Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২১

তথ্যবিবরণী ২৩ জুলাই ২০২১

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৪০৬

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে অক্সিজেন সিলিন্ডার পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

 

ঢাকা, ৮ শ্রাবণ  (২৩ জুলাই) :

 

          আজ দিনাজপুর জেলা থেকে ৩টি ট্রাক এর ড্রাইভার-হেলপারসহ মোট ৬ জন (৩ জন ড্রাইভার ও ৩ জন হেল্পার) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য আসে। তারা সেই ট্রাকগুলোতে অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে ঢাকার বিভিন্ন কোভিড হাসপাতালে নিয়ে যাবেন বলে দাবি করেন। জনৈক ডাক্তার রেজাউল করিম নামে এক ব্যক্তি তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেয়ার জন্য পাঠিয়েছেন বলে ধৃত ৬ ব্যক্তি পুলিশকে জানিয়েছেন বলে জানা গেছে। সে প্রেক্ষিতে ট্রাক তিনটির চালকগণ মেডিকেল হাসপাতালের অক্সিজেনের দায়িত্বে থাকা আবু সাঈদ খান বাবুর নিকট তিনটি চালান উপস্থাপন করেন। পরবর্তীতে আবু সাঈদ খান বাবুর সন্দেহ হলে তিনি ঘটনাটি মেডিকেল ওয়ান এবং ফাড়ির ইনচার্জকে বিষয়টি জানালে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এসে আসামী ৬ জনকে জিজ্ঞাদাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত ৬ ব্যক্তি এখন রংপুর কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।

#

মাইদুল/নাইচ/রেজাউল/২০২১/২১৫৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৪০৫

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাড়িভাঙা আম পাঠিয়েছেন

 

ইসলামাবাদ, ৮ শ্রাবণ  (২৩ জুলাই) :

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে ১০০০ কিলোগ্রাম বাংলাদেশের প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম  প্রেরণ করেছেন।

          প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিনে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।

#

জামিল/পাশা/রেজ্জাকুল/রেজাউল/২০২১/১৮৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৩৪০৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ শ্রাবণ  (২৩ জুলাই) :

          স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। 

          গত ২৪ ঘণ্টায় ১৬৬ জন-সহ এ পর্যন্ত ১৮ হাজার ৮৫১ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

#

ফেরদৌস/পাশা/রেজ্জাকুল/রেজাউল/২০২১/১৮২৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪০৩

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই)  :

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :

 

          মূলবার্তা :

 

          মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে ‘ফেরি শাহজালাল’ সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছেঃ বিআইডাব্লিউটিসি।


         

#

জাহাঙ্গীর/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/মাসুম/২০২১/১৪৩৪ ঘণ্টা
 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪০২

 

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই)  :

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল  ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :

 

          মূলবার্তা :

 

          নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সাথে ফেরি শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস‍্যের গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ‍্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশঃ বিআইডব্লিউটিসি।


          বিআইডব্লিউটিসি’র পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানকে আহবায়ক এবং বিআইডব্লিউটিএ'র পরিচালক (নৌসংরক্ষণ)  এম শাহজাহান, এজিএম (মেরিন)  আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামানকে সদস্য করা হয়েছে।

 

         

#

জাহাঙ্গীর/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/মাসুম/২০২১/১৪৩৪ ঘণ্টা
 

 

Handout                                                                                                                  Number: 3401

Bangladesh High Commission in Brunei organized Tree Plantation Program to commemorate the Birth Centenary of Bangabandhu

Bandar Seri Begawan, (23 July)

            In commemoration of the Birth Centenary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the Golden Jubilee of the Independence of Bangladesh. Bangladesh High Commission in collaboration with the Department of Forest of Brunei Darussalam organized a Tree Plantation Program in Bandar Seri Begawan, Brunei yesterday. Yang Berhormat Dato Seri Setia Awang Haji Ali Bin Apong, Minister for Primary Resources and Tourism graced the occasion as the Guest of Honor at the invitation by Bangladesh High Commissioner Mrs Nahida Rahman Shumona. In attendance were Bangladeshi community members, members of the diplomatic core, officials from the Department of Forest and the Ministry of Foreign Affairs, civil society members, journalists etc.

            The program started with the arrival of the Guest of Honour early in the morning, who inaugurated the event by a brief ribbon-cutting ceremony marking the opening of the program. In total, 101 trees including 41 Ru Runag, 59 Ubah and 01 Neem were planted by the Guest of Honour, other invited guests and officials of the Bangladesh High Commission. Mr. Sumon Banik, a Bangladeshi community member and professional gardener was entrusted by the Bangladesh High Commission with the task of maintaining the saplings for the next 01 (one) year.

            Expressing his deepest personal regard for the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the Guest of Honor highly appreciated this initiative of Bangladesh High Commission and wholeheartedly congratulated the Bangladesh High Commissioner for spearheading this excellent initiative worthy of emulation in every possible sense.

            The Bangladesh High Commissioner said that she was very proud and happy to have been able to organize this Tree Plantation Program as part of the ongoing celebrations of the Birth Centenary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest Bengali of all times. She candidly told that Bangabandhu was the principal architect of the nation of Bangladesh and therefore, all Bangladeshi citizens irrespective of their religion, cast, creed, colour, socio-economic status and their location of stay, must actively take part in the ongoing celebrations of his Birth Centenary as well as the Golden Jubilee of the Independence of Bangladesh. She thanked the Guest of Honour for attending the occasion and honoured him with a crest. She was of the firm opinion that this program should serve as an inspiration for all to plant more trees crucial for ensuring a bright and green future of the planet and humanity.

#

Mehedi/Zulfikar/Rezzakul/Masum/2021/10 Hour

 

2021-07-23-15-59-62f076b02494c525dd13b1c7d2f403e7.doc 2021-07-23-15-59-62f076b02494c525dd13b1c7d2f403e7.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon