Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২০.০৯.২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৯৯
 
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ২৮ মিলিয়ন ডলার সাহায্য
 বাংলাদেশের পাশে থাকার ঘোষণা
                                             
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৮ মিলিয়ন ডলার সহায়তা করবে। রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে মতবিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এ সহায়তা ও অবস্থানের কথা মন্ত্রীকে অবহিত করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ সহায়তাকে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুর্দশা মোচনে ও তাদের জরুরি মানবিক সহায়তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এ মানবিক সংকটে বাংলাদেশের উদারতা এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য পৌঁছে দিতে চলমান প্রচেষ্টার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ সময় রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশে এখন প্রায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশের জন্য কষ্টকর হলেও মানবিক কারণে বাংলাদেশ এদেরকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে। এসব রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে ত্রাণমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ^াস দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
#
ফারুক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৩৯৮

ত্রিপক্ষীয় ব্যবস্থাপনা ও ত্রিমুখী উদ্যোগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান
                                    -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত, সে দেশে নাগরিকত্ব, পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব। আর এজন্য বাংলাদেশ যে ত্রিমুখী উদ্যোগ নিয়েছে তা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও গণমাধ্যমে রোহিঙ্গা সমস্যার সঠিক চিত্রায়ন।
    আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়’ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
    মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি’র  মঙ্গলবার দেয়া বক্তব্য সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সুচি’র বক্তব্য রোহিঙ্গা সমস্যার সঠিক চিত্র তুলে ধরেনি। শরণার্থী ফিরিয়ে নিতে তার শর্তদান গ্রহণযোগ্য নয়। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন ও গণহত্যার বিষয়টিও তার বক্তব্যে ফুটে উঠেনি। কিন্তু আগে থেকে বাংলাদেশে আশ্রিতসহ সকল রোহিঙ্গা যে মিয়ানমারের নাগরিক তা তার বক্তব্যে তিনি স্বীকার করে নিয়েছেন।’ উল্লে¬খ্য এখন পর্যন্ত এদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষাধিক।
    মিয়ানমারের যে কোনো অজুহাত অগ্রহণযোগ্য উলে¬øখ করে সকল রোহিঙ্গাকে ফেরত নেয়া এবং কফি আনান কমিশনের সুপারিশমালার পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আড়াল করার অপচেষ্টা করে লাভ নেই, সমগ্র বিশ্ব জানে রাখাইনে গণহত্যা ও নির্যাতন করে রোহিঙ্গা সম্প্রদায়কে বিতাড়ন করা হয়েছে। এই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে এবং জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের পূর্ণ মর্যাদায় নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।’
    জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিসহ জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লে-ষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, এডভোকেট হাবিবুর রহমান শওকত, মীর হোসাইন আখতার, নুরুল আখতার প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে বৈঠক
        বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সঠিকভাবে তুলে ধরার জন্য টেলিভিশনসহ সকল গণমাধ্যমের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। সরকারের মানবিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী তাদেরকে বস্তুনিষ্ঠ প্রচার অব্যাহত রাখারও আহ্বান জানান।
    তথ্য সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দীন আহমেদ, আরটিভির নির্বাহী পরিচালক  সৈয়দ আশিক রহমান, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল ইসলাম, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামদুল হক, চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহাসহ গণমাধ্যম প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।  
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৯৭
 
এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সতর্কতার সাথে সম্পন্ন করতে স¦াস্থ্যমন্ত্রীর নির্দেশ                                              
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
৬ অক্টোবর অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় তত্ত্বাবধানে গঠিত ওভারসিইং কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।
গত বছর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতায় এবারও যেন প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো বিচ্যুতি না ঘটে সেদিকে সতর্ক থাকতে সকলকে নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর যেভাবে পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ ঘটেনি, তেমনিভাবে এবছরও যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 
মন্ত্রী বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সুশীল ব্যক্তিত্ব ও প্রবীণ চিকিৎসকদের নিয়ে ওভারসিইং কমিটি গঠন করা হয়েছে। তাঁদের পরামর্শ ও প্রত্যক্ষ তত্ত্বাবধান গত বছর ভর্তি পরীক্ষায় সাফল্য এনে দিয়েছিল। আগামীতেও সুশীল সমাজের পরামর্শ কাজে লাগানো হবে বলে মন্ত্রী বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার মান সমুন্নত রাখতে কোনো আপোশ করা হবে না। ভর্তি পরীক্ষার আগে ভুয়া প্রশ্নপত্র বানিয়ে নিরীহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণার অপকৌশল বন্ধ করতে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। এ লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও যেন কোনোভাবে এধরনের অপতৎপরতা না চলে তার জন্য নজরদারি বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পুলিশ কমিশনারসহ ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বসবেন বলে তিনি এসময় জানান।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ৭১ টেলিভিশনের পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাসহ বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ এবং  মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৯৬
 
জনবান্ধব করপ্রদান নীতি জনগণকে করপ্রদানে উৎসাহিত করবে
                                              --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী 
 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব করপ্রদান নীতিই জনগণকে কর প্রদান করতে উৎসাহিত করবে। ওয়ানস্টপ সার্ভিস করপ্রদান প্রক্রিয়া সহজ করা, করপ্রদান সম্পর্কে ভীতি দূরীকরণ বা বিশেষ প্রণোদনা কর্মসূচি কর গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে। করপ্রদান মানেই দেশের সেবা করা, উন্নয়নের অংশীদার হওয়া এবং তা জনগণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা প্রয়োজন।   
প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জের সারা কমিউনিটি সেন্টারে ঢাকা কর অঞ্চল-৪-এর উদ্যোগে আয়োজিত ‘আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ২০১৭’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের জন্য কেরাণীগঞ্জে করপ্রদান সক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছল এ সব লোক কর প্রদান করতে ইচ্ছুক। শুধু করপ্রদান প্রদ্ধতি সহজ করা এবং এর সাথে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, করের টাকায় শুধু আমাদের বেতনই হয় না, সকল উন্নয়নও সংগঠিত হয়। প্রতিমন্ত্রী এসময় নতুন করদাতাদের মধ্য থেকে ১৭০ জনকে ই-টিন প্রদান করেন। 
ঢাকা কর অঞ্চল-৪-এর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী ও কেরাণীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ শেখ বক্তব্য রাখেন। 
#
আসলাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৯৫      

রোহিঙ্গাদের সহায়তা প্রদান সংক্রান্ত তথ্য প্রচারে কক্সবাজারে মিডিয়া সেন্টার স্থাপন
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) : 
বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে যথাযথ তথ্য প্রচারের সুবিধার্থে কক্সবাজার জেলা প্রশাসক কমপ্লেক্সে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। তথ্য অধিফতরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসারের নেতৃত্বে গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্ত কক্সবাজারের জেলা তথ্য অফিসার মিডিয়া সেন্টার পরিচালনা করবেন। প্রয়োজনে জেলা তথ্য অফিস চট্টগ্রাম, উপজেলা তথ্য অফিস লামা ও পটিয়া মিডিয়া সেন্টারের দায়িত্বপালনে সহযোগিতা করবে। 
আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমার থেকে আগত আশ্রয় প্রাথীদের মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম, পররাষ্ট্র মন্ত্রণায়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুহিবুল হোসেন, তথ্য অধিদফতরের সিনিয়র ডিপিআইও (প্রেস) ফায়জুল হক, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ এটুআই নাঈমুজ্জামান মুক্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কক্সবাজারের এ মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকেলে জেলা প্রশাসক কক্সবাজার এবং আর আর সি এর প্রধান প্রেস ব্রিফিং করবেন।
এ মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে। এখান থেকে আশ্রয়কেন্দ্রগুলো সংশ্লিষ্ট তথ্যাদি প্রচারের সুবিধার্থে এ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করবেন। 
#
অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৯৪     
মহরম মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা 
ঢাকা, ৫ আশ্বিন (২০ সেপ্টেম্বর) :  
১৪৩৯ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মহরম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। 
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
#
নিজাম/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৪৩০ ঘণ্টা 
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon