Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৮ জানুয়ারি ‘১৬

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৮৭

২৫ রাউন্ড গুলিসহ ৩ টি দেশি রাইফেল উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনে মহেশখালী স্টেশনের একটি অপারেশনদল আজ নিয়মিত টহলে মাতারবাড়ী চ্যানেলে একটি সন্দেহজনক কাঠের বোটকে চ্যালেঞ্জ করলে বোটটি কাছে না এসে সমুদ্র তীরের দিকে দ্রুত গতিতে পালাতে থাকে। এসময় পলায়নকারী বোট হতে ডাকাতদল কোস্টগার্ড টহলদলের উপর গুলি বর্ষণ শুরু করলে জবাবে কোস্টগার্ড ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতদল কাঠের নৌকা থেকে লাফ দিয়ে তীরের দিকে পালিয়ে যায়। 
    কোস্টগার্ড নৌকাটি তল্লাশি করে ৩টি দেশীয় রাইফেল, ২৫ রাউন্ড তাজা গুলি, ৫টি রকেট ফ্লেয়ার এবং ১টি টর্চলাইট উদ্ধার করে। আটককৃত বোটের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। 
    অস্ত্র ও অন্যান্য মালামালসহ বোটটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কোস্টগার্ড কর্তৃক বিপুল পরিমাণ কারেন্ট জাল ও পলিথিন আটক

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ডের একটি অপারেশন দল গতরাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি প্রিন্স’ এবং ‘এমভি টিপু’ হতে ৭৪ হাজার ২শ’ মিটার কারেন্ট জাল এবং ২শ’ কেজি নিষিদ্ধ পলিথিন আটক করে। 
    আটককৃৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ১৫ লাখ ১৪ হাজার টাকা। আটককৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় ।
#

আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২১৪০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৮৬

গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী
গৃহকর্মীদের সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :   

    বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বেঁচে থাকাসহ মৌলিক অধিকার সংরক্ষণ সরকারের সাংবিধানিক দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সে তাগিদ থেকেই মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫’ পাশ করেছে।
    মন্ত্রী আজ রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, শোষণ, বঞ্চণা ও বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল।
    তিনি দরিদ্র গৃহকর্র্মীদের সাথে মানবিক আচরণসহ সবাইকে আরো হৃদয়বান ও বড় মাপের মানুষ হবার আহ্বান জানান।
    সংগঠনের সভাপতি আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য শাহরিয়ার আলম।

#
তুহিন/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৯২১ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৮৫

এফটিএ না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায়
 শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :    

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরিপোশাক, ঔষধ, গাড়ির ব্যাটারি, ভেজিটেবলসহ রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়বে। এ মুহুর্তে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। এবছরই এফটিএ স্বাক্ষর করা সম্ভব হবে। এফটিএ স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা প্রদান করা হলে মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ব্যবধান কমে আসবে।
    মালয়েশিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী মোস্তপা মোহাম্মেদ এর সঙ্গে তাঁর বাসভবনে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার সময় একথা বলেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগের জন্য সবধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে বাংলাদেশ সরকার। সহজলভ্য দক্ষ জনশক্তি, বিদ্যুৎসহ সকল প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার দেশব্যাপী ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার কাজ হাতে নিয়েছে।
    তিনি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার সময় উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। সে আলোকে উভয় দেশ বাণিজ্য বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।  
    মন্ত্রী বলেন, সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশের রপ্তানিকারকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করছে। তৈরিপোশাকের পাশাপাশি ঔষধ, ফার্নিচার, আইসিটি, শিপ বিল্ডিং, কৃষিজাত ও পাটজাত পণ্য রপ্তানিতে অগ্রাধিকার দিয়ে সরকার বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে।
    বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনার জন্য তোফায়েল আহমেদ মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী মোস্তপা মোহাম্মেদের আমন্ত্রণে ১৭ জানুয়ারি মালয়েশিয়া যান।

#
বকসী/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯১৭ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৮৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট
জেনারেলে মেশিন রিডেবল ভিসা কার্যক্রম উদ্বোধন


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মেশিন রিডেবল ভিসার (এমআরভি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মন্ত্রী একজন বিদেশি আবেদনকারীর নিকট একটি মেশিন রিডেবল ভিসা হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশ মিশনসমূহে এমআরপি, এমআরভি চালু হয়েছে। এ প্রসঙ্গে তিনি নিউইয়র্কে মেশিন রিডেবল ভিসার (এমআরভি) কার্যক্রম উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
    উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর কার্যক্রম শুরু হয় এবং এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হয়েছে। পরে তিনি কনস্যুলেট পরিদর্শন করেন।

    উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মো. শামীম আহসান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মাসুদ বিন মোমেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান, কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
#

আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৮৩

কবি রফিক আজাদ ও সাংবাদিক আলতাফ মাহমুদের শয্যাপাশে স¦াস্থ্যমন্ত্রী


ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদকে দেখতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী আজ বিএসএমএমইউ’র ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন কবি রফিক আজাদ এবং ৩১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন সাংবাদিক আলতাফ মাহমুদের শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশ দেন।
    এ সময় অন্যদের মধ্যে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপউপাচার্য ডা.
মো. শারফুদ্দিন আহমেদ, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়াসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    গত বৃহস্পতিবার রাতে রফিক আজাদের ব্রেইন স্টোকের পরে তাঁকে বারডেম হাসপাতাল ও ধানম-ির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকালে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
    ঘাড় ও মেরুদ-ে তীব্র ব্যথা নিয়ে আলতাফ মাহমুদ বিএসএমএমইউতে ভর্তি হন। ঘাড়ের ব্যাথার পাশাপাশি তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ¯œায়ু সংক্রান্ত জটিলতায় ভুগছেন। আগামী বৃহস্পতিবার তাঁর মেরুদ-ে অস্ত্রোপাচার করা হবে।

শেরে বাংলা মেডিকেল হাসপাতালের কর্মচারী নিয়োগে অনিয়ম করায় তিন কর্মকর্তা বরখাস্ত

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন-হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্বরত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপপরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল। ডা. ফারুক নিয়োগ কমিটির সভাপতি, ডা. শহিদুল সদস্য সচিব এবং আব্দুল জলিল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
    সম্প্রতি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ উত্থাপিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী ঘটনা তদন্তে মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করেন। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে মন্ত্রী ঐ তিন কর্মকর্তাকে বরখাস্ত করার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেন। পাশাপাশি মন্ত্রীর নির্দেশে অনিয়মের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের যোগদান স্থগিত করা হয়েছে।  

#

পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৮২

অর্পিত সম্পত্তির বাতিলকৃত ‘খ’ তফসিল সম্পত্তির
 আবেদনের সময়সীমা ৩ মাস বাড়ানো হয়েছে

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :

    অর্পিত সম্পত্তির বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি দাবিদারদের আবেদনের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৫ খ্রি. থেকে আরও তিনমাস অর্থাৎ ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

    ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারদের আবেদনের সময়সীমা সংক্রান্ত দুটি পরিপত্র ভূমি মন্ত্রণালয়ের আইন অধিশাখা-৪ হতে গত ৭ জানুয়ারি ২০১৬ খ্রি. এবং বিগত ১৪ জুলাই ২০১৫ খ্রি. জারি করা হয়েছে। জারিকৃত পরিপত্র দুটি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসরহষধহফ.মড়া.নফ/হড়ঃরপবং থেকে পাওয়া যাবে।

    ‘খ’ তফসিলভুক্ত ভূমির দাবিদারগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উক্ত সময়সীমার মধ্যে আবেদন করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
#  

রেজুয়ান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৮১

নতুন প্রজন্মকে দেশের আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তোলার জন্য
বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
-  শিক্ষামন্ত্রী

লন্ডন, ১৮ জানুয়ারি :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে দেশের আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
    ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।
    যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলহাজ সামসুদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ খান ও ইকবাল আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, ভারপ্রাপ্ত হাই কমিশনার আব্দুল হান্নান।
    নাহিদ বলেন, ১ জানুয়ারি দেশ জুড়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। বছরের প্রথম দিনে দেশের সকল প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৪ কোটি 
৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
    নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশকে মধ্যআয়ের একটি দেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশ শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।
    তিনি বলেন, বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নযনের মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, আমরা চাই যুগের সঙ্গে সমন্বয় করে বিশ্বমানের শিক্ষা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় আমরা দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে পারবো না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা। এটা একদিনে বা এমনিতে সম্ভব না। এটা ধারাবাহিকভাবে হয়। এজন্য শিক্ষায় আমূল পরিবর্তন করতে হবে। সেটা করতে আমরা ইতোমধ্যে শিক্ষানীতি করেছি। এটা কোনো দলের শিক্ষানীতি নয়, জাতীয় শিক্ষানীতি।
    শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ দ্যা এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের সম্মেলনে যোগদানের জন্য ১৬ জানুয়ারি শনিবার সকালে লন্ডনে আসেন।
#

সাইফুল্লাহ/অনসূয়া/মিজান/আলী/জসীম/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৮০ 

দেশে গৃহহীনদের বিনামূল্যে ঘর তৈরি করে পুনর্বাসন করা হবে 
- ভূমিমন্ত্রী

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) : 

    ভূমিমন্ত্রী শামসুুর রহমান শরীফ বলেছেন, দেশের গৃহহীনদের বিনামূল্যে ঘর তৈরি করে পুনর্বাসন করা হবে। তিনি গৃহহীন ও ভূমিহীনদের খুঁজে বের করে তাদের জন্য খাসজমিতে গৃহনির্মাণ ও ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান নিশ্চিত করে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 
    মন্ত্রী আজ ভূমিমন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত বিভাগীয় কমিশনারদের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আ. জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, এ কে এম ফজলুল হক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারগণ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী ঢাকা জেলা বাদে সারাদেশের ৬০ জেলার ৪৩২ উপজেলা থেকে ১০ লাখ ৫১ হাজার ৮৩১ জন ভূমিহীন, ২ লাখ ৫২ হাজার ৭৯০ জন গৃহহীন এবং জমি আছে কিন্তু থাকার জন্য ভালো ঘর নাই এমন ১ লাখ ৫০ হাজার ৮৫৫ জনকে বরাদ্দযোগ্য খাস জমিতে পুনর্বাসন ও বন্দোবস্ত প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
    সভার শুরুতেই সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে হীরক হাসানুর রহমান শরীফ রানার অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনসহ শোকপ্রকাশ করা হয়।
#

রেজুয়ান/অনসূয়া/মিজান/জসীম/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৭৯ 
গণতন্ত্রকে সমুন্নত রাখতে দেশের গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

 - স্পিকার

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাধারণ জনগণের কথা তুলে ধরে, সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে দেশের গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্পিকার আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে এশিয়ান টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 
স্পিকার বলেন, গণমাধ্যম একটি বিকাশমানখাত। জনমত গঠনে এখাতের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের কথা তুলে ধরে জনমত গঠন এবং গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে। 
এর আগে স্পিকার এশিয়ান টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজ, রুস্তম আলী ফরাজী, সাবিনা আক্তার তুহিন, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুনার রশিদসহ এশিয়ান টিভির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 
পরে স্পিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 
#

নূরুল/অনসূয়া/মিজান/জসীম/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা                                                       

 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৭৮ 

ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের মানবাধিকার কমিটিতে বাংলাদেশ সভাপতি নির্বাচিত

ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) :
    
    আন্তর্জাতিক মানবাধিকার শহর জেনেভায় প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের’ মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য ফজলে করিম চৌধুরী। তিনি পূর্বে একই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রাক্তন সভাপতি ব্রিটিশ হাউজ অব কমন্সের সদস্য ‘অ্যান ক্লাউজ’ এর স্থলাভিষিক্ত হলেন।
    ১৬ জানুয়ারি জেনেভার ইন্টারন্যাশনাল পার্লামেন্ট হাউজের সম্মেলনকক্ষে দিনব্যাপী আলোচনা ও বিতর্কের পর বিকেলে বিভিন্ন দেশের সংসদ সদস্যের ভোটে সভাপতি নির্বাচিত হন চট্রগ্রামের ‘রাউজান-গহিরা’ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তিনি ১৬৭ দেশের ৪৭ হাজার সংসদ সদস্যদের আন্তর্জাতিক ফোরাম ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) আগামী ২ বছর মেয়াদকালে মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি পদের দায়িত্ব পালন করবেন, যা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে। 
    উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের আরেক সংসদ সাবের হোসেন চৌধুরী।
#

অনসূয়া/মিজান/জসীম/আসমা/২০১৬/১১০০ ঘণ্টা

Todays handout (5).doc Todays handout (5).doc