Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৬ জানুয়ারি ২০২৫

Handout                                                                                                                 Number: 2494

 

Forest Department Raid at Swapnopuri Park in Dinajpur: 74 Wild Animals Rescued

 

 

Dhaka, 26 January:

A special operation was conducted today, at Swapnopuri Park and Mini Zoo in Nawabganj Upazila, Dinajpur. The operation was jointly carried out by the Wildlife Crime Control Unit and the Social Forestry Division of Dinajpur under the Forest Department.

During the operation, 74 wild animals were rescued. The rescued animals include Hoolock Gibbons, Asiatic Black Bears, Capped Langurs, Greater Hornbills, Slow Lorises, Otters, and various species of snakes and turtles. Some of the animals were found injured.

The operation was led by Wildlife Inspectors Abdullah As Sadiq and Asim Mallik, under the overall supervision of Sanaullah Patwary, Director of the Wildlife Crime Control Unit. Officials from the Social Forestry Division of Dinajpur, including Assistant Conservator of Forests Nurunnahar, participated in the operation. Law enforcement officials from Nawabganj Police Station also provided necessary support.

Officials stated that these animals had been illegally confined and displayed at Swapnopuri Park for a long time. Necessary measures will be taken for their rehabilitation.

The park manager was interrogated as part of the investigation. No valid permits were presented to justify the possession of these animals. Legal actions will be taken following the investigation.

The Forest Department assured that similar operations will continue to combat wildlife crime and ensure wildlife conservation. Local residents have been urged to be more aware of the importance of protecting wildlife.

#

Dipankar/Rana/Mosharof/Shamim/2025/2240hour

 

 

 

Handout                                                                                                                 Number: 2493

 

High Commission of Port Louis, Mauritius Hosts

 Blood Donation Programme for Festival of Youth 2025

 

Port Louis, 26 January:

            On the occasion of the Festival of Youth 2025, the Bangladesh High Commission, Port Louis, Mauritius in collaboration with Ministry of Health and Wellness of the Republic of Mauritius, has organized a voluntary blood donation programme.

 Expatriate Bangladeshis and members of the High Commission spontaneously took part in the programme held at the Bangladesh High Commission, Port Louis today. The event was held in cooperation with National Blood Transfusion Service of Mauritius. Around 128 Bangladeshi volunteers, members of business, social, and cultural organisations donated blood and platelets. Muhammad Reza Cassam Uteem, Minister of Labour and Industrial Relations of the Republic of Mauritius inaugurated the event as the chief guest with the Bangladesh High Commissioner Zokey Ahad in the chair. Dr. A. Dinassing, Ag. Director General Health Services, Ministry of Health and Wellness, also was present at the Programme.

 At the outset, the High Commissioner Zokey Ahad paid his deepest tribute to the martyrs and survivors of the July Uprising of 2024. He expressed his gratitude towards all participants of the blood donation programme and said that blood has no substitute and it is a special gift from Bangladeshi expatriates to the Mauritian citizens. He stated that the High Commission would continue such philanthropic work and also hoped that the Bangladeshi expatriates would continue their cooperation and support in this regard.

Cassam Uteem stated, that the blood donation programme, organized by the Bangladesh High Commission is a unique example. Expatriates are the part of Mauritian family and their spontaneous participation in the service of humanity is exemplary for all. He highly appreciated the programme and said that no embassy/high commission has organized any such programme so far.

Such magnificent initiative of the Mission received spontaneous response from the expatriate Bangladeshis and the officials of the High Commission. All the donors received a `Certificate of Appreciation’. The Mauritian and the expatriate Bangladeshis highly appreciated the initiative, taken by the Bangladesh High Commission on the auspicious occasion of the `Festival of Youth 2025’. Around 128 bags of blood were collected at the program. The program was attended by local people along with the expatriates who donated blood enthusiastically. The event received very large coverage through the Mauritian Television and Radio Media.

#

Jahangir/Mehedi/Paban/ Rana/Ferdows/Mosharof/Shamim/2025/2115hour

 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৪৯২

মিরপুর জোনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসে অভিযান

ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে আজ মিরপুর জোনে একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

মিরপুরের রূপনগর ও মিল্কভিটা রোডের চারটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্কভিটা রোডের অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়।

অভিযানে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১ হাজার ৫০০ সিএফটির ২টি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ার এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে।

এছাড়া মিল্কভিটা রোডে অবস্থিত ৪ ইঞ্চি বিতরণ লাইন হতে ২ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়।

#

শফি/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২২১০ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৪৯১

 

দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান: অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

 

ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

আজ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালানো হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

#

দীপংকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২১২০ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৪৯০

তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ

হাইকমিশন, পোর্ট লুইস কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

 

পোর্টলুইস, ২৬ জানুয়ারি:

      ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

      মরিশাস প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস মরিশাস-এর সার্বিক সহযোগিতায় আজ বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম। তিনি রক্ত দান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক     Dr. A. Dinassing উপস্থিত ছিলেন।

     হাইকমিশনার প্রথমেই জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, রক্তের কোনো বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। তিনি আরো বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এমন মানবিক কাজে সবসময় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কমনা করেন।

       শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি এই মানবিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, এ পর্যন্ত আর কোনো দূতাবাস ও হাইকমিশন এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করেনি।

       উক্ত কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানটি মরিশাসের টেলিভিশন ও রেডিও (সরাসরি সম্প্রচার)-সহ সকল গণমাধ্যমে প্রচারিত হয়।

#

 

জাহাঙ্গীর/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০৫০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৪৮৯

 

৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে

                                                                  --- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

মুন্সীগঞ্জ, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

          গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের বিচার করা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের কল্যাণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, সেভাবে জুলাই শহিদদেরও দায়িত্ব নেবে। সকল শহিদ পরিবারকে ভাতা দেওয়া হবে।

          উপদেষ্টা আজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

          মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, অধিকারের পরিচালক নাসির উদ্দীন এলান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

          মুন্সীগঞ্জের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ জেলায় ১৫ জন শহিদের পরিচয় ও তথ্য উপস্থাপন করেন।

          অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা শহিদদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। এসময় কয়েকজন  আহত শিক্ষার্থীও তাদের বক্তব্য তুলে ধরেন।

          উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘২৪ বিপ্লবের সূতিকাগার’ আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখেন।

          পরে উপদেষ্টা মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’  শিরোনামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

#

আলমগীর/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২০৪৫ঘণ্টা 

Handout                                                                                                                       Number: 2488

Despite resistance from vested interests,

the crackdown on illegal polythene bags will continue

                                                 --- Environment Advisor

Dhaka, 26 January:

            Despite resistance from vested interests, the crackdown on illegal polythene bags will continue, said Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change. Speaking at a virtual meeting today with deputy commissioners. she emphasized that illegal production and distribution of polythene bags pose severe environmental threats. The meeting, held at the capital’s Water Development Board auditorium, focused on the upcoming observance of World Fishing Cat Day on February 1, 2025, and discussed raising awareness for the conservation of the fishing cat under the Wildlife Conservation and Security Act, 2012.


            The advisor condemned today’s attack on officials during a raid at an illegal polythene production facility in Dhaka’s Chawkbazar area. She stated that a case has been filed at Chawkbazar Police Station against those who obstructed government officials in carrying out their duties and attacked them. Legal action will be taken against the perpetrators.


            Highlighting the environmental damage caused by polythene, Rizwana Hasan pointed out that approximately 12.5 million polythene bags are discarded daily, contributing to severe pollution. She called for collective efforts to halt the production and distribution of polythene and urged the public to raise awareness to protect endangered species like the fishing cat. She also reaffirmed the government’s commitment to continuing operations against hill cutting,

illegal brick kilns, and soil extraction from agricultural land.


            During today’s operation in Chawkbazar, three illegal polythene production facilities were shut down, their power connections severed, and warning notices issued to shop owners involved in the production, sale, and distribution of banned polythene. Similar raids were conducted in Rajbari, Barishal, Pirojpur, Gazipur, Narayanganj, Sherpur and Comilla, as well as other areas of Dhaka, including New Market and Chawkbazar. Nine mobile courts filed 21 cases, imposing fines amounting to One lack five thousand and five hundred taka and confiscated approximately two thousand three hundred eighty seven kilograms of banned polythene.


            Meanwhile, the Department of Wildlife Management and Nature Conservation carried out an eviction drive in the Bhabanipur Beat under Bhawal Range. In a joint operation involving the Gazipur district administration, army, BGB, RAB, police, and forest department, 3 acres of reserved forest land were recovered. Thirty illegal structures, including two-story buildings and shops valued at approximately BDT 10 crore, were demolished.

#

Dipankar/Mehedi/Ferdows/paban/Rana/Sanjib/Joynul/2025/2120 Hrs.

 তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৪৮৭

স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ সত্ত্বেও অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

                                                                                                            --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ সত্ত্বেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আজ রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর পরে স্বার্থান্বেষী মহল কর্মকর্তাদের ওপর হামলা করে। হামলার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

          আজ রাজধানীর পানি ভবনে আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫ বিশ্ব মেছো বিড়াল দিবস উদ্যাপন এবং বনাপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মেছো বিড়াল সংরক্ষণের নিমিত্ত সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

          পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধ করতেই হবে।  তিনি বলেন, এ লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। সাধারণ মানুষের হাত থেকে মেছোবিড়ালকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে বলে উল্লেখ করেন।

          উল্লেখ্য, আজ রাজধানীর চকবাজার এলাকায় ৩টি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা ৩টি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় ও বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়। এছাড়াও রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১টি মামলার মাধ্যমে এক লাখ পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২ হাজার ৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

          অপরদিকে আজ ২৬ জানুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা নিয়ন্ত্রাধীন ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের সাম্প্রতিক সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার কার্যক্রম পরিচালিত হয়। গাজীপুর, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ  এবং বন বিভাগের যৌথ অভিযানে এই উচ্ছেদ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। এই অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়, যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোটো বড়ো মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বাজার মূল্য ১০ কোটি টাকা।

#

দীপংকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২২৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৪৮৬

 

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে

                      ---প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চট্টগ্রাম ১২ মাঘ ( ২৬ জানুয়রি): 

     প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার  বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে ।

      উপদেষ্টা আজ চট্টগ্রামে সার্কিট হাউসের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

     বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম এ মতবিনিময় সভার আয়োজন করে।

     কোথাও দুর্নীতির তথ্য পেলে সাথে সাথে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান উপদেষ্টা। দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

     প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরো বলেন, স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনো কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এর জন্য দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থায় অনুপ্রাণিত হয়। এ জন্যই তাদের মধ্যে এক ধরনের মূল্যবোধের সঞ্চার হয়। অথচ আমাদের শিক্ষাব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে। এত কম সময়ে এ সমস্যা  সমাধান করা সম্ভব নয়। সেজন্যই মাঠপ্রশাসনের সাথে আজকের এ মতবিনিময় সভা।

     চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম।

    চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন।

    উপদেষ্টা পরে চট্টগ্রামে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

     এছাড়া উপদেষ্টা চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (চট্টগ্রাম জেলা) ২০২৪ এর উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা প্রশাসক ফরিদা খানম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

                                              #

জাহাঙ্গীর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/২১০৩  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৪৮৫

 

রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে

                                     --- সমাজ কল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

          সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে লিঙ্গভিত্তিক সহিংসতা ও নিরাপত্তাহীনতা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে, যার ফলে নারী ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে।

          উপদেষ্টা আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে ডিসেমিনেশন ওয়ার্কশপ এন্ড ডায়লগ ইভেন্ট অন জেন্ডারড ভায়োলেন্স এন্ড ইনসিকিউরড ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ নিউ ইনসাইটস এন্ড ওয়েস ফরওয়ার্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

          এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান বক্তব্য রাখেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে ডা. বেঞ্জামিন এটজল্ড  এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ রোহিঙ্গা ক্যাম্পে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নিরাপত্তাহীনতা গবেষণার মূল ফলাফল এবং নীতির ওপর সুপারিশ উপস্থাপন করেন।

          উপদেষ্টা বলেন, আমি দুই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর  শিশু ও নারী নির্যাতন বিষয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেখানে আমরা নির্যাতনের খবর পাবো, সাথে সাথে আমাদের টিম  সেখানে উপস্থিত হবে এবং এর নীতি সহায়তা দানে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

#

রফিকুল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৪৮৪

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে

                                                   ----পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা ১২ মাঘ ( ২৬ জানুয়রি): 

     পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। এ লক্ষ্যে জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) চালু হয়েছে।

 

      আজ ঢাকায় পানি ভবনে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

     উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে। তিনি আরো বলেন, বিসিডিপি সরকার বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

 

     কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ কে এম শাহাবউদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশন্‌স প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

 

     কর্মশালার শেষ পর্যায়ে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

     পরে এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

                                                 #

দীপংকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৫/১৯০৩ ঘণ্টা

 

Handout                                                                                                                                        Number: 2483

BCDP Launched to Foster Collaboration and Mobilize Climate Funds
                                                                              --- Environment Advisor

Dhaka, 26 January:

                Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change, emphasized the need for greater financial and institutional support for the ministry. She said Govt Launched Bangladesh Climate Development Partnership (BCDP) to Foster Collaboration and Mobilize Climate Funds. She stressed that external funding must be sought with integrity, ensuring the empowerment of the ministry while avoiding duplication of efforts. She also called for concessional loans to ensure sustainability, highlighting the government's commitment to prioritizing climate change initiatives.

                Speaking at the ‘Inception Workshop with Development Partners on Operationalizing the Bangladesh Climate Development Partnership (BCDP)’ hosted by the Ministry of Environment, Forest, and Climate Change (MOEFCC) at the Bangladesh Water Development Board, Pani Bhaban today, Rizwana Hasan described the BCDP as a vital platform for mobilizing resources, fostering collaboration, and building a resilient, sustainable future. Supported by the Asian Development Bank (ADB), the BCDP aims to address climate challenges through low-carbon, climate-resilient development strategies.

                The Advisor noted that the government has established mechanisms to channel funds efficiently and prioritize their use effectively. She urged stronger collaboration with civil society, emphasizing the need for greater youth and civil society representation in climate initiatives. She instructed Group 3 to address these gaps urgently. She further remarked, The BCDP symbolizes a multi-stakeholder approach, bringing together the government, private sector, and development partners to scale up and implement climate adaptation and mitigation strategies. Through BCDP, we aim to ensure that every taka invested in climate action creates meaningful, sustainable impacts for our people and ecosystems.

                Rizwana Hasan also called for integrating environmental protection and sustainable development into national policy. She stressed the importance of avoiding environmentally harmful projects, such as hill cutting for road construction, and urged the Planning Commission and other agencies to prioritize green and sustainable projects. “We can set an example for the world on how to channel climate funds with urgency, transparency, and inclusivity,” she stated.

                The workshop, Chaired and moderated by Dr. Farhina Ahmed, Secretary, MOEFCC, featured a panel discussion with key officials, including Iqbal Abdullah Harun, Secretary, Planning Division; Dr. A. K. M. Shahabuddin, Additional Secretary, Economic Relations Division and Na Won Kim, Country Operations Head, Bangladesh Resident Mission, ADB, among others. Dr. Fahmida Khanom, Additional Secretary, MOEFCC, presented an in-depth overview of the BCDP.

                The workshop concluded with the official launch of the BCDP Web Portal and Secretariat by the Chief Guest. Representatives from government ministries, development partners, private sectors, NGOs, and climate experts attended the event, aligning priorities and defining actionable steps for operationalizing BCDP.

                Later, Takeo Konishi, Director General, South Asia Regional Department, ADB, called on Environment and Water Resources Advisor and expressed ADB’s commitment to mobilizing concessional and green financing to accelerate Bangladesh’s climate resilience and sustainable development.

#

Dipankar/Mehedi/Ferdous/Sanjib/Joynul/2025/1830 Hrs.

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ২৪৮২

কে এম সফিউল্লাহর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি):

          মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

          আজ  এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূ

2025-01-26-17-00-0b43222f65846ae91e8a99e4b8a57a07.docx