Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৬

তথ্যবিবরণী ১৮/০৩/২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯১০

ত্রিপুরা সফরশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দেশে ফিরেছেন

আগরতলা, ত্রিপুরা (ভারত), ৪ চৈত্র (১৮ মার্চ) :

    ত্রিপুরায় তিনদিনের সফরশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ দেশে ফিরেছেন। দেশে  ফেরার প্রাক্কালে তিনি ত্রিপুরা লেজিসলেটিভ এসেম্বলির ডেপুটি স্পিকার পবিত্র করের সাথে সাড়্গাৎ করেন এবং বাজেট অধিবেশন প্রত্যড়্গ করেন। 

    সফরকালে ১৬ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে তাঁর কার্যালয়ে সাড়্গাৎ করেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  মহান স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরার সরকার ও জনগণ যে সহায়তা করেছে তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মন্ত্রী বলেন, ‘৭১এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় সেখানকার জনসংখ্যার চেয়েও বেশি শরণার্থী আশ্রয় পেয়েছিল যা বিশ্বের ইতিহাসে বিরল। 

    সাড়্গাৎকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা ভারতীয় জনগণকে অনুপ্রাণিত করে। মিত্রতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দু’দেশ জঙ্গিবাদ দমনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ত্রিপুরা সফরকালে মন্ত্রী ১৭ মার্চ রাজ্যের বিলোনিয়া জেলার চোত্তাখোলায় ভারত-বাংলা মৈত্রী পার্ক পরিদর্শন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে এ পার্ক এবং  সেখানে ভাস্কর্য তৈরি হচ্ছে। ঐদিন তিনি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলড়্গে সুকানত্ম মিলনায়তনে এক আলোচনাসভা এবং বঙ্গবন্ধুর ওপর ভারতীয় লেখক ড. দেবব্রত দেব রায়ের  লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জীবন ও সংগ্রাম’ এবং ‘বঙ্গবন্ধুর জীবনের স্মরণীয় ঘটনা ’ দু’টি গ্রনে'র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ  দেন। 

#

মারম্নফ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০৯

দেশ গড়ার কাজে অংশ নিতে নারীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

ঈশ্বরদী (পাবনা), ৪ চৈত্র (১৮ মার্চ) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দেশের নারীদের উচ্চশিড়্গায় শিড়্গিত হয়ে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। 

মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন, স্মরণিকা প্রকাশ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, নারীদের অবমাননার কোনো সুযোগ নেই। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতাও নারী। নারীর ড়্গমতায়ন, নারীর উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

    তিনি বলেন, প্রতিরড়্গা বাহিনী, পুলিশ, বিজিবি ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীরা অত্যনত্ম দড়্গতার স্বাড়্গর রাখছে। দেশের প্রতিটি শিড়্গা প্রতিষ্ঠানকে মানসম্মত করে গড়ে তুলতে তিনি সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান। 

    মন্ত্রী সুশিড়্গায় শিড়্গিত হয়ে নিজেদের এলাকাকে আলোকিত করতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। 

    তিনি বলেন, ভূমিহীনদের কৃষিজমি বন্দোবসত্ম প্রদানের ড়্গেত্রে নারীদের প্রতি গুরম্নত্ব দেয়া হয়েছে। ভূমি বন্দোবসত্ম নীতিমালায় নারীর সদিচ্ছা ছাড়া বন্দোবসত্মীয় জমি হসত্মানত্মর ও বিক্রি করার সুযোগ নেই।
    
    কলেজের অধ্যড়্গ আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া উপসি'ত ছিলেন। 
#

রেজুয়ান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

Handout                                                                                             Number : 908

 

Bangabandhu's birth anniversary observed in Tashkent

 

Tashkent (Uzbekistan), March 18 :

 

Bangladesh Embassy in Tashkent celebrated the birth anniversary of the Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children Day  with due dignity and festivity at the chancery yesterday.

 

The programme began with due respect and honour to Bangabandhu Sheikh Mujibur Rahman. The Ambassador of Bangladesh to Tashkent Mosud Mannan chaired the programme.

 

At the outset, special prayer was offered seeking eternal peace of the departed soul of the Father of the Nation and blessing of the Almighty for peace and prosperity of the Government and the people of Bangladesh.

 

Certificates were distributed among the students by Ambassador who participated in the poster competition. Students from British School and Mirzo Ulugbek School participated in the competition focused on 'World Peace and Bangabandhu'.

 

In his speech, the Ambassador paid homage to the Father of the Nation and recalled with due respect his long struggle to give the children of his country a happy and prosperous future. Officers and Staffs of the Mission, children from various local schools, NRBs and cultural personalities participated.

 

The programe concluded with cutting of cake for Birthday of Bangabandhu. 

 

#

 

Nripendra/Mizan/Nabi/Sanjib/Selim/2016/2000 Hrs

 

Handout                                                                                             Number : 907

 

Bangabandhu's birth anniversary observed in Yangon

 

Yangon (Myanmar), March 18 :

 

            Bangladesh Embassy in Yangon has celebrated birth anniversary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children Day in a befitting manner yesterday.

 

            The program commenced with the reading out of the messages of the President, Prime Minister, Foreign Minister and State Minister for Foreign Affairs of Bangladesh. A short documentary was displayed featuring the life of the father of the nation, his political career and his dream of a Golden Bengal to inspire the children of the Bangladesh community.

 

            A cultural program was organized with the participation of the children from the expatriate Bangladeshi community. The children also participated in an art competition on the themes 'Bangabandhu' and 'Bangladesh'.

 

#

 

Mizan/Sanjib/Selim/2016/1940 Hrs

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০৬

ইতালিতে জাতির পিতার জন্মবার্ষিকী উদ্‌যাপিত

মিলান (ইতালি), ১৮ মার্চ :

    ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট  জেনারেলের উদ্যোগে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। যথাযোগ্য মর্যাদা এবং প্রবাসী বাংলাদেশিদের শ্রদ্ধা ভালবাসায় দিবসটি উদ্‌যাপিত হয়।

    অনুষ্ঠানের শুরম্নতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। 

    মিলানে বাংলাদেশের কনসাল  জেনারেল  রেজিনা আহমেদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রকৃত অর্থেই অভিন্ন ও একাত্ম। বঙ্গবন্ধু শোষণ, বঞ্চনা, ড়্গুধামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন  দেখতেন। তিনি শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুযোগ্য  বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশিদের নিয়ে কাজ করা বিশিষ্ট আইনজীবী দাভিদে ভিরারদি। এছাড়াও অনুষ্ঠানে স'ানীয় রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুকিশোররা কবিতা, নৃত্য ও গান পরিবেশন করে। 

    দিবস উপলড়্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

    কনসাল  জেনারেল স'ানীয়  নেতৃবৃন্দ ও উপসি'ত শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।
    
#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০৫

কলম্বোয় জাতির পিতার জন্মবার্ষিকী উদ্‌যাপন

কলম্বো (শ্রীলঙ্কা), ১৮ মার্চ :

    যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনায় গতকাল  কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়। দিবস উপলড়্গে দূতাবাস প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রীলংকায় প্রবাসী বাংলাদেশিসহ মিশনের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।    

    হাইকমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর শিশুদের নিয়ে হাইকমিশনার বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

    প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে এক আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনালেখ্য তুলে ধরেন। শিশুদের জন্য আয়োজিত বঙ্গবন্ধুর জীবনের ওপর বয়সভিত্তিক দু’টি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জীবনের ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু: আমাদের মহান নেতা’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

       হাইকমিশনার তারিক আহসান অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং একটি শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজব্যবস'ার ওপর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার ড়্গেত্রে বঙ্গবন্ধুর অবদানের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বর্তমানেও প্রাসঙ্গিক। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে রূপানত্মরিত হবার যে স্বপ্ন দেখছে তা বাসত্মবায়নে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণের মাধ্যমে আজকের শিশুদেরকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। 

#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০৪

ইসলামাবাদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ইসলামাবাদ (পাকিসত্মান), ১৮ মার্চ :

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস গতকাল যথাযথ উৎসাহ-উদ্দীপনার সাথে পাকিসত্মানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে পালিত হয়।

    দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাকিসত্মানে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

    হাইকমিশনের সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ এবং শিশুরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করেন। 

    পুষ্পসত্মবক অর্পণ শেষে হাইকমিশনার শিশুসহ সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

    দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় হাইকমিশনার জাতির পিতার স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করে সকলকে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তাঁর স্নেহ-মমতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

    জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশি শিশুরা হাইকমিশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া, শিশুরা বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা আবৃত্তি করে।  

    চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তিতে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

    পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

#

ইকবাল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০৩

জাতিসংঘ বাংলাদেশ স'ায়ী মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র), ১৮ মার্চ :

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলড়্গে গতকাল জাতিসংঘে বাংলাদেশ স'ায়ী মিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়। 

    অনুষ্ঠানের শুরম্নতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

    এ উপলড়্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স'ানীয় প্রবাসী বাঙালি ও মিশনের কর্মকর্তা কর্মচারীদের সনত্মান অংশগ্রহণ করে। 

    দিবস উপলড়্গে আলোচনায় বাংলাদেশের স'ায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে জাতির পিতাকে বছরের প্রতিটি দিনই স্মরণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে। 

    তিনি বলেন, ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বৈরিতা নয়’  বঙ্গবন্ধুর এ বাণী বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এই নীতির আলোকে স'ায়ী মিশন জাতিসংঘে অবদান রেখে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন তুলে ধরা হচ্ছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
    
    পরে স'ানীয় তিনটি বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশুশিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
    
    অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিকসহ প্রবাসীরা উপসি'ত ছিলেন।    

#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯০২

                                     প্রতিটি স্কুলে মনোবিজ্ঞানী নিয়োগ দেয়া হবে
                                         -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :

    দেশের প্রতিটি স্কুলে একজন করে মনোবিজ্ঞানী নিয়োগ করা হবে।

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আজ  ঢাকার  ইস্কাটনে বিয়াম মিলনায়তনে  এক আনত্মর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলন  উদ্বোধনকালে একথা বলেন। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এবং দড়্গিণ এশীয় মনোবিজ্ঞান সমিতি দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

    শিড়্গামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ইভটিজিং, মাদকাসক্তিসহ বিভিন্ন কিশোর অপরাধ প্রশমনে মনোবিজ্ঞানীরা  ভূমিকা রাখতে পারেন। কাউন্সেলিংয়ের মাধ্যমে  শিড়্গার্থীদের বয়ঃসন্ধিকালীন অসি'রতা দূর করতেও তাঁরা গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

    জনাব নাহিদ বলেন, শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী করতে ডিগ্রিপ্রাপ্ত প্রফেশনাল মনোবিজ্ঞানী না পাওয়া গেলে স্কুলে কর্মরত শিড়্গকদের মধ্য থেকে একজনকে সংশিস্নষ্ট বিষয়ে প্রশিড়্গিত করে আপাতত মনোবিজ্ঞান শিড়্গকের দায়িত্ব দেয়া হবে। 

    ‘গুণগত মানসমপন্ন শিড়্গা নিশ্চিত করার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস'াপনা’ শিরোনামে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিড়্গার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ চৌধুরী, শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরম্নণা বিশ্বাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারম্নন অর রশিদ, ঢাকা শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক,  মনোবিজ্ঞানী প্রফেসর হামিদা আক্তার বেগম, প্রফেসর রওশন আলী, প্রফেসর নাসরীন ওয়াদুদ, প্রফেসর আজিজুর রহমান এবং প্রফেসর  আনোয়ারম্নল হাসান সুফি বক্তব্য রাখেন।

#

সাইফুলস্নাহ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯০১ 

ইসত্মানবুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ইসত্মানবুল (তুরস্ক), ১৮ মার্চ :

    ইসত্মানবুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গতকাল যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদ্‌যাপন করে। কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা কর্মচারী, ইসত্মানবুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও শিড়্গার্থীরা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

    দিবস উপলড়্গে কনস্যুলেট জেনারেল আলোচনাসভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন আলোচনাসভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

    কনসাল জেনারেল তাঁর বক্তব্যে গণমানুষের মুক্তির সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।  তিনি বঙ্গবন্ধুর আদর্শ, আত্মত্যাগ, দৃঢ়তা ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের জীবন গঠনের জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। 

    আলোচনাশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  
    
    পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে 
দোয়া অনুষ্ঠিত হয়।

#
মিজান/সঞ্জীব/আব্‌বাস/২০১৬/ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯০০ 

শিড়্গিত নারীদের হোমিও চিকিৎসাসেবায় এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর
                                                       

ঈশ্বরদী, ৪ চৈত্র (১৮ মার্চ) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শিড়্গিত নারীদের হোমিওপ্যাথি শাস্ত্রে অধ্যয়ন শেষে চিকিৎসাসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

ভূমিমন্ত্রী আজ ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দুইদিনব্যাপী সায়েন্টিফিক হোমিওপ্যাথিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, হোমিওপ্যাথি চিকিৎসাসেবার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আনত্মরিক। সারাদেশে ৫২টি হোমিও কলেজ স'াপন করে বর্তমান সরকার হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের সুযোগ করে দিয়েছে। নারীদের এ পেশায় এগিয়ে আসার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা আরো সহজলভ্য হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।  

    তিনি বলেন, হোমিও চিকিৎসা বিজ্ঞানসম্মত চিকিৎসা। হোমিও চিকিৎসাসেবার মান বাড়াতে তিনি সংশিস্নষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

    ডা. এস এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের কলকাতার হোমিও চিকিৎসক ডা. শ্যামল কুমার দাস, পাবনা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের সভাপতি ডা. নাজির হোসেন, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও ঈশ্বরদী উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া বক্তব্য রাখেন।

#
রেজুয়ান/মিজান/সঞ্জীব/আব্‌বাস/২০১৬/১৭১৬ ঘণ্টা 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon