Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০১৬

তথ্যবিবরণী 03/07/2016

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৬০

পরিবহণ খাতকে জনগণের কল্যাণে কাজ করতে হবে
                             -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ১৯ আষাঢ় (৩ জুলাই):

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পরিবহণ ক্ষাতকে ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গি নয়, জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আজ এখানে রংপুর জেলা মটর মালিক সমিতি আয়োজিত সমিতি মিলনায়তনে ইফতার উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি আবু আসগার আহমেদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি একেএম মোজাম্মেল হক এবং যুগ্ম সম্পাদক- একেএম আজিজুল ইসলাম রাজু।
 
প্রতিমন্ত্রী বলেন, পরিবহণ মালিক ও শ্রমিকদেরকে প্রতিটি পণ্য পরিবহণ এবং যাত্রী পরিবহণে নিজেদেরকে সদা সতর্ক হয়ে কাজ করতে হবে। পরিবহণ ব্যবসাকে বিশেষ খাতে রূপান্তর করতে পরিবহণ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াস গ্রহণ করতে হবে। এব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। তিনি পরিবহণ মালিক-শ্রমিকদের সু-সম্পর্ক বজায় রেখে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করার পরামর্শ দেন। এতেকরে পরিবহণ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

    তিনি বর্তমান সরকারের চলমান উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে পরিবহণ মালিক-শ্রমিকদের আহ্বান জানান।

#

আহসান/আফরাজ/নবী/রেজাউল/২০১৬/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৯

জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে
পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই):
    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

    বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

#

নিজাম/আফরাজ/মোশাররফ/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩৮ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৮

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ৫ জুলাই

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই):


    ১৪৩৭ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম  সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
    
    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭    ও ৯৫৫৮৩৩৭, ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

#

নিজাম/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৭

প্রতারক চক্রের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই):

    একটি প্রতারক চক্র শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নিকট হতে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন বিভিন্ন কাজকে নিজেদের কৃতিত্ব হিসেবে জাহির করে এ সব প্রতারক নানা কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে বলে উত্থাপিত অভিযোগ থেকে দেখা যাচ্ছে। এ সব প্রতারককে পাকড়াও করে নিকটস্থ থানায় সোপর্দ করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

    শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ, যা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়। এ ধরনের সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারীগণ কোনো কাজের জন্য কখনো অর্থ দাবি করতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন দপ্তরে কর্মরত কেউ এ ধরনের কাজের জন্য অর্থ দাবি বা গ্রহণ করেছেন এমন কিছু প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


    শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে কোনো অর্থ না দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২১৫৬

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে স্পিকারের শোক

ঢাকা, ১৯ আষাঢ় (৩ জুলাই):


    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরায় ১ জুলাই শুক্রবার সন্ত্রাসী হামলায় দেশি ও বিদেশি নাগরিক নিহতের ঘটনায়  গভীর শোক প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, নিরাপরাধ নাগরিকদেরকে জিম্মি করে হত্যা করা একটি গর্হিত অপরাধ। এ ধরনের হত্যা ধর্ম ও মানবতার অবমাননা। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত এবং উদ্বিগ্ন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যারা এ কাপুরুষোচিত ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।

    তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  জানান।

পৃথক শোকবার্তায় সন্ত্রাসী হামলায় দেশি ও বিদেশি নাগরিক নিহতের ঘটনায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

#

হুদা/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬২৫ ঘণ্টা

 

Todays handout (4).doc Todays handout (4).doc