Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মার্চ ২০১৫

তথ্যবিবরণী 04/03/2015

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৪৪

আটজন বিশিষ্ট ব্যক্তিকে স¦াধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    
    সরকার জাতীয়পর্যায়ে গৌরবোজ্জ¦ল ও কৃতিত্বপূর্ণ অবদানের স¦ীকৃতিস¦রূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৫ সালের স¦াধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ হচ্ছেন- স¦াধীনতা ও মুক্তিযুদ্ধ  ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকাপালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী; ১৯৭১ সালে রাজশাহী  রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তা প্রদানের জন্য পাকিস্তানি-হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী মামুন মাহমুদ; ১৯৭১ সালে ওয়াশিংটনস্থ পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক, প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম শাহ্ এ এস এম কিবরিয়া; প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক  মোজাফফর আহমদ; সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান; সংস্কৃতি ক্ষেত্রে যশস্বী চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক; গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স¦নামধন্য কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড.  মোহাম্মদ  হোসেন মন্ডল এবং সাংবাদিকতা ক্ষেত্রে প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স¦াধীনতা পুরস্কার প্রদান করবেন।

#

ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৪৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    
    দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে তিন পার্বত্য জেলার সকল শূন্যপদে জনবল নিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত ইউএনডিপি’র প্রকল্পসমূহের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবস্থার কার্যক্রম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।    

    পার্বত্য জেলাসমূহে সরকারি ১ম ও ২য় শ্রেণির শূন্যপদে জনবল নিয়োগ দিতে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার কার্যক্রম সম্প্রসারিত করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ বৃদ্ধির সুপারিশ করে।

    পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকা- পরিচালনার জন্য আর্থিক বরাদ্দের ক্ষেত্রে অঞ্চলভেদে রেট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

     পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাব্বির/ফায়জুল/মিজান/জসীম/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৪২

নারায়ণগঞ্জে ২৮ কোটি টাকা ব্যয়ে
সমবায় ব্যাংকভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রাঙ্গা

নারায়ণগঞ্জ, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় অর্থনীতিকে বিকশিত করতে কাজ করছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে সমবায় ব্যাংকভবন নির্মিত হলে এ অঞ্চলের সমবায়ীগণের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের চাষাড়ায় প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সমবায় ব্যাংকভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ কে এম সেলিম ওসমান এমপি, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও সমবায় নিবন্ধক মোঃ মফিজুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সমবায়ীদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক সমবায়ীদের জীবন মানোন্নয়নে রূপকল্প-২০২১ এর আলোকে বিশেষ আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। ব্যাংকিং কার্যক্রম অনলাইনভিত্তিক ও হিসাবরক্ষণ পদ্ধতি ডিজিটালাইজড করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষকবান্ধব সরকার ৫ হাজার টাকা পর্যন্ত সমবায়ী কৃষকদের ঋণের সুদের ওপর ভরতুকির অর্থ প্রদান করছে। এতে কৃষি সমবায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।
    এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন ৯-তলা ভবনটির নির্মাণকাজের ফলক উন্মোচন করেন।
#

আহসান/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৪১

                 সরকার দেশের সমুদ্র এলাকায় মৎস্যসম্পদের অবস্থা নিরূপণের চেষ্টা করছে
                                                               -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ঐতিহাসিক সমুদ্র বিজয়ের মাধ্যমে প্রাপ্ত সমুদ্র এলাকায় সরকার মৎস্যসম্পদের অবস্থা এবং অবস্থান নিরূপণের চেষ্টা করছে। স্বাস্থ্যবান এবং মেধাবী জাতি গঠনের জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় খাত। অতীতের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মৎস্যখাতকে আরো এগিয়ে নিতে হবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় মৎস্যভবনের সম্মেলনকক্ষে মৎস্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন : সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং সুপারিশ’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মৎস্য প্রতিমন্ত্রী বলেন, মৎস্য অধিদপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তাগণের নিরলস প্রচেষ্টার ফলে রপ্তানিআয়ের ক্ষেত্রে মৎস্যসম্পদ দেশের দ্বিতীয় বৃহত্তমখাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। মৎস্যখাত জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাবেক কর্মকর্তাগণের সুচিন্তিত পরামর্শে মৎস্যখাতের উন্নয়ন আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের ঐতিহাসিক সমুদ্র বিজয় সম্ভব হয়েছে। অর্জিত বিশাল সমুদ্রে মৎস্যসম্পদের বর্তমান অবস্থা, কত গভীরতায় মাছের প্রাচুর্যতা রয়েছে তা নির্ধারণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ আহরণ এবং সংরক্ষণের জরিপ কাজের জন্য সরকার মালয়েশিয়ায় তৈরি অত্যাধুনিক সুবিধা সংবলিত সামুদ্রিক জাহাজ ‘মীন সন্ধানী’ আগামী মাসে দেশে আনবে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষের আমিষের চাহিদার শতকরা ৬০ ভাগ পূরণ হয় মাছ থেকে। সারাদেশ বিস্তৃত গুরুত্বপূর্ণ এখাতে নবসৃষ্ট ৯৬২টি পদে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। শীঘ্রই এখাতে জনবল সংকট নিরসন  হবে বলে তিনি জানান।

    সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ এবং সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক সেলিম বক্তৃতা করেন।

#

আকতারুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৪০

সোয়াইন ফ্লু  ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে
গণমাধ্যমের সহযোগিতা কামনা স¦াস্থ্যমন্ত্রীর

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সোয়াইন ফ্লু নিয়ে বাংলাদেশে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এ ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের জন্য তিনি জনগণকে পরামর্শ দেন। এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে মন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে অভিবাসন ও স্বাস্থ্য বিষয়ক আঞ্চলিক পরামর্শসভার উদ্বোধনকালে একথা বলেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউএনএইডস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু প্রতিরোধে বাংলাদেশ ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে। সকল বন্দরসংলগ্ন এলাকায় বিশেষ মেডিকেলটিম গঠন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকা বিমানবন্দরসহ পাঁচটি বন্দরে আগত যাত্রীদের জ্বর পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে।

মোহাম্মদ নাসিম এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, টেকসই উন্নয়নের জন্য অভিবাসীদের সুস্বাস্থ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার তাঁদের স্বাস্থ্যমান উন্নয়নে সবধরনের পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, সৌদি আরবে শ্রমিক প্রেরণের সময় তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেবে। এক্ষেত্রে নারী শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় সরকার বিশেষ নজর দেবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এ পারানিথরন (চধৎধহরবঃযধৎধহ) বক্তৃতা করেন।

দু’দিনব্যাপী এ আঞ্চলিক সভায় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসকগণ অংশ নিচ্ছেন।

#

পরীক্ষিৎ/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৯

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক আজ কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক, নারায়ণ চন্দ্র চন্দ, মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এবং সামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচিসমূহের ক্ষেত্রে বিদেশি সংস্থা, দাতাসংস্থা ও এনজিওর ভূমিকা, বিএডিসি’র মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য আহরণ এবং মৎস্য ও প্রাণিখাদ্যের মাননিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চিড়িয়াখানায় উদ্ধারকৃত বেহাত জমি কাঁটাতারের বেষ্টনী নির্মাণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
    ঢাকা চিড়িয়াখানায় আরো নতুন নতুন প্রাণী ক্রয়ের পাশাপাশি লেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের বিষয়ে মৎস্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ঢাকা চিড়িয়াখানার বিষয়ে ১নং সাবকমিটি কর্তৃক তদন্ত ও স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে কমিটি একমত পোষণ করে।
মৎস্য ও প্রাণিখাদ্যের মাননিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কঠোর করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচিসমূহের ক্ষেত্রে বিদেশি সংস্থা, দাতা সংস্থা ও এনজিওগুলোকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৮

সংসদে বাল্যবিবাহ প্রতিরোধ সাবকমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
টঘঋচঅ-এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত বাল্যবিবাহ প্রতিরোধ সাবকমিটির ২য় বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মোছাঃ মাহবুব আরা বেগম গিনি এবং সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাল্যবিবাহ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের
১০৮ জন সংসদ সদস্য নিয়ে ২টি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বাল্যবিবাহ প্রতিরোধ সাবকমিটির একটি বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত
গৃহীত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, টঘঋচঅ-এর প্রধান (পপুলেশন প্লানিং এবং রিসার্চ) এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/ফায়জুল/মিজান/জয়নুল/২০১৫/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৭

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদন (চরবৎৎব গধুধঁফড়হ) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
    এসময় বাংলাদেশে প্রাথমিক শিক্ষাখাতে ইউরোপীয় ইউনিয়নের নানামুখী উন্নয়ন সহায়তার কথা মন্ত্রী উল্লেখ করেন। এছাড়াও দেশের প্রান্তিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের মূলধারার শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চলমান প্রাথমিক শিক্ষা ঊন্নয়ন কর্মসূচি-৩ এর আওতায় শিখন ও শিক্ষণ, অংশগ্রহণ বৃদ্ধি ও বৈষম্যদূরিকরণ, বিকেন্দ্রীকরণ ও কার্যকারিতা এবং পরিকল্পনা ও ব্যবস্থাপনা কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
    প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা আরো বৃদ্ধির জন্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের প্রতি মন্ত্রী আহ্বান জানান।
    প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সকল শিশুর জন্য কার্যকরী শিক্ষাবান্ধব পরিবেশ এবং সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে চলমান সহায়তা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত আশ্বাস প্রদান করেন ।
    প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী মোঃ আখতার হোসেন, যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম খান ও উপপ্রধান (পরিকল্পনা) ড. ইমতিয়াজ মাহমুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
#

রবীন্দ্রনাথ/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৬

চেম্বার ও ট্রেড এসোসিয়েশনের সদস্যদের
যথাসময়ে আয়কর প্রদান রিটার্ণ দাখিলের আহ্বান রাজস¦ বোর্ডের

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
আয়কর অধ্যাদেশের ৭৫(১এ) (ডি) ধারার বিধান অনুযায়ী প্রত্যেক ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ধহফ ওহফঁংঃৎরবং এবং যেকোনো ঞৎধফব অংংড়পরধঃরড়হ এর সদস্যবৃন্দের ব-ঞওঘ থাকা ও যথাসময়ে আয়কর রিটার্ন দাখিল করা অপরিহার্য। আইনের এ বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের দেশের বিভিন্ন ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ধহফ ওহফঁংঃৎরবং এবং ঞৎধফব অংংড়পরধঃরড়হ এর সদস্যদের ব-ঞওঘ নেই এবং সদস্যদের অনেকে আয়কর রিটার্ন দাখিল করছেন না।
বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের গোচরীভূত হওয়ায় ইতোমধ্যে এফবিসিসিআই’র সদস্যভুক্ত ৩৫১টি ট্রেডএসোসিয়েশন এবং চেম্বারের সভাপতিগণকে সকল সদস্যগণের করদাতা নিবন্ধন নম্বর বা ব-ঞওঘ গ্রহণ এবং যথাসময়ে রিটার্ন দাখিল করার বিষয়ে আন্তরিক সহযোগিতা চেয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও  জাতীয় রাজস্ব বোর্ডর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান আধাসরকারি পত্র (ডিও) দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখার স্বার্থে, বিশেষ করে রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর রাজস্ব আহরণে বিভিন্ন চেম্বার ও ট্রেড এসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদান রাখছে। তাই এসব সংগঠনের প্রত্যেক সদস্যই ব-ঞওঘ এর মাধ্যমে যথাযথভাবে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে ।
#

মু’মেন/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৫

বিজিবি’র অভিযানে ফেব্রুয়ারি মাসে
প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :

    বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬৪ কোটি ২৪ লাখ ৯১ হাজার ২শ’ ৪৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। এরমধ্যে অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৫৯ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৬শ’ ৮৫ টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫শ’ ৬০ টাকা।

    ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৪০ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ৬ লাখ ১৪ হাজার ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২ হাজার ৪১১টি উত্তেজক ট্যাবলেট, ২৩ হাজার ২৭০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৬ লিটার স্থানীয় মদ, ১ হাজার ৬৯ ক্যান বিয়ার, ৫৮১ কেজি গাঁজা, ২ কেজি ৫৪৫ গ্রাম হেরোইন, ২ হাজার ৯৮৬টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ৮৮ হাজার ৮১৯টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট।

    গত ১ মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৬টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ৩টি ককটেল এবং ৩৬ রাউন্ড গুলি।
 
    ফেব্রুয়ারি মাসে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১০ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২ হাজার ৩৫৮টি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়, যারমধ্যে ৭৪ জন বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ, ভারতীয় ১০ জনের মধ্যে ৯ জনকে স্বদেশে ফেরত ও ১ জনকে থানায় সোপর্দ এবং মিয়ানমারের ১ হাজার ২১৬ জন নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

    এছাড়া উল্লিখিত সময়ে ৩০ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়, যারমধ্যে ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে এবং এ সংক্রান্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে।

#

মোহসিন/ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৪


সুন্দরবনে বাঘ রক্ষণাবেক্ষণে
বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্যানথেরা ফাউন্ডেশন

নিউইয়র্ক, ৪ মার্চ :
     প্যানথেরা ফাউন্ডেশনের সিইও ড. এলান রবিনওটিজ ও জাতিসংঘের প্রতিনিধি জ টি উইন গতকাল জাতিসংঘ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের সাথে তাঁর অফিসকক্ষে এক সাক্ষাতে মিলিত হন। উল্লেখ্য, ড. রবিনওটিজ বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রাণিবিদ বিশেষজ্ঞ।
    সাক্ষাৎকালে স্থায়ী প্রতিনিধি তাঁদেরকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ড. রবিনওটিজ বাংলাদেশে প্যানথেরা ফাউন্ডেশনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
    এলান রবিনওটিজ স্থায়ী প্রতিনিধিকে বলেন, তিনি বিশ্বের বহুদেশে পরিবেশ উন্নয়নে বাঘ রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন এবং তাঁর প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ বাঘ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান।
    তিনি স্থায়ী প্রতিনিধিকে আরো বলেন, বাংলাদেশের সুন্দরবনের পরিবেশ বাঘ রক্ষণাবেক্ষণের জন্য খুবই উপযোগী এবং তাঁরা তাতে বিনিয়োগ এবং প্রশিক্ষণ দিতে আগ্রহী।
    ড. মোমেন প্রতিনিধিদলকে জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকা- সংক্রান্ত বই উপহার দেন।
#

ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৩৩

 বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :

টঘঋচঅ-এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি’র ২য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটি সদস্য মোছা: মাহবুব আরা বেগম গিনি এবং সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বাল্যবিবাহ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের ১শ ৮ জন সাংসদদের নিয়ে ২টি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়।  

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি’র একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, টঘঋচঅ-এর প্রধান (পপুলেশন প্লানিং এবং রিসার্চ) এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।  

#

নাসরাত/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৬৩২


প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়োগ পরীক্ষা ৬ মার্চ

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় সিস্টেম এনালিস্টের একটি, পরিসংখ্যানবিদ দুইটি, মেইনটেন্যান্স প্রকৌশলী একটি, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) ছয়টি, ইন্সট্রাক্টর (ইউআরসি) একটি, সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) তিনটি ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার একটি পদসহ মোট ১৫টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামী ৬ মার্চ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
    মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
    উল্লেখ্য, গত ৯ জানুয়ারি এ নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। এ পরীক্ষা গ্রহণের জন্য নতুন কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
#

আখতারুজ্জামান/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৪৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৬৩১

কপিরাইট অফিসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে
                                       - সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :

    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান কপিরাইট অফিসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে।

    আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কপিরাইট অফিস, ডড়ৎষফ ওহঃবষষবপঃঁধষ চৎড়ঢ়বৎঃু ঙৎমধহরুধঃরড়হ (ডওচঙ) ও জাপান কপিরাইট অফিসের যৌথ আয়োজনে ‘ডওচঙ ঘধঃরড়হধষ ডড়ৎশংযড়ঢ় ড়হ ঈড়ঢ়ুৎরমযঃ ধহফ জবষধঃবফ জরমযঃং’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ কর্মশালায় সঙ্গীত, প্রকাশনা, চলচ্চিত্রাঙ্গনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৩৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কপিরাইটের বিষয়টিকে এখন অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়ামসহ নানাবিধ প্রক্রিয়ায় কপিরাইটের বিষয়টি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা চলছে। ফলে তাদের সচেতনার মাত্রাও বহুলাংশে বেড়েছে। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে চলছে।

    আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান সরকার কপিরাইট বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে। রাজধানীর আগারগাঁয়ে কপিরাইট অফিসের নিজস্ব ভবন নির্মাণের ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। এ ভবনটি নির্মিত হলে কপিরাইট অফিস ব্যাপক পরিসরে কাজ করতে পারবে এবং বাংলাদেশে কপিরাইটের ক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি সাধিত হবে।

    কপিরাইট অফিসের রেজিস্ট্রার মোঃ নবীরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।

    এদিন অংশগ্রহণকারীদের জন্য কপিরাইটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্যে রাখেন জাপান কপিরাইট অফিসের উপপরিচালক ণড়ংযরঃড় ঘধশধলরসধ এবং ডওচঙ এর সহযোগী কর্মকর্তা (অংংড়পরধঃব ঙভভরপবৎ) ণঁর ঊসধ.

#

কুতুবুদ-দ্বীন/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৬৩০

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে
                                       - নৌ মন্ত্রী শাজাহান খান  

ঢাকা, ২০ ফাল্গুন (৪ মার্চ) :
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তিনি ষড়যন্ত্র ও চক্রান্তকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত ‘গণবিরোধী হরতাল-অবরোধের প্রতিবাদে প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভা ও নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon