Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 08/02/2015

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৮৩

পররাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি):
    পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল (Johan Frisell) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে সুইডিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরো সম্প্রসারণে তার দেশের সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগ্রহী। তারা বাংলাদেশি পণ্য সুইডেনে আমদানির পাশাপাশি আসবাবপত্র ও হস্তশিল্পসহ কিছুপণ্য বাংলাদেশে উৎপাদনেও আগ্রহী। তিনি বলেন, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন কার্যক্রমে বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি প্রয়োজন।  এদেশের জনশক্তির দক্ষতা ও কারিগরি জ্ঞান বৃদ্ধিতে স্ইুডেন সহায়তা দেবে। বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রদূত এদেশের স্বাস্থ্যখাতেও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস পূর্ণব্যক্ত করেন। এছাড়া জলবায়ু পরিবর্তন, পানি পরিশোধন এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সাথে সুইডেনের কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
    বাংলাদেশ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে সুইডিশ রাষ্ট্রদূত সেসবের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে অপ্রতিরোধ্য গতি সঞ্চার করেছে তার জন্য প্রয়োজন স্থিতিশীলতা। সুইডিশ রাষ্ট্রদূত শীঘ্রই চলমান ধ্বংসাত্মক অবরোধ কর্মসূচির অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
    পররাষ্ট্রমন্ত্রী গত ৪৪ বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সুইডেনের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য রাষ্ট্রদূত এবং তার মাধ্যমে সুইডিশ সরকার ও জনগণকে  ধন্যবাদ জানান। তিনি রাষ্ট্রদূতকে তার কর্মকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#

খালেদা/ফায়জুল/নবী/জসীম/রেজাউল/২০১৫/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৮২

    দেশের পনেরো জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০১৫ প্রদানের সিদ্ধান্ত

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পনেরো জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম উল্লেখ করা হলো : মরহুম পিয়ারু সরদার, ভাষা আন্দোলন মরণোত্তর; অধ্যাপক মোঃ মজিবর রহমান দেবদাস, মুক্তিযুদ্ধ; অধ্যাপক দ্বিজেন শর্মা, ভাষা ও সাহিত্য; মুহম্মদ নূরুল হুদা, ভাষা ও সাহিত্য; মরহুম আব্দুর রহমান বয়াতি, শিল্পকলা মরণোত্তর; এস এ আবুল হায়াত, শিল্পকলা; এ টি এম শামসুজ্জামান, শিল্পকলা; অধ্যাপক ডা. এম এ মান্নান, শিক্ষা; সনৎ কুমার সাহা, শিক্ষা; আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, গবেষণা;  কামাল লোহানী, সাংবাদিকতা; ফরিদুর রেজা সাগর, গণমাধ্যম; ঝর্না ধারা চৌধুরী, সমাজসেবা; শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, সমাজসেবা এবং অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, সমাজসেবা।
    আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের একুশে পদক প্রদান করবেন।
#

মতিয়ার/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৮১

পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ নিয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো লাভজনক করা সম্ভব
                                                                       -- শিল্পমন্ত্রী
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি):
পণ্য বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়নের উদ্যোগ নিয়ে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলো লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের বিরাট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে শিল্পমন্ত্রণালয় থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী আজ গাজীপুর জেলার টঙ্গীতে বিএসইসির আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস্ লিমিটেড, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড এবং এটলাস বাংলাদেশ লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল, বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কাশেম, ন্যাশনাল টিউবস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আমিরুল মমিন এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলীউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।  
শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোতে দক্ষ জনবল ও মূল্যবান সম্পদ থাকলেও এগুলো আধুনিকায়নের প্রতি তেমন নজর দেয়া হয়নি। ফলে এসব কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা থাকলেও উৎপাদন স্বল্পতার কারণে চাহিদার শতভাগ পূরণ করা যায়নি। চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে পারলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার সুযোগ রয়েছে। পরিদর্শনকালে প্রতিষ্ঠান তিনটিতে উৎপাদিত পণ্যের গুণগতমান বৃদ্ধি ও নতুন পণ্য উৎপাদনের নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এর আগে মন্ত্রী প্রতিষ্ঠান তিনটির উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় তিনি পণ্যের মানোন্নয়ন ও নতুন পণ্য উৎপাদনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি এটলাস বাংলাদেশ লিমিটেড পরিদর্শনকালে চীন থেকে সদ্য আমদানিকৃত ৮টি মডেলের মোটর সাইকেল ডিসপ্লে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব মডেলের মোটর সাইকেল বাজারজাতকরণের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে আন্তর্জাতিকমানের মোটর সাইকেল উৎপাদনের সক্ষমতা অর্জনের তাগিদ দেন।
পরে মন্ত্রী গাজীপুরে ১৪ দল আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এতে সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেলসহ নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেয়।
#

জলিল/ফায়জুল/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৯০৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৮০

সরকার জনগণকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করবে
                            -- ডেপুটি স্পিকার
ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি):

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, যারা রংপুর অঞ্চলের নিরীহ শান্তিপ্রিয় মানুষকে পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সাথে সভা করা হয়েছে। আজ থেকে এ অঞ্চলে সন্ত্রাসী ও নাশকতাকারীদের নির্মূলে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সরকার আর শেখ হাসিনা জনগণের নেত্রী। তিনি বলেন, জনগণকে নিয়েই জঙ্গিবাদ নির্মূল করা হবে। ডিপুটি স্পিকার আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্নইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

    ডেপুটি স্পিকার বার্নইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে রংপুর মেডিকেলের বার্নইউনিটে গুরুতর আহতদের চিকিৎসা সেবায় ৯০ হাজার টাকা  কর্তৃপক্ষের কাছে তুলে দেন। এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এবং রংপুরের জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা ১৪ দলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ডেপুটি স্পিকার

    শুক্রবার গাইবান্ধার তুলশীঘাটে পেট্রোলবোমা মেরে শিশুসহ ৭ জনকে হত্যা, হরতাল অবরোধের প্রতিবাদে আজ জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে ১৪ দলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য মোঃ ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।  

    বক্তারা অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা, অব্যাহত সন্ত্রাস সহিংসতার প্রত্যক্ষ মদদদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

    এছাড়া গতকাল ডেপুটি স্পিকার গাইবান্ধার তুলশিঘাটে দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে গাইবান্ধা আধুনিক হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন । আহত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সাহায্য দেন ।  
    গতকাল আইনশৃঙ্খলা উন্নয়নে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাসী ও নাশকতাকারীদের নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।  এসময় রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রহমান, জেলা প্রশাসক এহসানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
স্বপন/ফায়জুল/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৯

পাঁচবছর ক্ষমতায় থাকলে ফেরিওয়ালাদের মতো
ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে
                                        -- কৃষিমন্ত্রী

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি):
শেখ হাসিনার সরকার পাঁচবছর ক্ষমতায় থাকলে ফেরিওয়ালাদের মতো ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
কৃষিমন্ত্রী আজ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে গ্লোবাল পারসপেকটিভ অফ বায়োটেক/জিএম ক্রপস এন্ড ইটস কনটিভিউশন টু ফুড সিকিউরিটি এন্ড প্রভার্টি এলিভিয়েশন (Global Perspective of Biotech/GM Crops and ITS Contribution to Food Security and Poverty Alleviation)   শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
    দ্য ইন্টারন্যাশনাল সার্ভিস ফর দ্য একুইজিশান অভ্ এগ্রি-বায়োটেক এপ্লিকেশন্স আইএসএএএ), বিএআরসি, বিএআরই যৌথভাবে এর আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, ২০০৯ সালে ভোট চাইতে গিয়ে বলেছিলাম, নৌকায় ভোট দেন, সারের পেছনে কৃষকের দৌড়াতে হবে না। সারই কৃষকের পেছনে দৌড়াবে। ২০১৪ সালে বলেছিলাম, নৌকায় ভোট দিলে ঘরে ঘরে বিদ্যুৎ দেব। সেটাই হতে যাচ্ছে। শেখ হাসিনা ৫ বছর ক্ষমতায় থাকলে বিদ্যুৎ ফেরি করে দিতে হবে।
তিনি আরো বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করে  হাইব্রিড ধান ও সবজির জাত অবমুক্ত করেছিলাম। এ কারণে সারাবছর ধরে লাউ, টমেটো, কপিসহ বিভিন্ন ধরণের সবজি খাচ্ছেন। আমরা মানুষ নিয়ে কাজ করি, মানুষের ভাল চাই। আধুনিক কৃষিবিষয়ক আবিষ্কারের ফলে আজকে আমরা বাংলাদেশের কৃষিকে খরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করেছি। আগে যেখানে দেশের জনসংখ্যা ৭ কোটি ছিল কিন্তু খাদ্যাভাব ছিল। কিন্তু এখন দেশের জনসংখ্যা ১৬ কোটি হলেও চাল ও সবজি রপ্তানি করা হচ্ছে।
কৃষিমন্ত্রী, বায়োটেকনোলজির মতো ভূমি এবং পরিবেশসাশ্রয়ী টেকনোলজিকে আরো বেশি প্রয়োগ করে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সচেষ্ট থাকতে অনুরোধ করেন। বাংলার খেটে খাওয়া মানুষকে যেন কোন মহল ভুল না বুঝায়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই মিলে কৃষির আধুনিকায়নের জন্য কাজ করলে ¯্রষ্টার অশেষ নেয়ামত এ উর্বর মাটিকে, এ সুন্দর নাতিশীতোষ্ণ পরিবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশ একদিন অভাবমুক্ত, উন্নতদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষিসচিব ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন আইসার (ISAAA) প্রতিষ্ঠাতা এমিরিটাস সভাপতি ড. ক্লাইভ জেমস।  সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বায়োটেক ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দাবি করেছেন। উল্লেখ্য যে ভারত ও পাকিস্তান বিটি তুলা চাষ করে প্রভূত উন্নয়ন সাধন করেছে এবং দেশদু’টি আমদানিকারক থেকে রপ্তানিকারক হতে সক্ষম হয়েছে। উক্ত সেমিনারে বায়োটেকনোলজি সংশ্লিষ্ট দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বায়োটেক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারবৃন্দ উপস্থিত ছিলেন।
#

বিবেকানন্দ/ফায়জুল/জসীম/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৮

কর্মক্ষম মেধাবী জাতি গঠনে আয়োডিনযুক্ত লবণের
সার্বজনীন ব্যবহার নিশ্চিত করতে হবে
                                                                   -- ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি):
    ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, জাতিকে এগিয়ে নিতে প্রয়োজন মেধাবী সুস্থ স্বাভাবিক ও কর্মক্ষম জনগোষ্ঠী। এ লক্ষ্য পূরণে আয়োডিনযুক্ত লবণের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করতে হবে।
    প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের একটি হোটেলে বিসিক আয়োজিত Control of Iodine Deficiency Disorders (CIDD) প্রকল্পের আওতায় ‘সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    ভূমি প্রতিমন্ত্রী বলেন, আয়োডিনযুক্ত লবণের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ১৯৮৯ সালে আইন প্রণীত হয়েছিল। তবে পুরোপুরি সে আইনের সুফল এখনো পাওয়া যায় নি। ব্যাপক সচেতনতা সৃষ্টি করে পরিমিত মাত্রায় আয়োডিন ব্যবহার করতে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। এ লক্ষ্যে বিসিকের পাশাপাশি সিভিল প্রশাসন স্বাস্থ্য, খাদ্য, কৃষি বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, লবণ উৎপাদনকারী এলাকায় এ জাতীয় কর্মশালার আয়োজন করে মাঠপর্যায়ে লবণশিল্পে নিয়োজিত ভূমি মালিক, শ্রমিক ও মিল মালিকদের এ কাজে সম্পৃক্ত করতে হবে।
    বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আশেক মাহমুদ এবং বিসিক পরিচালক আবু তাহের খান বক্তৃতা করেন।
    কর্মশালার দ্বিতীয় সেশনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের প্রফেসর এবিএম ফারুক।
    শিক্ষা স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বিএসটিআই ও গণমাধ্যমকর্মীসহ শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
#

সাইফুল/ফায়জুল/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৬

রাশিয়ায় বাংলাদেশ সংস্কৃতি দিবস আয়োজন করা হবে

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস (উধুং ড়ভ ইধহমষধফবংয ঈঁষঃঁৎব)’ আয়োজন করা হবে।

    আজ সকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অষবীধহফবৎ অ. ঘরশড়ষধবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ১৫ জানুয়ারি ২০১৩ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৪ সালে ঢাকায় ‘রাশিয়ান সংস্কৃতি দিবস’ ও ২০১৫ সালে রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী গত ২০-২৫ নভেম্বর ২০১৪ রাশিয়ার ৫১ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেন এবং ঢাকা ও চট্টগ্রামে তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ধারাবাহিকতায় রাশিয়াতেও ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ আয়োজন করা হবে।

    সংস্কৃতিমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। দেশটির সাথে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সে সম্পর্ককে আরও শক্তিশালী করতে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চলমান রয়েছে। রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে রাশিয়ার জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে এবং এ প্রক্রিয়ায় দু’দেশের জনগণ পরস্পরের আরও কাছে আসবে।

    রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশে অনুষ্ঠিত ‘রাশিয়ান সংস্কৃতি দিবস’ এর মাধ্যমে রাশিয়ার সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। ধারাবাহিকতায় রাশিয়াতেও ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস’ এর যেসব অনুষ্ঠানমালা আয়োজিত হতে যাচ্ছে তাতে রাশিয়া সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

    সভায় এ বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়ায় ‘বাংলাদেশ সংস্কৃতি দিবস-২০১৫’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সঙ্গীত, নাচ, শিল্পকর্ম প্রদর্শনীসহ এদেশের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। মস্কো ও কাজান (কধুধহ) শহরে এটি আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।
#

কুতুবুদ-দ্বীন/অনসূয়া/খাদীজা/ফাহিমা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৪

আগামী ১০ ফেব্রুয়ারি স্বর্গীয়া সরস্বতী শিকদার এর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে

ঢাকা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এর মা স্বর্গীয়া সরস্বতী শিকদার এর পারলৌকিক ক্রিয়াদি অনুষ্ঠান উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার নিয়মভঙ্গ (মধ্যাহ্ন ভোজ) মাগুরার সিংড়ায় বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

স্বর্গীয়া সরস্বতী শিকদার এর পরলোকগত আত্মার চিরশান্তি কামনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের অনুরোধ জানানো হয়েছে।  
#
শফিকুল/অনসূয়া/খাদীজা/শুকলা/রেজ্জাকুল/বিপু/২০১৫/১৩৩০ ঘণ্টা   

 


 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৫

স্বাধীনতাবিরোধী অপশক্তি থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান ভূমিমন্ত্রীর

আটঘরিয়া, পাবনা, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, যাদের কাছে স্কুল কলেজের পরীক্ষা বিবেচনায় থাকে না, যারা যানবাহনে আগুন ধরিয়ে মানুষ পুড়িয়ে মারায় মত্ত থাকে, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, সেই সমস্ত কুচক্রী, স্বাধীনতাবিরোধী অপশক্তি থেকে জাতিকে সতর্ক থাকতে হবে। তিনি দেশের জাগ্রত জনতাকে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সাথে ঐক্যবদ্ধ হয়ে নাশকতাকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

আজ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের সুজাপুর গ্রামে সোয়া তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বোমা মেরে, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারার আন্দোলন আমরা কখনো করিনি। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৭০ এর নির্বাচন ও ৭১ এর মুক্তিযুদ্ধের মতো আন্দোলন আমরা করেছি। কিন্তু নিজের দেশের মানুষকে পুড়িয়ে হত্যা ও জানমালের ক্ষতির আন্দোলন আমরা করিনি।

পরে মন্ত্রী আটঘরিয়ার সুজাপুর গ্রামে ৩ হাজার ১৮৪ কি.মি. বৈদ্যুতিক লাইন সংযোগ এর উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, সারাদেশে বিদ্যুতের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আন্তরিক। তিনি সেবা প্রত্যাশী গ্রাহকগণের প্রতি সৌজন্যমূলক আচরণ প্রদর্শন ও সহযোগিতা প্রদানে আন্তরিক থাকার জন্য  সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

ইয়াকুব আলী খান-এর সভাপতিত্বে ও প্রকৌশলী সাইফুর রশীদ খান আর.ই. এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী আ. মতিন, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজিব, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আ. গফুর, আওয়ামী লীগ নেতা বশীর আহমেদ বকুল ও সুজাপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কেল আলী বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/অনসূয়া/খাদীজা/শুকলা/রেজ্জাকুল/বিপু/২০১৫/১৩০০ ঘণ্টা   

 


    
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৭৩

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইন ও নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়
প্রয়োজন সঠিক বাস্তবায়ন
                                                                      -স্পিকার

লন্ডন, ২৬ মাঘ (৮ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর প্রতি সহিংসতা শুধু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাই নয় বরং এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইন ও নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়। আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়ন নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারে। সে কারণেই প্রচলিত আইন ও নীতিমালা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

    গতকাল জিব্রাল্টারে সানবর্ন হোটেলে British Islands and Mediterranean Region (BIMR) Commonwealth Women Parliamentarians আয়োজিত "Role of Parliamentarians in Ending Violence against Women" শীর্ষক কনফারেন্সে তিনি একথা বলেন।

    তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বর্তমান বিশ্বে চ্যালেঞ্জ স্বরূপ। সামাজিক সমতা সৃষ্টি এবং জীবনের সকল স্তরে বৈষম্য দূরীকরণ নারীর জন্য একটি প্রতিনিয়ত সংগ্রাম। আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে জেন্ডার নারী পুরুষের দায়দায়িত্ব এবং সম্পর্ক নিরুপণ করে থাকে-এটা নারীর একক বিষয় নয়।

    স্পিকার তার বক্তৃতায় নারীর প্রতি সহিংসতা বন্ধে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সংসদ সদস্যরা তদারকি ব্যবস্থা জোরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নারীর প্রতি সহিংসতা রোধে বিদ্যমান আইন ও নীতিমালা বাস্তবায়নে এবং জনসচেতনতা তৈরিতে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনসহ সমাজে সচেতনতা তৈরিতে নারী-পুরুষ সকলকে একযোগে কাজ করতে হবে।

#

মঞ্জুর/অনসূয়া/খাদীজা/শুকলা/রেজ্জাকুল/বিপু/২০১৫/১৩১০ ঘণ্টা   

 

 

 

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon