Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০১৯

তথ্যবিবরণী : 1-3-2019

Handoout                                                                                                        Number :   833

 

Foreign Minister meets Indian External Affairs Minister

 

Dhaka, March 01 :

 

            Foreign Minister Dr. A K Abdul Momen had a bilateral meeting with the Indian External Affairs Minister SushmaSwaraj at the Emirates Palace today in Abu Dhabi.  The two sides discussed various issues of bilateral and regional interest.  The two sides discussed the issue of sustainable Rohingya repatriation. The two sides also discussed about cooperation in trade, finance and regional economic integration. 

 

            Bangladesh foreign minister highlighted the need for working together in areas such as inland waterways connectivity, coastal shipping and connecting service sectors – such as financial and capital markets. Dr. Momen conveyed the need to devise innovative mechanisms and instruments to leverage the economic potentials of both countries in a win-win manner and connect regional centers of trade and finance for harnessing higher levels of development synergy.

 

            Foreign Minister Dr. Momen conveyed the resolve of the Hon. Prime Minister Sheikh Hasina’s government to fight terror and violent extremism in all their manifestations. He highlighted Bangladesh’s strong actions for combating financing for terror and also in dismantling terror outfits. 

 

            External Affairs Minister SushmaSwaraj expressed her deep satisfaction for the intense level of cooperation between the two countries in an atmosphere of amity and trust. She noted that both Bangladesh and India are victims of terrorism.  She deeply appreciated the leadership of Prime Minister Sheikh Hasina in fighting the scourge of terrorism and violent extemeism.

 

#

 

Tohidul/Enayet/Parvez/Salim/2019/2200  Hrs

 

 

Handoout                                                                                                        Number :  832

 

Foreign Minister meets Indonesian Foreign Minister

 

Dhaka, March 01 :

           

            Foreign Minister Dr. A K Abdul Momen had a bilateral meeting with the Indonesian Foreign Minister RetnoMarsudi at the Emirates Palace today in Abu Dhabi. The two sides discussed various issues of bilateral interest.  The two sides discussed about the issue of sustainable Rohingya repatriation. The Indonesian Foreign Minister deeply appreciated the role of Prime Minister Sheikh Hasina for providing shelter to the 1.1 million Rohingyas. She promised that her country will engage with Myanmar through all possible approaches and assured a greater support from the ASEAN platform in support of the repatriation.

 

#

 

Tohidul/Enayet/Parvez/Salim/2019/2150 Hrs

 

 

Handoout                                                                                                        Number :   831

 

Foreign Minister meets Maldivian Foreign Minister

 

Dhaka, March 01 :

 

            Foreign Minister Dr. A K Abdul Momen and the Maldivian Foreign Minister Abdulla Shahid met at the Emirates Palace today in Abu Dhabi. In addition to discussing the Rohingya issue, the two sides discussed various other issues of bilateral interest.  Foreign Minister Dr. Momen requested the Maldivian Foreign Minister to exert all possible measures for engaging Myanmar to take back the Rohingyas to their rightful homeland in the Rakhine state of Myanmar.  

 

            Among other areas, the two sides discussed about women empowerment and gender mainstreaming. Foreign Minister Dr. Momen briefed the Maldivian Foreign Minister about the efforts and initiative undertaken by the government of Bangladesh and in particular, by Prime Minister Sheikh Hasina, for engendering a gender sensitive perspective in all three areas of the state – the executive, the legislative and the judiciary. Dr. Momen gave highlights of Prime Minister Sheikh Hasina’s initiatives to ensure gender balance even at the grassroots politics and in the representative/elected bodies.

 

            Later, the two sides discussed about engaging more proactively in the field of Blue Economy – in particular – for sustainable fishing and fisheries and also for tourism. Bangladesh Foreign Minister proposed to the Maldivian Foreign Minister to explore the possibility of exchanging experts in these two fields and synergise the developmental ambitions of the two countries and devise innovative measures to connect, innovate and leverage each other’s specific potentials and capabilities. The Maldivian Foreign Minister deeply appreciated the proposals made by the Bangladesh Foreign Minister and promised to look into the matter at the soonest.

 

#

 

Tohidul/Enayet/Parvez/Salim/2019/2155 Hrs

 

 

 

 

Handoout                                                                                                        Number :  830

 

Foreign Minister meets D8 Secretary General

 

Dhaka, March 01 :

 

            Secretary of the D8 Dato’ Jaafar Ku Shaari called on the Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen at the Emirates Palace today in Abu Dhabi. The D8 Secretary General briefed the Foreign Minister about the various initiative undertaken by the D8 – particularly in the field of cooperation in the newly established Chamber of Commerce and Industry, in the field of technology and innovation, universal health care services and establishing FIZs (D8 Free Industrial Zones).

 

            The D8 Secretary General also briefed the Foreign Minister about the upcoming D8 summit which Bangladesh is going to host during the end of 2019.

 

#

 

Tohidul/Enayet/Parvez/Salim/2019/2150 Hrs

Handoout                                                                                                          Number :  829

Foreign Minister calls for repatriation of the Rohingyas to their homeland

Dhaka, March 01 :

            At the 46th session of the OIC Council of Foreign Ministers (CFM) today in Abu Dhabi, Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen called for collective action to ensure accountability and justice to the Rohingyas and their immediate repatriation to their homeland in the Rakhine state of Myanmar. He was referring to the OIC’s decision to pursue the legal path to justice through the International Court of Justice (ICJ) – as was decided in the Banjul meeting of the OIC Ministerial Committee early last month this year.

            Foreign Minister Dr. Momen also called for a stronger resolve from the OIC to fight terror and violent extremism in all their manifestations. Dr. Momen conveyed the consistent efforts of the government of Prime Minister Sheikh Hasina to fight terror with both hard and soft measures.

            Bangladesh Chaired the 45th CFM – held in Dhaka in 2018 and for the last one year – led the various OIC processes. Foreign Minister Dr. Momen opened the conference today at the Emirates Palace in Abu Dhabi and handed over the CFM Chair to the UAE Foreign Minister Sheikh Abdullah bin Zayed Al Nahyan.  

            Indian External Affairs Minister Sushma Swaraj addressed the CFM as a Guest of Honour. Bangladesh remains a part of the OIC Troika and continues as an influential member of the important eight member OIC Executive Committee for the next two years – as the rapporteur. The theme chosen for this year’s Council is ‘50 years of Islamic cooperation: Road map for prosperity and development’ and it continues in a seamless thematic from the Bangladesh CFM’s theme of “Islamic Values for Sustainable Peace, Solidarity and Development”.

            Highlighting the intricate interlinkages amongst challenges of economy, ecology and security, the Foreign Minister noted that Bangladesh is striving hard to energise the OIC in a spirit of cooperation, particularly for peacebuilding and conflict mitigation, implementation of the OIC 2025 Programme of Action (POA), connectivity, regional economic integration, SDGs, STI and humanitarian priorities.

            All countries, including the new Chair – United Arab Emirates - lauded Bangladesh’s leadership role in the OIC. The OIC Secretary General Dr. Yousef Otthaimen thanked Bangladesh and the government of Prime Minister Sheikh Hasina for its pioneering work in the field of sustainable development and countering terrorism and violent extremism.

            External Affairs Minister Sushma Swaraj – in her speech – categorically referred to Bangladesh as a primary pillar of India’s strategic partnership with not only the Muslim world but also for various other processes in economy and security for the prosperity and stability of the region.

            In the afternoon, the Foreign Minister had a bilateral meeting with the Indian External Affairs Minister Sushma Swaraj at the hotel.  The two sides discussed issues of bilateral interest – which included, amongst others, trade, finance and connectivity. The two sides discussed various regional issues and reaffirmed their resolve to address strategic issues together.

            The Foreign Minister also met his counterparts from the Maldives, Indonesia, the Gambia, Malaysia and several other key Ministers on the sidelines of the CFM and discussed issues related to cooperation in Blue Economy, production, finance and trade.  

#

Tohidul/Mahmud/Parvez/Salim/2019/2120 Hrs

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৮২৮
 
সংস্কৃতির অধিক্ষেত্র অনেক বিস্তৃত
         -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৭ ফাল্গুন (১ মার্চ) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতির অধিক্ষেত্র অনেক বিস্তৃত। ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, গান-বাজনা, নৃত্য, শিল্পকলা, রুচি, মূল্যবোধ, দৈনন্দিন জীবনাচরণ সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। মোদ্দাকথা, আমাদের নিত্যদিনের এমন কিছু নেই যা সংস্কৃতির আওতায় পড়ে না।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাউন্ডটেক আয়োজিত ভারতের শিল্পী হৈমন্তী শুক্লার সাথে বাংলাদেশের রবীন্দ্র সংগীত শিল্পী ড. অরূপরতন চৌধুরীর গাওয়া ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’ শীর্ষক রবীন্দ্র সংগীতের ভিডিও অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল।
 
অনুষ্ঠানের সভাপতি আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ড. অরূপরতন চৌধুরী আমার বেশ পরিচিত। গান-বাজনায় তাঁর যেমন আকর্ষণ রয়েছে, আমারও রয়েছে। ফলে বিভিন্ন অনুষ্ঠান ও সভা-সমাবেশে তাঁর সাথে দেখা হয়।’
 
অ্যালবাম সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন অ্যালবামটির কণ্ঠশিল্পী ড. অরূপরতন চৌধুরী ও হৈমন্তী শুক্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অ্যালবামটির সংগীত পরিচালক দীপংকর ভাষ্কর এবং সাউন্ডটেকের মহাব্যবস্থাপক আতাউর রহমান। 
 
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৮২৭
 
গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে পুলিশ 
                            -- স্বরাষ্ট্রমন্ত্রী
 
ঢাকা, ১৭ ফাল্গুন (১ মার্চ) :
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে।’
 
আজ শুক্রবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় মিরপুর পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯’ উদ্বোধনকালে এসব কথা বলেন। বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্ম^রণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্যয় মর্যাদা পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯’। এ অনুষ্ঠানে মন্ত্রী ২০১৮ সালে কর্তব্যরত অবস্থায় নিহত ১৫৮ জন পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক ও উপহার তুলে দেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হন।’ 
 
অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানানো হয়। 
 
#
 
অপু/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৬
 
শিশুদের মননের বিকাশ ঘটাতে হবে
                          -- তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ১৭ ফাল্গুন (১ মার্চ) :
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের কোনো কাজে বাধ্য না করে মননের বিকাশ ঘটাতে হবে। শিশুদের দেশাত্ববোধ, মূল্যবোধ ও মেধার সমন্বয় ঘটিয়ে উন্নত জাতি গঠন করতে হবে।
 
তথ্যমন্ত্রী আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, চট্টগ্রাম জেলা আয়োজিত ‘শিশু অধিকার : প্রেক্ষিত হালের বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
সেমিনারে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক 
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সাবেক ডিআইজি মোস্তফা জামাল উদ্দিন আল আজাদ, অধ্যাপক হামিনা জাকারিয়া বেলা বক্তৃতা করেন। 
 
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। শুধু এ সংস্থাকে কাজ করলেই হবে না আমাদের নিজ থেকেও বদলাতে হবে। নিজ পরিবার, পাড়া ও মহল্লা থেকে কাজ করতে হবে। নিজের অবস্থানে থেকে মাইন্ড সেটের পরিবর্তন করতে হবে। 
 
অনুষ্ঠানের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। 
 
#
 
বশার/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৫
 
বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির তিন বছরের রূপরেখা দিতে হবে
 
ঢাকা, ১৭ ফাল্গুন (১ মার্চ) :
 
আগামী তিন বছরে কোন দেশ কি পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারে তার একটি রূপরেখা দিতে বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার তালিকায় রাখার নির্দেশনা দিয়ে লেখা এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসপ্রধানদের এ নির্দেশ দেন।
 
  অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ পর্যায়ে প্রাধান্য দিয়ে স্বাগতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশের অর্থনীতিতে অবদান রাখতে উৎসাহিত করতেও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও সাফল্য বাংলা ও ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় উপস্থাপনের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরে ‘ব্রান্ডিং’ করারও আহবান জানান ড. মোমেন।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি লক্ষ্যসমূহ অর্জনে যেমন অধিকতর বিনিযোগ দরকার, সেই সাথে উন্নত প্রযুক্তি আহরণ ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে দূতাবাসসমূহের সক্রিয় উদ্যোগ নেওয়া দরকার। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে স্বপ্রণোদিত প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি। স্বাগতিক দেশের ব্যবসাহী সংগঠনের সাথে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের কার্যকর সেতুবন্ধন স্থাপনে সহায়তা প্রদানেরও নির্দেশনা দেন তিনি।
 
ড. মোমেন উল্লেখ করেন, বিদেশি বিনিযোগ আকর্ষণের মাধ্যমে দেশে পর্যাপ্ত কর্মসংস্থান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানো সম্ভব। দেশের ফার্মাসিউটিক্যাল, পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পের অবস্থান সুদৃঢ় করতে রপ্তানি বহুমুখী করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন নতুন বাজার অনুসন্ধানেরও তাগিদ দেন তিনি। 
 
পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা ও চুক্তি সম্পাদনে যথাযথ সমন্বয়কের ভূমিকা পালন এবং রপ্তানি ও আমদানিকারক ব্যবসায়ীদের বিদেশে প্রয়োজনীয় সহায়তা প্রদানে রাষ্ট্রদূতরা দৃশ্যমান ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
 
#
 
তৌহিদুল/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা
                                       
তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৮২৪
 
একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ১৭ ফাল্গুন (১ মার্চ) :
 
একুশে পদকপ্রাপ্ত পলান সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, পলান সরকারের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সমাজকর্মীকে হারালো। তিনি বলেন, আমার নির্বাচনি এলাকার বাসিন্দা পলান সরকার রাজশাহীর ২০টি গ্রামজুড়ে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন এবং নিজের টাকায় বই কিনে পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। এ বিশিষ্ট ব্যক্তির অবদান রাজশাহীর মানুষসহ বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
 
#
 
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৬৪০ ঘণ্টা
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon