Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ৩০ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫৫২

 

তামাকজনিত রোগে মৃত্যু সাধরণ নয় বরং তা হত্যাকাণ্ড

                             - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি):

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয় বরং তা হত্যাকাণ্ড উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যে মৃত্যু হবার কথা নয় তামাক ব্যবহারের কারণে সে ধরণের মৃত্যু ঘটছে যা মূলত হত্যাকাণ্ড। আমরা জেনেশুনে এ হত্যাগুলো করতে দিচ্ছি।

উপদেষ্টা আজ সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অভ্‌ বাংলাদেশ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সম্পৃক্ততা’-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন সুস্থ জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখে। তিনি বলেন, তামাকের ক্ষতি সম্পর্কে আমরা জানলেও কেউই মেনে চলি না। তাই তামাক সেবন বন্ধে উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, তামাকের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে আর পরিবেশের অংশ হিসেবে তামাক মৎস্য ও প্রাণিসম্পদখাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা বলেন, কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং তার প্রয়োগের মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস করা সম্ভব যা বিশ্বব্যাপী একটি স্বীকৃত পদ্ধতি। দেশে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে তামাকের ব্যবহার হ্রাস করে তামাকজনিত স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করতে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অভ্‌ বাংলাদেশ-এর মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক) শেখ মোমেনা মনি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারউজ-জামান এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। এছাড়া বক্তৃতা করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, অ্যান্টি টোব্যাকো অ্যাডভোকেসি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। এ সময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত অর্ধশতাধিক ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।

#

মামুন/রানা/রফিকুল/শামীম/২০২৫/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৫৫১

সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ

                                            - উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ। এর ফলে সাংবাদিকদের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমবে।

আজ ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে তথ্য উপদেষ্টা বলেন, এই গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক সহযোগিতা করেছেন এবং ফ্যাসিবাদের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আবার অনেক সাংবাদিক ফ্যাসিবাদের সহযোগী হিসাবেও কাজ করেছেন। যা খুবই দুঃখজনক। গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিক পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার শহিদ ও আহত সাংবাদিকদের সম্মান ও স্বীকৃতি প্রদান করবে। তিনি বলেন, প্রবীণ ও গুণী সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। তবে গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের অনুদান প্রদান আইন দ্বারা পরিচালিত বিষয়। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান পাওয়া একটি আইনি অধিকার। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক খুরশীদ আলম; বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার; প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া; চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন; সাংবাদিক মুহাম্মদ বাকের হোসাইন, ও সাজিদ আরাফাত এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অনুদান প্রদান অনুষ্ঠানে ৪৬৩ জন সাংবাদিক পরিবারের মাঝে মোট ১ কোটি ৮০ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে ৮৯ লাখ টাকা এবং ৩০৫ জন সাংবাদিকের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তিবাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৫ জন সাংবাদিক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং গণঅভ্যুত্থানে আহত ২৬ জন সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

#

মামুন/রানা/রফিকুল/শামীম/২০২৫/১৯৪০ঘণ্টা

Handout                                                                                                           Number: 2550

Nearly BDT 9 Crore in Fines, 173 Brick Kilns Shut Down in a Month-long

Mobile Court Drive: and 117 Tons of Polythene Seized from November
 

Dhaka, 30 January:

            Under the special initiative of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment conducted extensive mobile court operations across the country throughout January. A total of 287 mobile court drives were carried out from January 2 to 30, 2025 These operations resulted in 686 cases, with fines amounting to BDT 8.95 crore. Additionally, 107 brick kiln chimneys were demolished, 66 kilns were ordered to shut down, and raw bricks from 7 kilns were destroyed. Six trucks of lead/battery recycling equipment were seized from five factories, which were subsequently shut down.

            The drive targeted vehicles emitting excessive black smoke, illegal brick kilns, steel mills, noise pollution sources, hazardous waste, lead/battery recycling factories, waterbody encroachments, tire pyrolysis plants, charcoal factories, and open storage of construction materials causing air pollution.

            Since November 3, 2024, a total of 303 mobile court operations have been conducted across Bangladesh against the production, sale, distribution, and marketing of banned polythene. These operations led to fines amounting to BDT 4.42 crore imposed on 591 establishments. Additionally, approximately 1 lakh 17 thousand 218 kg of banned polythene was seized, and utility connections to 11 polythene manufacturing factories were cut off before sealing them.

            Today five mobile court operations were carried out in Chattogram, Gaibandha, and Dhaka’s Mirpur and Mohammadpur areas against banned polythene production and distribution. Seven cases were filed, resulting in fines of BDT 1.86 lakh, and 9 thousand 528 kg of banned polythene was seized. Shop owners across the country were warned against selling banned polythene.

            On the same day, seven mobile court operations were conducted in Kurigram, Feni, Jhalokathi, Jhenaidah, Chattogram, Lakshmipur, and Dhaka. Fourteen cases were filed, leading to fines of BDT 52.5 lakh. Four bric kilns were demolished, and nine kilns were ordered to shut down.Three mobile court operations were conducted in Dhaka’s Mugda, Motijheel, and Uttara against air pollution caused by construction materials. Three cases were filed, resulting in fines of BDT 35 thousand and several businesses were warned.

            To curb noise pollution, three mobile court drives were conducted in Thakurgaon, Sirajganj, and Meherpur. Eight vehicle drivers were fined BDT 15 thousand and 15 hydraulic horns were seized. Several other drivers were given warning notices.

            The Department of Environment will continue such operations to prevent pollution.

#

Dipankar/Rana/Rafiqul/Joynul/2025/2000Hrs.
 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ২৫৪৯

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য

                                                           --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি):

          প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য কারণ একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয়। তাই শিশুদের শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক অধিদপ্তরের সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ‘কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এপ্লিকেশন সফটওয়্যারের সেবাসমূহ সোনালী ব্যাংক পিএলসি'র নিজস্ব সফটওয়্যার ‘সোনালী গেটওয়ে’ এর মাধ্যমে আদায়ের নিমিত্তে চুক্তিপত্র স্বাক্ষর ও সফটওয়্যার লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

          প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম এবং সোনালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক  শওকত আলী খান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

          উপদেষ্টা স¦াক্ষরিত চুক্তির বিষয়ে বলেন, কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট ও সোনালী ব্যাংক পিএলসি’র এই চুক্তি স¦াক্ষরের মাধ্যমে আমরা একটি আইটি বেইজড সিস্টেমে প্রবেশ করলাম। এর মধ্য দিয়ে কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তাদের বার্ষিক তহবিল প্রদান সহজ হবে।

          উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণার্থে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৩ সালে শিশু কল্যাণ ট্রাস্ট আইন প্রণীত হয়। ট্রাস্টের ছয়টি স্থায়ী আমানতে প্রায় ৩৮ কোটি টাকা রয়েছে। স্থায়ী আমানতের লভ্যাংশ থেকে প্রাপ্ত অর্থ অফিস পরিচালনা এবং শিক্ষকদের আর্থিক সহায়তার কাজে ব্যয় হয়।

#

জাহাঙ্গীর/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ২৫৪৭  

 

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সেবার

নিমিত্তে সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তিস্বাক্ষর

 

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি): 

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের উপস্থিতিতে আজ ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ‘কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এপ্লিকেশন সফটওয়্যারের সেবাসমূহ সোনালী ব্যাংক পিএলসি’র নিজস্ব সফ্‌টওয়্যার ‘সোনালী গেটওয়ে’ এর মাধ্যমে সম্পন্ন করার নিমিত্তে চুক্তিপত্র স্বাক্ষর ও সফটওয়্যার লঞ্চিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম এবং সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক  শওকত আলী খান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

 

#

 

জাহাঙ্গীর/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ২৫৪৬

 

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে  ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি): 

 

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

 

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময়  তাঁদের স্বাগত জানান এবং  কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিগণ কমিশনের  কার্যক্রমের ভূয়সী প্রশংসা  করেন। তাঁরা কমিশনকে সর্বাত্মক সহাযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং এবং সিয়ান এমব্লার উপস্থিত ছিলেন। 

 

#

 

খালিদ/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর: ২৫৪৫  

 

নারায়ণগঞ্জে অভিযানে ৬ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

 

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি): 

 

গাজীপুর রিজিয়নের শিমরাল হাইওয়ে ক্যাম্প, হাইওয়ে পুলিশ গত রাত ৩টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে, নারায়ণগঞ্জ জেলার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬ টন (৫,৯২০ কেজি) পলিথিন উদ্ধার করেছে।

 

অভিযানকালে একটি কাভার্ডভ্যান (রেজি: ঢাকা মেট্রো ড-১৪-৮৫৬৩) থেকে এসব পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

অবৈধ পলিথিন বিরোধী এধরনের অভিযানে অব্যাহত থাকবে।

 

#

দীপংকর/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৫৪৪

 

বাংলাদেশ ও সৌদি আরব শ্রম ও অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে

                                                                                -প্রবাসী কল্যাণ উপদেষ্টা

রিয়াদ, ৩০ জানুয়ারি :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ আবুথনাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সাথে আজ রিয়াদে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অধিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় সৌদি আরবে তিন মিলিয়নেরও বেশি বাংলাদেশি কর্মীকে আতিথেয়তার জন্য উপদেষ্টা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং কিছু নির্দিষ্ট কেন্দ্রকে দক্ষতা স্বীকৃতি দেওয়ার জন্য বিবেচনা করার আহ্বান জানান। সৌদি পক্ষ এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এবং সম্ভাব্য মূল্যায়নের সম্মতি জানায়।

বৈঠকে মূলত উচ্চ ইকামা নবায়ন ফি এবং এর ফলে কর্মীদের চাকরিহীন হওয়ার বিষয়ে আলোচনা হয়। সৌদি পক্ষ জানায় যে শ্রম আইন সংস্কার করা হচ্ছে যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয়। এছাড়া, কর্মীরা যাতে বাংলাদেশ থেকে আসার আগে তাদের নিয়োগ চুক্তি নিশ্চিতভাবে পায় সে বিষয়ে আলোচনা হয়। সৌদি কর্মকর্তারা জানান, অবৈধ শ্রমিক সমস্যা এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে শীঘ্রই একটি টাস্কফোর্স গঠন করা হবে। তারা এ বিষয়ে বাংলাদেশ সরকারের একটি যৌথ টিম গঠনের প্রস্তাবকে স্বাগত জানায়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সাথে একটি পৃথক বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনে সৌদি সরকারের সহায়তা কামনা করেন। সৌদি ভাইস মিনিস্টার বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন। উপদেষ্টা সৌদি আরবে ছোটখাটো অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের জন্য রাজকীয় ক্ষমা প্রদানের অনুরোধ জানান, যা সৌদি ভাইস মিনিস্টার বিবেচনায় নেবেন বলে জানান।

এছাড়া, উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রম উপমন্ত্রী সালিম আল-বুসাইদির সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের অনুরোধ জানান, এতে ওমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দেন। ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্য উপদেষ্টা অনুরোধ করলে  ওমানের শ্রম উপমন্ত্রী জানান, ওমানে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন।

#

আসাদুজ্জামান/রানা/রফিকুল/শামীম/২০২৫/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর: ২৫৪৩

ঢাকায় বেইলি রোডে চলছে চার দিনের পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব                                             

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি):   

ঢাকায় বেইলি রোডে চলছে চার দিনের পার্বত্য মেলা ও তারুণ্যের উৎসব ২০২৫। এ মেলা ১ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চার দিনব্যাপী এই মেলায় ৮৩টি স্টল স্থান পেয়েছে। গতকাল ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

মেলায় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান, সচিব এবং দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাফ বিজয়ী কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমা, গোলকিপার রূপনা চাকমা, মনিকা চাকমা, আন্তর্জাতিক রেফারি জয়া চাকমা, জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন বক্সার সুকৃষ্ণ চাকমা ও ট্রায়াথলেট (আয়রনম্যান) রাজেশ চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়।

#

রেজুয়ান/তৌহিদুল/শাহিদা/ফাতেমা/সাঈদা/সুবর্ণ/লিখন/২০২৫/১২৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                      নম্বর: ২৫৪২

সলোমন আইল্যান্ডস বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী

ক্যানবেরা (অস্ট্রেলিয়া), ৩০ জানুয়ারি:

সলোমন আইল্যান্ডস বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী। ক‍্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান মোঃ শাহরিয়ার ফিরোজের সাথে বৈঠককালে সেদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আগ্রহ প্রকাশ করেন। গত ২৭ ও ২৮ জানুয়ারি হাইকমিশনের প্রতিনিধিদল সলোমন আইল্যান্ডস সফর করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স সলোমন আইল‍্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে উল্লেখ করেন, প্রবাসীদের কল‍্যাণে কাজ করছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

অনুষ্ঠানে দূতালয় প্রধান কিরীটী চাকমা বলেন, প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের মাধ‍্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সম্ভব।

মতবিনিময়কালে হাইকমিশনের কাউন্সেলর মোঃ সালাহউদ্দিন বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

এসময় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যার কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা প্রবাসীদের কথা শোনেন এবং সে সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

#

সালাহউদ্দিন/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১০৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                           নম্বর: ২৫৪১

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত

৪টি তেলের পাম্প ও ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৬ মাঘ (৩০ জানুয়ারি):     

গাজীপুর জেলায় গতকাল তেলের পাম্প ও ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে ৪টি অননুমোদিত তেলের পাম্পকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের অংশ হিসেবে অনুমোদিত ফিলিং স্টেশনগুলো নীতিমালা প্রতিপালন করে কার্যক্রম পরিচালনা করছে কিনা এবং সঠিক ওজনে তেল বিক্রয় করছে কিনা সে সব বিষয় পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশনে তেলের গুণগত মান পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়। এসময় কয়েকটি ফিলিং স্টেশনের তেলের গুণগত মানের গরমিল পাওয়া যায়। 

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা
প্রদান করে।

#

শফিউল্লাহ/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা

2025-01-30-16-31-2df9a0d0a4b2f2d421d41bfc841ffdc3.docx