Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০২১

তথ্যবিবরণী ৫ আগস্ট ২০২১

তথ্যববিরণী                                                                                                নম্বর : ৩৬৫১

 

সুপেয় পানির সংকট সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণ  করতে চায় পানি সম্পদ মন্ত্রণালয়

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

 

          দেশের উপকূলীয় সুপেয় পানি সংকটাপন্ন এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ করতে চায় পানি সম্পদ মন্ত্রণালয়।  খুলনা-বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টির পানি সংরক্ষণে দীঘি খনন এবং জলাধার নির্মাণের লক্ষ্যে পৃথক দু'টি প্রকল্পের যাচাই সভা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

 

          প্রসঙ্গত, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, দুর্যোগে সুপেয় পানি সরবরাহ, পানির লবণাক্ত প্রভাব হ্রাস, কৃষি,   মৎস্য ও বনায়ন উন্নয়নে ৪৬ কোটি ৫১ লাখ ৬ হাজার এবং তিন কোটি ৫৬ লাখ টাকার দু’টি পৃথক প্রকল্প নিয়ে কাজ করতে চায় পানি সম্পদ মন্ত্রণালয়।

 

          এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, "জলবায়ু পরিবর্তনে দুর্যোগ বেশি হচ্ছে এবং যেকোন দুর্যোগে উপকূলাঞ্চলে সুপেয় পানি সংকটে মানুষের খুব কষ্ট হয়। তাই সরকারি জমিতে পুকুর, দীঘি  খনন এবং তা রক্ষণাবেক্ষন করে বৃষ্টির পানি সংরক্ষণ করতে সরকারের এই উদ্যোগ। পানির এসব আধার থেকে লোকালয়ে সংযোগের মাধ্যমে পানি পৌঁছানো হবে।"

 

          অধিকন্তু, জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গোপালগঞ্জের পানি ব্যবস্থাপনা নিয়ে পৃথক একটি প্রকল্প একই সভায় আলোচনা হয়। টুঙ্গিপাড়া, কোটালিপাড়া এবং গোপালগঞ্জ সদরের প্রায় ৬৫ হাজার ৫৭১ হেক্টর জমিকে বন্যা ও লবণাক্ততা থেকে রক্ষায় এবং নৌ-যোগাযোগ সুগম করার উদ্দেশ্যসহ প্রকল্পের সমাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জুন,২০২৪।

 

          এসময় পানিসম্পদ উপমন্ত্রী  এ কে এম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সামছুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

         

আসিফ/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২২০০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৬৫০

 

লিসবনে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র

শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী পালন

 

লিসবন (পর্তুগাল), ২১ শ্রাবণ (০৫ আগস্ট) :

 

          বাংলাদেশ দূতাবাস, লিসবন ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উদ্দেশ্যে দূতাবাস প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কোভিড-১৯ অতিমারির পরিপ্রেক্ষিতে পর্তুগীজ সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ অনুসরণ করে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

 

          আলোচনা পর্বে রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শহিদ ক্যাপ্টেন কামাল সম্বন্ধে স্মৃতিচারণ করে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। রাষ্ট্রদূত আরো বলেন, বহুগুণের অধিকারী শহিদ শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষকরে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

 

          আলোচনা সভাশেষে শেখ কামাল এর ওপর নির্মিত প্রামান্যচিত্র, ‘শেখ কামালঃ এক কিংবদন্তির কথা’ প্রদর্শণ করা হয়।

 

          সবশেষে, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

#

         

আল রাজী/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২৩০০ ঘণ্টা 

 

তথ্যববিরণী                                                                                                নম্বর : ৩৬৪৯

 

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

 

          কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা প্রশাসন কার্যালয়ে ১১১টি ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ১৫০টি সহ করোনায় কর্মহীন ২৬১টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণসহ সর্বমোট ১১ কেজি খাদ্যদ্রব্য। তাছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অনুরূপ ২৮৭টি প্যাকেটসহ জেলায় সর্বমোট ৫৪৮টি অসহায় পরিবারের মাঝে ৫৪৮ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

          লক্ষ্মীপুর জেলায় আজ জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। 

 

          আজ চাঁদপুর জেলা স্টেডিয়ামে করোনায় কর্মহীন ৫৭টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

 

          রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে আজ ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

         

#

 

ফয়সল/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২২০০ ঘণ্টা 

 

 

তথ্যববিরণী                                                                                                নম্বর :  ৩৬৪৮

 

সমাজকল্যাণ মন্ত্রীর দেয়া অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে হস্তান্তর

 

ঢাকা, ২১ শ্রাবণ (০৫ আগস্ট) :

 

          লালমনিরহাটের আদিতমারীতে কোভিড-১৯ মোকাবেলায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের  উদ্যোগে  বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার  আদিতমারী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

 

          আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার হস্তান্তর করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্নিগ্ধা দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, পল্লী উন্নয়ন অফিসার নুরেলা আক্তার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

#

 

জাকির/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪৭

 

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে  উদযাপিত হলো বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী

 

কলকাতা (ভারত), ৫ আগস্ট :

 

            বিশ্বের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন-এর বাংলাদেশ গ্যালারিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

            অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনের ওপর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ও আনন্দবাজার পত্রিকার মুক্তিযুদ্ধকালীন প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাঁর ক্রীড়া ও রাজনৈতিক সহকর্মী সুবীর হোম রায়। এ ছাড়া কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কন্স্যুলার) মোঃ বশির উদ্দিন এবং দ্বিতীয় সচিব (কনস্যুলার) রাসেল জমাদারও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রথম সচিব (রাজনৈতিক) শামীমা ইয়াসমীন স্মৃতি। 

 

            উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত বক্তব্যে বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের প্রতীক ছিলেন শেখ কামাল। প্রধানমন্ত্রীর ছেলে হলেও তাঁর মধ্যে কোনো অহমিকাবোধ ছিল না। তিনি ছিলেন মার্জিত, বিনয়ী, বন্ধুবৎসল ও পরোপকারী। নবসৃষ্ট বাংলাদেশের তরুণ সমাজের বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তহীন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

            প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, শেখ কামাল একজন সৌম্য ও সজ্জন ব্যক্তি ছিলেন। সংস্কৃতির বিভিন্ন শাখায় তাঁর ছিল অবাধ বিচরণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর এডিসি ছিলেন। বসতেন বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী কার্যালয় কলকাতার ৮, থিয়েটার রোডে বর্তমানে- যা শেক্সপিয়র সরণি। বাংলাদেশের চলমান মুক্তিযুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য শেখ কামালের কাছে গেলে আলোচনার এক পর্যায়ে উঠে আসতো সাংস্কৃতিক অঙ্গনের সখ্যতার কথা।

 

            কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম তার আলোচনায় বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল আতাউল গণি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের বলিষ্ঠ কর্মী এবং নিবেদিত প্রাণ। সংগ্রামী ও আদর্শবাদী সংগঠক হিসেবে ৬৬-এর স্বাধিকার আন্দোলন ও ৬৯-এর গণ আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭২ সালে তিনি আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠা করেন।

 

            মাস্ক পরিধান করে এবং যথাযথ সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

#

 

মোফাকখারুল/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪৬

 

শ্রীলংকায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

 

কলম্বো (শ্রীলংকা), ৫ আগস্ট :

 

          যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শ্রীলংকায় বাংলাদেশ হাইকমিশনে আজ শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তাঁর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক সুখ, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ  দোয়া ও মোনাজাত  করা হয়।         

 

          অনুষ্ঠানে শেখ কামালের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।  হাই কমিশনার তারেক মোঃ আরিফুল ইসলামের সভাপত্বিতে  অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকগণ  শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-পরবর্তী জাতি গঠনে তাঁর ভূমিকা বিশেষ করে সাংস্কৃতিক  এবং ক্রীড়া ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।  হাই কমিশনার তাঁর বক্তব্যে শেখ কামালের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন, বিশেষ করে মুক্তিযুদ্ধে তাঁর  অবদান এবং বাংলাদেশের তৎকালীন তরুণ সমাজকে নেতৃত্ব প্রদানে  তাঁর  উল্লেখযোগ্য ভূমিকার ওপর আলোকপাত করেন।  তারুণ্যের প্রতীক হিসাবে শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য হাইকমিশনার আহ্বান জানান। 

 

          অনুষ্ঠানটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্য নির্দেশাবলী মেনে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। 

 

#

 

তারেক/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪৫

 

বিইআরসি’র সাবেক চেয়ারম্যান এ আর খান এর মৃত্যুতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

 

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর সাবেক চেয়ারম্যান এ আর খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

          বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)  চেয়ারম্যান থাকাকালে দক্ষতার সাথে কাজ করেছেন।  তিনি  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

 

          প্রতিমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

          উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

#

 

আসলাম/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪৪

 

করোনা ভাইরাস মহামারিতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

 

          করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে  মানবিক সহায়তা হিসেবে  সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

          গতকাল ৪ আগস্ট, ২০২১খ্রি. তারিখে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

          নরসিংদী  জেলায় ত্রাণ হিসেবে ১ লাখ ১৫ হাজার ৫০০ মে. টন চাল এবং  ভিজিএফ কার্ডের ১ হাজার ৩৭৬ দশমিক ৫৯০ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ১ হাজার ৬৬টি পরিবার ও ৫৩৩ জনকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

          শরীয়তপুর জেলার ৩৭২টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ১ হাজার ৩৫০  জন লোককে   নগদ ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

          কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ২৩ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং ৩  লাখ ২১ হাজার মে. টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১ লাখ ৩১০ মে. টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২ হাজার ৪১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

          সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

 

#

 

আনোয়ার/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪৩

 

স্পেনে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

 

মাদ্রিদ (স্পেন), ৫ আগস্ট :

 

          মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের  লক্ষ্যে দূতাবাসের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। জন্মবার্ষিকী উদযাপনের প্রধান কর্মসূচির মধ্যে অন্যতম ছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, শেখ কামাল-এর জীবন ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও মোনাজাত।

 

          পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে জন্মদিবসের অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আারো বলেন, যে মুক্তিযুদ্ধে শেখ কামালের রয়েছে অসামান্য অবদান। শেখ কামাল ছিলেন সেই ৬১ জন সৌভাগ্যবান তরুণের একজন যারা "বাংলাদেশ ফার্স্ট ওয়ার কোর্স" সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

          শেখ কামাল সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন যে, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণে দূরদর্শী অবদান রেখে গেছেন। তিনি ছিলেন অন্যতম ক্রীড়া সংগঠক। প্রথমে তিনি আবাহনী সমাজ-কল্যাণ সংস্থা গড়ে তোলেন, পরে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে ১৯৭২ সালে ‘আবাহনী ক্রীড়াচক্র‘ প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-উত্তর পরিস্থিতিতে তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এবং নিয়ম-শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতেই তিনি এই মহতি উদ্যোগ গ্রহণ করেন।

 

          শেখ কামাল ছিলেন সংস্কৃতি জগতে এক উজ্জ্বল নক্ষত্র।  এক্ষেত্রে তাঁর ছিল ত্রিমুখী প্রতিভা। তিনি একাধারে অভিনয় করতেন, গান গাইতেন এবং সেতার বাজাতেন। আন্তঃকলেজ সেতার প্রতিযোগিতায় পুরো পাকিস্তানে তিনি রানার্স-আপ এবং আন্তঃকলেজ সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

 

          আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী ব্যক্তিবর্গ, জাতীয় চার নেতা এবং শেখ কামালের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

 

#

 

সারওয়ার/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪২

 

যথাযথ মর্যাদায় শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী পালন

 

মুম্বাই (ভারত), ৫ আগস্ট :

 

          বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই-এ আজ ৫ই আগস্ট শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২ তম জন্ম বার্ষিকী  যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে উপ-হাইকমিশন প্রাঙ্গণে বিশেষ আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। 

 

          মুম্বাইস্থ উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র-এর প্রতি বাংলাদেশের  উপ-হাইকমিশনার মোঃ লুৎফর রহমান গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি শহিদ ক্যাপ্টেন শেখ কামালের বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন অসাধারণ মেধাবী মহান এ ব্যক্তিত্ব নিজের স্বার্থ চিন্তায়  ঊর্ধ্বে উঠে দেশ মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠকের ভূমিকাও পালন করেন। আবার স্বাধীনতার পরে তিনি শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দানের মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পদ ও পদবির চেয়ে দেশের সেবা করাই ছিল যাঁর নিকট মুখ্য। মহান এ ব্যক্তিত্ব আজকের যুব সমাজের নিকট খুবই অনুসরণীয় এক আদর্শ। আলোচনা সভায় বক্তারা সকলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান এ  সংগঠককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রগতির বিষয়টি এ সময় উল্লেখ করা হয়। এরপর শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি আয়োজনে স্বাগতিক দেশের করোনা মহামারিজনিত বিধি-নিষেধ অনুসরণ করা হয়েছে।

                                                                    

          আলোচনাসভায় উপ-হাইকমিশনের সকল সদস্য, স্থানীয় কতিপয় শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশীগণ অংশ নেন। অনুষ্ঠান শেষে সকলকে আপ্যায়িত করা হয়।

 

#

 

নাফিসা/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪১

 

বহুমাত্রিক প্রতিভার অধিকারী; ৫০ বছরের বাংলাদেশে

সর্বশ্রেষ্ঠ যুবক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল

                                    -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

            নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী; ৫০ বছরের বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ যুবক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল। মাত্র ২৬ বছরের জীবনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশ গঠনে যুবদের সম্পৃক্তকরণসহ ক্রীড়া এবং সংস্কৃতিতে  অসামান্য অবদান রেখে গেছেন। স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ৫০ বছরে বাংলাদেশে একজন শেখ কামাল তৈরি করতে পারেনি; কিন্তু তারা বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামালকে কলুষিত ও চরিত্র হননের চেষ্টা করেছে।

            প্রতিমন্ত্রী আজ  নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের  ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় (সরাসরি ও জুম) প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবীর, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিন,  সুলতান আব্দুল হামিদ,  এ কে এম শামীমুল হক ছিদ্দিকী,  চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর, যুগ্ম সচিব রফিক আহমদ সিদ্দিক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দিন এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান  কমডোর গোলাম সাদেক।

            প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের চরিত্র কলুষিত করতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি করেছেন শেখ কামালের চরিত্র হনন নিয়ে।

            খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ কামাল  মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তিনি প্রথম ‘জয় বাংলা’  স্লোগান দিয়েছেন। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গানটিরও তিনি উদ্যোক্তা। তিনি ‘আবাহনী ক্রীড়া চক্র’ প্রতিষ্ঠা করেন এবং ‘ব্রাদার্স ইউনিয়ন ক্লাব’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। শেখ কামাল একজন প্রতিভাধর খেলোয়াড় ছিলেন। খেলাধুলার পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে  তিনি অবদান রাখেন। ‘ঢাকা থিয়েটার’ প্রতিষ্ঠাদের মধ্যে তিনি অন্যতম। তিনি ‘স্পন্দন’ শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠা করেন।

            প্রতিমন্ত্রী বলেন,  বহুমাত্রিক প্রতিভার অধিকারীকে জানতে দেয়া হয়নি; জাতি গঠন করতে তাঁকে জানতে হবে। শেখ কামালের মতো প্রতিভাধর মানুষদের এগিয়ে নিয়ে আসুন; দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছি বলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ কামালের জীবনকে অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব।

            বিকেলে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের  ৭৩ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ১৯৭৫ সালে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর পাশাপাশি সর্বশ্রেষ্ঠ যুবক শেখ কামালকে হারিয়েছি।

            শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শরিফউদ্দিন আহমেদ রতন।

#

জাহাঙ্গীর/পাশা/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৬৪০

 

শহিদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

 

          সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার  শহিদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 

          দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে শেখ কামালের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহিদ শেখ কামালের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ও ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কার ৭টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠ

2021-08-05-17-23-05665a8e156ca22880784a0bcdc835ee.doc 2021-08-05-17-23-05665a8e156ca22880784a0bcdc835ee.doc