের নির্দেশনা দিয়েছেন ।
আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে  ৪৫৯ কোটি ৫৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে “ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনদেনিং” প্রকল্প, ১,০৯০ কোটি ৮১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে  মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ারড পাওয়ার (২) (পিজিসিবি অংশঃ “মাতারবাড়ী-মদুনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন”) প্রকল্প , ৪১১কোটি ১০লাখ টাকা ব্যয়ে,“ঠাকুরগাঁও চিনিকলের পুরাতন যন্ত্রপাতি প্রতিস'াপন এবং সুপার বিট থেকে চিনি উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতিসংযোজন”,৭৯৫ কোটি ৭৭ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে “শিশু ও মাতৃস্বাস'্য এবং স্বাস'্য ব্যবস'ার উন্নয়ন” [কম্পোনেন্ট-২: দেশের ৭টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস'ার আধুনিকীকরণ]” প্রকল্প , ৩৫২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে “শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্প , ৩২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে “তারাইল-পাঁচুরিয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ (২য় পর্যায়)” প্রকল্প,২৬৮ কোটি ১৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে , “পদ্মানদীর ভাঙন হতে রাজশাহী মহানগরীর অনত্মর্ভুক্ত সোনাইকান্দি হতে বুলনপুর পর্যনত্ম এলাকা রক্ষা” প্রকল্প  এবং ৬০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে “ঢাকা ওয়াসার সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পের ফ্রেমওয়ার্কের আওতায় ঢাকা মহানগরীর খড় িওহপড়সব ঈড়সসঁহরঃু (খওঈ) এলাকার ঢাকা ওয়াসা কর্তৃক পানি সরবরাহ সেবার মান উন্নয়ন এবং ঢাকা ওয়াসার ফাইনান্সিয়াল মডেলিং ও কারিগরি সক্ষমতার উন্নয়ন”।
#
শেফায়েত/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩০২
শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাংস্কৃতিক কর্মকা- জোরদার করতে হবে
                                                       -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাংস্কৃতিক কর্মকা- জোরদার করার ওপর জোর দিয়ে বলেছেন, জাতীয় দিবসসমূহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না রেখে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে হবে। মহান মুক্তিযুদ্ধসহ হাজার বছরের গৌরবের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরে তাদেরকে জঙ্গি তৎপরতাসহ অন্যান্য অপসংস্কৃতি থেকে রক্ষা করা সম্ভব।
    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন।
    শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, অতীতে কোন কোন ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ উঠেছে কিন্তু গুলশান হোটেল ও শোলাকিয়া ঈদের জামাতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সে ধারণা পাল্টে দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছে। তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির সাথে বিচ্ছিন্নতার ফলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়–য়া উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা এ ধরনের ধ্বংসাত্মক জঙ্গি ভাবধারায় ঢুকে পড়তে পারে। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা বিষয় অধ্যয়ন বাধ্যতামূলক বলে মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
    শিক্ষামন্ত্রী জঙ্গি তৎপরতা রোধে মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশনা পালনের পাশাপাশি নিজেদের পরিবেশের সাথে সঙ্গতি রেখে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এ জন্য ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটাজির্  এবং ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সায়ীদ বক্তব্য রাখেন।
#
সাইফুল্লাহ/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩০১
মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী কর্মশালা
মাছে বিষাক্ত কেমিকেলের ব্যবহারে স¦াস্থ্য ঝুঁকির আশঙ্কা

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
    জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে ‘ঊহংঁৎরহম ঋড়ড়ফ ঝধভবঃু ধষষ ষবাবষং ড়ভ অয়ঁধপঁষঃঁৎব ঢ়ৎড়ফঁপঃরড়হ ধহফ ঝঁঢ়ঢ়ষু’ শীর্ষক কর্মশালায় বক্তারা মৎস্য খাদ্যে ২০০ রকমের বিষাক্ত কেমিকেলের অবৈজ্ঞানিক ও অযৌক্তিক ব্যবহারে জনগণের ভয়াবহ স্বাস্থ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন। তারা স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন ও আহরণের প্রয়োজনের ওপর জোর দিয়ে বলেন, নদী-পুকুরের মারাত্মক দূষণ এবং মাছের ও পশুখাদ্যে বিষাক্ত কেমিকেলের ব্যবহারের দরুণ আমাদের শরীর-স্বাস্থ্য হুমকির সম্মুখীন। এসব নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।
    বক্তারা দেশের ১২০টি ফিডমিলের প্রতি কঠোর নজরদারির মাধ্যমে স্বাস্থ্যসম্মত ফিড উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বলেন,  তা না করা গেলে জাতির যেমন ক্ষতি বাড়বে তেমনই মানসম্মত ও স্বাস্থ্যসম্মত মাছ রপ্তানি করা সম্ভব হবে না। চিংড়িসহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও বিদেশে চিংড়ি রপ্তানির হার কমার মূল কারণ উদ্ঘাটনের জন্যও তিনি মৎস্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
    মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের পরিচালক ড মাহমুদুল করিম।      
    মৎস্যমন্ত্রী মৎস্যখাতের উন্নয়নের কথা প্রসঙ্গে বলেন, বাংলাদেশ ২০১৮-১৯ সালেই আবার
মাছে-ভাতে বাঙালির গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে। ২০১৮-১৯ সাল নাগাদ দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বার্ষিক মাছের চাহিদা প্রায় ৪১ লাখ টন হলেও চলতি ২০১৫-১৬ সালে মাছের উৎপাদন সাড়ে ৩৮ লক্ষ মেট্রিক টনে পৌঁছবে।  
    তিনি চিংড়ি রপ্তানি বাড়াতে শিগগির একটি আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক সমন্বিত গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  
#
শাহ আলম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩০০

সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা পরিবার রুখে দাঁড়াও
                                             -- শিক্ষামন্ত্রী                  

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে আজ ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের অংশগ্রহণে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
    প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, আজ বাংলাদেশ যখন শিক্ষাসহ সর্বক্ষেত্রে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময় দেশি-বিদেশি চক্রান্ত ও মদদে দেশের কিছু সংখ্যক বিপথগামী ও বিভ্রান্ত ছাত্র-যুবক সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে যুক্ত হয়ে একের পর এক প্রাণহানি ও গুলশানের মতো পৈশাচিক হত্যাকা- সংঘটিত করছে। এদের আক্রমনের হাত থেকে শিক্ষক-শিক্ষার্থীরাও পরিত্রান পাচ্ছে না। দেশের উন্নয়নের অগ্রযাত্রা নির্বিঘœ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ শিক্ষা পরিবারের সকল সদস্যকে এদের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তিনি আহবান জানান।
    সমাবেশে সভাপতির বক্তৃতায় উপাচার্য বলেন, হাজার বছর ধরে দেশে গড়ে ওঠেছে শান্তি, সম্প্রীতি ও সহিষ্ণুতার সংস্কৃতি, যা বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি। সন্ত্রাস, জঙ্গিবাদ বাঙালির সমাজ, দর্শন ও আদর্শ পরিপন্থী। তিনি বলেন, একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা পরিচালিত না হয়, সেজন্য দেশের সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অবিলম্বে ভিজিলেন্স টিম গঠন করতে হবে।
    অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রায় এক হাজার দুই শত জন কলেজ অধ্যক্ষ যোগ দেন।
#

ফয়জুল/মোবাস্বেরা/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫৫৫ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯৯

‘জনপ্রশাসন পদক ২০১৬’ বিতরণ অনুষ্ঠান বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই) :
    আগামী ২৩শে জুলাই শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক ২০১৬’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৩.২ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।   
#
 
আবদুল/মোবাস্বেরা/রফিকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯৮

পির মাহতাবউদ্দিনের মৃত্যুতে নৌপরিবহণ মন্ত্রীর শোক

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান মাদারীপুর জেলার রাজৈর উপজেলাস্থ আমগ্রাম শাফিয়া শরীফের গদিনশিন পির সৈয়দ মাহতাবউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সৈয়দ মাহতাবউদ্দিন গতরাতে আমগ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।
                                            
#
জাহাঙ্গীর/মোবাস্বেরা/রফিকুল/শামীম/২০১৬/ ১৫৩৮ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২২৯৭
 মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৬ই শ্রাবণ (২১শে জুলাই):
বিশিষ্ট মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি----রাজিউন)। তাঁর মৃত্যুতে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শিরিন বানু মিতিল ১৯৭১ সালের ২৭শে মার্চ পাবনা পুলিশ লাইনে পুরুষবেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ভারতের গোবরা মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণশেষে ৯ নম্বর সেক্টরে মুক্তিসংগ্রামে অংশ নেন। তিনি পাবনার নগরবাড়ীর মুক্তিযোদ্ধা কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন। তাঁর মাতা সেলিনা বানু ছিলেন যুক্তফ্রন্টের এমপি।
    এক শোকবার্তায় স্পিকার বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন সময়ের সাহসী সন্তানকে হারালো। দেশপ্রেমিক এ মুক্তিযোদ্ধার মৃত্যু দেশের  জন্য এক অপূরণীয় ক্ষতি।
    স্পিকার মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা  জানান।
শিরিন বানু মিতিলের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
হুদা/মোবাস্বেরা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৫৩৫ ঘণ্টা      

Todays handout (6).doc Todays handout (6).doc