Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০৩/১২/২০১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৪৮ 

দুদিনব্যাপী বোস কনফারেন্স শুরু 

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টার ফর এডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস আয়োজিত দুদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক বোস কনফারেন্স বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে আজ এ কনফারেন্সের উদ্বোধন করেন।
    উদ্বোধনী বক্তৃতায় মন্ত্রী বলেন, সত্যেন্দ্রনাথ বসু (এসএন বোস) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। 
    পদার্থ বিজ্ঞান ও গবেষণার উন্নয়নে তাঁর অনন্য অবদান বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের। এসএন বোস আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিজ্ঞানচর্চা করে গেছেন। মন্ত্রী এসময় এসএন বোসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের বিজ্ঞানীদেরকে গবেষণার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
    অনুষ্ঠানে বোসের জীবন ও কর্মের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও এসএন বোসের ছাত্র অধ্যাপক পার্থ ঘোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বোস সেন্টারের প্রাক্তন পরিচালক  অধ্যাপক এএম হারুন-অর-রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ ও বোস সেন্টারের পরিচালক অধ্যাপক শামিমা কে চৌধুরী। 
#

কামরুল/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৪৭

যুব ও ক্রীড়া সচিবের পিতৃবিয়োগ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর শোক

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের পিতা ডা. কাজী 
বেলায়েত হোসেন (৮৫) আজ সকালে ঢাকাস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...............রাজেউন)।  
    মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
    ডা. কাজী বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। 
    এক শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#

শফিকুল/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৪৬

পররাষ্ট্র মন্ত্রীর সাথে প্রিন্স আমিন আগা খান এর সাক্ষাৎ

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
   করিম আগা খানের ব্যক্তিগত দূত প্রিন্স আমিন আগা খান তার পরিচয়পত্র আজ পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করেন। এরপর প্রিন্স আমিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
         সাক্ষাৎকালে প্রিন্স আমিন আগা খান বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন ও সংশ্লিষ্ট সেবাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কৌশলগত বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহের কথা জানান।
          পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স আমিনকে বাংলাদেশে স্বাগত জানান এবং একই সাথে আগা খান নেটওয়ার্ক বাংলাদেশে যেসব উদ্যোগ গ্রহণ করবে সেগুলোর ব্যাপারে বাংলাদেশের সকল প্রকার সাহায্যের আশ্বাস প্রদান করেন।
#
খালেদা/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৪৫

রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটিয়ে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করেছে
- শিল্পমন্ত্রী
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটিয়ে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ গড়ে ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এক্ষেত্রে রপ্তানিমুখী তৈরি পোশাক, হিমায়িত মৎস্যসহ কৃষিভিত্তিক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
শিল্পমন্ত্রী গতকাল অস্ট্রিয়ায় অনুষ্ঠিত ইউনিডোর ১৬তম সাধারণ অধিবেশন উপলক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য অব্যাহত বাণিজ্যিক সাফল্য (ঋড়ংঃবৎরহম ঞৎধফব চবৎভড়ৎসধহপব ভড়ৎ ওহপষঁংরাব এৎড়ঃিয ধহফ ঊসঢ়ষড়ুসবহঃ)’ শীর্ষক প্যানেল আলোচনায় এ কথা বলেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানটি সঞ্চালন করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এর সাবেক উপস্থাপক টড বেঞ্জামিন। এতে অন্যদের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন ও ইউনিডোর সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বেটার ওয়ার্কস্ অ্যান্ড বেস্ট স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম (ইঊঝঞ) শীর্ষক প্রকল্পের জাতীয় পরিচালক সালেহ্ আহমেদ, বিসিএসআইআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবায়েত জেসমিন বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রমমান ও পণ্যের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার গৃহীত নীতি সম্পর্কে বিস্তাারিত আলোচনা হয়। এসময় বিশ্ব বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশি তৈরি পোশাক, হিমায়িত মৎস্য, চিংড়িসহ অন্যান্য রপ্তানি পণ্য টিকে থাকার সক্ষমতা বাড়াতে বাংলাদেশে গুণগতমানের অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।  
অনুষ্ঠানে সঞ্চালক টড বেঞ্জামিন বলেন, বিশ্ব বাণিজ্য ও সাপ্লাই চেইনে বাংলাদেশ এখন একটি সুসংহত শক্তি। গত এক দশকে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে গুণগতমানের টেক্সটাইল, গার্মেন্টস্, হিমায়িত মৎস্য, চিংড়িসহ কৃষিভিত্তিক পণ্য সরবরাহে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তিনি ইউরোপিয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিকভাবে অনুসৃত উত্তম মান ব্যবস্থার আদলে বাংলাদেশে আন্তর্জাতিকমানের পরিচ্ছন্নতা, উন্নত গবেষণাগার ও পরীক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। 
প্যানেল আলোচনায় জানানো হয়, ইউরোপিয় ইউনিয়ন বেটার ওয়ার্কস্ অ্যান্ড বেস্ট স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশে ৩.২ মিলিয়ন চিংড়ি শ্রমিক এবং ৪.৬ মিলিয়ন গার্মেন্টস্ শ্রমিকের উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্যে গত পাঁচ বছরে প্রকল্প সাহায্য বরাদ্দ ২৩০ মিলিয়ন থেকে বাড়িয়ে ৬০০ মিলিয়ন  ইউরো করা হয়েছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে তৈরি পোশাক ও চিংড়ি শিল্পখাতের শ্রমিকের কর্মপরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য, সুপেয় পানি সরবরাহসহ বিভিন্নখাতে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।   
 আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে সরকারি সেবাদান প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে। সরকারের সুশাসনের ফলে উদ্যোক্তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। 
#
জলিল/অনসূয়া/শুকলা/আলী/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৪৪

যুব ও ক্রীড়া সচিবের পিতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের পিতা ডা. কাজী বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
    তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মানবদরদি চিকিৎসক হিসেবে ডা. কাজী বেলায়েত হোসেনের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর সুযোগ্য সন্তানগণ দেশসেবায় আত্মনিয়োগ করেছে, এটি তাঁর আত্মাকে শান্তি দেবে।
    উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বভার গ্রহণের আগে কাজী আখতার উদ্দিন আহমেদ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
    বুধবার গভীর রাতে বাধ্যর্কজনিত কারণে ডা. কাজী বেলায়েত হোসেন ঢাকার বনশ্রীতে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.................রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী, ছয়পুত্র ও তিন কন্যাসহ তিনি অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। পটুয়াখালীর বাউফলে নিজ আবাসস্থলে তাঁর দাফন সম্পন্ন হবে।    
    হাসানুল হক ইনু প্রয়াত ডা. কাজী বেলায়েত হোসেনের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  
#

যুব ও ক্রীড়া সচিবের পিতার মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের পিতা ডা. কাজী বেলায়েত হোসেনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন এর সভাপতি মো. জয়নাল আবেদীন এবং মহাসচিব স ম গোলাম কিবরিয়া গভীর শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#

আকরাম/অনসূয়া/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা  

Todays Handout.doc Todays Handout.doc