Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 09/02/16

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ৪৩১

এসডিজি বাসত্মবায়নে পর্যটন অন্যতম গুরম্নত্বপূর্ণ খাত
                               -- রাশেদ খান  মেনন

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রম্নয়ারি) :   

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাসত্মবায়নে পর্যটনকে অন্যতম খাত হিসেবে নির্ধারণ করেছে। এ লড়্গ্যে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। ২০১৮ সাল পর্যনত্ম এ বর্ষের কর্মসূচিসমূহ অব্যাহত থাকবে।

    মন্ত্রী আজ ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ট্রেড ইন সার্ভিসেস: বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতি  বিদেশি পর্যটকদের  দৃষ্টিভঙ্গি : বিদেশি পর্যটকদের ওপর পরিচালিত গবেষণা ’ শীর্ষক  গবেষণাপত্র উপস'াপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, পর্যটন বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরম্নত্বপূর্ণ অবদান রাখতে পারে। সরকার ইকোট্যুরিজম, হেলথ ট্যুরিজম, আর্কিওলোজিক্যাল ট্যুরিজম ও কমিউনিটি ট্যুরিজমের প্রসারে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে। পর্যটনকে আরো জনপ্রিয় ও অর্থবহ করতে এ ধরনের রিসার্চ গুরম্নত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।  

    ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহণ এবং পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা  আলী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. সাকের আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউছুফ এম. ইসলাম, এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের প্রধান মাহবুব পারভেজ বক্তব্য রাখেন।
#

মাহবুবুর/আফরাজ/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৪৩০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধানত্ম
১১ ফেব্রম্নয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরম্ন

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রম্নয়ারি) :   

বাংলাদেশের আকাশে আজ পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১১ ফেব্রম্নয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল  মাস গণনা শুরম্ন হবে।

 আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকড়্গে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধানত্ম গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির  সহসভাপতি  মো. আব্দুল জলিল সভায় সভাপতিত্ব করেন।

প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আমজাদ আলী, ওয়াক্‌ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হাসিবুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসো’র সিএসও
মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যড়্গ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান এবং চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান সভায় উপসি'ত ছিলেন।  

#

শায়লা/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪২৯
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল, ২০১৬’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।  
বৈঠকে পাইপলাইনের মাধ্যমে সমুদ্র থেকে ইআরএল পর্যন্ত তেল খালাসকরণ এবং ইআরএল থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহণকরণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
কমিটি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পর অভ্যন্তরীণ বাজারে দাম কমানো যায় কিনা সে বিষয় পর্যালোচনার তাগিদ দেয়।
কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক বলেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে সার ও আবাসিক এলাকায় বিদ্যুতের দাম কমালে সাধারণ মানুষ তেলের মল্যহ্রাসের সরাসরি সুবিধা পাবে।
বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, বিপিসি’র চেয়ারম্যান এ এম বদরুদ্দোজাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ইনামুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪২৮
অনলাইনে নির্ভুলভাবে সরকারি ক্রয় প্রক্রিয়া নিশ্চিত করতে হবে
                                                   --পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা অধিকতর নিশ্চিত হবে । এরই ধারাবাহিকতায় সরকারি টেন্ডার ও ক্রয় প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে। এ কাজ সহজে নির্ভুলভাবে সম্পাদনে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও সংশ্লিষ্টদের  প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে ।
    মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলনকক্ষে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) আয়োজিত  সরকারি ক্রয় সংক্রান্ত  মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)কে ই-সিসিপিকে ই-জিপি’তে অন্তভুক্তি প্রসঙ্গে আয়োজিত বৈঠকে সভাপতিত্বকালে একথা বলেন।
    পরিকল্পনামন্ত্রী বলেন, এ কাজটি পূর্ণমাত্রায় বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। ক্রমান্বয়ে এর পরিধি বাড়াতে হবে। সরকারি ক্রয় সংক্রান্ত কার্যক্রম সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণ অপরিহার্য ।
    সিপিটিইউ’র মহাপরিচালক ফারুক হোসেন অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে আইএমইডি সচিব মোহাম্মদ শহীদউল্লা খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান এবং বিশ^ব্যাংক প্রতিনিধি  জাফরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

#

শেফায়েত/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ৪২৭

অবৈধ দখলকৃত জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে
                                              -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :   
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মহাখালী ও গণভবন সংলগ্ন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের মালিকানাধীন জমিতে অবৈধ দখল উচ্ছেদ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে বলেছেন, জনগণের স্বার্থেই বেদখলকৃত জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মালিকানাধীন জায়গায় অবৈধ দখল  উচ্ছেদ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্বকালে একথা বলেন।
সভায় অন্যান্যের মাঝে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, র‌্যাবের ডিজি বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জমান মিয়াসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসকল অবৈধ স্থাপনা থাকার কারণে রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তাহীনতা ও যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে সন্ত্রাস ও মাদকের আস্তানা। জনগণের স্বার্থেই এসকল অবৈধ দখল উচ্ছেদের সময় এসেছে। এসময় তিনি রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সফল করায় আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। বার্ন ইনস্টিটিউট নির্মাণের লক্ষ্যে চাঁনখারপুলে অবৈধ স্থাপনা উচ্ছেদে সহায়তা করায়ও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দখলকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদে আগামীতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগণ স্বাস্থ্য মন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে বিএমডিসি শক্তিশালীকরণ ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন। স্বাস্থ্যমন্ত্রী তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভূয়া ও অপচিকিৎসকদের হাত থেকে জনগণকে রক্ষা করতে বিএমডিসিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে সরকারকে সব ধরণের সহায়তায় আশ্বাস দেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মাঝে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ এবং বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি যেমন মেনে নেয়া যায়না, তেমনি অন্যায় অনিয়মও বরদাশ্ত করা হবে না।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪২৫
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা আগামীকাল

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ খেলা উদ্বোধন করবেন। জাতীয় পর্যায়ের এ খেলা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একই মাঠে চলবে।
৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং পঞ্চম বারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্ট দু’টি ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এ অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৫০৯টি এবং খেলোয়াড়ের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৪৩১টি এবং খেলোয়াড়ের সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ৭টি বিভাগের টুর্নামেন্ট দু’টির বিভাগীয় পর্যায়ের ১৪টি চ্যাম্পিয়ন দল নিয়ে জাতীয় পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের অংশগ্রহণকরী দলগুলে হলো রংপুর বিভাগের দিনাজপুর জেলার বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের পাবনা জেলার সাাঁথিয়ার সাঁথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকু-ের চটকাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের ডেমরার  ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের সদরের  কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের অংশগ্রহণকরী দলগুলো হলো রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম টেপুরগাড়ী বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের সদর জেলার বাগমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালীর ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের জৈন্তাপুরের পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণের কথা রয়েছে।  
#

রবীনদ্রনাথ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪২৪

উত্তরা এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :   

    উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার ‘৮৯৫’ এবং ‘৮৯৬’ এক্সচেঞ্জ দু’টি এনজিএন (ঘএঘ) প্রযুক্তির এক্সচেঞ্জ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এর ফলে এ এক্সচেঞ্জের ছয় হাজার  টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে।

    ৮৯৫ এক্সচেঞ্জের চার হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৫-ীীীী এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে নতুন নম্বর  ৪৮৯৫-ীীীী আট ডিজিটসম্পন্ন হবে। ৮৯৬ এক্সচেঞ্জের দুই হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৬-ীীীী এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে ৮৯৬-ীীীী এর পরিবর্তে নতুন নম্বর  
৪৮৯৫- ঢ়য়ৎং আট ডিজিটসম্পন্ন হবে। শেষ চারটি ডিজিট পরিবর্তিত হবে।

    পরিবর্তন কার্যক্রম ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেয়া হবে। এছাড়া, পরিবর্তিত নতুন নম্বরের তালিকা বিটিসিএলের িি.িনঃপষ.পড়স.নফ ওয়েবসাইটে এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরি প্রয়োজনে গ্রাহকবৃন্দ বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’  অথবা অফিস সময়ে ৮৯৩১১৯৯ ও ৫৮৯৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

#

মোরশেদ/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪২৩

জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    জাতীয়  সংসদের পরিবেশ ও বন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল  ইসলাম  জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশগ্রহণ করেন।
     বিগত ১৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বন বিভাগ ও বন গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক নিয়োগ এবং রাবার বোর্ড সম্পর্কিত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় ।
 বন বিভাগের যে সকল  জমি প্রভাবশালী ব্যক্তি, শিল্প মালিক ও বিত্তবানদের দখলে আছে তার একটি সর্বশেষ তালিকা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
 বন বিভাগ ও বন গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর এবং পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকার কপি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
 দেশে উৎপাদিত রাবার শিল্পকে রক্ষার জন্য পার্শ্ববর্তী দেশের ন্যায় রাবার শিল্পকে কৃষিপণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিটি সুপারিশ করে ।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪২২

কলকারখানায় উৎপাদন বৃদ্ধিতে মালিক শ্রমিক সুসম্পর্ক গুরুত্বপূর্ণ  
                                      -- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

টঙ্গী (গাজীপুর), ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :   

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণের স্বার্থে কলকারখানায় উৎপাদন বৃদ্ধির জন্য মালিক-শ্রমিক উভয় পক্ষের সুসম্পর্ক স্থাপনে পরিদর্শকদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ গাজীপুর জেলার টঙ্গীতে শিল্প সম্পর্ক প্রতিষ্ঠান চত্বরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা পর্যায়ে নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য কলকারখানায় উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। কলকারখানায় উৎপাদন বৃদ্ধিতে পরিদর্শকগণ সহায়ক ভূমিকা পালন করতে পারে। মালিক-শ্রমিক সুসম্পর্ক উৎপাদন বৃদ্ধির প্রধান নিয়ামক। পরিদর্শন বিভাগ মালিক-শ্রমিক সম্পর্কের সেতুবন্ধন।
 
তিনি বলেন, কলকারখানায় উৎপাদন বৃদ্ধি তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আগে শ্রমিকের স্বার্থ দেখতে হবে। শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক। রানাপ্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কল্যাণের জন্য সরকার শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করেছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শীঘ্রই টঙ্গী ও নারায়ণগঞ্জে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের কাজ যুগোপযোগী করতে ডেনমার্ক সরকারের সহায়তায় পরিদর্শকদের মাঝে ২৮৬টি ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং অতিরক্ত সচিব শামসুজ্জামান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছয় কোটি ৬৭ লাখ টাকা।

#
 
আকতারুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪২১

তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :   

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ৩টি বিলে আজ সম্মতি জ্ঞাপন করেছেন।

বিলগুলো হলো - বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল, ২০১৬; রেলওয়ে নিরাপত্তাবাহিনী বিল, ২০১৬ এবং উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল, ২০১৬।

#

নূরুল/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪২০

রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
দেশে উৎপাদিত বর্জ্য হতে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে দৈনিক উৎপাদিত ২০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্যরে মাধ্যমে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এলজিআরডি মন্ত্রণালয় বিভিন্ন পৌর এলাকার সংগৃহীত বর্জ্যরে দ্বারা বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প হাতে নিচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় এলজিইডি মিলনায়তনে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা ফাউন্ডেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা ফাউন্ডেশনের সভাপতি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের পক্ষে হাসিন জাহান ও উত্তম কুমার সাহা আলোচনায় অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ৩২৪টি পৌরসভা ও ১১টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর ও টেকসই করলে তা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সহায়ক শক্তি হতে পারে। তিনি বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিবেদিত প্রতিষ্ঠানসমূহকে সরকারি সহায়তার আশ্বাস দেন।
দিনব্যাপী কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন। এতে গবেষকগণ সমন্বিত টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, জৈবসার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

#

আহসান/আফরাজ/মিজান/রফিকুল/রেজাউল/২০১৬/১৭২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪১৯

চট্টগ্রাম ও র‌্যানং বন্দরের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচলের বিষয়ে বৈঠক

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

চট্টগ্রাম বন্দরের সামর্থ্য ও সুযোগ-সুবিধা মূল্যায়নপূর্বক বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরাসহ দু’দেশের মধ্যে নৌবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সরাসরি উপকূলীয় জাহাজ চলাচলের উপযুক্ততা যাচাইয়ের মাধ্যমে একটি সমঝোতাস্মারক স্বাক্ষরের বিষয়ে এক আলোচনাসভা আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।  
আলোচনাসভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এবং থাইল্যান্ডের পক্ষে নেতৃত্বদেন পোর্ট অথরিটির সহকারি মহাপরিচালক প্রজাক শ্রীভাথানা (চজঅঔঅক ঝজওডঅঞঞঐঅঘঅ)।  
বাংলাদেশের অন্যান্য সদস্যরা হলেন-থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম (ঝধরফধ গঁহধ ঞধংহববস) এবং পররাষ্ট্র, বাণিজ্য, নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, চট্টগ্রামবন্দর, মংলাবন্দর কর্তৃপক্ষ ও নৌখাতের বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিবৃন্দ। থাইল্যান্ড পোর্ট অথরিটির অন্যান্য সদস্যরা হলেন-থাইল্যান্ড পোর্ট অথরিটির উপ-পরিচালক সমচাই হেমথং (ঝঙগঈঐঅও ঐঊগঞঐঙঘএ), পরিচালক সাসিপাত
নান্দিগুপ্তা (ঝঅঝওচঅঞ ঘঅঘউওএটচঞঅ), বিজনেস প্রমোশন প্রধান তানাই ভিপাসাথাভাচ (ঞঅঘঅও ঠওচঅঝঞঐঅঠঅঈঐ), প্রশাসনিক কর্মকর্তা কানচিসা দিরদ (কঅঘঈঐওঝঅ উঊঊজঙউ), র‌্যানং প্রদেশের গভর্ণর সুরাইয়ান কানজানাসিল্প (ঝটজওণঅঘ কঅঘঔঅঘঅঝওখচ), সহকারি জেলা প্রধান কর্মকর্তা নপোল সুকিতপানীনিদ (ঘঙচচঙখ ঝটকওঞচঅঘঊঊঘওউ), চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সুদাপর্ন
জদপিনিজ (ঝটউঅচঙজঘ ণঙউচওঘওঔ), থাই শিল্প র‌্যানং ফেডারেশনের সভাপতি ম্যাথাস র‌্যাংসিয়ানান (গঊঅঞঐটঝ জঅঘএঝওণঅঘঅঘ), থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট চায়াভিচিটসিল্প (গওঘএচঅঘঞ ঈঐঅণঅঠওঈঐওঞঝওখচ), র‌্যানং কাস্টমসের পরিচালক রিসদা টংধামাচার্ট (কজওঝউঅ ঞঙঘএউঐঅগঅঈঐঅজঞ) এবং একি কুরনিয়াভ্যান (ঊকণ কটজঘওঅডঅঘ)।
বৈঠকে জানানো হয় যে, চট্টগ্রামের বন্দরের সাথে থাইল্যান্ডের ব্যানং বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রযোগাযোগ হলে দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পণ্যপরিবহণের সময় এবং ব্যয় তিনভাগের একভাগে নেমে আসবে। মায়ানমারছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সাথেও যোগাযোগসম্পর্ক গড়ে তুলতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। দু’দেশের মধ্যে সরাসরি জাহাজচলাচল শুরু হলে উভয়দেশের ব্যবসায়ীরা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উৎসাহিত হবেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে মেরিটাইম সহায়তা চুক্তিসম্পন্ন হলেও এটি বর্তমানে অকার্যকর রয়েছে।
#

জাহাঙ্গীর/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪১৮

আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই
                                                 - ভূমিমন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

    ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ বলেছেন সকল শিক্ষার মূলউপকরণ হলো ভাষাজ্ঞানশিক্ষা। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত নাগরিকের জন্য মাতৃভাষা সঠিকভাবে আয়ত্ত্বে রাখার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করাও জরুরি। তবে আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই।
    আজ ধানমন্ডি ৫ নং রোডস্থ ইস্টার্ন ইউনিভার্সিটি প্লাজায় ‘ক্যারিয়ার ফেয়ার ২০১৬’ উদ্বোধনঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
    ভূমিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা পূর্ণতার জন্য আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সাথে তালমিলিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জাতিগঠনে এগিয়ে চলেছি। তিনি বলেন, মেধার দিক দিয়ে পৃথিবীর অন্যকোন জাতির চেয়ে বাংলাদেশ পিছিয়ে নেই।
    পরে মন্ত্রী ইস্টার্ন ইউনিভার্সিটির ‘ক্যারিয়ার ফেয়ার ২০১৬’ এর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
    ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রব এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম, হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মোশাররফ হোসেন, এসিসিএ’র কা

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon