Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ২৯/১০/১৫

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৬০

এক মাসে ১৫ লাখ টাকা জরিমানা আদায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের 

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    সরকার ১ অক্টোবর হতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাস এবং ১ নভেম্বর  হতে সিএনজি অটোরিক্সার ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

    সরকার অনুমোদিত ভাড়ার তালিকা বাস ও মিনিবাসের দৃশ্যমান স'ানে প্রদর্শন বাধ্যতামূলক; সিএনজিচালিত অটোরিক্সা মিটারে এবং  যেকোনো দূরত্বে চলাচল বাধ্যতামূলক; মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত দাবি করা যাবে না। এ সকল নির্দেশ অমান্য করা দ-নীয় অপরাধ সত্ত্বেও কিছু কিছু  ড়্গেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, বাস ও মিনিবাস এবং সিএনজি অটোরিক্সায় এ সকল নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে না। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় প্রতিরোধকল্পে চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম  জোরদার করা হচ্ছে।

    বিআরটিএ’র চারটি ভ্রাম্যমাণ আদালত ১ অক্টোবর  হতে ২৮ অক্টোবর পর্যনত্ম ১ হাজার ১শ’ ১৩টি মামলার মাধ্যমে ১৫ লাখ ১৩ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায়, ৩১ জনকে বিভিন্ন  মেয়াদে কারাদ- প্রদান, ১১৯টি যানবাহন ডাম্পিং স্টেশনে  প্রেরণ এবং ৯৩টি যানবাহনের কাগজপত্র জব্দ করেছে। আগামী ১ নভেম্বর হতে ৬টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।

    বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কিত অভিযোগ আইনশৃঙ্খলা রড়্গাকারী বাহিনী অথবা বিআরটিএ’র  ফোন নং-৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪ এবং ৯০০৭৫৭৪ এ সকাল ৯টা  থেকে বিকেল ৫টা পর্যনত্ম অফিস চলাকালীন অবহিত করা যাবে।

#

মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৫/২১৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৫৯

বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানের শিড়্গক-কর্মচারীদের
  অক্টোবর মাসের বেতনভাতার চেক ব্যাংকে হসত্মানত্মর

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিড়্গক-কর্মচারীদের চলতি বছরের অক্টোবর মাসের বেতনভাতাদির সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স'ানীয় কার্যালয়ে হসত্মানত্মর করা হয়েছে।
    আগামী ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যনত্ম সংশিস্নষ্ট শাখা ব্যাংক হতে শিড়্গক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে অক্টোবর  মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
    উলেস্নখ্য, সেপ্টেম্বর মাসের বেতনভাতার এমপিও কপি বা ভাউচার সংশিস্নষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সকল শিড়্গা প্রতিষ্ঠান বেতনভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল শিড়্গা প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
#

শফিকুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৫৮

এসডিজি অর্জনের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে 
                                       -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে মিলিনিয়াম  ডেভেলপমেন্ট  গোল (এমডিজি) অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারীর ড়্গমতায়ন নিশ্চিত করেছে। জাতিসংঘ  ঘোষিত সাসটেইনেবল  ডেভেলপমেন্ট  গোল (এসডিজি) অর্জনের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর সম্মেলনকড়্গে জাতীয় কন্যাশিশু দিবস  উদ্‌যাপন উপলড়্গে ২০১৫ সালের এসএসসি ও এইচএসসি পরীড়্গায় জিপিএ-৫ প্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীর সনত্মানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে।

    মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  নেছার উদ্দিন ভূইয়া এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকির  হোসেন বক্তব্য রাখেন।

    প্রতিমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত সনত্মানদেরকে ক্রেস্ট ও  প্রাইজবন্ড প্রদান করেন।
           
#

খায়ের/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৩১৫৭
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী
ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল হবে 
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
    ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল নির্মিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ ঢাকায় একনেক পরবর্তী সংবাদসম্মেলনে পরিকল্পনামন্ত্রী একথা জানান। 
    পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকায় মেট্রোরেলের পাশাপাশি পাতালরেল নির্মাণ প্রকল্প তৈরির কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শিঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা পরিচালিত হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি হবে। 
    মন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পের  মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। এতে করে বিদ্যমান যানজট একেবারেই কমে আসবে। তিনি বলেন, ঢাকায় চলমান মেট্রোরেলের পাশাপাশি এ পাতালরেল প্রকল্প চলবে। এছাড়া, বর্তমানে যে ধরণের যোগাযোগ ব্যবস্থা চলমান আছে তা অব্যাহত থাকবে। পাতালরেলের অর্থায়ন কোথা থেকে আসবে এ প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস পাতালরেল প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করবে বলে জানিয়েছেন।

এ বছরের ডিসেম্বর থেকে পায়রা বন্দরে পণ্য খালাস শুরু হবে
    চলতি বছরের ডিসেম্বর থেকে পায়রা বন্দর দিয়ে পণ্য খালাস শুরু হবে। পণ্য খালাসের কাজটি হবে সীমিত আকারে। পায়রা বন্দর পূর্ণাঙ্গ আকারে গড়ে না ওঠা পর্যন্ত বহির্নোঙ্গরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য উঠানামার কাজটি সম্পন্ন হবে। এজন্য ওয়্যার হাউস, ক্রেইন, পন্টুন, পাইলট বোট, টাগ বোট, বয়া লেইয়িং ভেসেল, সার্ভে বোট, প্রশাসনিক ভবনসহ বন্দর কার্যক্রম পরিচালনা করতে ন্যূনতম অবকাঠামো গড়ে তোলা হবে। এ ন্যূনতম অবকাঠামো কাজ সম্পন্ন করতে আজকের একনেক সভায় ‘পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক ১ হাজার ১২৮ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ ২০১৮ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
    পায়রা বন্দর বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ১৬ একর জায়গার উপর সীমিত ভৌত অবকাঠামো যেমন - পন্টুন, ক্রেইন, নিরাপত্তা ভবন ইতোমধ্যে নির্মিত হয়েছে। বড় আকারের জাহাজ থেকে ছোট জাহাজে লাইটারিং করার জন্য প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই আরো কিছু নির্মাণ কাজ সম্পন্ন হলে ক্ষুদ্র আকারে বন্দর কার্যক্রম শুরু হবে।
    মন্ত্রী বলেন, ২০২৩ সাল নাগাদ পূর্ণাঙ্গভাবে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হবে। তখন এ বন্দরে ৭ হাজার ৫শ’টি কন্টেইনারের স্থান সংকুলান হবে। ২০২৮ সাল নাগাদ এ বন্দর দিয়ে ৪ কোটি টন কয়লা খালাস করা হবে। এছাড়া এখানে ভবিষ্যতে এলএনজি টার্মিনাল হবে।
    চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর হবে কিনা সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর হবে তবে সোনাদিয়ায় হবে না। এছাড়া, পায়রায় অপর একটি গভীর সমুদ্রবন্দর হবে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক সভায় ৬ হাজার ৩৮৭ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৯৭ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ১৬৫ কোটি টাকা।
#

তাপস/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩১৫৬

চারকোল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে
                        -- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, চারকোল বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে কৃষকরা পাট উৎপাদনে আরো আগ্রহী হবে। এভাবেই সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
    প্রতিমন্ত্রী আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে চারকোল মালিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন । 
    সভায় জানানো হয়, দেশে  প্রথম ২০১২ সাল থেকে বাণিজ্যিকভাবে চারকোল উৎপাদন শুরু হয়। ঐ বছরেই সর্বপ্রথম চীনে এ পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চারকোলের চাহিদা রয়েছে। দেশে এ পণ্য উৎপাদনের ব্যাপ্তি বাড়লে আগামীতে জাপান, ব্রাজিল, তুর্কিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চারকোল রপ্তানি সম্ভব  হবে । 
    উল্লেখ্য, বর্তমানে জামালপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে চারকোল উৎপাদন হচ্ছে। 
    সভায় চারকোল মালিকদের পক্ষ থেকে চারকোল শিল্পকে একটি উদীয়মান শিল্প হিসেবে ঘোষণা দেয়া, এ শিল্পের জন্য দ্রুত পৃথক নীতিমালা তৈরি, এ শিল্পের জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা ও ব্যাংক ঋণের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। 
    প্রতিমন্ত্রী এ সকল প্রস্তাব সম্পর্কে বলেন, নতুন এ খাতে যে সকল সমস্যা রয়েছে তা সরকার অবগত আছে। এ সমস্যা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হচ্ছে। চারকোল শিল্পের বিকাশের জন্য তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। 
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার ও মো. মেসবাহুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
সৈকত/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা


 তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৫৫

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
         জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। 
            বৈঠকে ঈঙচ২১ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এবং বিভিন্ন জায়গায় বিশেষত গাজীপুর, কক্সবাজারে বন বিভাগের জমি অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
           কমিটি গাজীপুরে অবৈধভাবে বন বিভাগের ১২ হাজার ৩২১ একর জমি দখলকারীর নাম ও প্রতিষ্ঠানসমূহের পূর্ণাঙ্গ তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

     বৈঠকে কমিটি বন বিভাগে ৩ বছরের অধিক সময় ধরে যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন কর্মস্থলে কর্মরত তাদের দ্রুত কর্মস্থল বদলির সুপারিশ করে।
    কমিটি বন বিভাগের যে সব রেস্টহাউস ব্যবহারযোগ্য সেগুলোর তালিকা ও ভাড়া নির্ধারণ করে ওয়েবসাইটে প্রকাশ করার সুপারিশ করে এবং আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় ঈঙচ২১ এর সভাসমূহে সংসদীয় কমিটির যে সদস্যগণ কনট্রিবিউট করতে চান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
           পরিবেশ ও বন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাব্বিার/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৫৪

বিআরডিবি’র প্রতি এলজিআরডি প্রতিমন্ত্রী 
উত্তরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে
                   
রংপুর, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা উত্তরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লিউন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মকর্তা-কর্মচারীদেরকে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। 
প্রতিমন্ত্রী আজ রংপুর টাউন হলে উত্তরাঞ্চলের হতদরিদ্রের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচির প্রশিক্ষণ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেলা প্রশাসক ও বিআরডিবি’র উপপরিচালক এসময় উপস্থিত ছিলেন। 
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে সমবায়খাতকে কাজে লাগান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করে পল্লিবাসীর জীবন মানোন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে সফল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
    এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং স্থানীয় শাহী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
#

আহসান/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩১৫৩


 পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষামন্ত্রীর আহ্বান
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্লাস, পরীক্ষা ও ভর্তিসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। দেশের দক্ষ জনসম্পদ গড়ে তুলতে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাঁদের মান-মর্যাদা ও স্বার্থরক্ষায় সম্ভব সব কিছু করবে।
    মন্ত্রী আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে ইউজিসি আইন, শিক্ষা আইন ও এক্রিডিটেশন আইন বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়োজিত সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
    সভায় নতুন জাতীয় বেতন স্কেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান-মর্যাদা ও স্বার্থসম্পর্কিত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    মন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থরক্ষায় শিক্ষা মন্ত্রণালয় নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণাকালে গঠিত মন্ত্রিপরিষদ কমিটির সাথে একত্রে কাজ করবে। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে। 
    শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধŸতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩১৫২

১ নভেম্বর ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র 

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮১তম ড্র আগামী ১ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকড়্গে অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর সরকারি ছুটির কারণে পরবর্তী কার্যদিবসে এ ‘ড্র’ অনুষ্ঠিত হচ্ছে।

    সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ  মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

    ২ নভেম্বর জাতীয়  দৈনিক পত্রিকায় ড্র’র ফলাফল প্রকাশিত হবে।
           
#

রাজিয়া/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৫১

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৭তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম), মো. তাজুল ইসলাম এবং বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে প্রত্যেক উপজেলায় সরকারিভাবে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা, দেশের সকল স'ানে বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি এবং বৈদ্যুতিকসামগ্রী ব্যবহার, রিরোলিং মিলসহ বিভিন্ন শিল্পে সনাতনী যন্ত্রপাতি ব্যবহারের কারণে গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধে ব্যবস'া গ্রহণ, পলিস্নবিদ্যুৎ সমিতিকে প্রাইভেট কোম্পানি লাইনে নেয়ার ব্যবস'া করা, কর্মসংস'ান বৃদ্ধির লড়্গ্যে দেশে কৃষিভিত্তিক শিল্প স'াপন এবং মাঝারি শিল্প স'াপনে উৎসাহিত করাসহ বিগত বৈঠকে গৃহীত সকল সিদ্ধানত্ম দ্রম্নত বাসত্মবায়নের জন্য সংশিস্নষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় স'ায়ী কমিটি।

    বৈঠকে সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের ঊর্র্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।
       
#

স্বপন/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৫০

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৪তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম  এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরম্নল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অভ্‌ বাংলাদেশ (টিসিবি) এর কার্যক্রম সম্পর্কে বিসত্মারিত আলোচনা হয়।

 টিসিবি’র প্রধান কার্যাবলির বিষয়ে জানানো হয়, কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সি'তিশীল রাখার লড়্গ্যে আপৎকালীন মজুত (ইঁভভবৎ ঝঃড়পশ) গড়ে তোলা, সরকারের নির্দেশনা অনুযায়ী সংগৃহীত পণ্যের বিক্রয় ও বিতরণের ব্যবস'া করা এবং সে লড়্গ্যে ডিলার বা এজেন্ট ইত্যাদি নিয়োগ করাসহ উক্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ও সহায়ক সকল আনুষঙ্গিক কাজকর্ম টিসিবি সম্পাদন করে থাকে।     

কমিটি টিসিবিকে কর্পোরেট কর এবং ন্যূনতম কর প্রদানের বাধ্যবাধকতা হতে অব্যাহতি, সংস'ার আর্থিক সড়্গমতা বৃদ্ধি এবং ভরতুকির পরিমাণ কমিয়ে আনার লড়্গ্যে টিসিবিকে দু’শত কোটি টাকা সুদমুক্ত চলতি মূলধন প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম পুনরায় গ্রহণ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।    

            বৈঠকে টিসিবি’র গুদামজাতকরণ ড়্গমতা বৃদ্ধির লড়্গ্যে নিজস্ব জমিতে চট্টগ্রাম, রংপুর ও মৌলভীবাজারে জিওবি’র অর্থায়নে নয়শ’ মেট্টিক টন ধারণড়্গমতাসম্পন্ন ৮টি গুদাম ও ৩টি কোল্ড স্টোরেজ বিল্ডিং নির্মাণের জন্য ২৪ দশমিক ৮৫ কোটি টাকার একটি প্রকল্পের ডিপিপি অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করা হয়।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, টিসিবি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
#

এমাদুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১৪৯

রেলপথমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
আজ ঢাকায় রেলভবনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে (গধংধঃড় ডধঃধহধনব) সাক্ষাৎ করেন। এসময় জাইকা’র দুই সদস্যের এক প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
সাক্ষাৎকালে বাংলাদেশে জাইকা’র অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এছাড়া, ভবিষ্যতে জাইকা যে সব প্রকল্পে অর্থায়ন করবে সে বিষয়ে আলোচনা হয়।
রেলপথমন্ত্রী বলেন, জাপান এবং জাইকা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু। জাইকা’র অর্থায়নে অনেক রেলপ্রকল্প সমাপ্ত হয়েছে এবং কিছু চলমান আছে। ভবিষ্যতে জাইকা’র অর্থায়নে বঙ্গবন্ধু প্যারালাল রেলসেতুসহ আরো উন্নয়নকাজ সম্পাদিত হবে। সহযোগিতার জন্য মন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো সহযোগিতা কামনা করেন।
জাপানের রাষ্ট্রদূত এবং জাইকা’র পক্ষ থেকে এসময় ঢাকা-চট্টগ্রাম হাইস্পিড ট্রেন নির্মাণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। জাইকা প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, হাইস্পিড ট্রেন পরিচালনায় জাপানের অভিজ্ঞতা এ দেশের জনগণের জন্যও তারা কাজে লাগাতে আগ্রহী। এ ব্যাপারে জাপানের প্রস্তাব পরীক্ষানিরীক্ষা করা হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ে মহাপরিচালক 
মো. আমজাদ হোসেন, জাইকা প্রতিনিধিদলের প্রধান মিকিও হাটেডা (গরশরড় ঐধঃবফধ) ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 
#
শরিফুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩১৪৮
বিদায়ি মন্ত্রিপরিষদ সচিবের অবদানে মন্ত্রিসভার ধন্যবাদ জ্ঞাপন
ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :
    মন্ত্রিসভা গতকাল সরকারি কর্মকর্তা হিসেবে দীর্ঘকাল দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। 
    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বাংলাদেশ সরকারের মনোনয়নে আগামী নভেম্বরে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। 
    মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মন্ত্রিসভা বৈঠকে তাঁর শেষ উপস্থিতির দিনে মন্ত্রিসভা দীর্ঘ চাকরি জীবনে তাঁর মূল্যবান অবদানের কথা স্মরণ করেন। 
    মন্ত্রিসভার ধন্যবাদ প্রস্তাবে বলা হয়, ‘‘মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ১৯৮১ সনের জানুয়ারি মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, স্বশাসিত সংস্থা, মাঠপ্রশাসন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। 
    ইতিপূর্বে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নর ছিলেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশ সরকারের মনোনয়নে আইডিবির নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হন। এছাড়া তিনি মাঠপর্যায়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। 
    মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ৩ অক্টোবর ২০১১ তারিখ হতে গত চার বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন্ত্রিসভাকে সর্বাত্মক সহায়তা প্রদান ছাড়াও সরকারের নীতি ও কর্মসূচির বাস্তবায়ন, সমন্বয় ও পরিবীক্ষণের ক্ষেত্রেও তিনি নিষ্ঠা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার প্রত্যেক বৈঠকের পর প্রেস ব্রিফিং-এর দায়িত্ব তিনি সুচারুভাবে সম্পাদন করেছেন। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় একটি লক্ষ্যাভিমুখী কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের প্রক্রিয়ায় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদন করেছেন, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় নবধারার সূচনা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রমে গুণগত পরিবর্তন আনয়নের ক্ষেত্রেও তিনি উদ্যোগী ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে জনপ্রশাসনে উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং মাঠ প্রশাসনের সহায়তায় দেশব্যাপী ই-গভর্ন্যান্স বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
    মোশাররাফ হোসাইন ভূইঞা প্রায় ৩৫ বছর যাবৎ সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রেখেছেন। 
    মন্ত্রিসভা মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।’’ 
#
মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৪৭


বাউবি’র এসএসসি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার শুরু হবে

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা-২০১৪, ৩০ অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে। এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে মোট ১ লাখ ৩৪ হাজার ৫ শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১ম বর্ষে ৮৬ হাজার ৭ শত ৬১ জন এবং ২য় বর্ষে ৪৭ হাজার ৮ শত ২০ জন অংশ নিচ্ছে। 
    সারাদেশে ৪ শত ৪১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।
#

কাসেম/আলম/শুকলা/আলী/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৪৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৪ কার্তিক (২৯ অক্টোবর) :

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সাথে তার কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি আজ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সৌদি আরবে বাংলাদেশি কর্মীনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। 
    মন্ত্রী দুইদেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের কথা স্মরণ করে বলেন, দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় ভালো ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সৌদি আরবের শ্রমআইন সংশোধন করায় সৌদি সরকারকে স্বাগত জানিয়ে বলেন সংশোধনী আইন প্রবাসী শ্রমিকদের কল্যাণে আসবে। তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ  ও আধাদক্ষ শ্রমিক, নির্মাণশ্রমিক বিভিন্ন ট্রেডে দক্ষশ্রমিকসহ অধিকহারে নারীশ্রমিক নেয়ার জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানান। 
    সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে কর্মীগ্রহণের বিষয়ে সৌদি সরকার সবসময় আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের আচারআচরণ ও কর্মদক্ষতার প্রতি সেদেশের সরকার ও বিভিন্ন কোম্পানি সন্তুষ্ট। আগামীতে যাতে বেশি করে কর্মী যেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন। সৌদি আরবের মন্ত্রীর আসন্ন সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সফরটি বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও দুইদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করবে।
    এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্মসচিব 
মো. আবদুর রউফ, যুগ্মসচিব কাজী আবুল কালাম এবং সৌদি আরবের চিফ অভ্ কনসুলেট ডিভিশনের কাউন্সিলর খালিদ বকস্সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
#

জাহাঙ্গীর/আলম/শুকলা/আলী/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 

  তথ্যবিবরণী           &n

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon