Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 24/02/2015

তথ্যবিবরণী                                                                                                                                                                                                নম্বর : ৫৫৭

৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও
৬শ’ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড

 ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    আজ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এর একটি অপারেশনদল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ‘এমভি মর্নিং সান-৫’ থেকে ৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং আউটপোস্ট এখলাসপুর থেকে অপর একটি অপারেশনদল অভিযান চালিয়ে ‘এমভি ফ্লোটিলা’ থেকে ৪শ’ ৮০ কেজি ও চাঁদপুর বড় স্টেশনের ভিআইপি ঘাট থেকে ১ শত ২০ কেজি জাটকা আটক করেছে।
    আটককৃত ৩ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬শ’ কেজি জাটকার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
    আটককৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।


#

ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৫৬


দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে নারীদের অর্থনৈতিকভাবে স¦াবলম¦ী করতে হবে
                                                        -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি)
    ব্রিটিশ ও অস্ট্রেলীয় সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে দারিদ্র্যদূরীকরণের জন্য সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারকরণ (এসজিএসপি) প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়সহ ৬ মন্ত্রণালয় এবং ইউকে এইড, অস এইড, ইউএনডিপি, বিশ্ব খাদ্যসংস্থা, বিশ্বব্যাংক ও মানুষের জন্য ফাউন্ডেশন এ প্রকল্পের সাথে যুক্ত। যার লক্ষ্য আগামী চার বছরে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি সংস্কার করা।
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুল কবির, দুর্যোগ ও ত্রাণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ এবং ডিএফআইডি’র আঞ্চলিক প্রধান ফারাহ কুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
    মেহের আফরোজ চুমকি বলেন, সরকার দারিদ্র্যবিমোচনে অন্যতম প্রধান কৌশল হিসেবে সামাজিক সুরক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। যথাযথ কর্মসূচি পরিচালনা করলে এ প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্র ও বিপন্ন মানুষ দারিদ্র্যের কবল হতে মুক্ত হতে পারবে।


#

খায়ের/ফায়জুল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ৫৫৫

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদ এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশগ্রহণ করেন।
    সুন্দরবনের শ্যালা নদীতে ইতিপূর্বে জ্বালানি তেলবাহী জলযান দুর্ঘটনার ফলে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের ওপর প্রভাব সম্পর্কিত জাতিসংঘ এবং বাংলাদেশের যৌথ সমীক্ষাদলের প্রতিবেদন ও করণীয় সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।    
    সুন্দরবনের শ্যালা নদীতে জ্বালানি তেলবাহী জলযান দুর্ঘটনার ফলে পরিবেশ ও প্রতিবেশের ওপর দীর্ঘমেয়াদি কি ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে বাংলাদেশ-জাতিসংঘ যৌথ বিশেষজ্ঞ  দলের রিপোর্ট হাতে পাওয়ার পর বন অধিদপ্তরকে খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিপার্টমেন্টকে সম্পৃক্ত করে একটি সমীক্ষা চালিয়ে অপঃরড়হ চষধহ তৈরি করার সুপারিশ করে কমিটি।
    গাজীপুর ও কক্সবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্কের কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখতে এবং পার্ককে কিভাবে আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে প্রতিবেদন প্রদানের জন্য তিন সদস্যবিশিষ্ট সাবকমিটি গঠন করা হয়। পলিথিন নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরকে আরো কার্যকর ভূমিকা রাখতে সুপারিশ করে কমিটি।
     পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#


সাব্বির/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৫৪

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা এবং জাহান আরা বেগম সুরমা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের অধীন জলমহাল এবং বালুমহাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি জলমহাল ও বালুমহাল সংক্রান্ত হাইকোর্টে যেসব মামলা এবং জেলা সদরে বিচারাধীন যে মামলা রয়েছে তা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপিল বোর্ড ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#


মৌমিতা/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ৫৫৩

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক আজ কমিটি সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মোঃ হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান,
মোঃ আব্দুল মতিন এবং লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন।
    আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঋণ কর্মসূচি বাস্তবায়ন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, ঈযরষফ ঝবহংরঃরাব ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ ওহ ইধহমষধফবংয (ঈঝচই), মৈত্রী শিল্পের কর্মচারীদের বেতনভাতা প্রদানের সর্বশেষ অগ্রগতি এবং চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী জাপান সফরের অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
    বৈঠকে আগামী বাজেটে অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। তাছাড়া অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা কর্মসূচির নীতিমালা সংশোধন করে উপজেলা কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    প্রত্যেক উপজেলায় ২টি ইউনিয়নে জধহফড়স ঝধসঢ়ষরহম করে সঠিকভাবে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিনা তা নির্ধারণের জন্যও বৈঠকে সুপারিশ করা হয়।
    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

এমাদুল/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৫২

স্পিকারের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং (গধ গরহময়রধহম) আজ ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় তাঁরা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। তাঁরা দু’দেশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণের অভাবে দেশে অনেক খাদ্য নষ্ট হয়ে যায়। স্পিকার রাষ্ট্রদূতকে খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেশের উন্নয়ন অগ্রগতিতে অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানান।
ড. শিরীন শারমিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও চীন ব্রিজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে সহায়তা অব্যাহত রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও শিক্ষার উপকরণ সরবরাহের পাশাপাশি শিক্ষাবিস্তারেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের মধ্যে সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন রয়েছে। তাদের ধর্মীয় সমানাধিকার সাংবিধানিকভাবেও স্বীকৃত।
চীনের রাষ্ট্রদূত রপ্তানি বাণিজ্যসহ সকলপ্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস দেন।
চীনা দূতাবাসের ডেপুটি চিফ অভ্ মিশন কু গুয়াংঝু (ছঁ এঁধহুযড়ঁ) এবং পলিটিক্যাল সেকশনের প্রধান হু হাইলিং (ঐঁ ঐধরষরহম) সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।


#

মঞ্জুর/ফায়জুল/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৫৫১


দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের আইডিকার্ড প্রদান


ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বর্তমান কমিশন দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান।
আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।
দুদক  চেয়ারম্যান বলেন, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো শুধু দমনের কাজই করতো-তাই ব্যুরো সফল হয়নি। তিনি বলেন, জাতিসংঘের টঘঈঅঈ এর সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর অধিকাংশ দেশই দুর্নীতি প্রতিরোধে গুরুত্বারোপ করেছে। এ প্রেক্ষিতে কমিশন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে।
তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আইডিকার্ডের যেন কোনোরকম অপব্যবহার না হয়। সভাপতি, সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পর্যায়ক্রমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের আইডিকার্ড প্রদান করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে কমিশনার মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা স্ব স্ব অধিক্ষেত্রে কমিশনের দূত হিসেবে কাজ করবেন। তিনি বলেন, প্রতিরোধ কমিটির সদস্যরা অরাজনৈতিক ও অবিতর্কিত ব্যক্তি। তাই তাদের অবিতর্কিত মনোভাব নিয়ে দুর্নীতি প্রতিরোধে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার ঘটেছে। তাই সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতির উৎস চিহ্নিত করে অঙ্কুরে বিনাশ করতে পারলেই দুর্নীতি দমন সহজ হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশনের কার্যাবলীকে এগিয়ে নেয়ার জন্য দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শুধু প্রতিরোধ সপ্তাহ বা বিশেষ দিনের মধ্যেই প্রতিরোধ কার্যক্রমকে সীমাবদ্ধ না রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রতিদিনই প্রতিরোধ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে।
কমিশনের সচিব মোঃ মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, জিআইজেড প্রতিনিধি মোঃ আলী রেজা এবং সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন খান নঈম বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, দেশের  প্রতিটি এলাকায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা, জেলা ও মহানগরপর্যায়ে গঠন করা হয়েছে দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ পর্যন্ত দেশের ৪২৭টি উপজেলা, ৬২টি জেলা, ১টি মহানগর ও ৮টি আঞ্চলিক মহানগর কমিটি গঠন করা হয়েছে। এখানে আরো উল্লেখ্য, আজ রাজধানীর রমনা, ওয়ারি, গুলশান, তেজগাঁও, মিরপুর মহানগর আঞ্চলিক কমিটি এবং ধামরাই, সাভার, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আইডিকার্ড প্রদান করা হয়েছে।


#


প্রণব/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ৫৫০

বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মোঃ আতিউর রহমান আতিক, মোঃ আবু জাহির, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কয়লা, তরল জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসনির্ভর নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সরকারি ও বেসরকারিখাতে গৃহীত নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রসমূহের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। এছাড়া, কমিটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে সরকারের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।  
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

নীলুফার/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                                                                                                            নম্বর : ৫৪৯

পিলখানা হত্যাকা-ে শহিদ ব্যক্তিবর্গের
শাহাদতবার্ষিকী পালনে নানা কর্মসূচি গৃহীত

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    ২০০৯ সালের পিলখানায় ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকা-ে শহিদ ব্যক্তিবর্গের স্মরণে আগামীকাল শাহাদতবার্ষিকী পালিত হবে।
    দিনের কর্মসূচি অনুুযায়ী শহিদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরান এবং বিজিবির সকল মসজিদে এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি, তিন বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
২৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় পিলখানায় বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহিদ ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহিদ ব্যক্তিবর্গের নিকটাত্মীয়, পিলখানায় কর্মরত সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ অংশগ্রহণ করবেন।


#

মোহসিন/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭২৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৪৮

মীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :

    দৈনিক ইত্তেফাক-এর সাবেক ফটো সাংবাদিক মীর মহিউদ্দিন সোহানের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোকপ্রকাশ করেছেন।

    মঙ্গলবার সকালে বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মীর মহিউদ্দিন সোহান মারা যান।

    তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আলোকচিত্র সাংবাদিকতায় দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মীর মহিউদ্দিন সোহানের অবদান ভুলবার নয়। তাঁর মৃত্যুতে দেশের সংবাদজগতের একজন খ্যাতিমান আলোকচিত্রশিল্পীর জীবনাবসান ঘটলো। তাঁর কর্মময় জীবন ও শিল্প প্রতিভা তরুণ প্রজন্মের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।

    মীর মহিউদ্দিন সোহান জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিনিয়র সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

#

আকরাম/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৪৭

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :

    দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক আজ কমিটি সভাপতি মোঃ মোতাহার হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

    বৈঠকে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন এবং মোঃ নজরুল ইসলাম বাবু অংশগ্রহণ করেন।

    বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার অসঙ্গতি দূর করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।

     রস্ক প্রকল্প পরিচালিত ‘‘আনন্দ স্কুল’’ পরিদর্শন করে গাণিতিক তথ্যের সাথে অর্থনৈতিক বিষয় সংযুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়। বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগের লক্ষ্যে নীতিমালা চুড়ান্ত করে কমিটিকে অবগত করা হয়।

    বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মিজানুর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৫৪৬

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মহান একুশে পালিত

ওয়াশিংটন, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :

    যথাযথ ভাবগা¤ভীর্যের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দু’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম¥দ জিয়াউদ্দিন ২১শে ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিনটির সূচনা করেন। এরপর আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত মোহাম¥দ জিয়াউদ্দিন তার বক্তব্যে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউরসহ সকল শহিদদের ¯মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ভাষা আন্দোলনে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও শ্রদ্ধাভরে ¯মরণ করেন। আলোচনা শেষে ৫২’র ভাষা আন্দোলনের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    ২২ ফেব্রুয়ারি বিকেলে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫২’র ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূত মোহাম¥দ জিয়াউদ্দিন তার স¦াগত বক্তব্যে একুশের ভাষা শহিদদের সুমহান ত্যাগের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও শ্রদ্ধাভরে ¯মরণ করেন। তিনি বিশ্বের সকল ভাষার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো ও বাংলা ভাষা শেখানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

    আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অভ মেরিল্যান্ডের ফেডারেল ও গ্লোবাল সেমিস্টার প্রোগ্রামের পরিচালক ড. যোয়ান বার্টন। তিনি তার বক্তব্যে মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মাতৃভাষায় কথা বলার অধিকারের ওপর আলোকপাত করেন এবং এ প্রসঙ্গে বাংলাদেশের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি আরো বলেন যে, বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্য দিয়ে বিশ্ব সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্য উদ্যাপনে সকলের এগিয়ে আসা উচিত।

    আলোচনা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ভারত, প্যারাগুয়ে, ইউক্রেন, এবং শ্রীলংকার শিল্পীরা অংশ নেন। দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ওয়াশিংটনস্থ বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ভাষাভাষীর বিদেশি অতিথি এবং প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কতৃক নির্মিত ‘‘মাই মাদার টাং” নামে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

#

মুহিত/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫০০ ঘণ্টা

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon