Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ৩০ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৮৮৬
 
নজরুল ইসলাম বাবু অমর হয়ে থাকবেন 
        ---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নজরুল ইসলাম বাবু তাঁর স্বল্প জীবনে অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন। তিনি তাঁর সৃষ্টির মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন। অধিকন্তু তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৭৫ পরবর্তী সরকারগুলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিল না, তাই তাঁরা মুক্তিযোদ্ধা ও শিল্পীদের যথার্থ মূল্যায়ন করেনি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শিল্পীদের যথাযথ মূল্যায়ন করছে ও তাঁদের সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। 
মন্ত্রী আজ রাতে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নজরুল ইসলাম বাবু স্মৃতি পরিষদ আয়োজিত ‘নজরুল ইসলাম বাবু স্মার কগ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নজরুল ইসলাম বাবু স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন , বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে সংগীতের জন্য আর্কাইভ করা হচ্ছে যেখানে দেশের সংগীতের সৃজনশীলতার সকল দলিল, ইতিহাস, শিল্পী, গীতিকার, সুরকার প্রভৃতি সংরক্ষণ করা হবে। এছাড়া তৎকালীন পাকিস্তান রেডিওতে আমাদের যেসব গান ও তথ্য রয়েছে, সেগুলো সংগ্রহের প্রচেষ্টা চলছে।
অনুষ্ঠানে স্মারকগ্রন্থ ও নজরুল ইসলাম বাবুর ওপর আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, বিশিষ্ট সংগীত শিল্পী সামিনা চৌধুরী, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, কবি জাহিদুল হক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ, শিশুসাহিত্যিক আকতার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভূঁইয়া, বিশিষ্ট গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া ও শাফাত খৈয়াম এবং নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী শাহীন আখতার।
 
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২১১৭ ঘণ্টা

Handout                                                                                                                   Number: 2885

Bangladesh delegation meets OIC Secretary General in Jeddah

Dhaka, October 30 :

A 6-member Bangladesh delegation led by Shipping Minister Shajahan Khan paid an official visit to the Kingdom of Saudi Arabia today. Md. Shahriar Alam, State  Minister of Foreign Affairs was a member of the delegation.

During the visit, the delegation met the Secretary General of OIC in Jeddah.  Md. Shahriar Alam, State Minister of Foreign Affairs briefed the Secretary General and  other high officials of the OIC Secretariat on the latest position of Bangladesh on Rohingya crisis. The State Minister appreciated the role of International community for their stand on Rohingya issue. He focused on the 5-points solution proposed by Prime Minister Sheikh Hasina which was placed in the UNGA-2017. Meanwhile, a resolution on this issue has already been placed in the third committee of the UN. The Minister sought supports of the international community to pass the resolution. He apprised the Secretary General about the recent visit of a Senior Minister from Myanmer to Bangladesh and the visit of Home Minister of Bangladesh to Myanmar.

The State  Minister said in the meeting that since August 2017, 6,20,000 forcefully displaced Myanmar people have already took shelter in Bangladesh as per IOM statistics and total stands at over one million including unregistered 3,00,000. In response Secretary General mentioned that OIC contact group fact-finding team will visit Cox’s Bazar this week. The Secretary General assured  that OIC is always with Bangladesh on the issue of Rohingya.

Shipping Minister Shajahan Khan sought supports of the OIC member states through the Secretary General in favour of the candidature of Bangladesh in the Category-B election of the IMO to be held in London in the first week of November 2017. The Secretary General reassured OIC support in all International election that Bangladesh will participate and IMO in particular.  They will ask all member state to extend support to Bangladesh.

#

Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2017/2018 hour

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৮৪

সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে বিয়ানীবাজার উপজেলার অধিবাসী ৬ জন তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হলো। এ ক্ষতি কখনও পূরণ হবার নয়। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রী এ দুর্ঘটনায় আহতদের প্রতিও সমবেদনা জানান এবং তাদের আশু সুস্থতা কামনা করেন। 
উল্লেখ্য, আজ সকালে নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 
৬ জন নিহত হন। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তারা একটি মাইক্রোবাসে করে বিয়ানীবাজার ফিরছিলেন।
#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৮৩

সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়ের আগ্রহ

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। 
আজ ঢাকায় সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই আগ্রহ ব্যক্ত করে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর স্কট বোম্যান (ঝপড়ঃঃ ইড়সিধহ), প্রফেসর জুলিয়ান টিকার (ঔঁষরধহ ঞবরপযবৎ), প্রফেসর লি ডি মিলিয়া (খবব ফর গরষরধ) ও এলেস্টেয়ার ডসেন (অশধংঃধরৎ উধংিবহ)। মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন। 
#

মাসুম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৮২

 
জঙ্গিমুক্ত টেকসই রাজনীতি আনবে টেকসই উন্নয়ন
            ---তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-সন্ত্রাসী ও তেঁতুলহুজুরচক্রমুক্ত টেকসই রাজনীতি, উন্নয়ন কাজে সর্বস্তরে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সম্পৃক্ততা ও গণমাধ্যমের প্রহরী ভূমিকাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করবে। 
 
আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের মিডিয়া বাজারে পল্লী 
কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত জনতার কণ্ঠ : বাংলাদেশে টেকসই উন্নয়ন বাস্তবায়ন শক্তিশালীকরণ (চবড়ঢ়ষব'ং ঠড়রপব : ঝঃৎবহমঃযবহরহম ওসঢ়ষবসবহঃধঃরড়হ ড়ভ ঝউএং রহ ইধহমষধফবংয) সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরো বলেন, সংবিধানের নির্দেশনা, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, পুষ্টি ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সমন্বয়ই হবে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের কার্যকর পদ্ধতি। জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে এক্ষেত্রে নিরীক্ষকের ভূমিকা নিতে হবে। 
 
হাসানুল হক ইনু বলেন, সবুজ, ডিজিটাল, বৈষম্যহীন সমৃদ্ধির টেকসই বাংলাদেশ গড়তে শান্তি হচ্ছে পূর্বশর্ত। আর শান্তির জন্য জঙ্গি-তেঁতুলহুজুরচক্র, দুর্নীতি-দলবাজি, রাজাকার-যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত রাখার বিকল্প নেই।
 
পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সভায় সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম। ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীসহ আমন্ত্রিত বক্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।
 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৩৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৮১

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক


ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মোঃ তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগদান করেন।
বৈঠকে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী কী উন্নয়মূলক কাজ সম্পন্ন করেছে এবং উক্ত উন্নয়নমূলক কাজের জন্য কীভাবে অর্থসংগ্রহ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি আগামী ১-৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করে।
বৈঠকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করা হয়।
আইএমইডি-এর সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং বিদ্যুৎ বিভাগের সচিবসহ  মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

নীলুফার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৮০
 
মেডিকেল টেকনোলজিস্টের শূন্যপদে নিয়োগের নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর
 
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
দেশের হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত বৈঠকে সভাপতিত্বকালে সংশ্লিষ্টদের প্রতি তিনি এই নির্দেশ দেন। সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিশিষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সভায় ইতিপূর্বে যে কয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল তার মধ্যে আটটি কলেজ পুনরায় পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে জ্যৈষ্ঠ চিকিৎসক ও সাংবাদিকদের সমন্বয়ে একটি বিশেষ দল শীঘ্রই কলেজগুলো পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে সভায় জানানো হয়। কলেজগুলো হলো- ঢাকার আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, সফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজ। 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৬২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৭৯
 
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স ১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে
 
ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর) :
বাংলাদেশ জাতীয় সংসদ এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হবে। কনফারেন্সে বিশ্বব্যাপী কমনওয়েলথভুক্ত ৫২টি রাষ্ট্র্রের ১৮০টি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভার স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়া জাতিসংঘ ও সিপিএ এর সহযোগী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণসহ প্রায় ছয় শতাধিক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও সিপিসি’র ভাইস পেট্রন শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
সম্মেলনের প্রচারণা ও মিডিয়া কাভারেজের উদ্দেশ্যে দু’টি ভেন্যুতে দু’টি মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। 
#
 
আখতারুজ্জামান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon