Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী 26/10/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩১৬


উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ ত্বরান্বিত করার সুপারিশ সংসদীয় কমিটির
ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আলহাজ মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, মো. জাহিদ আহসান রাসেল, সাধান চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ ত্বরান্বিতকরণ এবং আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্লাট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কমিটি বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দের কার্যক্রম জোরদার করারও সুপারিশ করে।
কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন এলাকার আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সুপারিশ করে।
বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক লালমাটিয়া এলাকায় ‘১৩২টি আবাসিক ফ্ল্যাট প্রকল্প’-এ ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটি গণপূর্ত অধিদপ্তর কর্তৃক গোপালগঞ্জ জেলায় নির্মিত ‘২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ সদর’ এর নির্মাণ কাজ সূচারুরূপে এবং যথাসময়ে সম্পন্ন করার সুপারিশ করে।  
    বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩১৫

সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না
                                    -- আইনমন্ত্রী

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ়  করার জন্য সরকার সব রকম সহযোগিতা করে যাচ্ছে। সংবিধানের ২২ ও ১১২ অনুচ্ছেদ মোতাবেক সরকার কাজ করে যাচ্ছে। আজকের বাস্তবতা হচ্ছে সরকার বিচার বিভাগের কোন বিচারিক কাজেই হস্তক্ষেপ করে না।

মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিসিয়াল কর্মকর্তাদের ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

মন্ত্রী স্বল্প খরচে, স্বল্প সময়ে ও সহজে মামলা নিষ্পত্তির কৌশল প্রয়োগের পাশাপাশি মানসম্পন্ন বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া আইনি প্রক্রিয়া বা আইনি জটিলতা কিংবা মামলার দীর্ঘসূত্রিতার কারণে মানুষের মধ্যে জুডিসিয়ারি সম্পর্কে যাতে কোনো হতাশা বা বিরূপ ধারণার সৃষ্টি না হয়, সেদিকে বিচারকদের খেয়াল রাখতে বলেন তিনি। মন্ত্রী বলেন, বিচারকগণ মামলার প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বিচারকদের মাধ্যমে মানসম্পন্ন বিচার ব্যবস্থা নিশ্চিত করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং কিছু পদক্ষেপের বাস্তবায়নও সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমাদের এ পথ পরিক্রমায় সমস্যা বা চ্যালেঞ্জও নিতান্ত কম নয়। দেশের আদালতসমূহে বিদ্যমান মামলাজটসহ বিচার ব্যবস্থার সমস্যাদি সম্পর্কে সরকার ওয়াকিবহাল এবং যথেষ্ট সচেতন। মন্ত্রী বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে পুরোনো আইনের পরিবর্তন-পরিবর্ধন-পরিমার্জন, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ, বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে বিচার বিভাগের কাক্সিক্ষত সংস্কার কার্যক্রমকে সরকার আরো এগিয়ে নিতে চায়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।

পরে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে নেদারল্যান্ডের মানবাধিকার বিষয়ক দূত কববং ঠধহ ইধধৎ-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।  এসময় মন্ত্রী বলেন, বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন, ২০১৬ বাংলাদেশে এনজিও’র  কার্যক্রমকে ব্যহত করবে না।

 #

রেজাউল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩৩১৪

সুবিধাবঞ্চিত শিশুরাও উন্নয়নে অবদান রাখতে পারবে
   -- শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পথশিশু ও বসিত্মর শিশুদের উপযুক্ত শিড়্গা ও স্বাস'্যসেবা দিতে পারলে এই সকল শিশুরাও দেশ ও জাতির উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে। 

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে স'ানীয় একটি কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি সংস'া স্পন্দনবি কর্তৃক বাসত্মবায়নাধীন ‘সুবিধাবঞ্চিত শিশুদের শিড়্গা ও স্বাস'্য কার্যক্রম’ এর অধীনে শিশুদের মাঝে শিড়্গা উপকরণ ও বিদ্যালয়ে খেলনা সামগ্রী বিতরণ এবং গ্রীন অ্যাপেল ডে অভ্‌ সার্ভিস (বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য আনত্মর্জাতিকভাবে উদ্‌যাপিত দিবস) উদ্‌যাপন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, সকল শিশুকে সমান অধিকার প্রদানের লড়্গ্যে সরকার কাজ করছে এবং এ ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। শিড়্গার আলোয় যেন সকল শিশু আলোকিত হতে পারে সে ব্যাপারে স্পন্দনবি, স'ানীয় সংসদ সদস্য এবং সকলকে আহ্বান জানান তিনি। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এবং স্পন্দনবি’র উপদেষ্টা শরীফুর রহমান উপসি'ত ছিলেন।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৪৫০ জন শিড়্গার্থীদের মাঝে শিড়্গা উপকরণ এবং তিনটি বিদ্যালয়ে খেলার সামগ্রী  বিতরণ করেন। 

#

খায়ের/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩১৩

মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালু হচ্ছে আগামীকাল
ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):
    বিআইডব্লিউটিএ খননকৃত মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালু এবং নবনির্মিত ১১টি ড্রেজারের উদ্বোধন হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন।
নৌপথটি চালুর ফলে ৮১ কিলোমিটার দুরত্ব কমেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালীর রমজানপুর এলাকায় একটি লুপকাট করায় আরো ৫ কিলোমিটার দুরত্ব হ্রাস পেয়ে মোট ৮৬ কিলোমিটার দুরত্ব হ্রাস পেয়েছে।
সমুদ্রবন্দরের মাধ্যমে বিদেশ হতে আমদানিকৃত মালামাল সমুদ্র উপকূল অতিক্রম করে অভ্যন্তর ভাগের নৌপথ দিয়ে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে পরিবহণসহ বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল রুটের নৌযান চলাচলের জন্য মংলা-ঘষিয়াখালী চ্যানেল অনন্য ভূমিকা পালন করবে।
    বিআইডব্লিউটিএ’র নবনির্মিত ৮টিসহ মোট ১২টি ড্রেজার এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬টি ড্রেজার নিয়োগ করে ২০১৪ সালের জুনে মংলা-ঘষিয়াখালী নৌপথটি পুনঃখনন শুরু করা হয়। নৌপথটি পুনঃখনন করার পর ২০১৫ সালের মে মাস থেকে পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয় এবং ২০১৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন গভীরতায় মোট ৩৫ হাজার ১৫টি জাহাজ এ নৌপথে চলাচল করেছে। নৌপথটি
১৩-১৪ ফুট গভীর ও ২০০-৩০০ ফুট প্রশস্ত করে সৃষ্টি করা হয়েছে।       
#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩১২

ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, বি এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল, এস এম জগলুল হায়দার, সৈয়দ আবু হোসেন ও হেপী বড়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি ২০১৬-১৭ অর্থ বছরে জিআর, টিআর ও কাবিখা বরাদ্দের ক্ষেত্রে টাকা বরাদ্দ প্রদান এবং ঢাকা সিটি কর্পোরেশনেও যাতে জিআর, টিআর ও কাবিখা বরাদ্দ প্রদান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সুষম উন্নয়নের লক্ষ্যে পশ্চাৎপদ, অনুন্নত এলাকা চিহ্নিত করে ন্যায্যতার ভিত্তিতে ব্রিজ/কালভার্ট বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।
    বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৩৩১১

স্বাস'্যমন্ত্রীর সাথে ভূটানের রাষ্ট্রদূতের সাড়্গাৎ

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):

আগামী বছর এপ্রিলে ভূটানে অনুষ্ঠেয় অটিজম বিষয়ক আনত্মর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছে ভূটান সরকার। শীঘ্রই সেদেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভূটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি (ঝড়হধস ঞ জঁনমুব)।

    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাড়্গাৎ করতে এসে রাষ্ট্রদূত এ আগ্রহ ব্যক্ত করেন। আগামী এপ্রিলের ১৯ থেকে ২১ তারিখ ভূটানের রাজধানী থিম্পুতে এই সম্মেলন হওয়ার কথা। 

    বিশ্ব স্বাস'্য সংস'ার অনুরোধে সংস'ার মানসিক স্বাস'্য বিষয়ক অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং বাংলাদেশের অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন ভূটানে এই সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ব স্বাস'্য সংস'া, বাংলাদেশ ও ভূটানের স্বাস'্য মন্ত্রণালয় এবং সূচনা ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে। এই সম্মেলন সফলভাবে আয়োজনের লড়্গ্যে বাংলাদেশের স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন মোহাম্মদ নাসিম।

    সাড়্গাৎকালে ভূটানের রাষ্ট্রদূত বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে ভূটানের শিড়্গার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর প্রসত্মাব দিলে স্বাস'্যমন্ত্রী তা বাসত্মবায়নের জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেন।

    স্বাস'্যমন্ত্রী ভূটানকে বাংলাদেশের বিশ্বসত্ম বন্ধু হিসেবে উলেস্নখ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আনত্মর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে ভূটানের অবদান এদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। ভূটানের সাথে বাংলাদেশের এই নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে স্বাস'্যমন্ত্রী ও ভূটানের রাষ্ট্রদূত এসময় ঐকমত্য পোষণ করেন। 

#

পরীড়্গিৎ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩১০

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর):
    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২৮তম বৈঠক আজ কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. হাবিবর রহমান, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পসমূহ এবং বিগত ৫ বছরের অডিট আপত্তির সার্বিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
     কমিটিকে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জিওবি ও বৈদেশিক সহায়তায় সর্বমোট ১২টি  প্রকল্প চলমান আছে। জিওবি ও বৈদেশিক সহায়তায় প্রকল্পের সংখ্যা ৫টি এবং নিজস্ব অর্থায়ন প্রকল্প ৭টি। কমিটিকে আরো জানান হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিট আপত্তির পরিমাণ ৮১৩টি এবং নিষ্পত্তির সংখ্যা ৫৮৯টি। অবশিষ্ট আপত্তিগুলো নিষ্পত্তির প্রক্রিয়া অব্যাহত আছে ।  
    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে ও জরুরিভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
    ভবিষ্যতে যাতে অডিট আপত্তি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হওয়া এবং আপত্তিগুলো আর্থিক ক্ষমতা অনুযায়ী অবলোপন করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিট আপত্তিসমূহ দি¦পাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব নিষ্পত্তি করার বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্র্প্তা সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পূর্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩০৯

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর) :
    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৬তম বৈঠক আজ কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, ৯ম ও ১০ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রনালয়ের অধীনে মোট ৪টি প্রতিশ্রুতির মধ্যে ১টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং পদ্মা সেতুসহ অবশিষ্ট মেগাপ্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে। সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৩৬ শতাংশ। মূল সেতু নির্মাণ ভৌত অগ্রগতি ২৯ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৭৭ শতাংশ।
    বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়। এতে জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় কর্তৃক ২০১৬-১৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত এডিপিভুক্ত ১২৫টি প্রকল্পের অগ্রগতি ৪ দশমিক ৩৩ শতাংশ।  
    সড়ক পরিবহণ ও সেতু  মন্ত্রনালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য কেবল একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার এবং প্রকল্প গ্রহনকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যয় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করার সুপারিশ করা হয়।
    সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩০৮

বিজ্ঞান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর) : 
    দশম জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ইমরান আহমেদ, আয়েন উদ্দিন এবং নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগদান করেন।
    বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের অধীনে চলমান সকল প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরি করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
    বৈঠকে সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

নীলুফার/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩০৭

সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী
                                        - ডেপুটি স্পিকার
ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর) :

    গতকাল জেনেভায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৫তম এসেম্বলির সাধারণ আলোচনা পর্বে ''Human Rights abuses as precursors of conflict: Parliaments as early responders -এর ওপর সাধারণ আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।
    তিনি বলেন, বাংলাদেশ যে কোন ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মানবতাবিরোধী অপরাধ, মানবাধিকার লংঘনের বিপক্ষে অবস্থান করে এবং এ সকল সমস্যা মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে। গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরেধী অপরাধ প্রতিরোধ করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব বলেও বাংলাদেশ বিশ্বাস করে। তিনি বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশই একমাত্র দেশ যার জন্মই হয়েছে শোষণ, নিপীড়ন, নিষ্ঠুর আচরণ ও ভয়াবহ মানবাধিকার লংঘনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে। 
    রাব্বী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় সকল মানুষের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক সমঅধিকার ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন ছিল। এসময় তিনি বঙ্গবন্ধুর একটি উদ্বৃতি তুলে ধরেন ‘বাঙালি জাতি এমন একটি সুশৃঙ্খল বিশ্ব দেখতে চায় যেখানে ধনী, গরীব, সাদা, কালো সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক ন্যায়বিচার, ক্ষুধা, দারিদ্র্য এবং আগ্রাসনমুক্ত সমাজব্যবস্থা নিশ্চিত হবে’। তিনি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সেই লক্ষ্যের দিকেই ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাদের সংবিধানেও  গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলা হয়েছে যেখানে মৌলিক মানবাধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও স্বাধীনতা অক্ষুন্ন রাখার কথা বলা হয়েছে।
    ডেপুটি স্পিকার আরো বলেন, রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে এবং নারীর সমঅধিকারের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্বে এখন চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী (সংসদ নেতা), স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা নারী। জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারী সদস্য রয়েছেন। স্থানীয় সরকারের এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব করছেন।   
    সম্মেলনে বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

#

স্বপন/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩৩০৪

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল ১৮ শিল্প প্রতিষ্ঠান

ঢাকা, ১১ই কার্তিক (২৬শে অক্টোবর) :
শিল্পখাতে বিশেষ অবদানের জন্য ১৮টি প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৫ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ প্রধান অতিথি হিসেবে রাজধানীর একটি হোটেলে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। 
নিজ নিজ শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যে উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো এ পুরস্কার দেয়া হয়। ২০১৫ সালের জন্য ৬ ক্যাটাগরির প্রত্যেকটিতে ৩টি করে শিল্পপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।  
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ঢাকার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড। মাঝারি শিল্প ক্যাটাগরিতে ঢাকার এথিক্স এ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, ইরা ইনফোটেক লিমিটেড ও অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ঢাকার ডিভাইন আইটি লিমিটেড, পাবনার প্রিন্স কেমিক্যাল কোম্পানি লিমিটেড ও সাতক্ষীরার মেসার্স রনি এগ্রো ইঞ্জিনিয়ারিং। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে সিরাজগঞ্জের বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা (বিএসইউএস), ঢাকার তারা মার্কা ও সিলেটের উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ড। কুটির শিল্প ক্যাটাগরিতে ঢাকার মেক্সিম ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, গাজীপুরের অঙ্গনা বিউটি পার্লার এন্ড স্কীন কেয়ার ও ঢাকার প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র ও কুটির শিল্প উন্নয়ন। রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। 
পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যবহার করে শিল্প কারখানায় সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। 
তিনি বলেন, শিল্পায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। সরকারের শিল্পবান্ধব নীতি ও উদ্যোগের ফলে দেশে শিল্পায়নের ধারা জোরদার হয়েছে। ইতোমধ্যে জাতীয় আয়ের শিল্পখাতের অবদান ৩০ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে বলে তিনি জানান। উৎপাদনশীলতা আন্দোলনের প্রসার এবং পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বর্তমান সরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবে বলে তিনি জানান। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্প উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানের অনুকূলে এক বছরের জন্য কর অবকাশ সুবিধা দেয়ার দাবি জানান। 
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনপিও’র পরিচালক অজিত কুমার পাল, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী ও উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী স্বর্ণলতা রায় বক্তব্য রাখেন। #

জলিল/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৫১৫  ঘণ্টা   

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon