Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 19/02/2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫৪৭

 

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা
‘বাংলাদেশের বন্যপ্রাণী’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

 

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :

    প্রকৃতির বিপুল সম্ভারে সমৃদ্ধ বাংলাদেশের বন্যপ্রাণীদের পরিচিতি ও বৈচিত্র্য নিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশের বন্যপ্রাণী’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির নজরুলমঞ্চে অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান সম্পাদিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য সচিব মরতুজা আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবার রহমান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট এবং ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার উপস্থিত ছিলেন। একইসাথে প্রকাশিত হয়েছে বইটির ইংরেজি সংস্করণ ‘ওয়াইল্ডলাইফ অভ্ বাংলাদেশ’।

    ২০৭ প্রজাতির বন্যপ্রাণীর তথ্য ও রঙিন চিত্রসংবলিত বাংলা ও ইংরেজিতে রচিত এ বইটি দেশের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, সকলেরই উচিত দেশের বন্যপ্রাণী সম্পর্কে জানা। কারণ, এত বিপুল প্রাণীবৈচিত্র্য সকল দেশে নেই। বইটি যেমন আমাদের জানার পরিধি বাড়াবে, তেমনি বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়েও পাঠককে সচেতন করে তুলবে বলে তিনি উল্লেখ করেন।
 
    উল্লেখ্য, গতবছরের বইমেলায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ২০৫ প্রজাতির পাখিদের নিয়ে ‘বার্ডস অভ্্ বাংলাদেশ’ প্রকাশ করেছিল। চলতি ২০১৬ গ্রন্থমেলায় আরো প্রকাশিত হচ্ছে ‘বাংলাদেশের পর্যটন আকর্ষণ: সিলেট বিভাগ’। এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বাউল শাহ আবদুল করিমের জীবনী ও লালন ফকিরের জীবনীর ওপর প্রামাণ্যচিত্র তৈরি করেছে, যা বইমেলার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ২৭-২৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

    এর আগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংকলন’, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সংকলন’, ‘মহীয়সী নারী বেগম ফজিলাতুননেছা’, ‘বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পুস্তক (বঙ্গবন্ধু সহজপাঠ)’ ও ‘মিট বাংলাদেশ’সহ বিভিন্ন বই প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়ের এ অধিদপ্তর।

#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৫৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫৪৬

স্বাস্থ্যমন্ত্রীর শাশুড়ি লুৎফা আলমের ইন্তেকাল

ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
    আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ি বেগম লুৎফা আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৮ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

    পারিবারিক সুত্র জানায়, বার্ধক্যজনিত কারণে লুৎফা আলম আজ বিকেলে ঢাকার উত্তরায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

#


পরীক্ষিৎ/মিজান/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৫৪৪

 

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসই বিশ্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে
                                                         -- এলজিআরডি প্রতিমন্ত্রী


ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
রাজধানীর নায়েম মিলনায়তনে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের প্রায় একশ’ গবেষকের উপস্থিতিতে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলন ২০১৬ আজ অনুষ্ঠিত হয়। ইতিহাস একাডেমি-ঢাকা আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
সংগঠনের সভাপতি কে এম মহসীনের সভাপতিত্বে সম্মেলনে প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হক ও সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সামিনা সুলতানা।
প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসই বিশ্ব দরবারে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটায়। গবেষকগণকে প্রত্যেক দেশ ও জাতির গৌরবগাঁথাকে নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। ইতিহাস একাডেমির মতো গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেক দেশ ও জাতির ইতিহাস ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। তিনি এ ব্যাপারে সরকারি সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে স্টুডেন্ট এন্ড ইয়্যুথ এসোসিয়েশন অভ্ রংপুর আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের উন্নয়নে গুরুত্ব দেয়ায় তথাকথিত মঙ্গা ও বেকারত্ব ঘুচে এ অঞ্চলে উন্নয়নের চাকা সচল হয়েছে। এটিকে রংপুরের দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে নিতে হবে।
সংগঠনের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য এ এইচ এন আশিকুর রহমান চৌধুরী, লুৎফা হোসেন ডালিয়া, সচিব মাহফুজুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, শিল্পপতি আবুল কাশেম ও শিক্ষাবিদ ড. রহমতুল্লাহ।

#

আহসান/মিজান/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩০ ঘণ্টা

 

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon