Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৫

তথ্যবিবরণী ২০/৭/২০১৫

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২০০৯

ড. জহিরুল ইসলাম ও ওবায়দুল হক এর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

            জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং একাত্তরের মুক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম এবং চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

            এক শোকবাণীতে স্পিকার বলেন, তাঁদের মৃত্যুতে দেশ দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিককে হারালো। স্ব স্ব পেশায় তাঁদের নিরলস প্রয়াস সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

            তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

ডেপুটি স্পিকারের শোক

 

            জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং একাত্তরের মৃক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম এবং চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও ভাষা সৈনিক ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

            এক শোকবাণীতে ডেপুটি স্পিকার বলেন, তাঁদের মৃত্যুতে দেশ কৃতী সন্তানদের হারালো। তাঁদের অবদান সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

            তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

চিফ হুইপের শোক

            জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ কৃষি বিজ্ঞানী এবং একাত্তরের মৃক্তিযুদ্ধের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম এবং চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও ভাষা সৈনিক ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

            এক শোকবাণীতে চিফ হুইপ বলেন, তাঁদের মৃত্যুতে দেশ সত্যিকারের দেশপ্রেমিক ও বিশিষ্ট পেশাজীবীদের  হারালো। তাঁরা দেশ ও জাতির  কল্যাণের জন্য সকলের  কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।

            তিনি মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

#

এমাদুল/সাইফুল্লাহ/সঞ্জীব/বিপু/২০১৫/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০০৮

বিএসএমএমইউ ও বারডেম হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেম হাসপাতালে আকস্মিকভাবে পরিদর্শন করেন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখতে স্বাস্থ্যমন্ত্রী এ আকস্মিক পরিদর্শনে যান।

    মন্ত্রী দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এবং ঈদের ছুটিতে রোগীদের ঠিকভাবে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে কিনা তার খোঁজ নেন। আজ সোমবারও বিএসএমএমইউ-তে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সত্ত্বেও ডাক্তার ও নার্সদের উপস্থিতি ছিল সন্তোষজনক। স্বাস্থ্যমন্ত্রী এ বিশ্ববিদ্যালয়ের নবজাতক ওয়ার্ডসহ বেশকয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও তাঁদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ নেন। 

    এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দীলিপ রায় উপস্থিত ছিলেন।

    এর আগে বারডেম হাসপাতালে ঈদের ছুটি শেষে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসার খোঁজ নেন। 

    পরিদর্শনকালে বারডেম আইসিইউতে চিকিৎসাধীন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান বাচ্চুকে দেখতে যান মোহাম্মদ নাসিম।  মন্ত্রী জনাব বাচ্চুর স্ত্রী, পুত্র ও ডাক্তারদের সাথে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন। তিনি জনাব বাচ্চুর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন।

#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৩৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০০৭

বেলারুশ সফরে শিল্পমন্ত্রীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে ষোল সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল আজ রাতে বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

সফরকালে আমির হোসেন আমু বেলারুশের উপপ্রধানমন্ত্রী সেমাসকো ভি আই (ঝবসধংযশড় ঠ ও), শিল্পমন্ত্রী ভক্ ভি এম (ঠড়াশ ঠ গ), বাণিজ্যমন্ত্রীসহ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি সেখানে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার বিষয় তুলে ধরবেন। এছাড়া তিনি বেলারুশে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘর এবং বেলারুশের জাতীয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করবেন।

বেলারুশ সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল এ সফরে যাচ্ছেন। দু’দিনের এ সফরে তাঁরা বেলারুশের বিশ্বখ্যাত ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি, ট্রাক ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে বেলারুশ থেকে এসব পরিবহণ ও যন্ত্রপাতি আমদানির বিষয়ে আলোচনা হবে। একইসাথে এসব কৃষি যন্ত্রপাতি বাংলাদেশে যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়েও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।  

প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মনজুর আলম ভূঁঞা, এফবিসিসিআই’র সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মোঃ আমিনুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন, মাছুদ পারভেজ খান ও মোঃ আবুল আয়েছ খান, ডিসিসিআই’র পরিচালক খন্দকার মুক্তাদির, শাহজাদা এ হামিদ, মোঃ ইকরাম ঢালী ও খঃ রাশেদুল আহসান, এমএ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, কক্সবাজার চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর, সুনামগঞ্জ অভ্ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি সুজীব রঞ্জন দাশ, জে এস এম কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন সিকদার এবং মেসার্স রূপায়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজীব রায়। 
শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদল ২৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

#

জলিল/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২০০৬

সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদের জানাজা অনুষ্ঠিত 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন। 

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রফিক আহমেদের কফিনে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

জানাজা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। 

উল্লেখ্য, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারী আজ সকালে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। 

#

এমদাদুল/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                          নম্বর : ২০০৫
চট্টগ্রাম সংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওবায়দুল হকের মৃত্যুতে 
তথ্যমন্ত্রী এবং তথ্যসচিবের শোক

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

    বিশিষ্ট সাংবাদিক, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওবায়দুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ট সহচর ওবায়দুল হকের দৈনিক আজাদী পত্রিকার সাথে দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন গুণী সাংবাদিক, দক্ষ সংগঠক এবং দেশ প্রেমিককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ 
    চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল হক আজ ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------- রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা এবং বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
    পৃথক শোকবার্তায় তথ্যসচিব মরতুজা আহমদ বরেণ্য সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি  ওবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ওবায়দুল হকের সুদীর্ঘ কর্মময় জীবনের কথা উল্লেখ করে এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে তার অবদান স্মরণ করে মরতুজা আহমদ বলেন, ‘দেশ একজন আদর্শ সাংবাদিক এবং দেশপ্রেমিককে হারালো।’
    তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব মরহুম ওবায়দুল হকের বিদেহীআত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আকরাম/অনসূয়া/শাহ আলম/শুকলা/মিজান/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                                                           নম্বর : ২০০৪

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। 
শোকবাণীতে স্পিকার বলেন, রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে দেশ একজন দক্ষ ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তাকে হারালো। তাঁর অব্যাহত কর্মপ্রয়াস ও দায়িত্ব পালনে একাগ্রতা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু জাতীয় সংসদ সচিবালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর 
মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। 

শোকবাণীতে ডেপুটি স্পিকার বলেন, রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে দেশ একজন দক্ষ সরকারি কর্মকর্তাকে হারালো। তিনি বলেন, সরকারি দায়িত্বপালনে মরহুমের নিষ্ঠা ও একাগ্রতা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে চিফ হুইপের শোক

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। 

শোকবাণীতে চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারীর মৃত্যুতে দেশ একজন কর্মবীরকে হারালো। তিনি আমৃত্যু সরকার ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। তার কর্মতৎপরতা সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

#

এমাদুল/অনসূয়া/শাহ আলম/লাভলী/২০১৫/১২২০ ঘণ্টা                  

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon