Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 11 July 2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৯১

ইসলামে জঙ্গিবাদের স্থান নেই
                 -- পর্যটন মন্ত্রী

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই):
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইসলাম সাম্য, সম্প্রীতি ও শান্তির ধর্ম। এতে উগ্রতা কিংবা জঙ্গিবাদের কোন স্থান নেই, যারা ধর্মের নামে সন্ত্রাস চাপিয়ে সমাজে অস্থিরতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে তাদের সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ইসলামের সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে জনগণকে জঙ্গিবাদের বিরুদ্ধে সংঘটিত করতে হবে।
    তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী চক্র রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়ে ৮০’র দশকে প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসীদের পায়ের রগ কেটে দিয়ে ধর্মের নামে উন্মত্ততা ছড়ানোর চেষ্টা করে। কিন্তু তারা সমাজের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রত্যাখ্যাত হয়। একসময় উত্থান ঘটে বাংলাভাইদের, দেশজুড়ে উগ্রবাদের মহোৎসব হয়। আজকে বাংলাদেশে জঙ্গিবাদ তারই বিষবৃক্ষের ফল। এ বৃক্ষের উৎপাটনে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে, মা-বাবাকে খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থী কি করছে।
    সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় জঙ্গিবাদবিরোধী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
    সভায় আরো বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার ও এএইচ এম জিয়াউল হক, যুগ্মসচিব এটিএম নাসির মিয়া ও ড. নাজমান আরা, উপসচিব শামীম আহমেদ ও মাহবুবুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
#

মাহবুবুর/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯০

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে ভূমি মন্ত্রীর শোক

ঢাকা, ২৭ আষাঢ়(১১ জুলাই):
    ভূমি মন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী থানা শাখার সভাপতি আনিসুন্নবী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি....রাজিউন) করেন।
    এক শোক বাণীতে ভূমি মন্ত্রী বলেন, আনিসুন্নবী বিশ্বাস ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে আনিসুন্নবী বিশ্বাস মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে ঈশ্বরদীবাসী তথা পাবনা জেলা একজন প্রকৃত দেশপ্রেমিক সংগঠককে হারালো। সদা হাস্যোজ্জ্বল এবং আদর্শবান নেতা হিসেবে ঈশ্বরদীর সর্বমহলে তাঁর সুনাম ছিল। দেশের প্রতি তাঁর ভালবাসা ও ত্যাগের কথা ঈশ্বরদীবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
রেজুয়ান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৫৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৮৯
পরিবহণ ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয়াদি পর্যালোচনা সভা
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই):
    ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফিরে আসার ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরিবহণ ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয়াদি পর্যালোচনা সভা আজ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করেন।
    মন্ত্রী বলেন, ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে নিরাপদে ফিরে আসার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কগুলো ছিলো নির্বিঘœ। প্রথমবারের মতো ১৬টি পয়েন্টে তিন শিফটে ১ হাজার রোভার স্কাউট কাজ করে। এবারে সড়ক দুর্ঘটনা গত ঈদের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। তিনি আগামী ঈদুল আযহাতে মহাসড়কগুলোতে আরো নির্বিঘেœ যাতে যান চলাচল করতে পারে সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি গুলশানের দুঃখজনক ঘটনায় মেট্রোরেল রুট-১ এবং মেট্রোরেল রুট-৫ এর সম্ভাব্যতার কাজে জড়িত ৬ জন জাপানি নাগরিকসহ বিদেশি নাগরিকদের হত্যার ঘটনায়  শোকপ্রকাশ করেন।
    বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  
#
নাছের/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫২৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮৮

একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি ১২ জুলাই পর্যন্ত

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই):
    ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিলম্ব ফিসহ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকাল জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা, ১ম অপেক্ষমান তালিকা, ২য় অপেক্ষমান তালিকা এবং ১০ জুলাই প্রকাশিত অবশিষ্ট অপেক্ষমান তালিকা হতে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) আগামীকাল ১২ জুলাই পর্যন্ত চলবে।
    ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্বনির্ধারিত সর্বনি¤œ জিপিএ’র ভিত্তিতে উন্মুক্তভাবে ম্যানুয়াল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।
    কলেজ কর্তৃক পূর্বনির্ধারিত সর্বনি¤œ জিপিএ’র নি¤েœ কোন শিক্ষার্থীকে ভর্তি করানো হলে তার রেজিস্ট্রেশন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৮৭
চবধপব ঞঠ’র সম্প্রচার অনুমতি বাতিল

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :
         আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং ডাউনলিংকের শর্ত ভঙ্গ করায় সরকার বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল চবধপব ঞঠ’র ডাউনলিংকের অনুমতি বাতিল করেছে। বাংলাদেশের অভ্যন্তরে চবধপব ঞঠ’র সকল প্রকার সম্প্রচার বন্ধের বিষয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।   
#
আখতারুজ্জামান/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৩০০ ঘণ্টা

 

Todays handout (5).doc Todays handout (5).doc