Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী - 20/2/2019

তথ্যবিবরণী                                                                            নম্বর : ৭২৪
 
বিশ হাজার পর্ণো সাইট বন্ধ
ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু হয়েছে
                                       -- মোস্তাফা জব্বার
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি দিয়েই প্রযুুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর গত দশ বছরে তথ্য যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় রূপান্তরের ফলে ডিজিটাল নিরাপত্তার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই বিশ হাজার পর্ণো সাইট বন্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা বিষয়টি আগামী দিনের বড় পেশায় রূপান্তরিত হবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তি নিয়ে গবেষণা, মেধাবী ও দক্ষ জনসম্পদ সৃষ্টি এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সাইবার নিরাপত্তা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দ্রুত গতির ইন্টারনেটের পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা অপরিহার্য। শিশুদেরকে ইন্টারনেটে  আসতে বলছি, ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করছি কারণ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান ভা-ার। ইন্টারনেট  এখন শ^াস-প্রশ^াসের মতোই অতি প্রয়োজনীয়। শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে সরকারের সাইবার নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সকলে সচেতন থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেউ খারাপভাবে ব্যবহার করতে পারবে না।
মোস্তাফা জব্বার বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে প্রযুক্তির অত্যাশ্চর্য ভার্সন কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা, ব্লকচেইন এবং আইওটি প্রযুক্তি বিশ^কে পাল্টে দেবে। এ প্রযুক্তির সাথে টিকে থাকার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত তবে এক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে আরো দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম এবং ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের এসডিসি নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাহাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী তমিজ উদ্দীন আহমেদ।
 
#
শেফায়েত/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                            নম্বর : ৭২৩
 
শিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি
প্রতারক চক্র থেকে সাবধান থাকা ও তাদেরকে পুলিশে সোপর্দ করার অনুরোধ
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি দেশে বিভিন্ন প্রতারক চক্র সরাসরি বা শিক্ষা মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন, এমপিওভুক্তকরণ, পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শ্রেণি খোলা ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেয়ার লোভ দেখিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন, ই-মেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষ হতে অধ্যক্ষ/প্রধানশিক্ষকসহ সংশ্লিষ্টদের নিকট ব্যক্তিগতভাবেও যোগাযোগ করার চেষ্টা করছে মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। 
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজে টাকা প্রদানের কোনো প্রয়োজন নেই। শিক্ষা মন্ত্রণালয় হতে যে সকল সেবা প্রদান করা হয়ে থাকে, তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং তার ভিত্তিতেই সেবা প্রদান করা হয়ে থাকে। এ সংক্রান্ত সকল তথ্যাদি মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করা হয়ে থাকে। 
এমতাবস্থায়, এ ধরনের প্রতারক চক্র বা শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন কোনো প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তা কর্তৃক ই-মেইল, এসএমএস ফোন এবং চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনো টাকা না দেয়ার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়েছে। কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা চাইলে সাথে সাথেই তাদেরকে পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়। 
#
 
সোহরাব/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/২১৩০ ঘণ্টা  

Handout                                                                                                         Number : 722

Bangladesh Foreign Minister hosts Austrian counterpart,

urges Austrian companies to invest in Bangladesh 
 

Dhaka, February 20 :

            Foreign Minister Dr. A K Abdul Momen urged the Austrian businessmen and  investors to invest in Bangladesh taking advantage of the country’s  demographic dividend and attractive packages that are on offer for Foreign Direct Investment (FDI). He also highlighted Bangladesh’s tremendous socio-economic developments particularly during the last one decade in light of Prime Minister Sheikh Hasina’s Vision 2021 and Vision 2041 that envisages the transformation of Bangladesh into Sonar Bangla or Golden Bengal as dreamt by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. Foreign Minister Momen was speaking at a Business luncheon that he hosted in honor of the visiting Federal Minister for Europe, Integration and Foreign Affairs of Austria Dr. Karin KNEISSL and her delegation at the State Guest House Padma in Dhaka today. The event was also attended by an Austrian Business delegation comprising representatives of 13 leading companies from Austria and different Bangladesh public and private authorities responsible for invest and business promotion, including BIDA, BEZA, BEPZA, ERD, FBCCI, DCCI, MCCI, BWCCI etc. A few leading Bangladesh companies also took part in the event.

            Earlier the day,   Bangladesh Foreign Minister held bilateral talks with Austrian Foreign Minister Dr. KNEISSL at the State Guest House Meghna in Dhaka. While Kamrul Ahsan, Secretary (Bilateral & Consular), Ministry of Foreign Affairs, Mohammed Abu Zafar, Ambassador & Permanent Representative of Bangladesh to Austria and Mohammad Khorshed Alam Khastagir, Director General (West Europe and EU) were part of Bangladesh Foreign Minister’s delegation at the talks, Austrian Foreign Minister was joined by Brigitte ÖPPINGER-WALCHSHOFER, Austrian Ambassador to Bangladesh, Ambassador Dr. Alexander MARSCHIK,  Director General at the Federal Ministry for Europe, Integration and Foreign Affairs, Gabriele MEON-TSCHÜRTZ, Minister Plenipotentiary, Director at the Federal Ministry for Europe, Integration and Foreign Affairs and Stephan HEISLER, Minister Plenipotentiary, Office of the Federal Minister for Europe, Integration and Foreign Affairs.

            During the talks, the two Foreign Ministers discussed various bilateral issues including cooperation between the two countries in vocational training, agriculture,
e-learning and renewable energy  sectors. Rohingya issue was discussed with due importance and Austria promised to do its part through the EU. Both sides expressed hope that the proposed Air Services Agreement would be concluded soon to establish direct air link between Dhaka and Vienna.

            Foreign Minister Dr. Karin KNEISSL and her delegation are scheduled to call 
on the President Md. Abdul Hamid at Bangabhaban in the evening and lay floral 
wreath at Saheed Minar in the first hour of Amar Ekushe.

#

Tohidul/Mahmud/Sanjib/Salim/2019/2150 Hrs.

তথ্যবিবরণী                                                                            নম্বর : ৭২১
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে
                               --- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
পরিকেল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এটা মানবাধিকার প্রতিষ্ঠারও কাজ।
তিনি আজ ঢাকায় স্থানীয় এক হোটেলে মানবাধিকার কমিশন এবং ইউএনডিপি’র যৌথ আয়োজনে ঘধঃরড়হধষ উরধষড়মঁব ড়হ ঃযব টঘ এঁরফরহম চৎরহপরঢ়ষবং ড়হ ইঁংরহবংং ধহফ ঐঁসধহ জরমযঃং বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে মানবাধিকার উন্নত হয়েছে। কৃষি থেকে আমরা এখন শিল্পে অগ্রসর হচ্ছি। কৃষির তুলনায় শিল্পে শ্রমিক বাড়ছে। তাই এখন দেশে শ্রমের অধিকারও প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সরকার সব শ্রেণির মানুষের স্বার্থ রক্ষায় ও দেশের শান্তি প্রতিষ্ঠায় যা যা করণীয় সবই করছে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী প্রমুখ।
#
শাহেদ/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                              নম্বর : ৭২০
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত 
সংসদ সদস্যদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
একাদশ জাতীয় সংসদে ‘সংরক্ষিত মহিলা’ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নবনির্বাচিত সংসদ সদস্যগণ আজ রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংসদ সদস্যগণ এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স¦াধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে ‘সংরক্ষিত মহিলা’ আসনের নবনির্বাচিত আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির একজন, স¦তন্ত্র একজন এবং জাতীয় পার্টির চারজনসহ মোট ৪৯ জন সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সূত্রে এসব তথ্য জানা যায়।
#
তারিক/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                         নম্বর : ৭১৯
চলচ্চিত্র আন্দোলনের পুরোধা মুহম্মদ খসরুর অন্তিম শয়ানে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
দেশে সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুর অন্তিম শয়ানে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে মুহম্মদ খসরুর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। এসময় চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণের শিল্পী-কুশলীবৃন্দ মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।  
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী বলেন, মুহম্মদ খসরু অসময়ে চলে গেলেন। সুস্থ ধারার চলচ্চিত্র বিকাশের জন্য তিনি আজীবন চেষ্টা করেছেন, যেটি আজকের প্রেক্ষাপটে খুব প্রয়োজন ছিল। তিনি একাধারে চলচ্চিত্র আন্দোলনের নেতা, সম্পাদক, চলচ্চিত্র পরিচালক ও গবেষক হিসেবে বহু প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মন্ত্রী গভীর শোকাহত চিত্তে মরহুমের আত্মার শান্তি কামনা করেন। 
মঙ্গলবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুহাম্মদ খসরু। তাঁর সম্পাদিত চলচ্চিত্র পত্রিকা ধ্রুপদী, সত্তরের দশক থেকে বহুদিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ চলচ্চিত্রের কাগজ হিসেবে স্বীকৃত ছিল। বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতি বিকাশে ৫০ বছর নিরবচ্ছিন্ন অবদানের জন্য মুহম্মদ খসরু ‘হীরা লাল সেন’ আজীবন সম্মাননা, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণজয়ন্তী পদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সম্মাননা ২০১৭ অর্জন করেন।
#
আকরাম/মমিনুল/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৭১৮
ক্ষমা চেয়ে দায়মুক্তি পাবে না জামায়াত, বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত
                                                             --- তথ্যমন্ত্রী
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার পদত্যাগের কথা এবং ক্ষমা চাওয়ার কথা দেশের ভেতর ও বাইরের চাপ থেকে মুক্ত হবার কৌশলের অংশ। তারা দলগতভাবে ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতনের অপরাধ থেকে দায় মুক্তি পেতে পারে  না।’
মন্ত্রী আজ রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সুজন হালদার রচিত ‘গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে এবং ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রধান আলোচক হিসেবে এবং দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু সভাপতি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। 
ড. হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামী যে এতদিন ধরে বাংলাদেশে রাজনীতি করছে এবং বিএনপি তাদের সাথে জোট গঠন করেছে, এক সাথে নির্বাচনে অংশ নিয়েছে, ফলে বিএনপিও সেই একই অপরাধে অপরাধী এবং দায়মুক্তি পাওয়ার যোগ্য নয়। সুতরাং জামায়াতে ইসলামীকে আশ্রয় প্রশ্রয় দেবার জন্য, তাদের নিয়ে জোট গঠন ও সরকার গঠন করার জন্য বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত।’
নির্বাচনে অংশ না নেবার অর্থ হচ্ছে জনগণ থেকে দূরে থাকা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আসন্ন উপজেলা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জাতীয় নির্বাচনে অংশ না নেবার সিদ্ধান্তের অর্থ হচ্ছে জনগণ থেকে ক্রমেই আরো দূরে সরে যাওয়া। গত সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তারা হয়তো নির্বাচন করতে সাহস পাচ্ছে না। কিন্তু বিএনপিকে আমি বলবো খানিকটা সাহস সঞ্চয় করে নির্বাচনে আসতে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কীর্তিময় জীবনের ওপর আলোকপাত করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী একইসাথে যেমন উন্নয়ন, শান্তি, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্ত চেতনা ও অসাম্প্রদায়িকতার প্রতীক, তেমনি বিস্ময়কর মানবতারও প্রতীক। এগারো লাখ রোহিঙ্গা শরণার্থীকে তিনি আশ্রয় দিয়েছেন পরম মমতায়।’ 
‘শেখ হাসিনা জাতির পিতার মৃত্যুতে পিতৃহীন সন্তানদের বুকে আগলে রেখেছেন মমতাময়ী মায়ের মতন; দেশকে এগিয়ে নিয়েছেন বিস্ময়কর উন্নয়নের গণতান্ত্রিক যাত্রায়; তিনি আজ শুধু ব্যক্তি নন, এক অনন্য প্রতিষ্ঠান’, ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস শুধু তার প্রত্যাবর্তন নয়, সেটি ছিল উন্নয়ন, শান্তি, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র-এসবেরই প্রত্যাবর্তন। দেশবিরোধী শত্রুরা শেখ হাসিনাকেও বারবার হত্যা করতে চেয়েছিল। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে, ১৯৮৯ সালের ১১ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে, ২০০১ সালের ৩০ মে খুলনায় ও ২৫ সেপ্টেম্বর সিলেটে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা নস্যাৎ হয়ে যায়। তিনি দেশের ইতিহাসে প্রথম চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।’ 
মন্ত্রী এ সময় ‘গণতান্ত্রিক অভিযাত্রায় শেখ হাসিনা’ গ্রন্থটি সকলকে পড়ে দেখতে অনুরোধ জানান।
#
আকরাম/মমিনুল/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                         নম্বর : ৭১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে
                                                  --- শিক্ষামন্ত্রী 
 
মির্জাপুর (টাঙ্গাইল), ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিগত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে অসামান্য অর্জন হয়েছে। এ অর্জনকে সামনে এগিয়ে নিতে হবে। 
শিক্ষামন্ত্রী আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, ভারতেশ্বরী হোমস্ দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে এ প্রতিষ্ঠানে এসে মেয়েরা পড়াশুনা করছে। এখানে তারা পরিবারের মতোই বেড়ে উঠে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের দায়িত্ব-কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হয়ে শিক্ষা লাভ করছে। এ শিক্ষা নিয়ে দেশের সেবায় তারা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভারতেশ্বরী হোমস, কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য শিক্ষামন্ত্রী এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধে শহীদ রনদা প্রসাদ সাহার (আর পি সাহা) প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁর পরিবারের উত্তরসূরিগণ মানুষের সেবার এ ঐতিহ্য ধরে রাখার জন্য তাদের প্রতিও ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
এর আগে শিক্ষামন্ত্রী উপজেলা সদরে অবস্থিত মির্জাপুর এস কে মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। 
#
আফরাজুর/মমিনুল/নাইচ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                   নম্বর : ৭১৬
 
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আকস্মিক বিমানবন্দর পরিদর্শন
 
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ প্রধানমন্ত্রীর সাথে আবুধাবি থেকে ফেরার পর আকস্মিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল যাত্রী কাউন্টার, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শন করেন এবং যাত্রী ও কর্তব্যরত পুলিশের সাথে কথা বলেন। 
 
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে স্থাপিত ডেস্কগুলোর সাইনবোর্ড বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখতে হবে। এছাড়াও ডেস্কগুলো থেকে কী কী সেবা দেওয়া হয় তাও আলাদাভাবে উল্লেখ করতে হবে। প্রতিমন্ত্রী ইমিগ্রেশনে মেয়েদের জন্য ও ভিজিট ভিসায় গমনকারীদের জন্য আলাদা কিউ করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ডেস্কটি স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এসময় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ডেস্কে বিএমইটি (ইগঊঞ) থেকে প্রদত্ত স্মার্ট কার্ড কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং প্রতিদিন কত জনকে সেবা প্রদান করা হয় তারও একটি তালিকা করার নির্দেশনা দেন। 
 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান এ সময় উপস্থিত ছিলেন। 
#
 
রাশেদুজ্জামান/মমনিুল/নাইচ/এনায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮০৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৭১৫
 
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 
 
একাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মহফুজুর রহমান, এম আব্দুল লতিফ, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
 
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এবং নৌপরিবহন অধিদপ্তরের কর্মকা- সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
 
বৈঠকে উল্লেখ করা হয়, ২০১৭-২০১৮ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে জাহাজের সংখ্যা ৩৬৬৪টি। চট্টগ্রাম বন্দর বিশে^র সেরা ১০০টি কন্টেইনার পোর্টের মধ্যে ৭০ তম স্থান অর্জন করেছে। বৈঠকে আরো উল্লেখ করা হয়, মোংলা বন্দর হতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন কয়লা নির্বিঘেœ পরিবহন করা সম্ভব হবে।
 
এছাড়া, বেনাপোল স্থলবন্দরে যাত্রী চলাচলের সুবিধার্থে একটি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও একটি আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছে। উক্ত টার্মিনালে ভারতে গমনকারী যাত্রীদের অবস্থান সুবিধা, নিরাপত্তা সুবিধা, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাসহ অবকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মমিনুল/নাইচ/এনায়েত/রফিকুল/রেজাউল/২০১৯/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৭১৪

সফট এক্সপো-২০১৯ উপলক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

 

          সফট এক্সপো-২০১৯ সফল বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্প ও বেসিস এর মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফট এক্সপো-২০১৯ সফলভাবে বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প পার্টনার হিসেবে কাজ করবে।

          আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের ডিপিডি তারেক বরকত উল্ল্যাহ এবং বেসিস এর ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

#

 

শহিদুল/মমিনুল/এনায়েত/রফিকুল/রেজাউল/২০১৯/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৭১৩
স্পিকারের সাথে ভারত ও ভুটানের ফরেন সার্ভিস প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ভারত ও ভুটানের ফরেন সার্ভিসের নবীন কর্মকর্তাদের ১০ সদস্যের এক প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। 
সাক্ষাতকালে প্রতিনিধিদলের সাথে সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভারত ও ভুটানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। 
স্পিকার বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশীরাষ্ট্র ভারতের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান অন্যতম বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, সংসদীয় কার্যক্রমে বাংলাদেশ, ভারত ও ভুটানের পার্লামেন্টের সামঞ্জস্য রয়েছে। পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশগুলোর সাথে বিদ্যমান সংসদীয় কূটনীতির মাধ্যমে এ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন। 
প্রতিনিধিদল টানা তৃতীয়বার স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানায়। এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও বাংলাদেশের সাধারণ মানুষের আতিথেয়তার  প্রশংসা করে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, ধারাবাহিকভাবে ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ যা অর্থনেতিক সক্ষমতার প্রমাণ বহন করে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন বিশ্বে প্রশংসা কুড়িয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের সূচনা করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফলে মাতৃ ও শিশুমৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশ যা এসডিজি অর্জনে সহায়তা করবে। শিক্ষারহার বাড়ছে বিশেষ করে নারীশিক্ষার প্রসার দৃশ্যমান। ফলে শিক্ষাক্ষেত্রে ঝরেপড়ার হারও কমেছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 
#
তারিক/অনসূয়া/জসীম/রজ্জোকুল/কুতুব/২০১৯/১৫৪০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৭১২

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শপথ নিলেন

ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

একাদশ জাতীয় সংসদে 'সংরক্ষিত মহিলা' আসনের সংসদ সদস্যগণের শপথগ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রথম ধাপে স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৫ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

দ্বিতীয় ধাপে তিনি জাতীয় পার্টির ৪ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। দুই ধাপে সর্বমোট ৪৯জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যগণ শপথবইয়ে স্বাক্ষর করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ একাদশ জাতীয় সংসদের 'সংরক্ষিত মহিলা আসন' এর ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সংবলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।

 শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সংসদ সদস্যেগণের নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#

তারিক/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১২৫০ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৭০৯ 
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯’ উপলক্ষে বাংলাসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, জব্বার, বরকত, শফিউদ্দিন, সালামসহ আরো অনেকে।
এ দিনে আমি ভাষা শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল ভাষা সৈনিকের প্রতি।
১৯৪৮ সালে ছাত্রলীগ, তমদ্দুন মজলিশ ও অন্যান্য ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১১ মার্চ ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ ধর্মঘট ডাকে। এদিন সচিবালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেক ছ
Todays handout (14).docx Todays handout (14).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon