Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী 29/1/2018

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৪৪
 
৪২তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় বাংলাদেশ
 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
কলকাতায় ‘৪২তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা ২০১৮’য় প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ অংশগ্রহণ করবে। এ বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে সরকারি ও বেসরকারি মোট ৪২টি স্টল থাকবে। সরকারি স্টলগুলো হলো বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।
 
আজ কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোঃ মোফাকখারুল ইকবালের সঞ্চালনায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা-২০১৮ এর বাংলাদেশের অংশগ্রহণের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন উপহাইকমিশনার তৌফিক হাসান।
 
এবারের ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস হিসেবে মেলা কর্তৃপক্ষ ৩ ফেব্রুয়ারিকে নির্ধারণ করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন বইমেলা প্রাঙ্গণের স্টেট ব্যাংক অডিটোরিয়ামে ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। 
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনস¦াস্থ্য ও কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সম¥ানিত অতিথি, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 
পরে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
#
 
মোফাকখারুল/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৪৩ 
 
বাংলাদেশের নৃত্যশিল্পে বৈচিত্র্য আনয়নে ভারতের ভূমিকা রয়েছে 
                 ---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) : 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশের নৃত্যশিল্পে বৈচিত্র্য আনয়নে ভারতের ভূমিকা রয়েছে। বাংলাদেশের বহু নৃত্যশিল্পী ভারতে গিয়ে তাদের বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করেন যা প্রকারান্তরে আমাদের নৃত্যশিল্পকে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করেছে। যদিও আমাদের দেশের নৃত্যশিল্পের নিজস্ব ঐতিহ্য ও ধারা রয়েছে।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ভারতীয় দূতাবাস আয়োজিত বাংলাদেশের প্রখ্যাত কথক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) এর কথক নৃত্যের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “কথক নৃত্যানুষ্ঠান”-এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, দুই দেশের (ভারত ও বাংলাদেশ) বন্ধুত্ব আরো গভীর করতে সংস্কৃতি হতে পারে মোক্ষম অস্ত্র। এটি ভাষার চেয়েও শক্তিশালী উপাদান যা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যদি ভাষাই মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করতে পারত, তবে আরবি ভাষাভাষী মধ্যপ্রাচ্য এতগুলো দেশ না হয়ে একটি দেশ হতো। সাংস্কৃতিক ভিন্নতাই তাদেরকে বিভিন্ন দেশে বিভক্ত করেছে।
 
#
ফয়সল/নাইচ/মোশারফ/পারভেজ/আব্বাস/২০১৮/২০১৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৪২ 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১৬ মাঘ (২৯ জানুয়ারি) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ছয়টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং-১ ক্যা¤েপ ১ শত ৯২ জন পুরুষ, ২ শত ৯ জন নারী মিলে ৪ শত ১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৪ শত ৭৭ জন পুরুষ, ৪ শত ৬৮ জন নারী মিলে ৯ শত ৪৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ৭৫ জন পুরুষ, ২ শত ৭৪ জন নারী মিলে ৪ শত ৪৯ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ শত ১ জন পুরুষ, ৯৭ জন নারী মিলে ১ শত ৯৮ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৯৩ জন পুরুষ, ১ শত ২৬ জন নারী মিলে ২ শত ১৯ জন, বালুখালী ক্যাম্পে ৩ শত ৭৪ জন পুরুষ, ৪ শত ৭ জন নারী মিলে ৭ শত ৮১ জন এবং পুরোদিনে ৬ টি কেন্দ্রে মোট ২ হাজার ৯ শত ৯৩ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৫০ হাজার ৬ শত ৮২ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ১৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৩ শত জন। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা  ২ লাখ ৪ হাজার ৬০ জন।
 
#
সাইফুল/নাইচ/সঞ্জীব/মোশারফ/পারভেজ/রেজাউল/২০১৮/১৯০৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৪১
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ ইসরাফিল আলম, দিদারুল আলম এবং মোঃ আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম, বি.এসসি বৈঠকে অংশগ্রহণ করেন। 
 
বৈঠকে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ।
 
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮ কমিটি পরীক্ষানিরীক্ষা করে এবং ৭(১), ১৪ (২) ও ১৮ অনুচ্ছেদ এর কিছু কিছু জায়গায় সংশোধনসাপেক্ষে মহান জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয়।
 
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিএমইটির মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
#
এমাদুল/নাইচ/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৪০ 
 
আগামী পাঁচ বছরে ১শ’ হাইটেক উদ্যোক্তা তৈরি করবে বিটাক
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) : 
দেশে জ্ঞানভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের বিকাশে আগামী পাঁচ বছরে ১শ’ হাইটেক উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রতিষ্ঠানটির আওতায় স্থাপিত টুল ইনস্টিটিউটের মাধ্যমে এ উদ্যোক্তা তৈরি করা হবে। এর ফলে বর্তমান সরকার ঘোষিত শিল্পসমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সহজ হবে। 
আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি (ঞবপযহড়ষড়মু ভড়ৎ ঝঁংঃধরহধনষব এৎড়ঃিয)’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। 
বিটাকের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মার সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. সৈয়দ মোঃ ইহ্সানুল করিম। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য নাভাস চন্দ্র ম-ল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদুল ইসলাম, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বয়লার পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, লাইন ইঞ্জিনিয়ারিং শিল্প গবেষক মাসুম তালুকদার আলোচনায় অংশ নেন।  
সেমিনারে বক্তারা বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল গড়ে তুলতে হবে। এর পাশাপাশি উৎপাদনমুখী বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহারের জন্য নিজস্ব প্রযুক্তিতে যন্ত্রপাতি তৈরির সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে তারা বেসরকারিখাতে টুল ভিলেজ গড়ে তোলার তাগিদ দেন। এ উদ্যোগ সাব কন্ট্রাকটিংয়ের শিল্পের বিকাশ এবং নি¤œপ্রযুক্তির শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তারা মন্তব্য করেন।  
বক্তারা বলেন, শিল্পকারখানায় উৎপাদনশীলতা বাড়াতে দেশেই আমদানিবিকল্প সিএনসি (ঈড়সঢ়ঁঃবৎ ঘঁসবৎরপধষ ঈড়হঃৎড়ষ) মেশিন উদ্ভাবন করতে হবে। স্থানীয় চাহিদা বিবেচনা করে ইতোমধ্যে বিটাক মডেল সিএনসি মেশিন তৈরি করেছে। এর বাণিজ্যিক উৎপাদন শুরু করতে তারা সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বে বিশেষায়িত টুল ইকোনমিক জোন গঠনের পরামর্শ দেন। 
#
জলিল/নাইচ/মোশারফ/পারভেজ/রেজাউল/২০১৮/১৭৪৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৯  
 
জাতীয় সংসদ কর্তৃক গৃহীত বিলে রাষ্ট্রপতির সম্মতি 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
রাষ্ট্রপতি জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নি¤œলিখিত ৬টি বিলে 
২৮ জানুয়ারি তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
 
বিল সমূহ হচ্ছে যথাক্রমে-মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল, ২০১৮; বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস্ এন্ড সার্জনস্ বিল, ২০১৮; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; ব্যাংক কোম্পানী (সংশোধন) বিল, ২০১৮; কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা বিল, ২০১৮ এবং বীজ বিল, ২০১৮।                                                 
 
#
নূরুল/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৬৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৮ 
 
জাতিসংঘের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্কের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন। তিনি জাতিসংঘের ৫৬ঃয ঝবংংরড়হ ড়ভ ঃযব ঈড়সসরংংরড়হ ড়হ ঝড়পরধষ উবাবষড়ঢ়সবহঃ এবং চধহবষ উরংপঁংংরড়হ ড়হ 'এষড়নধষ ৎবারবি ড়ভ ঃযব ড়ঁঃপড়সব ড়ভ ঃযব ঞযরৎফ ৎবারবি ধহফ ধঢ়ঢ়ৎধরংধষ ড়ভ ঃযব গধফৎরফ ওহঃবৎহধঃরড়হধষ চষধহ ড়ভ অপঃরড়হ ড়হ অমবরহম (গওচঅঅ), ২০০২' এ অংশগ্রহণ করবেন।
ঊপড়হড়সরপ ধহফ ঝড়পরধষ ঈড়সসরংংরড়হ ভড়ৎ অংরধ ধহফ ঃযব চধপরভরপ (ঊঝঈঅচ) এ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ৩০-৩১ জানুয়ারি নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে এ সেশনসমূহ অনুষ্ঠিত হবে।
 
#
তারিক/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬১৬ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon