Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ১৩/৪/২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৪২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাড়্গাৎ

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলমের সাথে সফররত চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ (কড়হম ঢঁধহুড়ঁ) আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকড়্গে সাড়্গাৎ করেন। 

         সাড়্গাৎকালে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস'ার মধ্যেও  শিল্পায়ন, দারিদ্র্যদূরীকরণ ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাসত্মবায়নের মাধ্যমে ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধির হার নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যা অবশ্যই অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয়। দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ বাড়িয়ে বিদ্যমান সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে তিনি গুরম্নত্বারোপ করেন। 

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করে চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন, এ ব্যাপারে চীন প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিতে পারে। দু’দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য আনয়নে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দেবেন বলে বৈঠকে তিনি আশ্বাস প্রদান করেন। কং জুয়ানইউ তরম্নণ কূটনীতিকদের প্রশিড়্গণ প্রদানেও চীনের আগ্রহের কথা ব্যক্ত করেন। 

    চীনের সাথে বাণিজ্যিক ভারসাম্যে সমতা আনয়নের লড়্গ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনকে বাংলাদেশি কিছু নির্দিষ্ট পণ্যের ওপর ভ্যালু এডিশন কমানোর প্রসত্মাব করেন। এ লড়্গ্যে বাংলাদেশ হতে অধিক হারে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্যও তিনি চীন সরকারের প্রতি অনুরোধ জানান। শাহ্‌রিয়ার আলম সমুদ্র অর্থনীতির বিকাশ ও উন্নয়নে চীনা সহযোগিতা কামনা করেন। তিনি চীনের জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা ব্যবসায়ীদের অধিক বিনিয়োগের আহ্বান জানান। 
 
#

খালেদা/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৪১
 
বিপুল পরিমাণ জাটকা ও পলিথিন আটক কোস্টগার্ডের

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
    আজ রাতে নারায়ণগঞ্জ জেলার পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ‘রিয়াদ-৩, রিয়াজ-২, কাজল-৭ ও আঁচল-৬’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস'ায় ২ হাজার ৫শ’ কেজি জাটকা আটক করে। আটককৃত জাটকা আইনানুগ ব্যবস'া গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হসত্মানত্মর করা হয়। আটককৃত জাটকার মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা জেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস'দের মাঝে বিতরণ করেন। 
এছাড়া  কোস্টগার্ড বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি ভোলা ও এমভি মিশু’ নামক যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস'ায় প্রায় দেড় হাজার কেজি পলিথিন আটক করে। যা পরবর্তীতে যথাযথ ব্যবস'া গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হসত্মানত্মর হয়। আটককৃত পলিথিনের মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত পলিথিন জেলা পরিবেশ কর্মকর্তার উপসি'তিতে বিনষ্ট করা হয়।
#

কাসেদ/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৩৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৩৯

প্রধান বিচারপতির অনুপসি'তিকালীন বিচারপতি
মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা দায়িত্বে থাকবেন

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    রাষ্ট্রপতি  মো. আব্দুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হার অনুপসি'তকালীন অর্থাৎ আগামী ১৪ এপ্রিল  থেকে ২৫ এপ্রিল পর্যনত্ম অথবা যাত্রার তারিখ  থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যনত্ম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের  কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি  মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

#

জহিরম্নল/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৩৮

পাটকল শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম আগামী ২৫ এপ্রিলের মধ্যে  শ্রমিকদের সকল ধরনের বকেয়া মজুরি পরিশোধ করা হবে বলে প্রতিশ্রম্নতি দিয়েছেন। এছাড়া, বকেয়া  প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটির টাকা দ্রম্নততার সাথে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন। 

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে  রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ খুলনা ও যশোর অঞ্চলের শ্রমিকদের প্রতিনিধিদের সাথে এক  বৈঠকে তিনি এ প্রতিশ্রম্নতি  দেন। 

    বৈঠকের পর শ্রমিক  নেতারা খুলনার সাতটি মিলের শ্রমিকদের আন্দোলন ও অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একইসাথে তারা শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধানেত্মর জন্য সরকারকে ধন্যবাদ জানান।  বৈঠক শেষে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, ননসিবিএ ঐক্য পরিষদ খুলনা যশোর অঞ্চলের আহ্বায়ক মো. সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, তারা মন্ত্রণালয়ের বৈঠকের সকল সিদ্ধানত্ম মেনে নিয়ে সকল ধরনের আন্দোলন প্রত্যাহার করলেন। 

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি  চেয়ারম্যান  মেজর জেনারেল হুমায়ূন খালেদ  এবং খুলনা ও যশোর অঞ্চলের বিভিন্ন মিলের শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এসময় উপসি'ত ছিলেন।

#

সৈকত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১২৩৭

‘মৎস্য পরামর্শ’ অ্যাপ গুগল পেস্ন স্টোরে

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    দেশের মৎস্যচাষের আধুনিকায়ন ও উন্নয়নের লড়্গ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  তৈরি এন্ড্রয়েড  মোবাইল  ফোনের উপযোগী ‘মৎস্য পরামর্শ’ বা ‘ঋরংয অফারপব’ নামক অ্যাপটি ফেব্রম্নয়ারি মাসে অনলাইনে অবমুক্ত করা হয়েছে। অ্যাপটি বর্তমানে গুগল পেস্ন স্টোরে পাওয়া যাচ্ছে। 

    মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার সমাধানসহ অ্যাপটিতে রয়েছে ছবিসহ মাছের বিভিন্ন রোগের বিবরণ ও প্রতিকার ব্যবস'া, আধুনিক পদ্ধতিতে মাছের চাষাবাদ প্রণালী, মাছের খাবারের নিয়মপদ্ধতি, মৎস্যচাষ সংক্রানত্ম বিভিন্ন পরামর্শ প্রভৃতি। মাছচাষ এবং মাছের ব্যাপারে আগ্রহী যে কেউ এখন থেকে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। 

    আজ ঢাকায় মৎস্য অধিদপ্তরের সভাকড়্গে মোবাইল অ্যাপটি মাঠপর্যায়ে উদ্বোধনের জন্য অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এতে সারাদেশ হতে মৎস্যবিভাগের কর্মকর্তাগণ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান অ্যাপটি মৎস্যজীবীদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেশের মাছের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।   

    মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মঈন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা মানিক মাহমুদ এবং অ্যাপপ্রণেতা সাধন কুমার সরকার বক্তৃতা করেন। 

#

শাহআলম/আফরাজ/মাহমুদ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ১২৩৬
 
আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দকে আমন্ত্রণ

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিলে অতিথি হিসেবে যোগ দিতে ভারতের ড়্গমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ সিনিয়র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান ভারত সফররত স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিলস্নীতে বাংলাদেশ হাইকমিশনে স্বাস'্যমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে বিজেপি’র ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সাথে একানত্ম বৈঠকে মোহাম্মদ নাসিম এই আমন্ত্রণ জানান।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের জ্বালানি, পরিবহণ, স্বাস'্যসহ বিভিন্ন আর্থসামাজিক খাতের উন্নয়নে জোরালো সহযোগিতা প্রদানের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাড়্গিক সহযোগিতা ও সম্পর্কের যে সুসংহত অবস'ান বিরাজ করছে তা উভয়দেশের অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। দু’দেশের মধ্যে বিদ্যমান ছিটমহল সমস্যা সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা ও আনত্মরিক সদিচ্ছার কথা উলেস্নখ করে মন্ত্রী বলেন, এই মজবুত সম্পর্ক আরো সুদৃঢ় করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। তিনি গত ১০ এপ্রিল ভারতের কেরালার পুত্তিঙ্গাল মন্দিরে অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পড়্গ থেকে শোক ও সমবেদনা পৌঁছে দেন বিজেপির সাধারণ সম্পাদকের কাছে।
এদিকে আজ ভারতের স্বাস'্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার বাসভবনে বাংলাদেশের স্বাস'্যমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রাতঃরাশ ভোজসভায় মিলিত হন দুই মন্ত্রী। এসময় দুই মন্ত্রীর একানত্ম বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাড়্গিক সম্পর্ককে আরো শক্তিশালী ও উন্নয়নমুখী করে গড়ে তোলার ওপর গুরম্নত্বারোপ করা হয়।
বাংলাদেশে নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ভবিষ্যতে একটি বিশ্বমানের আধুনিক হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করতে ভারতের স্বাস'্যমন্ত্রীর সহায়তা চান মোহাম্মদ নাসিম। ভারতের স্বাস'্যমন্ত্রী বাংলাদেশে বার্ন ও পস্নাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সৃষ্টিতে ভারতের বিশ্বখ্যাত সফদরজং হাসপাতালে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিড়্গণের ব্যবস'া করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্বাস'্যখাতের অগ্রগতিতে সনেত্মাষ প্রকাশ করেন। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের জন্য স্বাস'্যসেবা নিশ্চিত করার সাফল্যের প্রশংসা করেন জগত প্রকাশ নাড্ডা। 
বাংলাদেশের স্বাস'্যমন্ত্রী ২০১৩ সালে দুই দেশের মধ্যে স্বাড়্গরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এ ধরণের চুক্তি ও সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের স্বাস'্যখাতের উন্নয়নে বিশেষ গতি এসেছে যা কাজে লাগিয়ে সবার জন্য স্বাস'্য নিশ্চিত করার কাজটি ত্বরান্বিত করতে চায় বাংলাদেশ। বিকল্প চিকিৎসা পদ্ধতি বিশেষ করে হোমিওপ্যাথির উন্নয়নে বাংলাদেশের তুলনায় ভারত অনেক এগিয়ে এই মনত্মব্য করে মন্ত্রী বলেন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসার যথাযথ বিকাশের জন্য ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
বৈঠকে মোহাম্মদ নাসিমের আহ্বানে এই মাসের শেষে ঢাকায় ভারত ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রম্নপের সভা আয়োজনে সম্মতি দেন জগত প্রকাশ নাড্ডা। তিনি এই সভায় অংশ নেওয়ার জন্য ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রেরণ করবেন বলে জানান। 
জুলাইয়ে অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পর্যবেড়্গণের জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে ভারতের স্বাস'্যমন্ত্রী আগ্রহের সাথে ঢাকায় আসার আশাবাদ ব্যক্ত করেন। ভারতের স্বাস'্য মন্ত্রণালয়ের সচিব ভানু প্রতাপ শর্মা এসময় উপসি'ত ছিলেন।
স্বাস'্যমন্ত্রী আজ নয়াদিলস্নীতে অনুষ্ঠিত আনত্মর্জাতিক হোমিওপ্যাথিক কনফারেন্সে যোগদান শেষে ঢাকা ফিরে আসেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের প্রতিনিধিদল নিয়ে তিনি ৮ এপ্রিল দিলস্নী যান।  
#
পরীড়্গিত/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩৫
 
জলাবদ্ধতা নিরসনে পদড়্গেপ নেবে সরকার
                      -- স'ানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
স'ানীয় সরকার, পলিস্নউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শুষ্ক মৌসুমে পানির সংকট সমাধান ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী বছরে দুই সমস্যার একটিও থাকবে না। ৩০ মে’র পর বর্ষা মৌসুমে গত বছরের মতো ঢাকায় এমন জলাবদ্ধতা তৈরি হবে না। 
আজ স'ানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা নিরসনে আনত্মঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, স'ানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং সংশিস্নষ্ট মন্ত্রণালয় ও সংস'ার কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।
মন্ত্রী বলেন, ঢাকার অনেক খাল জবরদখল হয়েছিল। এ কারণে ঢাকার রাসত্মার পানি স্বাভাবিকভাবে সরতে পারতো না। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এবছর আমরা জবরদখল হওয়া খালগুলোর অধিকাংশই দখলমুক্ত করেছি। বাকি খালগুলো এক বছরের মধ্যে দখলমুক্ত করা হবে। ফলে আগামী বছর আর জলাবদ্ধতা থাকবে না।
ঢাকার বিভিন্ন এলাকায় পানির সংকট সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে এতো বেশি পানি ব্যবহার করে ফেলেছি যে, পানির সত্মর বিপদসীমার নিচে চলে গেছে। সারা দেশে একই অবস'া। এর কারণ হচ্ছে ৭০ ভাগ পানি আন্ডারগ্রাউন্ড লেভেল থেকে সরবরাহ করা হয়। আর ৩০ ভাগ পানি সারফেস ওয়াটার থেকে সরবরাহ করা হয়। ফলে পানির সত্মর বিপদসীমার নিচে চলে গেছে। এই সিস্টেমকে রিভার্স করে দেয়া হবে। এখন থেকে ৭০ ভাগ পানি সারফেস ওয়াটার লেভেল থেকে সরবরাহ করা হবে। আর ৩০ ভাগ আন্ডারগ্রাউন্ড লেভেল থেকে সরবরাহ করা হবে। এভাবে চলতে থাকলে আগামী ৮/১০ বছরের মধ্যে পানির সত্মর আগের লেভেলে চলে আসবে। আর সুপেয় পানির সংকট থাকবে না।
মন্ত্রী বলেন, সুপেয় পানি পাওয়া মানুষের জন্মগত অধিকার। কিছু অসাধু চক্রের কারণে পানির সংকট তৈরি হয়। তারা পানি বিক্রি করে সংকট তৈরি করে। 
মন্ত্রী বলেন, পানি সংকটের কারণ চিহ্নিত করা হয়েছে। সমাধানও ঠিক করা হয়েছে। পানির সোর্স বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে সংশিস্নষ্ট সংস'া এবং দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেন।
#

শহিদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৪

কলেজে ছাত্রীদের জন্য বাস চালুর চিনত্মা করছে সরকার
                   -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী 

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাড়ির কাছাকাছি প্রাইমারি ও হাইস্কুল থাকলেও কলেজ অনেক দূরে থাকে। দূরে গিয়ে কলেজে পড়তে অনেক সময় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে। এই সমস্যার কারণে অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়। এটাও বাল্যবিবাহের অন্যতম কারণ। ছাত্রীদের এই সমস্যা সমাধানে প্রতিটি কলেজে শুধু ছাত্রীদের জন্য একটি বাস দেয়ার চিনত্মা করছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র বাল্যবিবাহ বন্ধ করলেই হবে না, বাল্যবিবাহের কারণ নির্ধারণ করে তার প্রতিকার করতে হবে।

    প্রতিমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলনকড়্গে অনুষ্ঠিত ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. আমিনুল ইসলামসহ স'ানীয় বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিকবৃন্দ উপসি'ত ছিলেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম।
    
#

খায়ের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৩

বাংলা নববর্ষে গণমাধ্যমকর্মীদেরকে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

    বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে গণমাধ্যমকর্মীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

    মন্ত্রী আজ এক শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলা নববর্ষবরণ বাঙালির সার্বজনীন উৎসব। দেশের গণমাধ্যমের সাথে সংশিস্ন্লষ্ট সকলকে এ উপলক্ষে আমার আনত্মরিক শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণের উৎসব হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার। 

#

আকরাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩২
 
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৮তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারম্নন এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য একেএমএ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
১৭তম বৈঠকে গৃহীত সিদ্ধানত্মসমূহের বাসত্মবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস'াপন করা হয় এবং এ বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। 
বৈঠকে হজ যাত্রীদের রেজিস্ট্র্রেশনসহ আসন্ন হজের প্রস'তি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে হজ কার্যক্রমকে সঠিকভাবে সম্পন্ন করার লড়্গ্যে সরকারিভাবে গমনেচ্ছু হজযাত্রীদের জন্য নির্ধারিত কোটা সম্পূর্ণ পূরণ না হলে সে কোটা খালি রাখার পাশাপাশি বেসরকারিভাবে গমনেচ্ছু হজ যাত্রীদের মাধ্যমে সে কোটা কোনভাবেই পূরণ না করার সুপারিশ করা হয়। 
বৈঠকে হজযাত্রীদের নিকট থেকে হজের খরচ বাবদ সংগৃহীত অর্থ হজ এজেন্সি অভ্‌ বাংলাদেশ (হাব) এর একাউন্টে কোনভাবেই জমা না রাখার এবং হজযাত্রীদের জন্য তৈরি করা হজ ব্যাগের নমুনা সংসদীয় সাবকমিটির নিকট উপস'াপনপূর্বক মান যাচাইসাপেড়্গে অনুমোদন নিয়ে সরবরাহ করার সুপারিশ করা হয়।
বৈঠকে হজ ব্যবস'াপনার সর্বশেষ অবস'া পর্যালোচনা করা হয়। বৈঠকে হজ ব্যবস'াপনা বিষয়ে কোন ধরনের অনিয়ম পরিলড়্গিত হলে কমিটির সকল সদস্য জিরো টলারেন্স প্রদর্শনের বিষয়ে ঐকমত্য পোষণ করে। এছাড়া, বৈঠকে  কালো তালিকাভুক্ত ও অভিযুক্ত ১০৪টি হজ এজেন্সি নিয়ে আলোচনা হয় এবং তাদের ওপর আরোপিত জরিমানা সম্পর্কে কমিটির পরবর্তী বৈঠকে বিসত্মারিতভাবে প্রতিবেদন দেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন। 
#

হুদা/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩১

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূতের সাড়্গাৎ

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:
    বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান এর সাথে তার সচিবালয়স' কার্যালয়ে সাড়্গাৎ করেন।
    সাড়্গাৎকালে তারা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিষয় বিশেষ করে বিজ্ঞান ও শিল্প গবেষণা, বায়োটেকনোলজি, সমুদ্র সম্পদ আহরণে সমুদ্র গবেষণা এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে মতবিনিময় করেন। এসময় ভারতের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।  এছাড়াও তারা এসব খাতে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরম্নত্বারোপ করেন।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন ও মো. মজিবুর রহমান বৈঠকে উপসি'ত ছিলেন।  
#

কামরম্নল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩০

প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারীদের বৈশাখি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:

     বাংলা নববর্ষ ১৪২৩ উদ্‌যাপনের জন্য মূল বেতনের শতকরা ২০ ভাগ উৎসব ভাতা প্রদান করায় সকল সরকারি কর্মচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের বিশেষ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

    প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে বাঙালির সার্বজনীন নববর্ষ উৎসব পালনের জন্য এই প্রথমবার বৈশাখি উৎসব ভাতা চালু করায় সরকারি কর্মচারীরা আনন্দিত। বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির মহাসচিব  
মো. আব্দুল মান্নান বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল কর্মচারীদের পড়্গে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।

    বাংলাদেশ  বেতার কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব  মো. নূর আলম অপর এক বিবৃতিতে নববর্ষে উৎসব ভাতা চালু করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
    
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২২৯ 

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, (৩০ চৈত্র), ১৩ এপ্রিল:
    জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, মো. নজরম্নল ইসলাম বাবু, মো. মামুনুর রশিদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নুরম্নল ইসলাম ওমর এবং এড. উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।
    দেশের দড়্গিণাঞ্চলে কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু জাতের কোন কোন ফসল চাষ হচ্ছে তা পর্যালোচনা, যশোর, সাতড়্গীরা ও বাগেরহাট জেলার আইলা বিধ্বসত্ম উপকূলীয় অঞ্চল পরিদর্শন করে রিপোর্ট উপস'াপন ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন, বিগত ৫ বছরের তথ্যের আলোকে অঞ্চলভেদে তামাক চাষের বর্তমান পরিসি'তি ও তামাকচাষ হ্রাসে জনস্বাসে'্যর জন্য হুমকি নয় এমন বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করা হয় বৈঠকে । 
    সভায় জানানো হয় যে, ২০১৪-১৫ অর্থবছরে দড়্গিণ অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু জাতের (ধান,গম) মোট ১ লাখ ৭৯ হাজার ৫ শত ৯০ হেক্টর  এবং অন্যান্য ফসলের মোট ১৭ হাজার ৮ শত ০২ হেক্টর জমির ফসল জাতীয় উৎপাদনের সাথে যোগ হয়েছে। বিগত পাঁচ বছরে তামাক আবাদি জমির পরিমাণ কমেছে ২২ হাজার ৫ শত ৪০ একর যা প্রায় শতকরা ১৮ ভাগ।
    দেশে পর্যাপ্ত পরিমাণ চালের উৎপাদন সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানির বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন কমিটি এবং বাসমতিসহ বেশি দামের চালের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে আমদানি নিরম্নৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। 
    কৃষকদের তামাক চাষে নিরম্নৎসাহিত করতে বিকল্প লাভজনক চাষ বিশেষ করে তৈলবীজ চাষের প্রতি আগ্রহী করার সুপারিশ করা হয়।  
    কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন। 
#

মিজানুর/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/আলী/কামাল/২০১৬/১৫৩৩ ঘণ্টা 

Handout                                                                                                              Number : 1228

 

Foreign Minister Mahmood Ali meets Turkish Foreign Minister

 

Dhaka, 13 April :

Foreign Minister Abul Hassan Mahmood Ali, leader of Bangladesh delegation to the ongoing Council of Foreign Ministers (CFM) of the Organization of Islamic Coopration (OIC) and also to the OIC Summit scheduled on 14 and 15 April, met his Turkish counterpart and host of the CFM Mevlüt Çavuşoğlu yesterday in Istanbul.

The meeting underscored the historic and cultural bondage between the two brotherly countries. The two Foreign Ministers agreed to rejuvenate the dialogue process at all levels especially at the political level. They expressed happiness to see the scheduling of the Foreign Office Consultations (FOC) in Dhaka in the early part of June, 2016. They also emphasized the need to hold the long-pending Joint Economic Commission meeting in Ankara as soon as possible.

The two Ministers also exchanged views to strengthen cooperation in areas such as trade and investment, defense, education and higher studies, and technical cooperation. Foreign Minister Ali invited Turkish business community to invest in the Special Economic Zone in Bangladesh. The Turkish Foreign Minister reiterated invitation to Bangladesh leadership to take part in the upcoming international conferences scheduled in Turkey. Foreign Minister Mevlut Çavuşoğlu warmly accepted the invitation extended to him by Bangladesh Foreign Minister to visit Bangladesh at the earliest opportunity.

 

#

 

Khaleda/Mobassera/Nusrat/Khadiza/Ali/Kamal/2016/1436 Hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১২২৭ 

বাংলা নববর্ষ উপলড়্গে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
    
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৩ উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বাংলা নববর্ষের এই শুভড়্গণে আমি দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাই আনত্মরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ।
    চৈত্রের অবসানে নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বৈশাখের আগমনি সুর বেজে উঠে। নববর্ষ মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে বাংলা নববর্ষ প্রতি বছর নতুন রূপে হাজির হয়। পহেলা বৈশাখ থেকে দেশের নানাস'ানে শুরম্ন হয় বৈশাখি মেলা ও আড়ংসহ নানা আয়োজন, যা বিনোদনের পাশাপাশি দেশের অর্থনীতিতে আনে নতুন গতি। তাই বাংলা নববর্ষ আবহমান বাঙালি সংস্কৃতির এক বর্ণাঢ্য উৎসব ও অনন্য উৎস বিন্দু। বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষকে আমরা আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।
আবহমান বাঙালির এ উৎসবে নতুন মাত্রা দিতে আমরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা নববর্ষ পহেলা বৈশাখে উৎসব ভাতা প্রবর্তন করেছি। বাঙালির শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।
বাংলা নববর্ষ আমাদের জাতীয়তাবোধ ও চেতনাকে শানিত করে। বর্ষবরণের উৎসবে এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বার বার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোন অপচেষ্টাই সফল হয়নি। বাঙালি জাতি নববর্ষকে ধারণ করেছে তাদের জীবনযাত্রা ও সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে।
আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরম্নদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে সন্ত্রাস, আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরম্নদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে।
দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রানিত্মর পালা-পার্বণ, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হোক মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ড়্গুধা-দারিদ্র্যের বিরম্নদ্ধে সংগ্রামের হাতিয়ারে। ১৪২৩ সন সকল জরা ও গস্নানি মুছে দিয়ে বাঙালির জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ - এই প্রত্যাশা করছি। 

     জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
    বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নূর এলাহী/মোবাস্বেরা/নুসরাত/আলী/কামাল/২০১৬/১২৪০ ঘণ্টা 

 


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২২৬ 
বাংলা নববর্ষ উপলড়্গে রাষ্ট্রপতির বাণী 

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলা নববর্ষ ১৪২৩ উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “শুভ নববর্ষ। নববর্ষের এই আনন্দঘন দিনে আমি দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
    বর্ষশেষে নতুনের বারতা নিয়ে বাংলা নববর্ষ বাঙালির জীবনে আবির্ভূত হয়। বেজে উঠে আগমনি সুর। সে সুর নতুনকে বরণ করার, পুরাতনকে পেছনে ফেলে নব উদ্যমে আগামীকে আবাহন করার। বৈশাখ শুধু ঋতুচক্রের ধারাবাহিকতা নয় বরং বাঙালির হাজার বছরের শাশ্বত চেতনারই নাম। এটি মিশে আছে আমাদের দৈনন্দিন কর্মে, চেতনায়, ঐতিহ্যে। মোগল সম্রাট আকবর ফসলি সন হিসেবে বাংলা সন গণনার সূত্রপাত করেন যা কালক্রমে বাঙালির ঐতিহ্যগত উৎসবে রূপানত্মরিত হয়েছে। বাংলা সন গণনার সঙ্গে যেমন ফসল ও মৃত্তিকার ভাবনা জড়িয়ে আছে তেমনি এর সাথে মিশে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। 
    শুধু সাংস্কৃতিক ক্ষেত্&l


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon