Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী 8 Dec 2016

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৭৮৪
জাতীয় ভ্যাট দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ৯-১৫ ডিসেম্বর-২০১৬ জাতীয় ভ্যাট সপ্তাহ উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৬’ এবং ৯-১৫ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’ দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলড়্গে আমি দেশের সম্মানিত করদাতা, ভ্যাট প্রশাসন, ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশিস্নষ্ট সকলকে আনত্মরিক শুভেচ্ছা জানাচ্ছি।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। আওয়ামী লীগ সরকার সমৃদ্ধ রাজস্বভান্ডার তৈরির সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালীকরণে যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছে। আমরা দেশের রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস'াপনাকে যুগোপযোগী করার লড়্গ্যে পুরো রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজিয়েছি। সমগ্র কর ব্যবস'াপনাকে আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এতে রাজস্ব প্রদান ও রাজস্ব আহরণ উভয় কার্যক্রমই সহজ ও সরল হয়েছে এবং ক্রমান্বয়ে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সময় ও অর্থের সাশ্রয় করে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর মূল্য সংযোজন কর ব্যবস'া প্রবর্তনের লড়্গ্যে নতুন ‘মূল্য সংযোজন কর আইন, ২০১২’ আগামী বছর বাসত্মবায়নের জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
    উন্নয়নের অক্সিজেন রাজস্ব। আত্মমর্যাদায় বলীয়ান স্বনির্ভর জাতির চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্বভা-ার। জাতীয় রাজস্ব বোর্ড কাঙিড়্গত পরিমাণ অভ্যনত্মরীণ সম্পদ আহরণের মাধ্যমে জাতির এ লড়্গ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    আমি বিশ্বাস করি, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৬’ এবং ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’ এর সফল বাসত্মবায়ন সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
    আসুন, সবাই মিলে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাসত্মবায়নের মাধ্যমে জাতির পিতার আজন্ম  লালিত স্বপ্ন ড়্গুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তুলি।
আমি ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৬’ এবং ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’ সার্বিক সাফল্য কামনা করি।
  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরম্নল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৭৮৩

মেজর (অব.) রফিকের সহধর্মিণীর মৃত্যুতে
নৌপরিবহণ মন্ত্রীর শোক

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  মেজর (অব.) রফিকুল ইসলামের সহধর্মিণী রম্নবি ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর  শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    উলেস্নখ্য, মেজর (অব.) রফিকুল ইসলামের সহধর্মিণী রম্নবি ইসলাম আজ বিকেলে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন অবস'ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্বামী, চার ছেলে, দু’মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আগামীকাল বাদ জুমা গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমাকে বনানী সামরিক কবরস'ানে দাফন করা হবে।

#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৭৮২

মিরপুর এলাকায় ২৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে
                         --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
    মিরপুর এলাকায় মধ্যবিত্ত ও নি¤œবিত্তের মানুষের জন্য প্রায় ২৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফ্ল্যাট হবে নি¤œবিত্তের মানুষের জন্য। অবৈধ দখলদাররা সরকারি সম্পত্তিতে বস্তি গড়ে তুলে নি¤œবিত্তের মানুষের কাছে উচ্চমূল্যে ভাড়া প্রদান করে থাকে। এটি কোনভাইে গ্রহণযোগ্য নয়। সরকার নি¤œবিত্তের মানুষের জন্য যে ফ্ল্যাট নির্মাণ করছে সেখানে তুলনামূলকভাবে বস্তির চেয়ে কম বা একই মূল্যে নি¤œবিত্তের মানুষ উন্নত আবাসন সুবিধা পাবে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মোহাম্মদপুর ‘এফ’ ব্লকে নির্মাণাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন। মোহাম্মদপুর ‘এফ’ ব্লকে ১৬ তলা বিশিষ্ট ১৫টি এপার্টমেন্ট ভবনে ৯০০ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ সময়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, সরকার শহর ও গ্রামাঞ্চলসহ দেশের সকল মানুষের আবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠনের আগে সেটেলমেন্ট বিভাগের মাধ্যমে ছোট ছোট প্লট করে তা বিতরণ করা হতো। আওয়ামী লীগ সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে অল্প জমিতে অধিক জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসন গড়ে তোলার কৌশল গ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠন করে।
    পরিদর্শনকালে মন্ত্রী কাজের গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিভিন্ন ভবনের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। কয়েকটি ভবনের কাজের বিলম্ব দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময়ে মন্ত্রী প্রতিটি ভবনের নির্মাণ কাজ শেষে গ্রাহকদের কাছে হস্তান্তরের সময়সীমা বেঁধে দেন। এরমধ্যে তিনটি ভবন ফেব্রুয়ারি ২০১৭, দুইটি ভবন জুন ২০১৭, চারটি ভবন সেপ্টেম্বর ২০১৭, তিনটি ভবন জুন ২০১৮ এবং তিনটি ভবন ডিসেম্বর ২০১৮ এর মধ্যে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রী বলেন, নির্ধারণ করা এ সময়সীমা কোনভাবেই বাড়ানো যাবে না।
    উল্লেখ্য, ১৬ দশমিক ২৩ বিঘা জমির ওপর ১৩৯০ বর্গফুট ও ১১৯০ ফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কয়েকটি ভবনের জমির মালিকানা নিয়ে মামলা থাকা এবং দরপত্র আহ্বানের সময়ের তারতম্যের কারণে ফ্ল্যাট হস্তান্তর করতে সময়ের পার্থক্য হচ্ছে বলে জানানো হয়।
#

কিবরিয়া/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৭৮১

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  মো. আব্দুল ওয়াদুদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য  খাদ্যমন্ত্রী মো. কামরম্নল ইসলাম, মো. আব্দুল মালেক, শেখ ফজলে নূর তাপস এবং শিরিন নাঈম অংশগ্রহণ করেন।

    বৈঠকে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত “অতিদরিদ্রদের জন্য ১০ টাকায় চাল বিক্রয় কর্মসূচি” সফলভাবে বাসত্মবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরো নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া অতিদরিদ্রদের একটি ডেটাবেইস তৈরির সুপারিশ করা হয়।

    বৈঠকে  ধান ও গম মজুদের লক্ষ্যে সাইলো নির্মাণের ক্ষেত্রে উত্তরবঙ্গের গুরম্নত্বপূর্ণ স'ানগুলোকে বিবেচনায় আনার সুপারিশ করা হয়। এছাড়া  বিভিন্ন জেলায় পুরাতন ও পরিত্যক্ত খাদ্যগুদামগুলোকে সংস্কার ও  মেরামতের সুপারিশ করা হয়।
 
    বৈঠকে  খাদ্য মন্ত্রণালয়ের শূন্য পদে দ্রম্নত জনবল নিয়োগ  করে কাজে গতিশীলতা আনার সুপারিশ করা হয়। বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

     বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরম্নদ্দোজাসহ মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।

#

কামাল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৭৮০

ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজনের লড়্গ্যে সভা

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০ আয়োজনের লড়্গ্যে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভা আজ ঢাকায় শিড়্গা মন্ত্রণালয়ের সভাকড়্গে অনুষ্ঠিত হয়। শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন।

    সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, সংস্কৃতি সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও ড. অরম্ননা বিশ্বাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসি'ত ছিলেন ।

    সভায় ২০১৭ সালের ৫-৭ ফেব্রম্নয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ই-নাইন মিনিস্টেরিয়াল মিটিং অন এডুকেশন-২০৩০ আয়োজনের প্রস'তি বিষয়ে আলোচনা হয়। সম্মেলনটি সুষ্ঠুভাবে সম্পাদনের লড়্গ্যে যথাযথ প্রস'তি গ্রহণের জন্য আয়োজক কমিটিসহ অন্যান্য উপকমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় উচ্চ পর্যায়ের এ সম্মেলন আয়োজনে প্রস'তি কার্যক্রম দ্রম্নত সম্পন্ন করার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেয়া হয়।
 
    বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লড়্গ্যমাত্রা বাসত্মবায়নের পটভূমিতে ই-নাইন ফোরামের সদস্য রাষ্ট্রসমূহের শিড়্গা বিষয়ক লড়্গ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণের জন্য ফোরামের ১১তম সম্মেলন এবার অনুষ্ঠিত হবে ঢাকায়।

    উলেস্নখ্য, পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল ৯টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই-নাইন। এর সদস্য রাষ্ট্রসমূহ হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিসত্মান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর ’সবার জন্য শিড়্গা’ এবং দ্রম্নততার সাথে সাফল্য অর্জনের লড়্গ্যে ১৯৯৩ সালে এ ফোরাম গঠন করা হয়।

#

আফরাজ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৭৭৯

ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি ১৩ ডিসেম্বর

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
    তবে যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস¦ আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকুরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকুরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস¦ আইন-কানুন অনুযায়ী জনস¦ার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
    আজ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
#

আলমগীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                          নম্বর : ৩৭৭৭    
জ¦ালানি প্রতিমন্ত্রীর সাথে নেপালের জ্বালানি মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা
                    
ঢাকা, ২৪ অগ্রহায়ণ( ৮ ডিসেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ  রেডিসন হোটেলে নেপালের জ্বালানি মন্ত্রী জনারদান শর্মার দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে আলোচনা হয়।

    বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক চুক্তি, ভারতীয় কোম্পানি জিএমআর (এগজ)-এর মাধ্যমে জলবিদ্যুৎ আমদানি, নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে জলবিদ্যুৎ আমদানি, সুনকোশি-৩ (৫৩৬ মেগাওয়াট) ও সুনকোশি-২ (১১১০ মেগাওয়াট) প্রকল্পে যৌথ বিনিয়োগ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নেপালের জ্বালানি মন্ত্রীর সাথে বিশদভাবে আলোচনা করেন।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে। নেপালের জ্বালানি মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আঞ্চলিক সহযোগিতা দ্রুত সমৃদ্ধিতে সহায়তা করবে।

#
আসলাম/মাহমুদ/আলী/আব্বাস/২০১৬/১৮০৪ ঘন্টা

 

Handout                                                                                               Number : 3776       

Foreign Minister expresses condolences over loss of lives in Indonesia

Dhaka, 8 December :

            Foreign Minister  Abul Hassan Mahmood Ali in a message to the Indonesian Foreign Minister Retno L  P  Marsudi , conveyed deep condolence to the Indonesian Government and people for the loss of  lives in the latest earthquake that struck the Aceh province on Wednesday (Dec 7) morning. He sought divine blessings for the victims and expressed sympathies to the bereaved families. Below is the text of the message :

            ÔI am deeply shocked to learn about the tragic earthquake in Pidie, Aceh Province, causing huge loss of human lives. It is a matter of great sorrow for us.

            In this hour of grief, on behalf of the Government of Bangladesh and on my own behalf, I wish to convey my deepest condolences to the Government and the brotherly people of Indonesia.

            While seeking divine blessing for the departed souls of the victims, we pray to Almighty Allah for bestowing courage and fortitude on the bereaved families to overcome the irreparable loss.Õ

#

Khaleda/Mahmud/Ali/Joynul/2016/1815hours

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৭৭৫

সমন্বিত চেষ্টায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জিত হবে
                             -- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে এজেন্ডায় বাংলাদেশ স্বাক্ষর করেছে তা বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যেমন অভূতপূর্ব সফলতা দেখিয়েছে তেমনি ভিশন ২০২১ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশে^ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি বলেন, সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে এমডিজি’র মতো এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এবহবৎধষ ঊপড়হড়সরপং উরারংরড়হ কর্তৃক আয়োজিত ‘ঐধহফনড়ড়শ ড়হ গধঢ়ঢ়রহম ড়ভ গরহরংঃৎরবং নু ঞধৎমবঃং রহ ঃযব রসঢ়ষবসবহঃধঃরড়হ ড়ভ ঝউএং ধষরমহরহম রিঃয ৭ঃয ঋরাব ণবধৎ চষধহ (২০১৬-২০২০)’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এসডিজি’র সমন্বয়ক আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ ও দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
    
    মন্ত্রী বলেন, বর্তমান সময় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সময়। আমাদের প্রতিবেশী পূর্ব-এশিয়া, মধ্য-পূর্ব এশিয়ার দেশগুলো অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আমরা অতি দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি কিন্তু ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। তিনি সমন্বিত কর্মপন্থা প্রণয়ন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি-বেসরকারি, উন্নয়ন সহযোগী সংস্থা ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
#

জাকির/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৭৭৪

বাচ্চাদের জন্য ফাস্টফুড নিষিদ্ধ করতে হবে
                         -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
                                
    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, এমডিজি অর্জনের ড়্গেত্রে স্বাস'্যখাত গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাস'্যখাত এখন আর শুধু ক্লিনিক্যাল ইস্যু নয় এখন এটি দেশের উন্নয়ন খাতেরও একটি অংশ।

    আজ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটরিয়ামে জনস্বাস'্য দিবস-২০১৬ উদযাপন উপলড়্গে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত পাবলিক হেল্‌থ ডে সেলিব্রেশন এন্ড সাইন্টিফিক সেমিনারে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান ডা. ফাতেমা আশরাফ এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ সায়েন্স ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর লিয়াকত আলী, দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী, ডা. মাজাহিরম্নল হক,  প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন, ডা. সমীর সাহা প্রমুখ।

    ফাস্টফুডের ড়্গতিকর দিক উলেস্নখ করে ডেপুটি স্পিকার বলেন, বাচ্চাদের জন্য ফাস্টফুড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ফাস্টফুডের দোকানের লাইসেন্স অনেক যাচাই বাছাই করে প্রদান করা উচিত। এসময় তামাকজাত দ্রব্য, সফট ও হার্ড ড্রিংকস (এলকোহল) এর উপর সিনট্যাক্স বসানোর উপর গুরম্নত্বারোপ করে তিনি বলেন, এসব দ্রব্যাদির উপর থেকে অর্জিত অতিরিক্ত ট্যাক্স স্বাস'্যসেবার জন্য ব্যয় করলে জাতি উপকৃত হবে। উপজেলা স্বাস'্য কমপেস্নক্সগুলোতে আইসিইউ সুবিধা প্রদানের উপরও গুরম্নত্বারোপ করেন ডেপুটি স্পিকার।

    এনজিওর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, এনজিওগুলোর কাছ থেকে আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না। জনসচেতনতার অভাবে স্বাস'্যখাতে শতভাগ সাফল্য আসছে না। জনগণকে স্বাস'্য সচেতন করতে এনজিওগুলো গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসময় তিনি স্বাস'্য সচেতনতা বাড়াতে মিডিয়া কর্মীদের সহযোগিতা নিয়ে  মাঠপর্যায়ে সেমিনার করতে এনজিওগুলোর প্রতি আহ্বান জানান।

#

স্বপন/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩৭৭৩

প্রযুক্তি শিক্ষার প্রসারে আইইউটি বিশেষ অবদান রাখছে
                                               -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
    শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, অর্গানাইজেশন অভ্ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অভ্ টেকনোলজি (আইইউটি) ইসলামি উম্মার মধ্যে প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। গত শতাব্দীর আশির দশকে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় ¯œাতক ডিগ্রি প্রদান করছে।
    মন্ত্রী আজ গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অভ্ টেকনোলজি (আইইউটি)’র ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, সরকার ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তর করতে বদ্ধপরিকর। বাংলাদেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নীত করতে আইইউটি বিশেষ অবদান রাখছে।
    তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইইউটির মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পেরে আপনাদের ক্যারিয়ারে একটি মজবুত ভিত্তি তৈরি হয়েছে। ওআইসি’র ২২টি সদস্য রাষ্ট্রের ৩০০ ছাত্র এখানে লেখাপড়া করছেন। তাদের অবদান দেশের সীমানার বাইরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, পরবর্তী একাডেমিক সেশন থেকে নারী শিক্ষার্থীদের জন্য আইইউটি উন্মুক্ত হবে। ক্যাম্পাসে ছাত্রীদের জন্য একটি হল নির্মাণে ২ মিলিয়ন ডলার দেয়া হয়েছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, ওআইসি’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) মুহাম্মদ নাইম খান, আইইউটি’র গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইদ আল আলাম আল জাহ্রানী এবং আইইউটি’র উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর বক্তব্য রাখেন ।  
    সমাবর্তনে একজন  শিক্ষার্থীকে ওআইসি গোল্ড মেডেল এবং চারজন শিক্ষার্থীকে আইইউটি গোল্ড মেডেল প্রদান করা হয়। বাংলাদেশের আবরার ফায়েজ ওআইসি মেডেল এবং বাংলাদেশের নাগরিক মো. উমর ফারুক, তানভীর হাসান মেহেদি, মো. আসিফ হাসান অনিক ও উগান্ডার নাগরিক হামিছি রামাদানকে আইইউটি মেডেল দেওয়া হয়।
#

আফরাজ/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                             নম্বর : ৩৭৭২    

পায়রা বন্দরের উন্নয়নে চুক্তি  স¦াক্ষর
আধুনিক বন্দর নির্মাণের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ
               
ঢাকা, ২৪ অগ্রহায়ণ( ৮ ডিসেম্বর) :
আগামী ২০২৩ সনে পায়রা বন্দরকে বিশ^মানের একটি আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বন্দরের উন্নয়ন কাজকে ত্বরান্বিত করতে  বন্দরের মূল অবকাঠামো নির্মাণ এবং তীর রক্ষাবাঁধ ,আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের স্থাপনা নির্মাণে চীন এগিয়ে এসেছে।
আজ এবিষয়ে চীনের দু’টি কোম্পানির সাথে পায়রা বন্দর কর্তৃপক্ষের তিনটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। চীনের কোম্পানি দু’টি হলো চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মো. সাইদুর রহমান এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোং লি. এর পক্ষে যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক গখ তবহম ঘধহযধর এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক  খর ঝযঁলরধহম। নৌপরিবহণ সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আজকের সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ আধুনিক বন্দর নির্মাণের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য,পায়রা বন্দরে উন্নয়ন কাজকে ১৯টি কম্পোনেন্টে বিভক্ত করা হয়েছে। আলোচ্য তিনটি কম্পোনেন্টের কাজ জি টু জি ভিত্তিতে বাস্তবায়নের জন্য কমিটি সুপারিশ দাখিল করে। নৌপরিবহণ মন্ত্রণালয় সি এইচ ই সি এবং সি এস সি ই সি এর সাথে আলোচ্য তিনটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয়। এ তিনটি কম্পোনেন্টকে পায়রা বন্দরের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।  
#
জাহাঙ্গীর/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/রফিকুল/রেজাজকুল/আসমা/২০১৬/১৬৩১ ঘন্টা

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৭৭১

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন
বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞা

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :  
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন অর্থাৎ আগামী ১৩ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অথবা মহোদয়ের যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।   
আজ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
#

জহিরুল/অনসূয়া/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৭৭০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ই-ফাইলিং কার্যক্রম শুরু

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :  
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ই-ফাইলিং কার্যক্রম শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
মৎস্য সচিব আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ই-ফাইলিং এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২টি নথিনিষ্পত্তির মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন।  
উল্লেখ্য, ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত দেশের মোট ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়, এ মন্ত্রণালয়সহ ২৯টি মন্ত্রণালয়, ৩২টি অধিদফতর মিলে মোট ৬১৫টি দপ্তরে এই ই-ফাইলিং লাইভ সিস্টেম চালু হলো। এতে সর্বাত্মক সহায়তা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সচিব মো. মাকসুদুল হাসান খান, মন্ত্রণালয়ের উপসচিব হাফসা বেগম, এটুআইয়ের প্রতিনিধি মনসুর উদ্দিন ও মন্ত্রণালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আল মারুফ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

শাহ আলম/অনসূয়া/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা

আজ বিকাল পাচঁটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩৭৬৯
বেগম রোকেয়া দিবসে রাষ্ট্রপতির বাণী  

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :  

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :   
“নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের ন্যায় এ বছরও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বেগম রোকেয়া দিবস, ২০১৬’ উদ্যাপন এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।  
ক্ষণজন্মা মহীয়সী নারী বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতি আন্দোলনের পথিকৃৎ। রোকেয়া শৃঙ্খলিত নারীর স্বাধীনতা, নিপীড়িত নারীর অধিকার প্রতিষ্ঠার সাধনায় নিজ জীবন উৎসর্গ করেন। কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিধিনিষেধের অন্ধকার যুগে বেগম রোকেয়া পর্দার অন্তরালে থেকেই নারীশিক্ষা বিস্তারে প্রয়াসী হন এবং মুসলমান মেয়েদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তিলাভের পথ সুগম করেন। সামাজিক নানা প্রতিকূলতা উতরে তিনি আবির্ভূত হন নারী সমাজের মুক্তিদূত হিসেবে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্রবাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। জাতীয় নারী উন্নয়ন নীতি, ২০১১ এবং এর বাস্তবায়নে প্রণীত কর্মপরিকল্পনা ২০১৩ অনুসরণে সরকার বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। নারী ক্ষমতায়নের সাফল্যের স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ ‘এমডিজি’, ‘সাউথ-সাউথ’, ‘পিস-ট্রি’, ‘চ্যাম্পিয়নস অভ্ দ্যা আর্থ’, প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন, ‘এজেন্ট অভ্ চেঞ্জ’ ইত্যাদি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল-মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
    নারী-পুরুষের বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় প্রেরণা যোগাবে। নারী উন্নয়নে অবদানের জন্য আজ যাঁরা বেগম রোকেয়া পদক পেলেন তাঁদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সেইসাথে দেশের সকল রোকেয়া অনুসারী এবং নারী উন্নয়নে ব্রতী শুভাকাক্সক্ষীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ। আশা করি, দেশের নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবেন।
    সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হোক, বেগম রোকেয়া দিবসে-এ কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

আজাদ/অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/শহিদ/আসমা/২০১৬/১৪২০ ঘণ্টা

আজ বিকাল পাচঁটার আগে প্রচার বা প

Todays handout (12).docx Todays handout (12).docx