Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৭ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৭  

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশের প্রাথমিক

খসড়ার ওপর মতামত আহ্বান করেছে আইন ও বিচার বিভাগ

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):

Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 বা দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ শীর্ষক প্রাথমিক খসড়ার ওপর মতামত আহ্বান করেছে আইন ও বিচার বিভাগ।

মতামত প্রদানের সুবিধার্থে 'Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025' এর প্রাথমিক খসড়া এবং এ সম্পর্কিত চিঠি গতকাল আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আগামী ৩ মার্চের মধ্যে section8.justice@gmail.com এই ঠিকানায় প্রাথমিক খসড়া চূড়ান্তকরণে সর্বসাধারণের মতামত আহ্বান করেছে মন্ত্রণালয়।

#

রেজাউল/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/২৩৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৮৬৬

 

অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে

                                                                   -- সমাজকল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে বড় আন্দোলন করতে হবে। যত বড় আন্দোলন দিয়ে আমারা ফ্যাসিজম বন্ধ করেছি।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের উদ্যোগে ‘সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতি-সহ নানাবিধ অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও নাগরিকদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 এস মুরশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় বিপ্লবের মধ্যদিয়ে যে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেছি সেই অকুতোভয় বাংলাদেশকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করার জন্য একটি পক্ষ অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। এই অপচেষ্টা নস্যাৎ করা আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন, হঠাৎ করে দেশ জুড়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি-সহ নানা ধরনের অপরাধের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। সারা দেশের এলাকায় এলাকায় তরুন সমাজকে সাথে নিয়ে সংঘটিত হয়ে যদি একটা জায়গায় দাঁড় করানো যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই নির্মূল হবে। যেভাবে বৈষম্য বিরোধী ফ্যাসিজম দূর হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিলো বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।

কনভেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সেল সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নীতি সানজানা, চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক জান্নাতুল বিদা, ছাত্র  শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মুহাইমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজিম সীমান্ত, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং দৈনিক সময়ের আলোর সাংবাদিক তাহমিদুল জেফ প্রমুখ বক্তৃতা করেন।

একই দিনে উপদেষ্টা বাংলাদেশ পরিসংখ্যান ভবনে বিবিএস অডিটোরিয়ামে BBS and UNFPA কর্তৃক আয়োজিত Violence Against Women (VAW) Survay 2024 এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘Key findings of violence against women survey bangladesh 2024’ এর মোড়ক উন্মোচন করেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যা ও তথ্য গবেষণা বিভাগের সচিব আলেয়া আক্তার, UNFP বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ Mesaki Watabe, বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনের ডেপুটি হেড অভ্‌ মিশনের Clinton Pobke, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মিজানুর রহমান এবং নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ নারী সহিংসতা রোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

#

রফিকুল/মেহেদী/রফিকুল/সেলিম/২০২৫/২২১০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৫ 

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ

              -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

সাভার (ঢাকা), ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হলেও পরিবেশের স্বাস্হ্যকে গুরুত্ব দেয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে।

উপদেষ্টা আজ সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে প্রাণিসম্পদ গবেষনা প্রতিষ্ঠান আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কি না তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরনের খাদ্য দিয়ে আমাদের কোনো লাভ নেই। তিনি বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সাথে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরো বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ সাফওয়ান সদ্যের নামে মূল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এসময় শহিদ সাফওয়ান সদ্যের বাবা ডা. আখতারুজ্জামান লিটন, মাতা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক একাডেমির কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

একই দিনে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে Professional Skill Development Training Through " Specialized Training Course (STC) For the Livestock Officers এর সমাপনী কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য আগামীকাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্ট-সহ সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে। পণ্য সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্যোগ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ বয়জার রহমান, এলআরআই’র পরিচালক ড. মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তর ও এলআরআ’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/২১১০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৪

জনবান্ধব ও শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় দ্রুত আইন সংশোধনের প্রস্তাব বিশিষ্টজনদের

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):

জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশন আইনকে দ্রুত সংশোধন করে কার্যকর ও যুগোপযোগী বিধিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় মানবাধিকার কমিশন: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

সেমিনারে আলোচকরা বলেন, জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় এমন একটি নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করতে হবে, যেখানে সরকারের হস্তক্ষেপ বন্ধ হবে। সরকারের আজ্ঞাবহ কেউ যাতে সেখানে নিয়োগ পেতে না পারে সেজন্য আইন সংশোধন করতে হবে। বাছাই কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি রাখতে হবে। অভিজ্ঞ, নিরপেক্ষ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ করতে হবে। আলোচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও উঠে আসে।

মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর কাজের গতি বাড়াতে কমিশনের সকল সদস্যকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করার পরামর্শও দেওয়া হয় সেমিনারে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর না করে মানবাধিকার কমিশনকে নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা কার্যক্রম গ্রহণের পরামর্শও দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনয়ন-সহ নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে তদন্তের সময়সীমা নির্ধারণের বিষয়টিও উঠে আসে আলোচনায়। আলোচকরা বলেন, বৈষম্য নিরসনের বিষয়ে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেআইনি আটকের বিষয়ে কমিশন কাজ করতে পারে। মানবাধিকার কমিশনকে শুধু স্বাধীন করলেই হবে না, তার স্বাধীনতাকে ব্যবহার করতে হবে। মানবাধিকার কমিশন কী কাজ করছে তারও জবাবদিহি থাকা দরকার বলে মনে করেন কেউ কেউ।

সেমিনারে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এমএ আওয়াল, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব এসএম শাফায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, ড. মাহাদী আমিন, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হালিম, জাহিদ হোসেন, রেজাউর রহমান লেলিন, মোস্তারিন জহির, সারোয়ার তুষার, পল্লব চাকমা প্রমুখ মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

#

রেজাউল/মেহেদী/মাহমুদুল/রফিকুল/শামীম/২০২৫/২০৪০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৩

প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে

                                             - রাঙ্গামাটি পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা

 

সাজেক (রাঙ্গামাটি), ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটি জেলার সাজেক দুর্গম এলাকার উন্নয়ন কাজ এবং স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে করণীয় বিষয়গুলো সরেজমিন নিরীক্ষা করার জন্য সীমান্ত সড়ক সংলগ্ন দুর্গম এলাকা পরিদর্শন করেছেন।

আজ উপদেষ্টা সাজেক থানার অন্তর্গত মাচালং উচ্চ বিদ্যালয়, সাজেক রুইলুই পাড়ার শিব চতুর্র্দশী ব্রত ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পূজা মণ্ডপ, বাংলাদেশ-মিজোরাম সীমান্ত সড়ক বর্ডার সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

উপদেষ্টা উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের দুর্গম এলাকায় বিদ্যালয় সংখ্যার অপ্রতুলতা এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামবাসীর এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। শিক্ষার হার বাড়াতে আগে দরকার আমাদের দুর্গম এলাকায় শতভাগ ছেলেমেয়েকে স্কুলে পাঠানো। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলস্ এর ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকার পানির সমস্যা নিরসনে ওয়াটার রিজার্ভেশন ব্যবস্থা করে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট করতে হবে। পার্বত্য চট্টগ্রামের সব জায়গায় কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশু পালন, নারীদের হস্তশিল্প কাজে বেশি বেশি মনোনিবেশ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মেহেদী/মাহমুদুল/রফিকুল/শামীম/২০২৫/১৯৩০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৮৬২

 

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

বালক-কৈয়ারবিল ও বালিকা জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালক গ্রুপে ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।

 

আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বালক গ্রুপে  চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

ফাইনালে বালিকা গ্রুপে  রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বালক গ্রুপে) নির্বাচিত হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নাহিদ হোসেন তোহা। সর্বোচ্চ গোলদাতা (বালক গ্রুপে) হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জুবাইর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়  (বালিকা গ্রুপে) হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা  হয়েছে (বালিকা গ্রুপে) বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি।

 

চ্যাম্পিয়ন্স হওয়া দলকে প্রাইজমানি হিসেবে ৩ লাখ, রানার্সআপকে ২ লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে ১ লাখ টাকা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ফরিদ আহাম্মদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

 

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বালক-বালিকা গ্রুপে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।

 

#

 

জাহাঙ্গীর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৮৬১

 

দূষণ রোধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ কোটি টাকার বেশি জরিমানা আদায়, ৩৮৪ টি ইটভাটা বন্ধ

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় বায়ু ও শব্দ দূষণ, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহ, অবৈধ ইটভাটা, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমন-সহ বিভিন্ন দূষণকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কঠোর অভিযান চালিয়েছে। ২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৫২০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার ২৪৫টি মামলা করা হয় এবং ১৮ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে ২৪৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ১৩৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়, ৩৫টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং পাঁচটি প্রতিষ্ঠান থেকে ছয়টি ট্রাকভর্তি সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

 

অপরদিকে, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩৪২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৬৫০টি প্রতিষ্ঠান থেকে ৪৯ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১৫৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।

 

আজ বাগেরহাট, যশোর, কুড়িগ্রাম ও ঢাকায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটটি মামলায় ৩৪ লাখ টাকা জরিমানা আদায়-সহ চারটি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। আরো পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

একই দিনে ঢাকা মহানগরের আদাবর ও কদমতলী এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে দু’টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। চারটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

 

এছাড়া গাজীপুরের নাওজোর ও সালনা হাইওয়ে থানার পৃথক অভিযানে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ২২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দু’টি ট্রাক জব্দ-সহ দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

#

 

দীপংকর/মেহেদী/মাহমুদুল/রফিকুল/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা  

 

 

Handout                                                                                                          Number: 2860

 

Over Tk 18 crores Fines to Curb Pollution: 384 Brick Kilns Shut Down

 

Dhaka, February 27:

 

Under the special directives of the Ministry of Environment, Forest, and Climate Change, the Department of Environment has conducted strict enforcement actions against various pollution-related activities, including air and noise pollution, illegal brick kilns, hazardous waste disposal, and the production and distribution of banned polythene. From 2 January 2025 to 27 February 2025, a total of 520 mobile court operations were carried out across the country, resulting in 1,245 cases being filed and fines amounting to Tk 18.3 crores being collected.

 

During these operations, the chimneys of 249 illegal brick kilns were demolished, completely halting their operations. Additionally, 135 brick kilns were ordered to shut down, 35 brick kilns had their raw bricks destroyed, and six truck loads of lead or battery recycling equipment were seized from five factories, leading to their closure.

 

Furthermore, 342 mobile courts have been conducted to curb the production, sale, and distribution of banned polythene since 3 November 2024. As a result, 650 establishments were fined Tk 49.73 lakh and 158 metric tons of banned polythene were confiscated. Additionally, 11 polythene production factories had their utility connections cut off and were sealed.

 

On 27 February 2025, four mobile courts were conducted in Bagerhat, Jashore, Kurigram, and Dhaka. A total of eight cases were filed, leading to fines amounting to Tk 34 lakh and four brick kilns had their kilns demolished and operations permanently shut down. Additionally, five more brick kilns were ordered to cease operations.

 

On the same day, two mobile courts were conducted in Adabor and Kadamtali areas of Dhaka Metropolitan City against air pollution caused by construction materials. Four cases were filed, leading to fines of Tk 30 thousand and several business owners were issued warnings.

 

Additionally, in separate highway police operations in Gazipur’s Naojor and Salna Highway Police Stations, 22 metric tons of banned polythene were seized from the Dhaka-Tangail and Dhaka-Mymensingh highways. Two trucks used for transporting the banned polythene were confiscated, and two individuals were arrested.

 

Legal action under the Bangladesh Environment Conservation Act and the Penal Code is currently in progress. These types of enforcement actions will continue to combat pollution.



#

 

Dipankar/Mehedi/Mahmudul/Sanjib/Salim/2025/19.55 Hrs.
 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৮৫৯

 

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে

                                                                                      -- ধর্ম উপদেষ্টা

 

চট্টগ্রাম, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ পর্যন্ত নির্মিত ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অধিকাংশই কাঙ্ক্ষিত মানোত্তীর্ণ। তবে কিছু মসজিদের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

 

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এগুলো তদন্ত করা হবে। তদন্ত কমিটির নিকট হতে প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রায় তিন মাস পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি মডেল মসজিদের অনিয়ম-অব্যবস্থাপনা খতিয়ে দেখছে।

 

ড. খালিদ জানান, ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের বাকি ২১৪টি মসজিদ তৈরি করা হবে। এসব মসজিদ নির্মাণকাজ নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হবে।

 

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের সকল জেলা ও উপজেলায় সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সরকারি অর্থায়নে এ মসজিদ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর এবং মনিটরিংয়ের দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী-পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা রয়েছে।

#

 

আবুবকর/মেহেদী/মাহমুদুল/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৮৫৮

 

নবযোগদানকৃত তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

নবযোগদানকৃত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সকলের  সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে। তিনি মন্ত্রণালয়ের কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা মন্ত্রণালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাসমূহের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। সভায়  মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

 

#

 

মামুন/মেহেদী/মাহমুদুল/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯১০ ঘণ্টা  

 

 

Handout                                                                                                           Number: 2857

 

Initiatives must be taken for eco-friendly building construction
                                                                       -- Environment Advisor

 

Dhaka, February 27:

 

Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, Syeda Rizwana Hasan, has emphasized the need to construct eco-friendly buildings under government development projects to prevent electricity wastage. She stated that buildings should be designed to be environmentally friendly.

 

Advisor made these remarks today as the chief guest at a review meeting held at the ministry’s conference room in Bangladesh Secretariat. The meeting assessed the implementation progress of ADP projects for the fiscal year 2024-2025 up to January 2025.

 

The advisor stressed the importance of developing monthly work plans to ensure the timely execution of development projects. She also directed officials to promote the use of alternatives to plastic products. Additionally, she reaffirmed that actions against river encroachment and dust pollution would continue.

 

The meeting was attended by the ministry’s Additional Secretary Md. Kairul Hasan, Director General of the Department of Environment Dr. Md. Kamruzzaman, Chief Conservator of Forests Md. Amir Hossain Chowdhury, and other relevant officials.

 

Meanwhile, a 144-acre sal forest area in Sector 24 and 25 of the Purbachal New Town project has been declared a ‘Special Biodiversity Area.’ Additionally, the Forest Department has launched a nationwide tree protection campaign, removing nails from trees starting on 26 February. This campaign will continue for a month.

 

#

 

Dipankar/Mehedi/Mahmudul/Sanjib/Salim/2025/1915 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৮৫৬

 

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে

                                -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুতের অপচয় রোধে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। ভবনগুলো যেন ইকো-ফ্রেন্ডলি হয়, সে অনুযায়ী ডিজাইন করতে হবে।

 

আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে মাসভিত্তিক কর্মপরিকল্পনা করতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন তিনি। নদী ভরাট ও বায়ু দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এবং প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে পূর্বাচল নতুন শহরের ১৪৪ একর শালগাছপূর্ণ ভূমিকে ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গাছ সংরক্ষণে বন অধিদপ্তরের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ কর্মসূচি চলবে।

 

#

 

দীপংকর/মেহেদী/মাহমুদুল/সঞ্জীব/সেলিম/২০২৫/১৯১০ ঘণ্টা  

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৮৫৫

 

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

 

ঢাকা, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি): 

 

রোহিঙ্গা শরণার্থী (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) প্রত্যাবাসনে  মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন

2025-02-27-17-42-e9a64d2568ceb0a28978fd9805641363.docx