Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৮

তথ্যবিবরণী 26/8/2018

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৬৬                     
¬                                                                         
ভারতের রাষ্ট্রপতির সাথে বিমান ও পর্যটন মন্ত্রীর সাক্ষাৎ
রিলিজিয়াস ট্যুরিজম পর্যটন বিকাশের অন্যতম অনুষঙ্গ

নয়াদিল্লী (ভারত), ২৬ আগস্ট : 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বাংলাদেশে ছোট বড় প্রায় ৫০০ বুদ্ধিস্ট স্থাপনা আছে এবং বৌদ্ধ ধর্মের অন্যতম দীক্ষাগুরু অতীশ দীপংকরের জন্মস্থানও বাংলাদেশে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ’ হলো বৌদ্ধ ধর্মের সাধকদের কথামালা। 

গতকাল ভারতের নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (জধস ঘধঃয কড়ারহফ)-এর সাথে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। 

সাক্ষাৎকালে তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্কোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, উপমহাদেশে পর্যটনের বিকাশে রিলিজিয়াস ট্যুরিজম একটি অন্যতম অনুষঙ্গ হতে পারে। আর এ ক্ষেত্রে বৌদ্ধ ধর্মীয় হেরিটেইজ সাইটগুলো অন্যতম ট্যুরিস্ট সাইট হতে পারে। 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে মন্ত্রী সেখানে অবস্থান করছেন। ২৩ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন ২৬ আগস্ট শেষ হবে।

#

মাহবুবুর/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৬৫                     
¬                                                                         
বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে সরকার
                                        -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) : 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে সরকার  বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিটি গ্রামকে যোগাযোগের আওতায় আনা হয়েছে। এ ছাড়া বিদ্যুতায়নেরও ব্যবস্থা হয়েছে। বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে গ্রাম আর গ্রাম থাকবে না, গ্রাম শহরে রূপান্তরিত হবে।

মন্ত্রী আজ সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লাখ লাখ মানুষ গ্রামের বাড়ীতে ঈদ করতে গেছেন। প্রয়োজনীয় পরিবহণের অপ্রতুলতা থাকলেও সকলে বাড়ি যেতে সক্ষম হয়েছে। এ বছর ঈদে মানুষের মধ্যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের সক্ষমতা পূর্বের তুলনায় অনেকাংশে বেড়েছে। 

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উন্নয়নের মূল কথাটি তুলে ধরতে সক্ষম হয়েছি এবং জনগণকে এই উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছি। দেশের পৌরসভাবিহীন উপজেলাসমূহকে শহরে পরিণত করতে দেড় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে সারা দেশে সুষম নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

জাকির/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৭২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৬৪                     
¬                                                                         
ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের
নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ
 
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট) : 
আজ বাংলাদেশ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপনির্বাচনে নির্বাচিত ১ জন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ জন নবনির্বাচিত কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উক্ত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপনির্বাচনে নির্বাচিত ঘোষিত প্রার্থীর তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং গত ৩০ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
#
 
জাকির/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৬৩ 
 
জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
                                       
ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 
এসময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের তৎপরতার কারণে মানুষ নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পেরেছে। যাতায়াত ব্যবস্থা ভাল থাকায় পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করে সবাই নিরাপদে কর্মস্থলে ফিরে আসছে।  
ইসমাত আরা বলেন, দেশের পশু খামারিদের স্বার্থ সুরক্ষায় সরকারের আন্তরিকতার কারণে এ খাত একটি ভাল অবস্থানে পৌঁছেছে।
প্রতিমন্ত্রী এ সময় জনগণের সেবায় আরো আন্তরিকভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 
 
#
 
মাসুম/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫৫৩ ঘণ্টা
 
 
Todays handout (3).docx Todays handout (3).docx