Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 27-2-2019

তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮০৯ 
 
অনলাইন আর এস খতিয়ান ভোগান্তি কমাবে
                                      -- ভূমিমন্ত্রী
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
‘অনলাইনে আর এস খতিয়ান প্রাপ্তির ফলে জনগণের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে এবং সামাজিক দ্বন্দ্ব-সংঘাত, মামলার ভোগান্তি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে যাবে। এছাড়া নাগরিকের সময়, যাতায়াত খরচ প্রভৃতি কমে যাবে। সর্বোপরি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। সেবাগ্রহীতারা খুব সহজেই এখন থেকে নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে আর এস খতিয়ান অনলাইনে পাবে’।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘হাতের মুঠোয় খতিয়ান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আর এস খতিয়ান অনলাইনে অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। 
আর এস খতিয়ান অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের (িি.িষধহফ.মড়া.নফ) একটি অংশ। এছাড়া মোবাইল অ্যাপ, ‘ৎংশ.ষধহফ.মড়া.নফ’ এবং ‘ফৎৎড়ভভরপব.ষধহফ.মড়া.নফ’ ওয়েবসাইটের মাধ্যমেও যে কেউ ঘরে বসে অথবা নিকটস্থ যে কোনো ডিজিটাল সেন্টারে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের জমি সংক্রান্ত তথ্য দেখার সুযোগ পাবে। 
অনলাইনে আর এস খতিয়ানসহ ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য ডিজিটাইজেশন কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর বিশেষ উদ্যোগের অধীন বাস্তবায়িত হচ্ছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩২ হাজার জরিপকৃত মৌজার ১ কোটি ৪৬ লাখ আর এস খতিয়ান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। 
ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সেবাগ্রহীতাদের সুবিধার্থে অভিযোগ কেন্দ্র গঠনের জন্য হটলাইন; সরকারের সাথে ভূমি সম্পর্কিত বিভিন্ন লেনদেনের জন্য ই-পেমেন্ট ব্যবস্থা চালু করার জন্য ই-পেমেন্ট গেটওয়ে স্থাপন; অনিবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু এবং ল্যান্ড ব্যাংক করার বিষয়গুলোও প্রক্রিয়াধীন। এগুলো মূলত পুরো ভূমি ব্যবস্থাপনাকে ইন্টিগ্রেটেড অটোমেশনের ভেতর নেওয়ার পর্যায়ক্রমিক ধাপ। খুব শীঘ্র সমগ্র বাংলাদেশকে ই-মিউটেশনের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, ‘দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা সম্ভব। সুশাসন নিশ্চিত করতে পারলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছতে পারবে।  ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন যেন টেকসই হয় সে জন্যে সরকার বদ্ধপরিকর’। তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেকেরই সম্যক ধারণা বেশ কম, যদিও সবার জীবন এবং পরিবারের সাথে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।  ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে দেশব্যাপী শীঘ্রই ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন মেলা পালন করা হবে’। 
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটোয়ারী, ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং এটুআই প্রতিনিধিরা বক্তৃতা করেন।
#
নাহিয়ান/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮০৮ 
 
আলু রপ্তানির তাগিদ কৃষিমন্ত্রীর
 
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
 
‘বাংলাদেশে আলুর উৎপাদন চাহিদার চেয়ে অনেক বেশি। এ কারণে আলু রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। আলু তথা কৃষিপণ্যের রোগ নির্ণয়ের একাধিক ল্যাবরেটরি স্থাপন করতে হবে এবং কেন্দ্রীয়ভাবেও একটি ল্যাবরেটরি থাকবে তদারকির জন্য। বাংলাদেশ থেকে আলু আমদানিকারক দেশগুলো যেসব শর্ত দিয়েছে তা মেনে  ফাইটোস্যানিটারি সার্টিফিকেট (পিসি) বা উদ্ভিদ স্বাস্থ্য সার্টিফিকেট নিশ্চিত করতে কাজ করতে হবে।’
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আলু রপ্তানির ক্ষেত্রে বিরাজমান সমস্যা ও তা নিরসনে করণীয় বিষয়ক সভায় এসব কথা বলেন।
 
  মন্ত্রী কৃষিপণ্য রপ্তানিতে সমস্য নিরূপণে একটি কমিটি গঠনেরও  তাগিদ দেন। এছাড়া রপ্তানির জন্য একটি সেল গঠন করতে কৃষি সচিবকে নির্দেশ দেন। তিনি বলেন, আলু রপ্তানির প্রধান অন্তরায় আলুর রোগ জীবাণু ও অপুষ্ট আলু। রপ্তানির জন্য যথাসময়ে উপযোগী আলু আহরণ করতে হবে। এর জন্য কন্ট্রাক্ট ফারর্মিং করা যায় কি না তা নিরূপণ করতে হবে। ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুর ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আলুর ব্রাউন রটসহ অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
 
কৃষিমন্ত্রী আরো বলেন, রাশিয়া ও ইন্দোনেশিয়ায় আলু রপ্তানির জন্য যে নির্দেশনা রয়েছে তা পূরণ করে আরো নতুন নতুন বাজার তৈরি করতে হবে। এছাড়া যে সব দেশে আলু রপ্তানি হচ্ছে সে সব দেশে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি বিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। 
 
কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থার প্রধান ও কৃষি বিজ্ঞানী, গবেষক, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি, বিএসটিআই’র প্রতিনিধি ও এক্রিডিটেশন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
#
 
গিয়াস/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮০৭
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
 
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াশু ইজুমি (ঐরৎড়ুধংঁ ওুঁসর) আজ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সাথে সচিবালয়ে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সাংস্কৃতিক কর্মকা-ের বিনিময় জোরদার করা এবং জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
জাপানি রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির কারণে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া জাপানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেজন্য বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে জাপান দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ কাজ করতে আগ্রহী। রাষ্ট্রদূত আরো জানান, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জাপানি নাগরিকদের কাছে ততটা পরিচিত নয়। সেজন্য দু’দেশের মধ্যে সংস্কৃতির বিনিময় আরো জোরদার করা প্রয়োজন।
 
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, শীঘ্রই জাপানে একটি সাংস্কৃতিক দল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
ঢাকাস্থ জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রধান মাচিকো ইয়ামামুরা (গধপযরশড় ণধসধসঁৎধ) 
এ সময় উপস্থিত ছিলেন।
 
#
 
ফয়সল/মাহমুদ/মমিনুল/রফিকুল/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৮০৬
ভারতে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স¦াস্থ্যমন্ত্রী
স¦াস্থ্যখাতে ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন
 
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
দেশের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে বৈশি^ক সহায়তা কামনা করে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্বাস্থ্যখাতে ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন করা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে চতুর্থ গ্লোবাল ডিজিটাল হেলথ পার্টনারশিপের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল ডিজিটাল হেলথ পার্টনারশিপের সহায়তায় ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  ডিজিটাল স্বাস্থ্য বিষয়ক এই বৈশি^ক আন্তদেশীয় সম্মেলনের আয়োজন করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা দুরূহ কাজ। এক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জের পাশাপাশি অসম্পূর্ণ কর্মসূচি সফল করতে গিয়ে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যতই অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসুক না কেন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না’। এ লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা জোরদার করতে গ্লোবাল ডিজিটাল হেলথ পার্টনারশিপের সকল প্রচেষ্টার সাথে দৃঢ় অবস্থানে থাকতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জাহিদ মালেক। 
স¦াস্থ্যমন্ত্রী আরো বলেন, জনগণের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একে টেকসই করার কাজে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতা এবং বৈশি^ক অনুশীলনের সফল প্রয়োগ করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ নেটওয়ার্ক তৈরি করেছে বাংলাদেশ। তিনি বলেন,  ‘এর মধ্য দিয়ে আমরা সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছি। এমডিজি অর্জনে সফল হয়েছি। দেশের সার্বিক স্বাস্থ্য মানের উন্নয়ন ঘটাতে পেরেছি। এমনকি বিভিন্ন জরুরি স্বাস্থ্য সমস্যা মোকাবিলায়ও বাংলাদেশ এখন পর্যন্ত শতভাগ সফলতা পেয়েছে।’ টিকাদান কর্মসূচি, কৃমিনাশক কার্যক্রম, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসে সাফল্য অর্জনের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কর্মসূচি এসময় স্বাস্থ্যমন্ত্রী তুলে ধরেন। 
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং অধিবেশনে বক্তৃতা করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ৩৪ দেশের স্বাস্থ্যমন্ত্রী, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন।
মঙ্গলবারের সমাপনী দিনে টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্য বিষয়ক দিল্লী সনদ গৃহীত হয়।
এ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। 
#
পরীক্ষিৎ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১৬ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮০৫
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ করতে হবে
 
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান আরো উন্নত করার মাধ্যমে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদেরকে জাতির ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্যই সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আরো অনেক দূর যেতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মন্ত্রী বলেন, ক্রীড়া প্রতিযোগিতা পড়াশুনা বা জ্ঞানার্জনেরই অংশ। পড়ালেখার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-েও অংশগ্রহণ করতে হবে। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীরচর্চা তাই জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। এগুলো মনের দরজা-জানালা খুলে দেয়। তিনি বলেন, সত্যিকারের জ্ঞানার্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হওয়া প্রয়োজন।
বাংলা ভাষাকে নিজের মত করে পেতে আমাদের প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাঙালি বীরের জাতি। লড়াই করেই এ জাতি ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছে। তাই ভাষার মাসে এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। জগাখিচুড়ি ভাষা পরিহার করতে হবে। 
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন, বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর জিনুন নাহার এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নাজমা শাহীন।
পরে মন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
আফরাজুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮০৪
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ
 
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী এবং  মুজিব বর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগানে এ বছর হতে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রতিযোগিতা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ যুবসমাজের জন্য ক্রীড়াক্ষেত্রে নিজেদের তুলে ধরে দেশ গঠনে উদ্বুদ্ধ করার একটি ভিত্তিভূমি হিসেবে কাজ করবে। দেশের তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে বিরত রাখা ও ক্রীড়া প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ যেমন ভূমিকা রাখবে, তেমনি সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে। 
প্রতিমন্ত্রী আজ ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ আয়োজন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হবে। খেলাসমূহ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ বছরে দশটি খেলায় মোট সত্তরটি বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। এ উপলক্ষে মশাল যাত্রার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে যাত্রা শুরু হয়ে দেশের বিভিন্ন শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মশাল যাত্রা করবে।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর আয়োজক কমিটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আয়োজক কমিটির সদস্য সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, পোলার আইসক্রিম এর চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমামসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতিবৃন্দ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
আরিফ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৮০৩

পুরনো ঢাকার কেমিকেল শ্যামপুর ও টঙ্গিতে সরানোর সিদ্ধান্ত
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
পুরনো ঢাকার বিভিন্ন ভবনে রক্ষিত কেমিকেল অন্তর্বর্তী সময়ের জন্য রাজধানীর শ্যামপুর এবং টঙ্গিতে নিরাপদ স্থানে সরানোর সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। কদমতলী থানার শ্যামপুর মৌজায় অবস্থিত বিসিআইসি’র উজালা ম্যাচ ফ্যাক্টরি এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গির কাঠালদিয়া মৌজায় বিএসইসি’র খালি জায়গায় এগুলো সরিয়ে নেয়া হবে। প্রাথমিকভাবে দু’টি স্থান মিলিয়ে ১২ দশমিক ১৭ একর জমির ওপর ৪ লাখ বর্গফুট আয়তনের স্টিল সেড নির্মাণ করে এগুলো সংরক্ষণ করা হবে।   
চকবাজারে অগ্নিকা-ের প্রেক্ষিতে বিভিন্ন ভবনে রক্ষিত দাহ্য কেমিকেল নিরাপদ স্থানে স্থানান্তর/সংরক্ষণের লক্ষ্যে অন্তর্বর্তী সময়ের জন্য জায়গা নির্ধারণের বিষয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় আজ এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্পসচিব মোঃ আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। 
সভায় শিল্প, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, কৃষি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, পুলিশ, বিসিআইসি, বিএসইসি, বিএডিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি এবং কেমিকেল ও প্লাস্টিক সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  
সভায় ব্যবসায়ী নেতাদেরকে আগামীকালের মধ্যে তাদের কেমিকেল সংরক্ষণে প্রয়োজনীয় জায়গার পরিমাণ নির্ধারণ করে লিখিতভাবে শিল্প মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেয়া হয়। 
সভায় কেমিকেল ও এসিড ব্যবসায়ীরা বলেন, চকবাজারে অগ্নি দুর্ঘটনার পর কেমিকেল ইস্যুতে স্থানীয়ভাবে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ব্যবসাবাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরণের পরিস্থিতি অব্যাহত থাকলে পুরাতন ঢাকার প্রায় ২৫ লাখ ব্যবসায়ী বেকার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন। তারা ব্যবসায়ীদের মধ্যে বিদ্যমান ভীতি দূর করতে সরকারের সহায়তা কামনা করেন। সাময়িকভাবে টঙ্গিতে নির্ধারিত জায়গায় এসিড ও শ্যামপুরের জায়গায় কেমিকেল সরানোর বিষয়ে তারা একমত পোষণ করেন। 
শিল্পসচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকা থেকে নিরাপদ স্থানে কেমিকেল স্থানান্তরের বিষয়ে শিল্প মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। আগামী ছয় মাসের মধ্যে এগুলো স্থানান্তরের জন্য ব্যবসায়ীদেরকে জায়গা করে দেয়া হবে। জননিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তী সময়ের জন্য এসিড ও কেমিকেল স্থানান্তর/সংরক্ষণের জন্য দু’টি স্থান নির্ধারণ করা হয়েছে। আরো জায়গা প্রয়োজন হলে, শিল্প মন্ত্রণালয় তারও ব্যবস্থা করবে।  
শিল্পসচিব আরো বলেন, টঙ্গি ও কদমতলীতে সরকারের খরচেই স্টিল স্ট্রাকচার নির্মাণ করে দেয়া হবে। তবে ব্যবসায়ীরা সেখানে যৌক্তিক ভাড়ায় কেমিকেল সংরক্ষণ করবেন। তিনি আগামী তিন দিনের মধ্যে কমপ্লায়েন্ট মেনে এ বিষয়ে কারিগরি প্রস্তাব প্রণয়নের জন্য বিএসইসি এবং বিসিআইসিকে নির্দেশনা দেন। জাতীয় জরুরি প্রয়োজনে এরপরই দ্রুত সরকারি অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি এ লক্ষ্যে সরকারের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।  
#
জলিল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা

 

Handout                                                                                                               Number :  802

Russian Ambassador meets Foreign Minister

 Dhaka, 27 February :

            Ambassador of the Russian Federation Alexander Ignatov called on Foreign Minister Dr. A K Abdul Momen at the latter's office this morning. Recalling the support of the Russian Federation in our Liberation War in 1971, Foreign Minister Dr. Momen expressed gratitude to the Russian people and stressed on further enhancing the existing bilateral relations between the two time-tested friendly countries in the days ahead.

            He thanked the Russian government for extending support in establishing the Rooppur Nuclear Power Projects and also for the active collaboration in gas field. Mentioning the investment-friendly environment of Bangladesh, Foreign Minister Dr. Momen invited the Russian investors to invest in Bangladesh in different sectors. On trade issues, he mentioned that in addition to RMG, considering the quality and price the Russian government may import our pharmaceuticals in large scale for the benefit of the two peoples.

            Ambassador Ignatov assured the Foreign Minister that his government would continue cooperation with Bangladesh in power, energy, information communication, trade, defense and other areas of mutual importance. He informed Russian private sector is eager to invest in joint venture projects in Bangladesh. The Russian Ambassador also expressed his country’s specific interest in importing medicine from Bangladesh and also showed interest in joint venture investment in pharmaceutical sector.

            Apart from bilateral issues, views on regional and international issues of mutual concern were exchanged during the meeting. Both sides agreed to maintain cooperation in different multilateral platforms. The Foreign Minister also sought Russian support in dealing with the Rohingya crisis and the issue was discussed in detail in the meeting.

#

Tohidul/Mahmud/Rafiq/Rezaul/2019/1805 hours

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৮০১
আগামী অধিবেশনেই বৈষম্য বিলোপ আইন পাস করা হবে
                                               ---  আইনমন্ত্রী
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বৈষম্য বিলোপ আইন তৈরির কাজ চলছে এবং এটি এখন শেষ পর্যায়ে রয়েছে। চলতি অধিবেশনে সম্ভব না হলে আগামী অধিবেশনে এটি পাস করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছি এবং এটা কার্যকর করেছি। এখন আমরা সাইবার ট্রাইব্যুনালকে জোরদার করবো। তার কারণ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের যদি উপযুক্ত বাস্তবায়ন প্রয়োজন হয় তাহলে সাইবার ট্রাইব্যুনালকে সুষ্ঠু এবং শক্ত করতে হবে। সেই কারণে আমরা সাইবার ট্রাইব্যুনালের দিকে নজর দিয়েছি এবং এই কাজ আমরা করে যাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইনের যাতে কোনো অপব্যবহার না হয় সেটার দিকেও আমরা লক্ষ রাখছি।’
আজ ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের ২২তম এজিএম ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটি মানুষ অ্যাজমা রোগে ভুগছে। তাই এ রোগের প্রকৃত কারণগুলো খুঁজে বের করতে হবে এবং তা নিয়ন্ত্রণ করতে হবে। দূষিত বায়ু অ্যাজমার অন্যতম কারণ। তাই আমাদের বায়ু দূষণ কমাতে হবে এবং নির্মল বায়ুতে শ^াস নেওয়ার ব্যবস্থা করতে হবে। কলকারখানা, যানবাহণ ও ইটভাটা নির্গত ধোঁয়া পরিশোধনের ব্যবস্থা জোরদার করতে হবে। রাস্তার পাশের আবর্জনার স্তুপ সরিয়ে ফেলতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যেসব উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন,  বর্তমানে দশ হাজার চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া চলছে। এর আগেও দশ হাজার চিকিৎসক ও দশ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তারা দেশের বিভিন্ন হাসপাতালে জনগণের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামাঞ্চলে স্থাপিত ১৩ হাজার ৭০০ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৩৩ রকমের জরুরি ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে গ্রামীণ রোগীদেরকে সরবরাহ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ বিশে^ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। 
অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বশীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন প্রমুখ বক্তৃতা করেন। 
#
রেজাউল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮০০
 
একনেক সভায় ১২ হাজার ৪শ’ ৬০ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন 
 
ঢাকা, ১৫ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় ১২ হাজার ৪শ’ ৬০ কোটি টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। 
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের “বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন” প্রকল্প; প্রধানমন্ত্রীর কার্যালয়ের “মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির নিমিত্ত ভূমি অধিগ্রহণ” প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে “বরিশাল-পটুয়াখালী সড়কে পায়রা নদীর ওপর পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণ” প্রকল্প; “ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের 
(এন-১০৪) ২-লেন অংশ (মহিপাল হতে চৌমুহনী পূর্ব বাজার পর্যন্ত) ৪-লেনে উন্নীতকরণ” প্রকল্প এবং “মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের সিন্দুকছড়ি হতে মহালছড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন” প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের “মোংলা বন্দরের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি/সরঞ্জাম সংগ্রহ” প্রকল্প; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের “ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ” প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের “চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন” প্রকল্প এবং “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ” প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণ” প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট ব ীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ” প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের “কারিগরি শিক্ষা অধীদপ্তরাধীন ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্প; এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের “গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এর তৃতীয় শাখা কারখানা স্থাপন” প্রকল্প।
এছাড়াও প্রতি জেলায়/উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প প্রত্যাহার করে তদস্থলে তাদের জন্য তাদের নিজ ভিটায় বাড়ী করে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় একনেক সভায়। এমনকি যে সকল অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জমি নেই তাদের জমিসহ বাড়ী করে দেয়ার সিদ্ধান্ত হয়। 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, তথ্য মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
 
শাহেদুর/মনিরুজ্জামান/রবি/জসীম/শামীম/২০১৯/১৬১৫  ঘণ্টা

Z_¨weeiYx                                                                                             b¤^i : 799

 

wস্পকারের সাথে ইন্টার পার্লামেন্টাw ফ্রেন্ডwশপ গ্রুপের ফ্রান্স সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ

   

XvKv, 15 dvêyb (27 †deªæqvwi) :

 

wস্পকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ইন্টার পার্লামেন্টাwর ফ্রেন্ডwশপ গ্রুপের ফ্রান্স সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট সিনেটর জ্যাকি ডেরোমেডি এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এক ফরাসী সংসদীয় প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দুদেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে wস্পকার বলেন, ফ্রান্স বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার ইwZমধ্যে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। এ সকল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon