Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০১৫

তথ্যবিবরণী ২০/০৬/২০১৫

তথ্যবিবরণী                                                                                নম্বর : ১৭৮৭

 

রংপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী

 

গংগাচড়া (রংপুর), ৬ আষাঢ় (২০ জুন) :

 

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ আজ রংপুরের গংগাচড়া উপজেলার তিস্তা নদীভাঙন বিভিন্ন এলাকা পরিদর্শন করেনপরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলার গংগাচড়া উপজেলার তিস্তা নদীভাঙন এলাকার জনগনের কল্যাণে সম্ভাব্য সবকিছু করা হবে

 

          তিনি রংপুরে গংগাচড়া উপজেলার তিস্তা নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন

 

          প্রতিমন্ত্রী বলেন, গংগাচড়া উপজেলা একটি অবহেলিত জনপদবিগত দিনে এ এলাকার স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়নে তেমন কিছুই করা হয়নিতিনি বলেন, বর্তমান সরকার এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছেতিনি এসব প্রকল্পগুলোর সুফল যাতে স্থানীয় জনগন পেতে পারে সে জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনের আহবান জানান

 

          তিনি বলেন, ইতোমধ্যে তিস্তা নদীরভাঙন রোধে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছেএ প্রকল্প বাস্তবায়ন হলে এ এলাকা অধিকাংশ নদীভাঙন হ্রাস করা সম্ভব হবে

           

#

 

আহসান/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৭৮৬

খুলনায় পক্ষব্যাপী বৃক্ষমেলা শুরু

খুলনা, ৬ আষাঢ় (২০ জুন) :

    ‘পাহাড়, সমতল, উপকূলে, গাছ লাগাই সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে খুলনা জাতিসংঘ শিশুপার্কে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫।

    খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল,  পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মলি¬ক আনোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন খুলনা সার্কেল বন সংরক্ষক ড. সুনীল কুমার কুন্ডু।
    
    বিভাগীয় কমিশনার তাঁর বক্তৃতায় বলেন, তাপমাত্রা সহনীয় রাখা ও বিষাক্ত কার্বন শোষণসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অনস্বীকার্য।  বাংলাদেশের সাফল্যের তালিকায় বৃক্ষরোপণ অভিযান উল্লে¬খযোগ্য স্থান দখল করে আছে।  মরুকরণ ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলা চলবে প্রতিদিন সকাল ছয়টা হতে রাত ১০টা পর্যন্ত। মেলায় ৪২টি স্টল রয়েছে।  

এর আগে প্রধান অতিথির নেতৃত্বে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

#

জিনাত/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/২০৪৬ ঘণ্টা

 

Handout                                                                                                                                                                                          Number : 1785

Weather News

Maritime Ports to Hoist Local Cautionary Signal No 3

Dhaka, 20 June:

          The well marked low over west central bay and adjoining north west bay moved slightly north-northwestwards and concentrated into a depression over north west bay and adjoining west central bay and was centred at 12 noon today (the 20 june 2015) about 770 kms west-southwest of chittagong port, 735 kms west-southwest of cox’s bazar port, 595 kms southwest of Mongla Port and 615 kms southwest of Payra Port (near lat 18.50 N and long 86.00 E). It is likely to move in a northwesterly direction.

          Maximum sustained wind speed within 44 kms of the depression centre is about 40 kph rising to 50 kph in gusts/squalls. Sea will remain moderate near the depression centre.

 

          Maritime Ports of Chittagong, Cox’s Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal no. three (R) three.

 

          All fishing boats and trawlers over north bay have been advised to come close to the coast and proceed with caution till further notice.

 

                                                                                               #

Saifullah/Nabi/Zasim/Abbas/2015/2017 Hoursতথ্যবিবরণী                                        নম্বর : ১৭৮৪

জেলা প্রশাসকদের প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
             

    জেলা প্রশাসকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হিসেবে সদ্য পদায়নকৃত ১৭ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

    আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন।

 

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে জেলার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করে জেলা প্রশাসকগণকে পেশাগত দৃষ্টিভঙ্গি নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    

প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণ এখন দ্রুততার সাথে সর্বোত্তম সেবা প্রত্যাশা করে। এক্ষেত্রে জেলা প্রশাসনের  দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর সরকারের সফলতা অনেকাংশে নির্ভরশীল। তাই সরকারের উন্নয়ন ও সেবা জনগণের দোরগোড়ায় অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে পৌঁছে দিতে হবে।

    

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কোর্সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীও বক্তৃতা করেন।

#

তৌহিদুল/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ১৭৮৩

বাংলাদেশ ক্রিকেট দলকে পরিকল্পনামন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :

 

    ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি ও বিসিবি’র সাবেক সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    

মন্ত্রী বাংলাদেশ দলের এ সাফল্য সিরিজের অন্যান্য ম্যাচেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাল্লাহ এবার আমরা ভারতকে হারিয়ে ওয়ানডে ও টি টুয়েন্টি দুটো সিরিজই জয়লাভ করবো।”

 

#

তাপস/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭০২ ঘণ্টা

Todays handout (5).doc Todays handout (5).doc