Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 24/10/2015

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩০৯৪

চিকিৎসাধীন সুরঞ্জিত সেন গুপ্তের শয্যাপাশে ডেপুটি স্পিকার

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

           ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আজ রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসাধীন  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি  সুরঞ্জিত সেন গুপ্তকে দেখতে যান। তিনি তাঁর শয্যাপাশে কিছু সময় অবস'ান করেন। 

    পরে তিনি ডাক্তারদের কাছ থেকে তাঁর শারীরিক অবস'া সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এই প্রবীণ সংসদ সদস্যের বেঁচে থাকা প্রয়োজন। ডেপুটি স্পিকার তাঁর দ্রম্নত  আরোগ্য কামনা করেন। 

#

সাব্বির/আফরাজ/নবী/সেলিম/২০১৫/২২১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩০৯৩
মতলবকে শিল্প এলাকায় রূপান্তরের কাজ চলছে
                      --দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) : 
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাকে শিল্প এলাকায় রূপান্তরের কাজ চলছে। শীঘ্রই এ এলাকা ঢাকার নিকটবর্তী একটি শিল্প সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত লাভ করবে।
    রাজধানীর বিএমএ অডিটরিয়ামে মন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় সরকারি করায় এর প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতি মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়।
    মন্ত্রী বলেন, শিল্প এলাকায় রূপান্তরের প্রথম পদক্ষেপ হিসেবে বিগত এক বছরে  মতলবে ২৫০ কি.মি. বিদ্্ুযৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে এবং ১০০ কি.মি. সড়ক সংস্কার ও পাকা করা হয়েছে। নির্মিতব্য মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ পাকা হলে মতলব উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। তিনি বলেন, চলমান মায়া বীরবিক্রম সেতুর কাজ শেষ হলে চাঁদপুর থেকে ২ ঘন্টায় ঢাকায় পৌঁছা সম্ভব হবে এবং এ সেতুর নিচ দিয়ে মতলব দক্ষিণ থেকে মতলব উত্তরে গ্যাস সঞ্চালন লাইন নেয়া হবে। 
    মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে মতলব উত্তরে ফায়ার স্টেশন, শিল্পকলা একাডেমি, স্টেডিয়াম, খাদ্য গুদাম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, হাইটেকপার্ক, সরকারি কারিগরি বিদ্যালয় স্থাপনসহ প্রচুর সরকারি অবকাঠামো নির্মাণ করা হবে। মেঘনা তীরবর্তী ষাটনল থেকে ফরাজীকান্দি পর্যন্ত বিশাল এলাকায় সড়ক ও নৌযোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এখানে শিল্প এলাকা গড়ে তোলার জন্য তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান। তিনি বলেন, এর জন্য জমি অধিগ্রহণ, পানি, বিদ্যুৎ, ও গ্যাস সংযোগসহ সব ধরনের সহযোগিতা করা হবে। 
    ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বুয়েটের অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ড. শামসুল হক ভূইয়া, লায়ন বেনজির আহমেদ, শিল্পপতি ও সমাজ সেবক শাহজাহান শিকদার, সাবেক যুগ্মসচিব ইব্রাহিম খলিল, এডভোকেট রুহুল আমিন, যুগ্মসচিব শাহআলম এবং জিকেএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
#
ফারুক/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৮২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩০৯২

কোস্টগার্ড কর্তৃক জলদস্যু আটকসহ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার 

ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :
    
    বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ হাতিয়া স্টেশনের একটি অপারেশন দল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ঠেংগার চর এলাকায় অভিযান পরিচালনা করে একজন জলদস্যু আটক ও ৩৯ রাউন্ড শটগানের গুলি (৩৪ রাউন্ড তাজা ও ৫ রাউন্ড ব্লাংক) উদ্ধার করে। 

    এছাড়া একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৪ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। 

    উদ্ধারকৃত গুলি, আটক জলদস্যু ও কাঠের নৌকা হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

#

মারুফ/আফরাজ/জসীম/মোশারফ/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                             নম্বর : ৩০৯১

নগর ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সমন্বয় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে
                                                                   ---স্পিকার
ঢাকা, ৯ কার্তিক (২৪ অক্টোবর) :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি আজ একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। একে আরও সুদৃঢ় করতে নগর ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সমন্বয় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সাথে এতে নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে।  
তিনি আজ ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম-২০১৫ কর্তৃক আয়োজিত “ইধহমষধফবংয ঠরংরড়হ ২০৩০’’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী আলোচনা সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। নারীর ক্ষমতায়নকে আরো নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক কর্মকা-ে আরো সম্পৃক্ত করতে হবে। তিনি নারীদের অর্থনৈতিক কর্মকা-ে অংশগ্রহণ আরো বাড়ানোর লক্ষ্যে তাদেরকে শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।   
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল। বাংলাদেশ  অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে। জেন্ডার সমতা, মাতৃমৃত্যুহার হ্রাস, শিশুমৃত্যুহার হ্রাসসহ দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা  ইতোমধ্যে অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার আরো বলেন, দেশ নির্ধারিত সময়ের পূর্বেই নি¤œ  মধ্যম আয়ের দেশের কাতারে চলে এসেছে এবং  ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার অভিযাত্রায় সামিল হয়েছে।  
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এ সকল পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. সাদিক আহমেদ, ড. মহিউদ্দিন আলমগীর এবং ড. মুস্তাফা কে মুজেরী বক্তৃতা করেন।
#
হুদা/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭১০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc