Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুলাই ২০২০

তথ্যবিবরণী ২৯ জুলাই ২০২০

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:  ২৮২৯

 

এদেশের মতো সাংবাদিক সহায়তা উপমহাদেশে বিরল

                                                    -- তথ্যমন্ত্রী

 

যশোর, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, 'করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের করোনাকালীন সহায়তা দেয়া হচ্ছে, ভারত-নেপাল-পাকিস্তান বা আশে পাশের কোনো দেশেই সেই নজির নেই।'

 

          মন্ত্রী আজ অপরাহ্নে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে করোনা পরিস্থিতিতে খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে একথা বলেন।

 

          তিনি বলেন, '৩০ জুন বাজেট পাসের দিন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থছাড়ের জন্য আমি সংসদে অর্থমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম। বর্তমানে প্রাথমিকভাবে এই সহায়তা দেয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও দেয়া হবে।'

 

          হাছান মাহ্‌মুদ বলেন, সরকার সকলের। যারা সব সময় সরকারের সমালোচনা করে সেই সাংবাদিকদেরও সহায়তা দেয়া হবে।

 

          তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, 'আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতাকর্মী, এমপি, মন্ত্রী মারা গেছেন। আর ঘরে বসে বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে মুখ দেখাচ্ছে, তারা মানুষের পাশে নেই।'

 

          তিনি বলেন, অনেক ধনী দেশে করোনাকে অবজ্ঞা করা হয়েছিল এবং সেই দেশগুলোতে এখনো মৃত্যুর মিছিল চলছে। পৃথিবীর কোনো জায়গা এই ভাইরাস থেকে মুক্ত থাকেনি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে করোনা থেকে মুক্ত রাখতে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন।

 

          মন্ত্রী গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার পরিবর্তন কোনো জাদুর কারণে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে হয়েছে। শেখ হানিসা শুধু বাংলাদেশের নেতা নন তিনি সমগ্র বিশ্বের কাছেও অনুকরণীয় নেতৃত্বের উদাহরণ। তিনি সংবাদপত্র মালিকদের সুবিধা-অসুবিধা সাংবাদিকদের সাথে ভাগ  করে নেয়ার আহ্বান জানান।

 

          মহামারি পরিস্থিতিতে সাংবাদিকরা সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন উল্লেখ করে হাছান মাহ্‌মুদ বলেন, সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন।

 

চলমান পাতা/২

 

 

 

--০২--

 

          ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় উল্লেখ করে ড. হাছান বলেন, আমরা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষা দিতে ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি বাতিল করা হয়। দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার জন্যে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে।

 

          মন্ত্রী বলেন, 'করোনাকালে একদিনও ঘরে বসে থাকিনি। মন্ত্রী, এমপি, জাতীয় নেতা অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছেন। যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারি এবং তাতে মৃত্যুও হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২ জন সদস্য, মন্ত্রী, সংসদ সদস্যেরও মৃত্যূ হয়েছে। তাই বলে আমরা কেউ ঘরে বসে থাকিনি। হাত গুটিয়ে ঘরে বসে থাকার শিক্ষা আমাদের নেত্রী আমাদের দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪ বছর বয়সে একদিনের জন্যেও বসে থাকেননি। তিনি মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন। আর বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলেন। জনগণের পাশে তারা নেই।'

 

          ‘করোনায় আক্রান্তের মধ্যে মৃত্যুহারে পৃথিবীর সর্বনিম্ন যে ক'টি দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম এবং এটা হয়েছে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারনে’ উল্লেখ করে ড হাছান বলেন, বালাদেশে মৃত্যুহার ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার চেয়েও কম। বাংলাদেশ একটি খেটে খাওয়া মানুষের দেশ। কোটি কেটি মানুষ প্রাত্যহিক উপার্জনের ওপর নির্ভর করে। এই দেশে গত প্রায় পাঁচ মাস সময় ধরে করোনায় আক্রান্ত, অনেকের কাজকর্ম বন্ধ। কিন্তু একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। কোথাও খাদ্যের জন্য হাহাকার নেই। এটি জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে।’

 

          মন্ত্রী বলেন, 'শ্রদ্ধাভাজন নেতা জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন, ১৪ দলকে সক্রিয় রেখেছিলেন। সেকারণে আক্রান্ত হয়েছিলেন তিনি। উপদেষ্টামন্ডলীর সদস্য হাজী মকবুল মৃত্যুবরণ করার ১০ দিন আগেও ত্রাণ বিতরণ করেছেন। এভাবে আরো অনেক নেতা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য ইসরাফিল আলমসহ অনেকেই মানুষের জন্যে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।'

 

          অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহামুদ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মিলন রহমান সভাটি পরিচালনা করেন।

 

          যশোর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ অনুষ্ঠানে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩শ' ৩৮ জন সাংবাদিকের মাঝে এই চেক বিতরণ করা হয়।

 

#

আকরাম/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:  ২৮২৮

 

অধীনস্থ ৬টি দপ্তর ও সংস্হার সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          অধীনস্থ ৬টি দপ্তর ও সংস্থার সাথে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে আজ। মন্ত্রণালয়ের পক্ষে সচিব মোহাম্মদ জয়নুল বারী দপ্তর প্রধানগণের সাথে পৃথকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

          চুক্তিতে স্বাক্ষর করেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি শেখ রফিকুল ইসলাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, জাতীয়  প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক কে.ওবি.এম ওমর ফারুখ চৌধুরী, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প এর নির্বাহী পরিচালক মোঃ সেলিম খান ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডা. মোঃ গোলাম রব্বানী।

 

#

 

শাহআলম/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর:  ২৮২৭

 

দেশের প্রতিটি বিভাগে পর্যটন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে

                                               -- পর্যটন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটকদের কাছে পর্যটন গন্তব্য সম্পর্কিত তথ্য সহজলভ্য করার জন্য দেশের প্রতিটি বিভাগে একটি করে পর্যটন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ তথ্যকেন্দ্র থেকে পর্যটকেরা সংশ্লিষ্ট বিভাগের ভৌগোলিক সীমার মধ্যে অবস্থিত পর্যটন গন্তব্য সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি তথ্যকেন্দ্র গুলোতে পর্যটকদের  ট্যুর গাইড, যানবাহন ও আবাসন সম্পর্কিত তথ্য ও সেবা প্রদান করা হবে।

 

          স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ  বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক লক্ষ্মীপুর জেলার সাথে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

 

          প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যটন গন্তব্য ও আকর্ষণসমূহের ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করার জন্য একটি ইউনিট তৈরি করা প্রয়োজন। এই ইউনিট পর্যটন গন্তব্যসমূহের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে। মূল্যায়নকালে কোনো ধরনের বিচ্যুতি পরিলক্ষিত হলে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অবহিত করবে। এ সময় তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

 

          লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি উদ্ধার করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে জমিদার বাড়িটিকে সংস্কারপূর্বক পর্যটনকেন্দ্রে রূপান্তরের জন্য জেলা প্রশাসকের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা যাতে কারো অপদখলে না থাকে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

#

 

তানভীর/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৯৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর:  ২৮২৬

 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষির পুনর্বাসনে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা কৃষিমন্ত্রীর

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সকল কর্মকর্তাদের তৎপর থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। আমনের জন্য অতি দ্রুত বিকল্প বীজতলা তৈরি করতে হবে। বীজ, সারসহ কৃষি উপকরণের পর্যাপ্ত মজুদ রয়েছে। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করে দ্রুত নতুন বীজতলা তৈরি করতে হবে। এছাড়া, রবি মৌসুমের জন্যও ব্যাপক আগাম প্রস্তুতি নিতে হবে। সেজন্য কর্মকর্তাদের অত্যন্ত তৎপর, সজাগ ও সক্রিয় থাকতে হবে।

 

          কৃষিমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপি‌এ) স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে এসব কথা বলেন।

 

          মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতি কমাতে ইতোমধ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮টি জেলার চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান এবং তদারকি ও সমন্বয়ের জন্য ১২টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দকে ঈদের পরদিন থেকেই বন্যা প্লাবিত এলাকার কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে অনলাইন মিটিং ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠের সকল কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

          সভায় কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ ১৭টি সংস্থা ও দপ্তরের মধ্যে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান।

 

#

 

কামরুল/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর:  ২৮২৫

 

কোরিয়া থেকে ১৫০ মিটারগেজ কোচ ক্রয়ের চুক্তি স্বাক্ষর

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          আজ রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে “বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ ও ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের আওতায়” ১৫০ টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মোঃ হাসান মনসুর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার Jong Bum Lee ।

 

          ঠিকাদারি প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সুংশিন আরএসটি ও পসকো ইন্টারন্যাশনাল (M/s SUNGSHIN RST-POSCO International) যৌথ কোম্পানি। চুক্তি মূল্য বাংলাদেশি মুদ্রায় ছয়শত আটান্ন কোটি একাশি লাখ ত্রিশ হাজার তেষট্টি টাকা নব্বই পয়সা। এই প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চুক্তি স্বাক্ষরের দিন হতে ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচসমূহের সরবরাহ পাওয়া যাবে।

 

          চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। রেলওয়েসহ বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করছে। এ কোচগুলো রেলবহরে যুক্ত হলে বেশি পরিমাণে সেবা দেওয়া সম্ভব হবে। ফলে যাত্রীরা এর সুফল ভোগ করবে। কোচের মান চুক্তি অনুযায়ী ঠিক রাখার জন্য ঠিকাদারকে অনুরাধ জানান।

 

          এ সময় মন্ত্রী উল্লেখ করেন, এ যাত্রীবাহী ক্যারেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্টেইনলেস স্টিল বডি, বায়ো-টয়লেট যুক্ত থাকবে, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক ব্যবস্থা, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ আধুনিক সুবিধাযুক্ত থাকবে। ১৫০টি কোচের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার মোট ৪৪টি, খাবার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১২টি, রাষ্ট্রীয় পরিদর্শনের জন্য বুলেটপ্রুফ গাড়ি ১টি, খাবার গাড়ি ১টি, পাওয়ার গাড়ি ১টি এবং পরিদর্শন কার ১টি।

 

          কোচ সংগ্রহ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অতি পুরাতন ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ প্রতিস্থাপন এবং মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজের স্বল্পতা দূরীভূত করা, আধুনিক, নিরাপদ ও উন্নত যাত্রীবাহী ক্যারেজের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত করা, বর্ধিত যাত্রী চাহিদা মিটানোর জন্য নতুন ট্রেন চালু করা, বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজের প্রাপ্যতা বৃদ্ধি করা, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে নিরাপদ ও উন্নত ট্রেন পরিসেবা নিশ্চিত করা, বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা এবং ক্রমবর্ধমান যাত্রী ও মালামাল পরিববহনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের পরিসেবা বৃদ্ধি করা। 

 

          এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

#

শরিফুল/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮২৪

 

১৩টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক ডাকটিকিট প্রদর্শনী

উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :

 

          বিশ্বের ১৩টি দেশের অংশগ্রহণে এই প্রথমবারের মতো অনলাইন আন্তর্জাতিক ডাকটিকিট প্রদর্শনী ফিলিক্স ২০২০ অনুষ্ঠিত হলো জুম প্লাটফর্মে। বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশনের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান,  অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, সৌদি আরব, নেপাল, সুইডেন্ট, থাইল্যান্ড এবং শ্রীলংকা প্রদর্শনীতে অংশ নেয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

 

          মন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, অনলাইন ডাকটিকিট প্রদর্শনী একটি মাইলফলক। বাংলাদেশ অনলাইনে ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করে নতুন একটি মাইলফলক তৈরি করলো।

 

          বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের উপস্থাপনায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর কাজী শরিফুল আলম, এফআইপি প্রেসিডেন্ট বার্নার্ড বেস্টন এবং এফআইএপি প্রেসিডেন্ট প্রাকব চিরাকতি প্রমুখ বক্তৃতা করেন।

 

#

 

শেফায়েত/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৯১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮২৩

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :

 

          মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনের ২০২০-২১ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

 

          আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক সচিব কাজী রওশন আক্তারের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

 

          চুক্তিতে স্বাক্ষর করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব কাজী রওশন আক্তার  এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির পক্ষে মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জাতীয় মহিলা সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক বেগম মাকসুরা নূর ও জয়িতা ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

 

          প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে আজকের চুক্তির লক্ষ্য অর্জিত হবে।

 

          সরকার নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে এ মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী মা ল্যাক্টেটিং ভাতা প্রদানের মাধ্যমে অসহায় দুস্থ নারী ও শিশুদের খাদ্য এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করছে। সর্বাধিক গুরুত্ব প্রদান করে ২০৩০ সালের মধ্যে এসডিজির গোল ৫ নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জনে কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

          সচিব কাজী রওশন আক্তার বলেন, আজকের চুক্তির মাধ্যমে আমরা নারী ও শিশুর উন্নয়নের মত গুরুত্বপূর্ণ কাজের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।

 

          নারী দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ অর্থবছরের এপিএ সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং  উন্নয়ন নীতির সাথে সম্পর্কিত করে প্রণয়ন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

       

#

 

আলমগীর/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৯০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮২২

 

আজ থেকে রাজধানীর কোরবানির পশুর হাটে কার্যক্রম শুরু করেছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মনিটরিং টিম

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :

 

          ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়াদি তদারকির জন্য আজ থেকে কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিম। এ কার্যক্রমের জন্য ইতোমধ্যে ৮টি মনিটরিং টিম গঠন করেছে মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

          অন্যদিকে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটসমূহে আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর গঠিত ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম। আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান করবে প্রাণিসম্পদ অধিদপ্তরের এ টিমসমূহ।

 

          অপরদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের কোরবানির পশুর হাটগুলোতেও কাজ শুরু করেছে ভেটেরিনারি মেডিকেল টিম।

 

          কোরবানির পশুর হাটে রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি বন্ধ করাসহ সুস্থ-সবল পশু বিক্রয় নিশ্চিত করা এবং গবাদি পশুর তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য এ ভেটেরিনারি মেডিকেল টিমসমূহ কাজ করছে।

 

#

 

ইফতেখার/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৮১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮২১

 

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই) :

 

          শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে।

 

          শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।

 

#

 

খায়ের/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৮২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর:  ২৮২০

 

কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিলো বাণিজ্য মন্ত্র্রণালয়

 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):

 

          কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানি করার অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেস-টু-কেস ভিত্তিতে এ চামড়া রপ্তানির অনুমতি প্রদান করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করে এবং আজই  আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে।

 

          প্রজ্ঞাপনে বলা হয়, চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক শিল্পমন্ত্রীর সভাপতিত্বে গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০ জুলাই, ২০২০ তারিখের সভার সিদ্ধান্ত এবং স্টেকহোল্ডারদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর অনুচ্ছেদ ৯.১৫ এ কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনে কেস-টু-কেস ভিত্তিতে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

          উল্লেখ্য, কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিলকরণের পরিপ্রেক্ষিতে কেস-টু-কেস ভিত্তিতে উল্লিখিত চামড়া রপ্তানির আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে  ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, লেদার গুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশন এবং এফবিসিসিআই এর প্রতিনিধি রয়েছেন।

 

#

 

বকসী/নাইচ/মোশারফ/সেলিম/২০২০/১৭৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর:  ২৮১৯

 

খুব বেশি প্রয়োজন না হলে যাত্রীদের স্থানান্তর না হতে

আবারও অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
 

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):


          খুব বেশি প্রয়োজন না হলে যাত্রীদের স্থানান্তর না হতে আবারও অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের আহবান জানান।


          প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।


          খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতেও নৌপথ নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সকল প্রচেষ্টা অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সদরঘাটে জীবানুনাশক টানেল স্থাপন ও যাত্রীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের ডেকে যাত্রীদের অবস্থান করার জন্য ‘মার্কিং’ এর ব্যবস্থা করা  হয়েছে। তিনি যাত্রীদেরকে  লঞ্চের মার্কিং অনুসরণ করার আহবান জানান।


          প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয় পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সেতু কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি ও লঞ্চ চলাচল করতে হয়। পদ্মা সেতু নির্মাণের বৃহত্তর স্বার্থে দক্ষিণ অঞ্চলবাসীকে উক্ত পথে চলাচলের ক্ষেত্রে সাময়িক অসুবিধা সহ্য করার আহ্বান জানান।


          খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ ঘটাতে না পারলে অর্থনৈতিক ধাক্কা লাগবে। এ পরিস্থিতির উত্তরণ  ঘটাতে জনসচেতনতা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে কর্মকর্তাদের আহবান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কাজের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে। কাজের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় প্রথম কাতারে থাকবে  বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


          উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে  এর অধীনস্থ ১১টি দপ্তর ও সংস

2020-07-29-21-28-e22d419e27984f8b81e03a3d540c361c.docx 2020-07-29-21-28-e22d419e27984f8b81e03a3d540c361c.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon