Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১১ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫০৪
 
সাংবাদিকদের জন্য ৪৫% হারে মহার্ঘ ভাতা ঘোষণা
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
 
নবম সংবাদপত্র মজুরি বোর্ড কর্তৃক পেশকৃত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫% হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুবিধা ঘোষণা করেছে।
তথ্য মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
১ মার্চ ২০১৮ থেকে বেতন বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে বলে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্তর্বর্তীকালীন এ সুবিধা পরবর্তীতে ঘোষিতব্য সামগ্রিক বেতন কাঠামোর সাথে সমন্বয় করা হবে।
উল্লেখ্য তথ্য মন্ত্রণালয়, ২৯ জানুয়ারি ২০১৮ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নবম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে।
 
#
 
নাইচ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫১১
 
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
 
এসিসি যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২০১৮ আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
 
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মোহাম্মদ আব্দুল্লাহের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানানো হয়। 
 
স্বাগতিক বাংলাদেশসহ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর এ টুর্নামেন্টে হংকং, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর, বিকেএসপি সাভার, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
এছাড়া আগামী ১৬ অক্টোবর থেকে ১৯ নভেম্বর’১৮ জিম্বাবুয়ে এবং ১৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। সফরকালীন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তিনটি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, দু’টি টেস্ট ম্যাচ ও দু’টি অনুশীলন ম্যাচে অংশগ্রহণ করবে এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ, তিনটি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, তিনটি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং দু’টি অনুশীলন ম্যাচে অংশগ্রহণ করবে।
 
সভায় বিকেএসপির মহাপরিচালক মোঃ আনিছুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বিসিবি’র হেড অব সিকিউরিটি মেজর হোসেন ইমাম (অবঃ), এসিসি যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের পরিচালক এ ই কাওছারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
 
#
 
আকতারুল/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/১৮২০ ঘণ্টা  

Handout                                                                                                        Number : 2510

 

OIC Parliamentary Body Appreciates

Bangladesh for Hosting Rohingyas

 

 Dhaka, September 11 :

 

A 16-member delegation of the Parliamentary Union of the OIC Member States (PUIC) called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam and discussed the Rohingya issue and the role that can be played by the OIC parliaments in addressing the situation. The visiting Members of Parliament along with the PUIC Secretary General expressed their gratitude to Bangladesh for the humane stance taken by the Government of Prime Minister Sheikh Hasina in providing food, shelter, medical care and other humanitarian services to the more than one million Rohingyas forcibly displaced from Myanmar.

 

The State Minister appreciated the support of the brotherly countries of the OIC in addressing the humanitarian situation arising out of this unprecedented exodus of Rohingyas into Bangladesh over a very short period. He briefed them on the steps being taken by the Government, including the arrangements agreed with Myanmar for repatriation of these displaced people. He requested member countries to include their support for the issue in their engagements during the forthcoming UN General Assembly.

 

The delegation, comprising of MPs from seven member states of the PUIC, namely Algeria, Iran, Malaysia, Morocco, Sudan and Turkey will visit the Rohingya camps in Cox’s Bazar tomorrow.

 

#

 

Tohidul/Farhana/Parvez/Salimuzzaman/2018/18.30 Hrs

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫০৯
 
চলতি অর্থবছরে সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিলেন স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত অর্থবছরে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ শতাংশ কাজ স্বচ্ছতার সাথে সফলভাবে বাস্তবায়ন হয়েছে। চলতি অর্থবছরে শতভাগ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিশ^মানের আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার গত ১০ বছর যাবৎ নিরলসভাবে কাজ করেছে। যার সুফল আজ দেশের সাধারণ মানুষ পাচ্ছে। গত কয়েক বছরে দেশে বেশ কয়েকটি বিশ^মানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ চালুসহ হৃদরোগ, কিডনি চিকিৎসার আধুনিক ব্যবস্থা করা হয়েছে। 
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় রাজধানীতে নির্মিত হয়েছে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। প্রধানমন্ত্রী আগামী ২০ অক্টোবর এশিয়ার বৃহত্তম এই বার্ন হাসপাতাল উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী রাজধানীর নিটোর এর সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করবেন ১৮ অক্টোবর। গোপালগঞ্জে নির্মিত ইডিসিএল এর তৃতীয় ঔষধ উৎপাদন কারখানাও প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর উদ্বোধন করবেন বলে মন্ত্রী জানান।
মোহাম্মদ নাসিম আরো বলেন, সরকার এ বছর নতুন পাঁচটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করতে যাচ্ছে। ১০ বছর পর সরকারি কলেজে ৭০০ আসন নতুন যোগ করা হয়েছে। চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫০৮
একনেকে ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকার ১৮টি প্রকল্প অনুমোদন
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পসহ ১৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৮১৩ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৪২ কোটি ৬২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৯৩০ কোটি ৮৯ লাখ টাকা খরচ ধরা হয়েছে। 
আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, শিল্প ও শক্তি বিভাগের সদস্য শামীমা নার্গিস এবং আইএমইডি’র সচিব জিয়াউল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের আওতাভুক্ত এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ায় আর্থিক ও ভৌত অভিগম্যতার উন্নয়ন, নগরবাসীদের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত অপরিহার্য সেবা প্যাকেজের মাধ্যমে বিশেষ করে দরিদ্র্যদের সেবা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহীতার সংখ্যা বৃদ্ধিকরণ, বিশেষ করে দরিদ্র মহিলা, নবজাতক এবং শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া, প্রকল্প এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালীকরণ, ম্যান্ডেট অনুসারে প্রাথমিক স্বাস্থ্যসেবা করা হবে এবং নগর স্থানীয় প্রতিষ্ঠানগুলোর অধিকার ও প্রতিশ্রুতি শক্তিশালীকরণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম টেকসইকরণ করা হবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। ফলে পণ্য সরবরাহে কোনো সমস্যা নেই। তাই আগামী মাসগুলোতেও মূল্যস্ফীতি বাড়বে না। এদেশের সব মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করবো। চীনের হোয়াংহো নদীর মতো বিপদজনক নদী যদি শাসন করা যায়। তাহলে আমরা কেন পারবো না। আমাদের দেশের প্রত্যেকটা নদী পর্যায়ক্রমে শাসন করা হবে। “বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, চট্টগ্রাম জোন” যে প্রকল্পটি নেওয়া হয়েছে, এই প্রথম প্রকল্প, যার মাধ্যমে নদীর নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হবে। অল্প সময়ের মধ্যে সন্দ¦ীপের সব জনগণ বিদ্যুৎ পাবে। “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন” প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সংসদ সদস্যের তালিকা অনুযায়ী ৬টি করে মাদ্রাসা উন্নয়ন করা হবে। এছাড়া বিশেষ বিবেচনায় আরো ২০০টি মাদ্রাসা উন্নয়ন করা হবে।
#
তৌহিদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৫০৭
 
সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের
                                                                   --- সংস্কৃতিমন্ত্রী
 
মৌলভীবাজার, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একটি বাগানে বিভিন্ন রঙ ও বর্ণের ফুল থাকলে বাগানটিকে সুন্দর দেখায়। তেমনি বাংলাদেশও একটি ফুলের বাগানের মতো। এখানে বিভিন্ন জাতিধর্মবর্ণ-গোত্রের নানান ধরনের মানুষ আছে বলেই বাংলাদেশ এত সুন্দর ও বৈচিত্র্যময়। সংবিধান অনুযায়ী এদেশের প্রতিটি নাগরিকের ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।
মন্ত্রী আজ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ তেতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স-এ ‘বৃহত্তর সিলেট আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরাম’ ও ‘বাংলাদেশ মণিপুরী আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরাম’-এর যৌথ উদ্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের মণিপুরী, খাসি, ত্রিপুরী, গারো, রাজবংশী, সাঁওতাল, ওঁরাও এবং চাশ্রমিকদের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য , সংস্কৃতির বিকাশ ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালু এবং শিশুশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে করণীয় বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক বেশি। এ পর্যন্ত আমাদের সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫০টি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সংস্কৃতি চর্চা তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে কাজ করে যাচ্ছি। তাই সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে চা বাগান এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে’।
বৃহত্তর সিলেট আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরামের সভাপতি পিডিশন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক আইকিউএসি ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক ড. কানিজ ফাতেমা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন।
স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ।
এর আগে মন্ত্রী মণিপুরী ললিতকলা একাডেমির ওয়েবসাইট উদ্বোধন করেন এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগঃ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ সহজীকরণ’ বিষয়ক ডকুমেন্টারি প্রত্যক্ষ করেন।
#
ফয়সল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৫০৬
 
পিআইডি আয়োজিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী
গুজব উৎপাদনচক্রের কালো থাবা থেকে ফেসবুক-সামাজিক মাধ্যমকে রক্ষা করতে হবে
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘স¦াধীনতা বিরোধী - সাম্প্রদায়িক জঙ্গিচক্র হচ্ছে গুজব উৎপাদন ও পুনঃউৎপাদনের সংগঠিত কারখানা। এদের কালো থাবা থেকে ফেসবুক-সামাজিক মাধ্যমকে রক্ষা করতেই হবে।’ 
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে তথ্য অধিদফতর আয়োজিত ‘গুজব: গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব আবদুল মালেক এবং অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী।
মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে খালেদা জিয়ার বিচারের আদালত নিয়েও গুজব-মিথ্যাচার চলছে। আদালত কোথায় বসলো সেটা বিচার্য নয়, আদালত প্রকাশ্য কিনা সেটাই বিচার্য। নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় তৈরির জন্য গুজব-মিথ্যাচার চালাচ্ছে দেশ বিরোধী গোষ্ঠী। এরা মানুষের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু।’
‘এই গুজব, মিথ্যাচার, উসকানি, তথ্য বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর একটি জাতীয় প্রচার অভিযান এবং সংবাদপত্র, বাংলাদেশ টেলিভিশনসহ সকল টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেতারে এবং অনলাইন গণমাধ্যমগুলোতে একযোগে গুজব, মিথ্যাচার, উসকানি ও তথ্য বিকৃতির বিরুদ্ধে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।’ 
‘একইভাবে ‘ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা’, ‘সমাজতন্ত্রী মানেই নাস্তিক’, ‘জয় বাংলা মানে হিন্দুয়ানী’ বা ‘বাঙালিত্বের চর্চা ধর্ম বিরোধী’-এ ধরনের মিথ্যাচার চলে আসছে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও ‘মুক্তিযোদ্ধারা ইসলাম ধ্বংস করে ফেলছে’ তৎকালীন স¦াধীনতা বিরোধীরা এ ধরনের মিথ্যাচার করেছে, বাঙালি তাতে কান দেয়নি।’’ 
ইনু বলেন, ‘বাংলাদেশ বিরোধীচক্রের প্রধান হাতিয়ার হচ্ছে মিথ্যাচার, তথ্য বিকৃতি, তথ্য ধামাচাপা দেওয়া, চরিত্র হনন। নামে-বেনামে, দেশ থেকে বা বিদেশ থেকে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এই অপকর্মে লিপ্ত। এরা আসলে অপরাধী বলেই নাম গোপন রেখে ভিন্ন নামে মিথ্যা তথ্য ছড়ায়। এ অপপ্রচার থেকে রেহাই পেতে ‘ডিজিটাল লিটারেসি’র বিকল্প নেই। অর্থাৎ জনগণকে  ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ 
গুজব-মিথ্যাচারের হাত থেকে মানুষ ও সামাজিক মাধ্যমগুলোকে রক্ষার জন্যে দু’টো ছাঁকনি বসানো প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি প্রযুক্তিগত ছাঁকনি, অপরটি মনের ছাঁকনি। অপরাধী সনাক্ত করার জন্য প্রযুক্তিগত ছাঁকনি, আর সামাজিক মাধ্যমে যা দেখা যাবে, যাচাই না করে তাই বিশ্বাস করে বিভ্রান্ত না হবার জন্যই মনের ছাঁকনি। ছাঁকনি দিয়ে আগে যাচাই, তারপরে বিশ্বাস।
তথ্যমন্ত্রী এ সময় মুক্তমনা কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং যাদের জন্য মুক্তমনা ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত  হয় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সকলের প্রতি আহ্বান জানান।’
#
আকরাম/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫০৫
 
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ 
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডড়ৎষফ ঊপড়হড়সরপ ঋড়ৎঁস ড়হ অঝঊঅঘ - এ যোগ দিতে ভিয়েতনাম গেছেন। গতকাল ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ১১-১৩ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনাম যৌথভাবে এ সভার আয়োজন করেছে। ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সভায় যোগদান করছেন।
এ সভায় অঝঊঅঘ -এর সদস্যভুক্ত দেশগুলোসহ বিশে^র বিভিন্ন দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য করপোরেশন ও শিক্ষাবিদগণ যোগদান করবেন। সভায় অঝঊঅঘ অঞ্চলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশনের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এছাড়া এ বিষয়ে নীতি নির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে। সভায় বিশেষ করে আঞ্চলিক এবং বিশ^ বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে। 
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও সভায় আগত বিভিন্ন দেশের মন্ত্রীর সাথে বৈঠক করবেন।
বাণিজ্যমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
বকসী/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫০৩
 
 
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র                                                
                                                -খাদ্যমন্ত্রী
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
                        
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে স্বপ্ন দেখেছিলেন, এদেশকে স্বাধীন করার মধ্য দিয়ে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।   
মন্ত্রী বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গণতন্ত্রের মানসকন্যা। তিনি বলেন, জাতির পিতা এদেশের মানুষের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। জনগণ রায় দেবে।  
অরুণ সরকার রানার সঞ্চালনায় এবং চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজে এর সভাপতি মোল্লা জালালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
#
সুমন/রিফাত/জসীম/সেলিনা/আসমা/২০১৮/১৫৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫০২
 
মৎস্যখাতে রয়েছে যুব সমাজের উজ্জ¦ল ভবিষ্যৎ 
                            - সমাজকল্যাণ মন্ত্রী 
 
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :
 
সমুদ্রতীরবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের রয়েছে মৎস্যখাতে অপার সম্ভাবনা। যুব সমাজের জন্য মৎস্যখাতে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কোনো উদ্যোগ নেয়া গেলে তা ইরান এবং বাংলাদেশ উভয় দেশের যুব সমাজের জন্য লাভজনক হবে। মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।  
ইরানের রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ ও ইরানের যুব সমাজের জন্য নানা ধরনের উন্নয়ন প্রশিক্ষণ ও দু’দেশের মৎস্যখাতে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। দেশের বর্তমান রোহিঙ্গা সমস্যা, তরুণদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সামাজিক উন্নয়ন, পারমাণবিক শক্তির যথার্থ ব্যবহারসহ নানা বিষয়ে তাঁরা আলোচনা করেন। 
আক্রান্ত হয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য ইরান আশ্রয়কেন্দ্র, হাসপাতাল নির্মাণ করাসহ নানা উদ্যোগ নিয়েছে বলে আলোচনাকালে সমাজকল্যাণ মন্ত্রী ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অনাথশিশুদের নামের তালিকা করা হয়েছে। তাদের খাদ্য, শিক্ষা ও বাসস্থান সুবিধা দেয়া হচ্ছে। এই অনাথশিশুদের সহায়তায় ইরান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
বৈঠকে ইরানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক প্রেসিডিয়াম কমিটির সদস্য সৈয়দ হেমায়েত মিজাদি ও ইরান পার্লামেন্টের প্রটোকল অফিসার মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন। 
#
 
মাইদুল/রিফাত/সুবর্ণা/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫০১

ঘরে বসেই নৌযানের সার্ভে সনদ
ঢাকা, ২৭ ভাদ্র (১১ সেপ্টেম্বর) :

ঘরে বসেই  অনলাইনে আবেদনের মাধ্যমে নৌযানের সার্ভে সনদ পাওয়া যাবে। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুতসেবা  প্রদান ও সহজিকরণের লক্ষ্যে কাজ করছে নৌপরিবহণ অধিদপ্তর। অনলাইন সেবা কার্যক্রম চালু হলে ম্যানুয়াল পদ্ধতির সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে। 
অনলাইন সেবা কার্যক্রম চালু হলে একজন নৌযান মালিক তার নৌযান সার্ভের লক্ষ্যে নৌপরিবহণ অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফড়ং.মড়া.নফ-এ গিয়ে ‘অনলাইনে আবেদন’ অংশে ক্লিক করে নিবন্ধনভুক্ত হবেন। এরপর জাহাজ মালিক অনলাইন আবেদন ফরমটি পূরণ করে তার পছন্দ মোতাবেক সার্ভেয়ারের নিকট সাবমিট করবেন এবং পূরণকৃত আবেদনের একটি কপি প্রিন্ট করে তাতে স্বাক্ষর দিয়ে আনুষঙ্গিক কাগজপত্রসহ সার্ভে অফিসে জমা দিবেন। নৌযানটি সরেজমিনে সার্ভের পর সংশ্লিষ্ট সার্ভেয়ার উক্ত আবেদনের ‘সার্ভেয়ারের জন্য প্রযোজ্য’ অংশটি পূরণ করে প্রধান কার্যালয়ে সাবমিট করবেন। প্রধান কার্যালয়ে আবেদনটি পাওয়ার পর প্রথমে ‘অপারেটর’ অনলাইন আবেদনটি যথাযথ আছে কিনা তা যাচাই বাছাই করে সঠিক পেলে দ্বিতীয় পর্যায়ে ‘চিফ ইন্সপেক্টর’ এর নিকট সাবমিট করবেন। চিফ ইন্সপেক্টর আবেদনটি পরীক্ষা করে যথাযথ পেলে তৃতীয় পর্যায়ে ‘চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার’ বরাবর সাবমিট করবেন।  চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার আবেদনটি যথাযথ পেলে  ‘মহাপরিচালক’ বরাবর সাবমিট করবেন।  মহাপরিচালক স্বয়ংক্রিয়ভাবে তৈরি আলোচ্য নৌযানটির সার্ভে সনদের নির্ধারিত স্থানে অনুমোদন প্রদান এবং সাবমিট করলে সার্ভে সনদটি স্বাক্ষরসহ আবেদনকারীর নিকট ফেরৎ যাবে এবং তিনি সাথে সাথে মোবাইল মেসেজের মাধ্যমে বিষয়টি জানতে পারবেন। সবশেষে আবেদনকারী ঘরে বসে তার নৌযানের সার্ভে সনদটি প্রিন্ট করে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করতে পারবেন। 
বর্তমান সরকার জনগণের দুর্ভোগ দূরীকরণ, সকল দপ্তর/সংস্থার কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার সেবাসমূহ জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সরকারি সকল প্রতিষ্ঠানে ই-নথির প্রবর্তন এবং সকল অফিস আদালতে অন লাইন সার্ভিস চালু করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় নৌপরিবহণ অধিদপ্তর ইতিমধ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনে সকল প্রকার পরীক্ষার আবেদনপত্র ও ফিস গ্রহণ, সকল শ্রেণির অনলাইন ডিজিটাল কম্পিটেন্সি সনদ প্রদান, অনলাইন ভেরিফিকেশন, অনলাইন ডস (উঙঝ) রেজিস্ট্্েরশন, অনলাইন সিম্যানস আইডি (ঝওউ) প্রবর্তন করেছে। 
নৌপরিবহণ অধিদপ্তর হতে অভ্যন্তরীণ শিপিং সংশ্লিষ্ট যে সকল অনলাইন সেবা প্রদান করা হবে তার মধ্যে প্রধানতঃ নৌযান সার্ভের জন্য আবেদন, রেজিস্ট্রেশনের জন্য আবেদন, নতুন নামকরণের ছাড়পত্রের আবেদন, মালিকানা পরিবর্তন সংক্রান্ত আবেদন, ভয়েজ লাইসেন্স, নকশা অনুমোদনের জন্য আবেদন, টাস্ক নম্বরের জন্য আবেদন উল্লেখযোগ্য। 
#
জাহাঙ্গীর/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৩০০ ঘণ্টা 

Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon