Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 31/০১/২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৭
 
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল
কে ভি কৃষ্ণা রাও এর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কে ভি কৃষ্ণা রাও এর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে স্পিকার বলেন, জেনারেল কে ভি কৃষ্ণা রাও ছিলেন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তার মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধুকে হারালো।
স্পিকার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও জেনারেল কে ভি কৃষ্ণা রাও এর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

হুদা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৬

ডিআইটিএফ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
মেলায় ২৩৫ দশমিক ১৭ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবছর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা  অনুষ্ঠিত হয়েছে। এবছর ২৩৫ দশমিক ১৭ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। মেলায় মালামাল বিক্রয় হয়েছে প্রায় ১২১ দশমিক ৪৭ কোটি টাকার। গতবছরের চেয়ে এবছর ৭১ দশমিক ২ কোটি টাকার বেশি বিক্রয় হয়েছে। শুধু শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নয়, ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসেছে এ মেলায়। এ মেলা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে।
    আজ ঢাকায় শেরেবাংলানগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, বাণিজ্য মেলা শুধু পণ্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আগত বিভিন্ন দেশের পণ্যের সাথে দেশীয় পণ্যের গুণগত মানের তুলনা, পণ্য বহুমুখীকরণ, আধুনিক মোড়কীকরণ ব্যবস্থা, পণ্য উপস্থাপন, বিপণন শৈলী এবং প্রতিযোগী মূল্য সম্পর্কে  বাস্তব ধারনা লাভের সুযোগ পেয়েছে সংশ্লিষ্ট সকলে। এবছর দেশি-বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন পণ্যেরও সমাবেশ ঘটেছে। আগামীতে এ মেলা আরো আকর্ষণীয় হবে।
    মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকাই বড়। সরকার চাহিদা মোতাবেক ব্যবসায়ীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সারাবছরই স্বাভাবিক ছিল। দেশ এখন শক্ত অর্থনীতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
    রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
বকসী/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৬/১৯৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৫
 
খেলাধুলা শিশুদের মাঝে দেশপ্রেম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটায়
                                                             --- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম বলেছেন, খেলাধুলা শিশুদের মাঝে দেশপ্রেম, সহমর্মিতা ভ্রাতৃত্তবোধের উন্মেষ ঘটায় ও বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদেরকে ভবিষ্যতে নেতৃত্বদানের যোগ্য হিসেবে গড়ে তোলে।
    প্রতিমন্ত্রী আজ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৫তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    প্রতিযোগিতায় ২৪৩ টি স্কুল ও মাদ্রাসার প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।  প্রতিযোগিতায় ২৩১ পয়েন্ট পেয়ে গোলাপ অঞ্চল জাতীয় চ্যাম্পিয়ন এবং ১৪৫ পয়েন্ট পেয়ে পদ্ম অঞ্চল রানার আপ এর গৌরব অর্জন করে।
    মো. শাহ্রিয়ার আলম বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। তিনি বলেন, আজকের শিক্ষার উদ্দেশ্য পুঁথিগত বিদ্যা অর্জনেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীরা যেন শারীরিক ও মানসিক শক্তিতে পরিপূর্ণরূপে উদ্ভাসিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।
    প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ তম বর্ষে এবং বঙ্গবন্ধুর ১০০তম জন্ম বার্ষিকীতে বাংলাদেশ মধ্যমআয়ের দেশে প্রবেশ করবে। প্রতিমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্ম ২০৪১ সালে এদেশকে উন্নত দেশের কাতারে  নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ফারহানা হক এবং রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায় বক্তৃতা করেন।
#

খালেদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

    
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৪
২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশে^র ২৩তম সমৃদ্ধিশালী দেশ
                                                       -- পরিকল্পনামন্ত্রী
চট্টগ্রাম, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশে^র ২৩তম সমৃদ্ধিশালী দেশ। বাংলাদেশের বর্তমান উন্নয়নে কৃষি, শিল্প ও বাণিজ্যের অবদান শতকরা ৭২ ভাগ। সরকারের কৃষি, শিল্প ও বাণিজ্য সহায়ক নীতির পাশাপাশি শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন নীতি বাংলাদেশের অগ্রযাত্রার এ গতিকে বেগবান করে চলেছে।
মন্ত্রী আজ চট্টগ্রামে চট্টগ্রাম চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত ‘বে অভ্ বেঙ্গল গ্রোথ ট্রায়াঙ্গল এন্ড দ্য সাউথ সিল্ক রুট কমপি¬মেন্টিং ভিশন-২০২১’ শীর্ষক ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ লতিফ, বাংলাদেশে কানাডার হাইকমিশনার, মিশরের রাষ্ট্রদূত, এডিবি’র ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর, এফবিসিসিআই এর ১ম সহসভাপতি মো. সফিকুল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, একে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন কাশেম খান এবং পশ্চিম বাংলা চেম্বার সভাপতি অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
    পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামকে দেশের একটি কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তিনি শিক্ষা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, অর্থনীতির পরিবর্তন আসে মানুষের জীবনের পরিবর্তনের মতই।
মন্ত্রী বলেন, বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আর পেছাবে না। এর কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন ও তা বাস্তবায়ন করেন। তিনি বলেন, প্রতিটি জাতির সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে। আমাদেরও এসেছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের পর আমাদের প্রবৃদ্ধি হবে শতকরা আট ভাগ। আমরা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করছি বলে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হচ্ছে।
#

শেফায়েত/আফরাজ/নবী/মোশারফ/রেজাউল/২০১৬/১৯৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩৩
হাসপাতালগুলোতে বিভিন্ন পরিসেবার
আধুনিকায়নে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন স¦াস্থ্যমন্ত্রী


ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :

দেশের হাসপাতালগুলোতে পরিচ্চন্নতা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পাঁচ পরিসেবার আধুনিকায়নে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মন্ত্রী আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালে সেখানকার সরকারি হাসপাতালে পরিসেবা প্রদানকারী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এই আগ্রহ ব্যক্ত করে তাঁদেরকে বাংলাদেশে সহযোগিতা করার আহ্বান জানান। প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ার ১৪৮টি সরকারি হাসপাতালে পাঁচ ধরণের পরিসেবা কার্যক্রম চালিয়ে আসছে।

মালয়েশিয়া সফরকালে সেখানকার জাতীয় হার্ট ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, কেপিজে তাওয়াককাল বিশেষায়িত হাসপাতাল, প্রিন্স কোর্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শনকালে অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সাধারণ মানুষ আজ বিনামূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা পাচ্ছে। বাংলাদেশের হাসপাতালগুলোর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতসহ অভ্যন্তরের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে উদ্যোগ নেওয়া দরকার। এক্ষেত্রে সরকার ও বেসরকারি যৌথ পরিচালনায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, মালয়েশিয়ায় সরকারি হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম ও যন্ত্রপতির রক্ষণাবেক্ষণে বেসরকারি সহায়তার অভিজ্ঞতা প্রশংসনীয় ও আন্তর্জাতিক মান সম্পন্ন। এই যুগান্তকারী উদ্যোগকে বাংলাদেশে সফলভাবে প্রয়োগ করতে সহায়তা করার জন্য সেদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একাজে সহায়তা প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসলে দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেন মোহাম্মদ নাসিম।

মন্ত্রীর এই আহ্বানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা শীঘ্রই বাংলাদেশে এসে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন ও কাজের সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাবনা উত্থাপনের আগ্রহ দেখান।

মালয়েশিয়ায় সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হাসপাতালের অভ্যন্তর ও বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা, লন্ড্রি এবং কাপড় চোপড় ধোলাই পরিসেবা সাফল্যের সাথে চালিয়ে আসছে।

সভায় অন্যান্যের মাঝে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, যুগ্মসচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্সহ বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী গত মঙ্গলবার মালয়েশিয়ায় যান।
#
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৯০৫ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩৩২

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮২তম ড্র আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
    সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ  মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

#

মাছুম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের চেক ব্যংকে হস্তান্তর

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক কর্মচারীগণের জানুয়ারি মাসের বেতনভাতাদির সরকারি অংশের ১২টি চেক আজ অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
    আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে জানুয়ারি মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
    উল্লেখ্য, ডিসেম্বর মাসের বেতনভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
#
আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৬/১৮৫৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩০
 
জেনারেল কে ভি কৃষ্ণা রাও এর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জেনারেল কে ভি কৃষ্ণা রাও এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কৃষ্ণা রাও ছিলেন বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার নেতৃত্বাধীন ব্রিগেড বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল পাকিস্তানি শত্রুমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার এ অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
    তিনি জেনারেল কৃষ্ণার আত্মার মুক্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
    উল্লেখ্য, জেনারেল কে ভি কৃষ্ণা রাও গত শনিবার হƒদরোগে আক্রান্ত হয়ে দিল্লির সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
#

সুফি আব্দুল্লাহিল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩২৯
 

অনলাইন গণমাধ্যমের নিবন্ধন
আবেদন ফরম ও প্রত্যয়নপত্র জমাদানের সময়সীমা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :   
    অনলাইন গণমাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকগণের অনুরোধে অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে সরকার। ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে।
    উল্লেখ্য ইতঃপূর্বে নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র তথ্য অধিদফতরে জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি।
#

আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৮

এলজিআরডি প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের
কম্বোডিয়ায় রয়েল ইউনিভার্সিটি অভ্ এগ্রিকালচার পরিদর্শন

কম্বোডিয়া, ৩১ জানুয়ারি :     


এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের ৮ সদস্যের প্রতিনিধিদল কম্বোডিয়ার রাজধানী নমপেনে রয়েল ইউনিভার্সিটি অভ্ এগ্রিকালচার পরিদর্শন করেন।  

এসময় ইউনিভার্সিটির ভাইস রেক্টর ও চেইন এর প্রকল্প পরিচালক দেশটির পল্লিউন্নয়ন, দারিদ্র্যবিমোচন, খাদ্য, পুষ্টি ও কৃষিখাতের কর্মকৌশল নিয়ে আলোকপাত করেন। তারা তাদের কৃষি বিষয়ক গবেষণা দ্বারা কিভাবে বাংলাদেশকে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে উপকৃত করা যায় সেসব বিষয় তুলে ধরেন।

মতবিনিময়কালে এলজিআরডি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত একটি বাড়ি একটি খামার প্রকল্প, খাদ্য নিরাপত্তা, কৃষিখাতের আধুনিকায়ন, পল্লি জনপথসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন।  

২৯ জানুয়ারি হতে সফররত প্রতিনিধিদলটি কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

#
আহসান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩২৭


তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের কৃষক যুগান্তকারী বিপ্লব ঘটাচ্ছে
                                                                      - ভূমিমন্ত্রী

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, কৃষিক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষক এখন যুগান্তকারী বিপ্লব ঘটাচ্ছে। আমাদের দেশের কৃষক বর্তমানে চ্যাম্পিয়ন অভ্ দ্য পপুলেশন।
আজ রাজধানীর ইনস্টিটিউট অভ্ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (পুরাতন ভবন) অডিটোরিয়ামে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে উত্তরবঙ্গের কর্মসংস্থান ও দারিদ্র্যমোচনে আইটি শিল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমিসংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সমিতির মহাসচিব সা’দ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর হাফিজ মো. হাসান বাবু, মূল প্রবন্ধ আলোচক প্রফেসর আবদুল মোত্তালিব, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার আগামী ১৫ বছরে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী সদর উপজেলায় ২টি হাইটেক পার্ক, রংপুর, নাটোর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি করে আইটি ভিলেজ স্থাপনের জন্য খাসজমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে নীলফামারী সদর উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১০৬ একর জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। পঞ্চগড়েও ২৭৪ একর জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান।
#

রেজুয়ান/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩২৬

বাংলাদেশ ও বৃটেনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে


ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :


    বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক চলমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি’র সাথে আজ সকালে তাঁর দপ্তরে বৈঠককালে এ আশাবাদ ব্যক্ত করেন।
    বৈঠকে এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপে বৃটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।
#

মাহবুবর/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা
 

 

Todays handout (3).doc Todays handout (3).doc