Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 26/02/2015

Handout                                                                                              Number : 587

 

FES Calls on FM to discuss cooperation

 

Dhaka, February 26 :

 

            The Resident Representative of the German Political Foundation - Friedrich-Ebert-Stiftung (FES) in Bangladesh Dr. Henrik Maihack paid a courtesy call on to Minister of Foreign Affairs Abul Hassan Mahmood Ali at the latter’s office today.


            During the meeting, a letter from the Chairman of FES Kurt Beck, was handed over to the Minister by Dr. Maihack inviting the Minister to the FES HQ in Berlin. They also discussed areas and ways of deepening of cooperation and interaction between the Ministry of Foreign Affairs and the FES.


            The Foreign Minister welcomed the opening of the FES office in Dhaka in 2014; and encouraged FES to continue its valuable work in Bangladesh contributing to Bangladesh’s socio-economic development and wider regional cooperation.

 

            Dr. Maihack thanked the Minister for the exceptional support and encouragement that FES has received from the Ministry of Foreign Affairs during its opening process and since then. He expressed his hope that as FES has now become fully operational in Bangladesh, that the engagement of FES in and with Bangladesh can be further strengthened.

 

            Dr Maihack underlined that broad areas of engagement for mutual collaboration and discourse could include economic issues that hold significance for Bangladesh’s long-term growth and development; advancement of regional and sub-regional cooperation within and beyond South Asia; and aspects relating to the sustainable development of Bangladesh.

 
            The Friedrich-Ebert-Stiftung (FES) is a non-profit German foundation funded by the Government of the Federal Republic of Germany, headquartered in Bonn and Berlin. It was founded in 1925 and is named after Germany’s first democratically elected President Friedrich Ebert. FES is committed to the advancement of both socio-political and economic development in the spirit of social democracy, through civic education, research, and international cooperation. It has currently 107 offices across the world. FES has remained active in South Asia for the past decades supporting to build consensus on various issues of regional cooperation with a wide range of stakeholders.

#

 

Shudana/Faizul/Mizan/Zashim/Selim/2015/2030 Hrs

 

Handout                                                                                             Number : 586

 

Bangladesh elected to Board of Trustees of AIT

Bankok (Thailand), February 26 :

 

            Bangladesh Ambassador to Thailand Saida Muna Tasneem was unanimously elected as a member of the Board of Trustees of Asian Institute of Technology (AIT) in Bangkok today. Bangladesh’s nomination was proposed by  Chairman of the Board of Trustees of AIT and former Foreign Minister of Thailand Subin Pinkayan and seconded by India, Pakistan, Nepal, Vietnam and other members. Ambassador Tasneem was also made Chairperson of the newly formed five-member ‘Taskforce on Campaign for AIT Funding’ which also comprises Professor Emeritus and former Deputy Prime Minister and Interim Minister of Foreign Affairs of Thailand Sahas Bunditkul.

            AIT established in 1959, now ranks number two in among Thai Universities, within top ten among Asian universities and within top Two hundred and fifty in world ranking. Nearly One thousand and one hundred Bangladeshi students have graduated in engineering, technology, environment, energy, IT, banking and management and gender studies from AIT in  graduate, post graduate and PhD studies. Around four thousand civil servants, bankers and professionals from Bangladesh have also participated in the short-term training courses in AIT.

            In the Trustees meeting Bangladesh Ambassador reaffirmed the commitment of the present government of Bangladesh to engage more proactively with AIT including efforts to increase the number of Bangladeshi students in exchange and integrated graduate and post-graduate programmes between AIT and different Universities of Bangladesh.

#

 

Faizul/Mizan/Sanjib/Selim/2015/2040 Hrs

তথ্যবিবরণী                                                               নম্বর :  ৫৮৫

 

পিলখানা হত্যাকা-ে শহিদ ব্যক্তিবর্গের শাহাদতবার্ষিকী পালন

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

 

    ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকা-ে শহিদ ব্যক্তিবর্গের স্মরণে আজ ঢাকায় পিলখানাস্থ বিজিবি সদরদপ্তরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবি সদরদপ্তরের ঊর্র্ধ্বতন কর্মকর্তা, শহিদ পরিবারের নিকট আত্মীয়গণ, সকল পর্যায়ের বিজিবি সদস্য ও তাদের পতœীগণ অংশগ্রহণ করেন।

 

    এরআগে আজ সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক তাঁর কার্যালয়ে পিলখানায় হত্যাকা-ে শাহাদতবরণকারী তৎকালীন বিডিআর এর কেন্দ্রীয় সুবেদার মেজর মোঃ নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম এর হাতে ব্যাংকার্স এসোসিয়েশনের প্রতিশ্রুত বার্ষিক অনুদানের ৪ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিজিবি সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

 

মোহসিন/ফায়জুল/নবী/জসীম/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫৮৪

 

দুর্নীতি প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দুদক

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

 

    পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বর্তমান কমিশন UNCAC এর সনদ অনুযায়ী দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান।

 

    আজ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

 

    দুদক চেয়ারম্যান বলেন, ১৯৪৭ সাল থেকেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। এ সংগ্রামে আমরা পুরোপুরি সফল না হলেও একেবারে ব্যর্থ নই। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন সমাজে সৎ ও সাদা মনের মানুষদের নিয়ে দেশের সকল জেলা, উপজেলা, নগর ও মহানগর পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ সকল সাদা মনের মানুষের সাথে কাজ করার ক্ষেত্রে কমিশনের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কোনো কাজ না করতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের প্রতি কর্মকর্তাদের আগ্রহের বিষয়টি ভবিষ্যতে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে প্রতিফলনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

    কমিশনের সচিব মোঃ মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদক কমিশনার মোঃ সাহাবুদ্দিন ও ড. নাসির উদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন এবং জিআইজেড প্রতিনিধি টিম ফানমুলার বক্তৃতা করেন।

 

    উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন ও জিআইজেড’র সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। কমিশনের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং সমমর্যাদা সম্পন্ন পদের ২৯ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

#

 

প্রণব/ফায়জুল/মিজান/জসীম/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫৮৩

 

আগামীকাল ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন এবং

বাংলাদেশের যৌথ কমিশনের মিটিং 

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

 

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত সাবগ্রুপের ৬ষ্ঠ সভা আগামীকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় এবং ইইউ ১৪ সদস্যবিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন ইইউ-এর দক্ষিণ ও  দক্ষিণ পূর্র্ব এশিয়া ইউনিটের উপপ্রধান ডায়না একনসিয়া। বাংলাদেশস্থ ইইউ-এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন ডেলিগেশনে অন্তর্ভুক্ত আছেন।

 

    সভার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সাথে ইউরোপীয় জোটভুক্ত দেশসমূহের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বাধা চিহ্নিতকরণ এবং তা দূরীকরণে করণীয় নির্ধারণ এবং সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ।

 

    এ সভার প্রধান আলোচ্য বিষয়গুলো হলো : ইইউ-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ; ডব্লিøউটিও বালি কনফারেন্সে সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয়; আঞ্চলিক বাণিজ্য (সাফটা, সাটিস, বিমসটেক, টিপিএস-ওআইসি) সম্প্রসারণ ও এর প্রভাব; সাসটেইনাবিলিটি কমপ্যাক্ট বাস্তবায়ন; শিপিং সার্ভিসেস; বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও ট্রিপস চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

 

    আশা করা হচ্ছে উক্ত সভায় বিমান চলাচল সংক্রান্ত বাংলাদেশ-ইইউ Horizontal Aviation চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়াও সভায় বাংলাদেশের রপ্তানির অধিকতর বৃদ্ধির লক্ষ্যে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত ও  দূর করার উপায় নির্ধারণ  বিষয়ে  সভায় আলোচনা হবে।

 

    উল্লেখ্য, বাংলাদেশের সাথে ইউরোপীয় জোটভুক্ত দেশসমূহের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গঠিত ইইউ-বাংলাদেশ জয়েন্ট কমিশনের আওতায় এ ট্রেড সাবগ্রুপ গঠিত হয়েছে। ২০১১ সালে সাবগ্রুপের পঞ্চম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।

 

    বিকেল ৪টা ৪৫ মিনিটে পদ্মায় মিটিং-এর সার্বিক বিষয় নিয়ে একটি যৌথ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। উভয় ডেলিগেশনের প্রধান এ প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখবেন।

#

 

বকসী/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর :  ৫৮২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের

ফেব্রুয়ারি মাসের বেতন ভাতাদির চেক ব্যাংকে হস্তান্তর

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা)  শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতাদির সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

    আগামী ৮ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

    এছাড়াও, জানুয়ারি মাসের বেতন ভাতার এমপিও কপি, ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।  

      #

শফিকুল/ফায়জুল/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৫৮১

তরুণসমাজ তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুব সম্পদে পরিণত হচ্ছে

                                                                   -- আইসিটি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের এগার কোটি তরুণসমাজ তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুব সম্পদে পরিণত হচ্ছে। তিনি বলেন, শ্রমনির্ভর অর্থনীতির পাশাপাশি বাংলাদেশ মেধা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

    প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামে জিমনেসিয়াম প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীন ডিজিটাল উদ্ভাবনী মেলা’র উদ্বোধনকালে এসব কথা বলেন।

    আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাকলিয়া ও রাউজানসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাইবার সিটি ও হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। সরকার প্রশিক্ষণের মাধ্যমে আইসিটিভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি করছে। ২০২১ সাল নাগাদ আইসিটিখাত থেকে রপ্তানি আয় জিডিপি’র এক শতাংশ ছাড়িয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

    চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার বক্তৃতা করেন।

    তিন দিনব্যাপী এ মেলায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ১২০টি স্টলে প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান বিষয়ে জনসাধারণকে অবহিত করছে এবং বিভিন্ন সেবা প্রদান করছে।

    আগামী ২৮ ডিসেম্বর এ মেলা শেষ হবে।

#

 

সাইফুল/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৫৮০

 

অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনকে

যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটির সম্মাননা প্রদান

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ব্যারি (ইধৎৎু) ইউনিভার্সিটি “ডিসটিংগুইস্ড এলামনাই অ্যাওয়ার্ডস্ (উরংঃরহমঁরংযবফ অষঁসহর অধিৎফং) সম্মাননা প্রদান করেছে।

১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডার মায়ামিতে ব্যারি ইউনিভার্সিটি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

সম্মাননার সাইটেশনে উল্লেখ  করা হয়, সায়মা একজন মনোবিজ্ঞানী এবং শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা। তিনি ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে ¯œাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তাঁর গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অভ্ সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয়।

সায়মা ওয়াজদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং ¯œায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। প্রথমে নিজের দেশ বাংলাদেশে কাজ করেন এবং পরবর্তীতে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থায় কাজ করেন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্যসংস্থা তাঁকে জনস্বাস্থ্য বিষয়ে “হু এক্সিলেন্স অ্যাওয়ার্ডে (ডঐঙ ঊীপবষষবহপব অধিৎফং)” ভূষিত করে। আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য সেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সায়মা ওয়াজেদ হোসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

#

 

মিনা/ফায়জুল/মিজান/রফিকুল//জয়নুল/২০১৫/১৯৩৫ঘণ্টা

 

                                                                                 

  তথ্যবিবরণী                                                                                                                                                                                   নম্বর : ৫৭৯

 

গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে জড়িত সুশীল সমাজের

লেবাসধারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

সুশীল সমাজের ব্যক্তি সেজে যারা গণতন্ত্র হত্যার অপচেষ্টা চালাচ্ছেন তাদের সম্পর্কে জাতিকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

মন্ত্রী আজ রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনারকক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মানবাধিকার রক্ষায় চলমান রাজনীতি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে না স্বাধীন বাংলাদেশে তাদের বসবাস করার অধিকার নাই। তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে, তারা গণতন্ত্র, মানবিকতা ও স্বাধীনতার শত্রু। তিনি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

জনাব শরীফ বলেন, একসময় স্বৈরতান্ত্রিক সরকার মানুষ মারত অথচ এখন স্বৈরতান্ত্রিক দলীয় নামধারী স্বাধীনতাবিরোধীরা মানুষ মারছে। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতাবিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শরীফ।

তিনি বলেন, মানুষ পুড়িয়ে হত্যাসহ, রাষ্ট্রীয় জানমাল ও ভূমি অফিসের কাগজপত্র, বালাম বই, গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পুড়িয়ে দিয়ে ধ্বংসলীলায় মত্ত স্বাধীনতাবিরোধী অপশক্তির চ্যালাদের এখনই প্রতিহত করতে হবে।

মন্ত্রী বাঙালি জাতিকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর আধুনিক সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাকর্মযজ্ঞে শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শিরিন আখতার, কবি মুহম্মদ নূরুল হুদা, সাংবাদিক সহিদুল ইসলাম খোকন ও শাহাদাৎ হোসেন মুন্না বক্তব্য রাখেন।

#

 

রেজুয়ান/ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ৫৭৮

 

সোয়াইন ফ্লুসহ যেকোনো সংক্রামক

রোগের বিস্তার মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত

-- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ভারতের সোয়াইন ফ্লু বিস্তারের কারণে বাংলাদেশের মানুষকে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, সোয়াইন ফ্লুসহ যেকোনো সংক্রামক রোগের বিস্তার মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশে যাতে এর সংক্রমণ না ঘটে এজন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপসহ জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ ঢাকার হযরত শাহ্জালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর সভাকক্ষে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে এক জরুরিসভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সোয়াইন ফ্লু বিস্তার প্রতিরোধে ইতোমধ্যে জেলাপর্যায়ে মেডিকেল সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকার জেলাগুলোতে এ দলগুলোকে সার্বক্ষণিক সতর্ক রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসময় প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ ও মজুত করার জন্য নির্দেশ দিয়ে বলেন, বক্ষব্যাধি হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে এজন্য বিশেষ ইউনিট পৃথকভাবে খোলার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাঁকে  ঐ ইউনিটে প্রেরণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এসময় তিনি সোয়াইন ফ্লু-এর মতো বিশেষ রোগের জন্য দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত থার্মাল স্ক্যানারগুলোকে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে বলেন, সববন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কর্তব্যরত মেডিকেল টিমগুলোকে সতর্ক থেকে এ সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, এ ধরনের সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ সবসময় সফল হয়েছে। সম্প্রতি আফ্রিকার ইবোলা ভাইরাস সংক্রমণ এর মতো ভয়াবহ পরিস্থিতিতেও দেশে যে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে তাও সফলভাবে কার্যকর হয়েছে।

 পরে তিনি বিমানবন্দরে বিশেষ মেডিকেল টিম এবং স্থাপিত থার্মাল স্ক্যানারের কার্যক্রম পরিদর্শন করেন।

#

পরীক্ষিৎ/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ৫৭৭

 

ভূতত্ত্ব বিষয়ক গবেষণা বাড়িয়ে
খনিজসম্পদের অর্থনৈতিক গুরুত্ব নিরূপণ করা আবশ্যক
                                                 -- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূতত্ত্ব বিষয়ক গবেষণা বাড়িয়ে বিদ্যমান খনিজসম্পদ আবিষ্কার ও এর অর্থনৈতিক গুরুত্ব নিরূপণ করা আবশ্যক। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কাজের পরিধি বাড়িয়ে তা সোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে যথাযথভাবে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে।
    প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে “ঝঃৎবহমঃযবহরহম চৎড়ভবংংরড়হধষ ঝশরষষং ধহফ ঞবপযহরপধষ ঈধঢ়ধপরঃু ড়ভ ঃযব এবড়ষড়মরপধষ ঝঁৎাবু ড়ভ ইধহমষধফবংয ভড়ৎ ঊহযধহপরহম জবংবধৎপয ঈধঢ়ধপরঃু ধহফ গধরহংঃৎবধসরহম এবড়-ঐধুধৎফ জরংশ অংংবংসবহঃ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে যে ভিশন উপস্থাপন করেছেন সেখানে বলা আছে ২০২১ সালে এবং ২০৪১ সালে বাংলাদেশ কোথায় যাবে। এ ভিশন মাথায় রেখেই সকল প্রতিষ্ঠানের নিজ নিজ কার্যক্রম পরিচালিত হওয়া আবশ্যক। বড় প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশের সাথে সাথে ভূতাত্ত্বিক জরিপ করাও প্রয়োজন। গতানুগতিক চিন্তাভাবনার বাইরে এসে দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
     বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. সিরাজুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ আবুবকর সিদ্দিক, ঈড়সঢ়ৎবযবহংরাব উরংধংঃবৎ গধহধমবসবহঃ চৎড়মৎধসসব (ঈউগচ)- এর জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আব্দুল কাইউম বক্তব্য রাখেন।
#

আসলাম/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ৫৭৪

আগামী ৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি-৩
আওতাভুক্ত বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় সিস্টেম এনালিস্টদের ১টি, পরিসংখ্যানবিদের ২টি, মেইনটেন্যান্স প্রকৌশলীর ১টি, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) এর ৬টি, ইন্সট্রাক্টর (ইউআরসি) এর ১টি, সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) এর ৩টি ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার ১টি পদসহ মোট ১৫টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  অনুষ্ঠিত হবে।
    মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
    উল্লেখ্য, গত ৯ জানুয়ারি এ নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। এ পরীক্ষা গ্রহণের জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।


#

তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৫৭৫

তিনটি বাংলা চলচ্চিত্র সনদবিহীন ঘোষণা

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
        তিনটি বাংলা চলচ্চিত্র সনদপত্রবিহীন ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রগুলো হচ্ছে মোঃ জসিম উদ্দিন প্রযোজিত ও আবুল হোসেন খোকন পরিচালিত “প্রেম যে করে সে জানে”, মোঃ জামাল প্রযোজিত ও এফ জাহাঙ্গীর পরিচালিত “অশান্ত মেয়ে” এবং কাজী মোঃ ইসলাম মিয়া প্রযোজিত ও এম আর মুকুল নেত্রবাদী পরিচালিত “শাদী”।
    কাহিনি, চিত্রনাট্য, গল্পের অপর্যাপ্ততা, উদ্ভট কাহিনি বিন্যাস, আদালত ও বিচার ব্যবস্থাকে যথাযথভাবে উপস্থাপন না করা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে উপস্থাপন না করা, অশালীন বা অশ্লীল সংলাপ ও গানের দৃশ্যাবলি অশ্লীলভাবে চিত্রায়ণের জন্য চলচ্চিত্রগুলো সনদপত্রবিহীন ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র তিনটি কোথাও প্রদর্শন করা যাবে না।   
#

রবীন্দ্রনাথ/নিজামুল/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                               নম্বর : ৫৭৩

উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে হবে
                                                                         -- প্রতিমন্ত্রী রাঙ্গা

ঢাকা, ১৪ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত মাঠপর্যায়ে প্রকল্প এলাকা পরিদর্শনের জন্যও নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী আজ স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতা করেন। এসময় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একই এলাকায় অন্য মন্ত্রণালয়ের একই ধরণের প্রকল্প না নেয়ার জন্য প্রকল্প কর্মকর্তাদের প্রতি তিনি দিকনির্দেশনা দেন। তিনি বর্তমান সরকারের চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্পটিকে আরো দক্ষতা ও দ্রুততার সাথে এগিয়ে নিয়ে পল্লিবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন।
সভায় জানানো হয়, বর্তমান অর্থবছরে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ১ লাখ ২৪ হাজার ৯ শত ৮৫ দশমিক

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon