Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০১৭

তথ্যবিবরণী ২১ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                            নম্বর : ২১৮৭
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে স্পিকারের শোক 
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ও উপমহাদেশের শক্তিশালী অভিনেতা, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য পুরস্কারে ভূষিত নায়করাজ  রাজ্জাকের  মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও তাঁর মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন এবং সুস্থ,পরিচ্ছন্ন ও পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় একটি ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি আদায়ে আমৃত্যু অবদান রেখে গেছেন। 
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
এমাদুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৮৬

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শোক
 
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
    বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে------রাজিউন)।
 
    তাঁর মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    তাঁরা আজ পৃথক পৃথক শোকবাণীতে বাংলা চলচ্চিত্রে মরহুম রাজ্জাকের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০৪১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৮৫

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক
 
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
    চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।

    আজ সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নায়করাজ রাজ্জাকের মৃত্যুসংবাদে মন্ত্রী সেখানে ছুটে যান ও পরিবার-পরিজন ও ভক্তদের আন্তরিক সমবেদনা জানান।

    মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, এদেশের চলচ্চিত্রের উত্থান ও গর্বিত পথচলায় নায়করাজ রাজ্জাকের অবিস্মরণীয় অবদান তাঁকে চিরভাস্বর ও অমর করে রেখেছে। তাঁর হাত ধরে মানুষ বার বার ফিরে গেছে চলচ্চিত্রের কাছে, অকুণ্ঠ ভালোবাসায় তাকে সুমহান মর্যাদায় আসীন করেছে।

    এ সময় নায়করাজ রাজ্জাকের আত্মার শান্তি কামনা করেন হাসানুল হক ইনু।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২১৮৪
 
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
শেখ হাসিনার ওপর হামলার অর্থ গণতন্ত্রের শেষ আশ্রয়ের ওপর আক্রমণ
 
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন পথ ও আদর্শ থাকতে পারে। গ্রেনেড বা গুলি চালিয়ে কোন দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র কোন সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। ২১ আগস্ট শেখ হাসিনার ওপর হামলার অর্থ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনার শেষ আশ্রয়ের ওপর আক্রমণ। 
তিনি আজ ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন কর্তৃক ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুনীল শুভ রায়, শিল্পপতি মোঃ নুরউদ্দিন মোল্লা ও বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার। 
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে অসত্য, অন্যায়, অনাচার, দুর্নীতির কড়াল গ্রাস থেকে মুক্ত করে থাকে। তিনি সাংবাদিকগণকে সরকারের কর্মকা-ের গঠনমূলক সমালোচনা করে ভুল শোধরানোর পরামর্শ দেন। এতে করে জনকল্যাণ ও নাগরিক সেবা সুনিশ্চিত হবে। 
পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিগণের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে উল্লেখযোগ্য অংশ পাঠ করা হয়।
 
#
আহসান/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮৩

বঙ্গবন্ধুর উত্তরসূরিদের রাষ্ট্রক্ষমতার বাইরে রাখতেই আগস্ট হত্যাকা-
                                                                   --- বাণিজ্যমন্ত্রী 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের কেউ যাতে রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে সে জন্যই ১৫ আগস্টের হত্যাকা- এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিল। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গেছেন। অধিকার আদায়ের জন্য তিনি বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি বাঙালি জাতিকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় এসব কথা বলেন। 
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- প্রদানের উদ্দেশ্যেই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, “আমাদের মুক্তির জন্য বাঙালি জাতি আন্দোলনে নেমে আসবে, আমরা মুক্ত হবো। নির্বাচন দিলে আমরা জয়লাভ করবো, কিন্তু তারা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিবে না। মুক্তিযুদ্ধ হবে, বাংলাদেশ স্বাধীন হবে।”  বঙ্গবন্ধুর সেই ভবিষ্যৎ বাণী সঠিক ছিল। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না জিতলে বাংলাদেশে স্বাধীনতা আসতো না।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যন (সিনিয়র সচিব) মুসফিকা ইকফাত, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ শাফিনুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর, আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
লতিফ/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮২

রাশিয়া থেকে ২ লাখ মে. টন গম আমদানির সিদ্ধান্ত

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) :
রাশিয়া থেকে জিটুজি (এ ঃড় এ) ভিত্তিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্যবিশিষ্ট জি টু জি বিষয়ক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব মোঃ কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ। 
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া। অক্টোবর মাসের মধ্যে ২ লাখ মেট্রিক টন গম সরবরাহ করবে। 
#
সুমন/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২১৮১
বন্যা পরবর্তী সময়ে কৃষকদের করণীয়
ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 
দেশে সাম্প্রতিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় বিষয়সমূহ হচ্ছে:     
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়নি বা আংশিক হয়েছে এমন জমির ক্ষেত্রে-
বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা, পলি, বালি এবং আবর্জনা যত দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে। বন্যার পানি সরে যাওয়ার পর ৫-৭ দিন কাদাযুক্ত ধান গাছ পরিষ্কার পানি দিয়ে প্রয়োজনে স্প্রে মেশিন দিয়ে ধৌত করে দিতে হবে। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই সার প্রয়োগ করা ঠিক নয়, এতে ধান গাছ পচে যেতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার  ১০ দিন পর ধানের চারায় নতুন পাতা গজানো শুরু হলে বিঘা প্রতি ৮ কেজি ইউরিয়া ও ৮ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে।
ক্স উঁচু জমিতে যেখানে বন্যার পানি উঠেনি সেখানে রোপণকৃত বাড়ন্ত আমন ধানের গাছ (রোপণের ৩০-৪০ দিন পর) থেকে      ২-৩ টি কুশি রেখে বাকি কুশি সযতেœ শিকড়সহ তুলে নিয়ে সঙ্গে সঙ্গে অন্য ক্ষেতে রোপণ করতে হবে।
ক্স যেসব এলাকায় বন্যায় উঁচু জমি তলিয়ে যাওয়ার কারণে বীজতলা করা সম্ভব নয় সেক্ষেত্রে ভাসমান অথবা দাপোগ বীজতলা তৈরি করে চারা উৎপাদন করা করতে হবে । 
ক্স বন্যার পানি নেমে যাওয়ার পর ব্রি উদ্ভাবিত আলোক সংবেদনশীল উফশী জাত যেমন- বিআর৫, বিআর২২, বিআর২৩, ব্রি ধান৩৪, ব্রি ধান৪৬, ব্রি ধান৫৪ এবং নাইজারশাইলসহ স্থানীয় জাতসমূহ রোপণ করতে হবে। এছাড়া, ব্রি উদ্ভাবিত স্বল্প জীবনকাল সম্পন্ন জাত ব্রি ধান৫৭ ও ব্রি ধান৬২ও রোপণ করা যেতে পারে। এক্ষেত্রে ৩০ আগস্ট পর্যন্ত বীজতলা করা যাবে। তবে উল্লিখিত জাতসমূহ নাবীতে রোপণের ক্ষেত্রে প্রতি গোছায় চারার সংখ্যা ৪-৫ টি এবং রোপণ দূরত্ব ২০দ্ধ১৫ সেন্টিমিটার। বিলম্বে রোপণের ফলে দ্রুত কুশি উৎপাদনের জন্য সুপারিশকৃত টিএসপি, জিপসাম ও জিংকসহ ২/৩ (দুই তৃতীয়াংশ) ইউরিয়া জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া রোপণের ২৫-৩০ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে।
ক্স যেসব এলাকা পুনরায় বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা কম (উঁচু ও মধ্যম উঁচু) সেসব জমিতে অঙ্কুরিত বীজ সরাসরি  জমিতে ছিটিয়ে বপন করতে হবে। সেক্ষেত্রে রোপণ পদ্ধতির চেয়ে ৫-৭ দিন আগাম হওয়ার সম্ভাবনা থাকে।
ক্স বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়া ধান গাছের যাবতীয় পরিচর্যা যেমন আগাছা দমন, পোকামাকড় ও রোগাক্রমণ থেকে ফসল রক্ষা, সুষম পরিমাণে সার প্রয়োগ এবং প্রয়োজন অনুযায়ী সম্পূরক সেচের ব্যবস্থা করতে হবে।
ক্স বন্যা পরবর্তীতে চারাগাছ সম্পূূর্ণভাবে মাটিতে লেগে যাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে ৬০ গ্রাম থিওভিট ও ৬০ গ্রাম পটাশ সার ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।
ক্স বন্যা পরবর্তী সময়ে গাছে মাজরা, বাদামি ও সাদা-পিঠ গাছ ফড়িং, পাতা মোড়ানো এবং পামরি পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য পোকা বিশেষে হাত জাল, পার্চিং এবং প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে ।
ক্স দেশের উত্তরাঞ্চলে আগাম শীত আসার কারণে ১৫ সেপ্টেম্বর এবং মধ্য ও দক্ষিণ অঞ্চলে ২০ সেপ্টেম্বরের পর আমন ধান রোপণ করা উচিৎ নয়। এক্ষেত্রে আগাম রবি ফসলের আবাদ করতে হবে ।
 
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
 
#
 
বিবেকানন্দ/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬৪০ ঘণ্টা 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon